
09/26/2024
১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ বাঙালি সেটেলারদের দ্বারা পার্বত্য চট্টগ্রামের দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর ওপর হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে নিউইয়র্ক সিটির জাতিসংঘ সদর দফতরের সামনে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ আমেরিকান জুম্ম কাউন্সিলের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমেরিকায় বিভিন্ন অঙ্গরাজ্য বসবাসকারী প্রায় শতাধিক জুম্মো আদিবাসী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন l উক্ত সমাবেশে সামরিক মদদপুষ্ট বাঙালি সেটেলারদের দ্বারা অতর্কিত ও নৃশংস হামলার ক্ষতিগ্রস্তদের সম্পত্তির ক্ষতিপূরণের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং জমি দখল, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যা এবং সামরিক ক্যাম্প প্রত্যাহারের জন্য আওয়াজ তুলেন এবং 1997 পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান l
🇺🇸 👉সমাবেশের পুরো ভিডিওটি নিম্নে লিঙ্কে দেওয়া আছে 👇
👉 https://youtu.be/EGwE5OmIrMY?feature=shared