
Peace TV বাংলা
- Home
- United States
- New York, NY
- Peace TV বাংলা
Peace TV Bangla is a Bengali language Islamic television network. The founder and president of Peace TV Bangla is Zakir Naik.
Peace TV programs are in Bengali and some are dubbed into Bengali language and telecast free-to-air. The founder and president of Peace TV Bangla is Zakir Naik, an Islamic preacher from Mumbai, India.
Operating as usual


04/02/2022
বিধবা
যে সময়টা তার থাকার কথা ছিলো স্বামীর বাহুপাশে পরম সুখে। সে সময়টাতে সে ঝালমুড়ি বিক্রি করে জীবকা নির্বাহ করছে। কেন করছে জানেন?
আমাদের সমাজে দ্বিতীয় বিবাহকে কটু চোখে দেখা হয় বলে! মাসনার নাম শুনলে প্রথম স্ত্রী আৎকে উঠে বিষম খায় বলে! বিধবাদের সেকেন্ডহ্যান্ড বস্তু মনে করা হয় বলে!
অথচ বিবধাকে বিয়ে করাও যে সুন্নাহ, এটা যে সমাজের হাজারো অসহায় নারীর আশ্রয়ের দুয়ার খুলে দেয় সে কথা কেউই মানতে চায় না। উপরন্তু মেয়েরা দ্বিতীয় বিয়েকে ঘৃণা করে। নাক সিটকায়।
আল্লাহ বলেন- সেসব মেয়েদের মধ্যে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন কিংবা চারটি পর্যন্ত ।সূরা নিসা আয়াত ৪ অংশবিশেষ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দীন বোঝার তৌফিক দান করুক।

02/25/2022
আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক
ইয়া আল্লাহ এই জুম্মা বারের উসিলায় সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আপনি ক্ষমা করে দিন এবং হেফাজত করুন।।
আমিন

02/25/2022
হুজুর সংখ্যা বেড়ে গেছে 🍁
বেড়েছে পাঞ্জাবি ওয়ালা
লোক দেখানো বুজুর্গ বেড়েছে
বাড়েনি আল্লাহ ওয়ালা।
বোরকা ওয়ালী দেখা যাচ্ছে 🍁
রাস্তা ঘাটে কত
পর্দা পুশিদার বালাই নেই
ফ্যাসন হচ্ছে শত।
মসজিদ গুলো হচ্ছে বিশাল 🍁
টাইলসফিড অট্টালিকা
নামাজিতো বাড়ছে না ভাই
ঈমানের দুর্বলতা।
• প্রোফাইলে দেখো হুজুরের 🍁
নাই কোন অভাব
অনেকেই মেয়েদের ইনবক্সে
করবে আবার প্রভাব।
•আইডিতে নাম হুজুরের বৌ হবো 🍁
স্বপ্নে হুজুর, হুজুর হবে সঙ্গি
পোস্ট দেখলে মাথা ঘুরে
নায়িকা শাবনুরের ভঙ্গি।
• স্টোরিতে হিন্দি গানের মেলা 🍁
আইডির নাম পর্দাওয়ালী
কিভাবে তুমি আপলোড দাও
উন্মুক্ত চুলের কৃঞ্চকলি
• অভিনয়ে ভদ্র না হয়ে 🍁
আসলে চেষ্টা করো
বিপদগামীর পথটা ছেড়ে
সত্যের হাতটা ধরো।🤝
02/24/2022
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
অচিরেই আমার পরে এমন সব লোক তোমাদের নেতা হবে যারা সুন্নাতকে বিলুপ্ত করবে, বিদআতের অনুসরণ করবে এবং নামায নির্দিষ্ট ওয়াক্ত থেকে বিলম্বে পড়বে। আমি বললাম, হে আল্লাহর রাসূ্ল! আমি যদি তাদের (যুগ) পাই, তবে কি করবো? তিনি বলেন, হে উম্মু আবদ-এর পুত্র! তুমি আমাকে জিজ্ঞেস করছো যে, তুমি কি করবে? যে ব্যক্তি আল্লাহর অবাধ্যচরণ করে, তার আনুগত্য করা যাবে না।
রেফারেন্সঃ
সুুনেন ইবনে মাজাহ ২৮৬৫
02/09/2022
Peacetv বাংলা
ওমরাহ বিশ্বাসের যাত্রার জন্য প্যারাজানকে বেছে নিন 😊
লাবাইক ইয়া আল্লাহ লাবাইক❤

02/03/2022
নামাজ
01/14/2022
জাকির নায়েক
মুহাম্মাদ (স) সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী - Dr Zakir Naik Bangla Lecture
12/19/2021
আবু ত্বহা মুহাম্মদ আদনান
মালহামা খুবই সন্নিকটে | আবু ত্বহা মুহাম্মদ আদনান | Abu Taha Muhammad Adnan | Paradoxical Ummah

12/13/2021

12/10/2021

12/10/2021

12/10/2021

12/09/2021
সাহাবীদের সময়ে একটা সুন্দর সিস্টেম ছিল। সাহাবারা কোনো নারীকে একা ফেলে রাখতেন না। সে বিধবা হোক, তালাকপ্রাপ্তা হোক, তার আবার বিয়ে হত।
আমরা দেখি, আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে কোনো কোনো সাহাবিয়াতের তিন-চার-পাঁচবারও বিয়ে হয়েছে! কিন্তু আমাদের বর্তমান সময়ে একজন মেয়ের এতবার বিয়ের কথা ভাবাই যায় না। ৪/৫ বার তো দূরের কথা ২য় বার বিয়েতেই কত সমস্যা।
আবু বকর, উমার রাদিয়াল্লাহু আনহুম, উনাদের মত সেরা সেরা সাহাবীরাও তালাক দিয়েছেন, একাধিক বিয়ে করেছেন। তাদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের আবার অন্য সাহাবীরা বিয়ে করে নিয়েছেন। কেউ এমন ভাবে নি, "নিশ্চয়ই অমুক মেয়ের দোষ আছে, নইলে কি আবু বকর-উমারের মত মানুষ তাকে তালাক দেয়! এমন মেয়েকে কে বিয়ে করে!"
বরং তারা মানুষকে মানুষ-ই মনে করতেন, ফিরিশতা মনে করতেন না।
মানুষের কিছু চাহিদা বাবা-মা-ভাই-বোন-সন্তান-সন্ততি দ্বারা পুরা করা যায় না। একজন সঙ্গী লাগে। যে বিধবা তারও একজন সঙ্গীর প্রয়োজন। যে তালাকপ্রাপ্ত তারও একজন সঙ্গী দরকার। সাহাবীদের আমলে কেউ কোনো নারীকে একাকী নিঃসঙ্গ পড়ে থাকত না। মায়ের বয়সী হোক, দাদীর বয়সী হোক, তার আগে বাচ্চাকাচ্চা থাকুক -- সব রকম নারীকেই বিয়ে করে নেওয়া হত।
আল্লাহ তা’আলা আমাদেরকে ইসলাম দান করেছেন যেন আমাদের জীবনগুলো সুন্দর হয়, শান্তির হয়। একাকী পড়ে থাকার মত অসহনীয় জীবন আর কিছু নেই। তাই আল্লাহ তায়ালা বিয়ের বিধান দিয়েছেন।
বিয়ের সময় কম-বয়সী, কুমারী নারীকে বিয়ে করতে কোনো বাধা নেই। কিন্তু সমাজের সার্বিক দিকের কথা চিন্তা করে বিধবা এবং তালাক-প্রাপ্ত, গরীব, অসহায় বোনদেরও তো কাউকে না কাউকে অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করা উচিৎ।
স্বয়ং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) তাঁর চেয়ে বয়সে বড় ছিলেন। দুই-এক বছরের না, বেশ কয়েক বছরের বড়। এমনকি তাঁর আগে একাধিক বিয়েও হয়েছিল। অর্থাৎ তিনি কুমারী ছিলেন না। কাজেই পূর্ব বিবাহিত পাত্রীকে বিয়ের ব্যাপারে কোন ধরনের অস্বস্তিবোধের জায়গা ইসলাম দেয় না।
আমরা আসলেই গোঁড়া। একবিংশ শতাব্দিতে এসেও আমরা সাহাবীদের মত উন্নত মানসিকতা ধারণ করতে পারি না। সাহাবী-সাহাবিয়াতরা সব ক্ষেত্রেই সর্বোত্তম দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন।
🖋️ নাঈম ইসলাম

12/08/2021

11/25/2021

11/25/2021
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটাও লিখিত। একটি দানাও কম না আবার একটি দানা বেশিও না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত কিন্তু আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়েই ঐ ১ কোটি টাকা আয় করে তারপর আমি মারা যাবো আবার হারাম উপায়ে হলেও ঐ ১ কোটিই... নাথিং মোর অর নাথিং লেস (Nothing more or nothing less)!!!
আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা অন্য কোন দেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন, আমিন।।।
©

11/24/2021

11/24/2021
আমরা অনেক সময়ই বলে থাকি যুগ খারাপ ।
যুগ খারাপ না মানুষ খারাপ ।

11/22/2021

11/22/2021
অনেক দামী একটা খাট
সবাইর জন্যই অপেক্ষা করছে।
©
![একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মত ভালবাসে কখন ?[এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার ]যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে ...](https://img5.medioq.com/695/310/5030747236953106.jpg)
11/20/2021
একজন স্বামী তার স্ত্রীকে পাগলের মত ভালবাসে কখন ?
[এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার ]
যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর।তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
.
কি ছিল সে রহস্য?
মজার মজার খাবার বানানো?
দৈহিক সৌন্দর্য?
বেশী সন্তান জন্ম দেয়া?
নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
.
কিভাবে?
অর্থ দিয়ে?
তা তো হতে পারে না।
কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চাননা।
.
সন্তান জন্ম দান?
না, তাও নয়। কারন, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
.
ভাল খাবার বানানো?
এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
.
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন, বললেন, তাহলে আসল রহস্যটা কি?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকোনা, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
.
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন।
আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে?
এবার আমি যেতে পারি?
তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
.
সাংবাদিক: এরপর কি করেন?
এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক।
স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
.
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত।
এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি।
তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালবাসার কথা বলেন।
.
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
.
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকেনা। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
©️

11/18/2021
স্ত্রী: বিয়ের আগে শুনছিলাম
আপনি বেশ পরহেজগার।
কিন্তু আপনি আজও আমার স্বপ্নগুলো পূরন করতে পারেন নাই।।।
স্বামী: তোমার স্বপ্ন গুলো আমাকে বলো
আমি আজীবন চেষ্টা করবো
সেগুলো পূরন করতে।।
স্ত্রী: বারে,,আমায় খুব ভালোবাসেন বুঝি?
স্বামী: হ্যাঁ ভীষন,তুমি শুধু একবার বলো
তোমার স্বপ্নগুলো প্লিজ,,,,,
স্ত্রী: আমি চাই তাদের দলে অন্তর্ভুক্ত হতে
যাদের
অনেক আলীশান বাড়ি আছে,
অনেক সম্পদ আছে,
অনেক বাগান আছে,
অনেক খাদেম আছে,,
স্বামী: তুমি তো সবই জানো,
এত প্রাসাদ,এত বাগান আর
এত খাদেম আমি কি করে
তোমায় এনে দেবো??
স্ত্রী: আমি রাস্তা দেখিয়ে দিলে
এগুলো আমায় এনে দিবেন?
স্বামী: এটা কিভাবে সম্ভব?
স্ত্রী: সবই সম্ভব,, আপনি রাজি কি না
তাই বলেন।
স্বামী: আমি রাজি
স্ত্রী: (১)আজ থেকে প্রতি দিন ১০ বার
সূরা ইখলাস পড়ে জান্নাতে একটি
প্রাসাদ তৈরি করবেন।
(২) "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" বেশি বেশি পড়বেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "লা হাওলা ওয়ালাকুয়াতা ইল্লাবিল্লাহ" হলো জান্নাতের গুপ্তধন।
(৩) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,,,,
বেশী বেশী পড়ে,,,
জান্নাতের বাগানে প্রচুর খেজুরগাছ রোপন
করবেন।
(৪) আজ থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করা শুরু করবেন,,,,
যে ব্যাক্তি আল্লাহর নামগুলো মুখস্ত করবে সে জান্নাতি,, আর জান্নাতিদের তো অনেক খাদেম থাকবে।।
স্বামী অবাক হয়ে বললেন এই জন্যই রাসূল(সা:)
বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো
নেককার স্ত্রী।।
Address
New York, NY
1944
Alerts
Be the first to know and let us send you an email when Peace TV বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Peace TV বাংলা:
Videos
Category
Peace TV বাংলা
Peace TV Bangla is a Bengali language Islamic television network. Peace TV programs are in Bengali and some are dubbed into Bengali language and telecast free-to-air. The founder and president of Peace TV Bangla is Zakir Naik, an Islamic preacher from Mumbai, India.
Nearby media companies
-
10041
-
New York
-
Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி
14 Renee Ct, Edison -
united state
-
103-24 Roosevelt Ave.
-
421 8th ave #8510
-
10016
Other TV Networks in New York
-
twitter @drjashton
-
66 Greenpoint Ave
-
10016
-
10093
-
Macy's thanksgiving day 2020 Live
United States -
Sky TV - Русское телевидение онлайн в США и К
521 fifth ave
Comments
https://www.facebook.com/113690411232741/posts/119553070646475/?app=fbl
C.R.O সি. আর. ও. অফিসার পদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি :-
যোগ্যতা :- এস এস সি/এইস এ সি/ আলিম ফাজিল/ হাফেজ, দাওরায়ে হাদিস
বেতন : ১৬,০০০ টাকা
কাজের সময় : ৮ ঘন্টা
থাকা খাওয়ার সুব্যবস্থায আছে।
হেড অফিস :- ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর।
বিস্তারিত জানতে ✆ 01581039916
(বি : দ্র : - নারী পুরূষ উভয়ের আবেদনের সুযোগ রয়েছে)
***
*
গাড়ির শোরুম দেখাশোনার জন্য "সহকারী সুপারভাইজার" পদে নিয়োগ দেওয়া হবে।
# পদের_নামঃ সহকারী সুপারভাইজার।
# পদের_সংখ্যাঃ ৫ জন
# বেতনঃ ১৫,৫০০ টাকা।
# শিক্ষাগত_যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি
# কাজের_ধরনঃ
১/ ১০-১৫ জন কর্মচারীদেরকে দেখাশুনা করতে হবে।
২/ তাদের বেতনশীট তৈরী করা।
৩/ তাদের বেতন প্রদান করতে হবে।
৪/ কে কখন শোরুমে প্রবেশ করবে এবং শোরুম থেকে বের হচ্ছে তা লিপিবদ্ধ করতে হবে।
৫/ কে কত ঘন্টা ওভারটাইম করতেছে তা লিপিবদ্ধ করতে হবে।
# সুযোগ_সুবিধাঃ
১। থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা আছে।
২। প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যেই বেতন প্রদান করা হয়।
৩। দুই ঈদে বোনাস প্রদান করা হয়।
৪। শুক্রবার সহ সরকারি ছুটি প্রদান করা হয়।
৫। ওভারটাইমের সুযোগ আছে ( ঘন্টায় -৫০ টাকা)।
# প্রয়োজনীয়_কাগজপত্র ::
১/পাসপোর্টসাইজ ২ কপি কালার ছবি।
২/জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩/সার্টিফিকেটের ফটোকপি।
🎭🎭নামাজ এর সময় কল করবেন না🎭🎭
🎭