
01/08/2025
বাবার জন্য কন্যাসন্তান জান্নাতস্বরূপ!
কন্যাসন্তানবিহীন সংসার পানসে আর আলুনি।
একটি কন্যা বাবার জন্যে যতটুকু ভাবে, ছেলে ততটুকু ভাবে না।
কন্যাসন্তান বাবার জন্যে আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ হাদিয়া।
আবার কন্যাসন্তান বাবার জন্যে পরীক্ষাও বটে।
কন্যাকে দ্বীনি শিক্ষা দিয়ে, বিয়ে দেয়া পর্যন্ত বাবারা অনবরত পরীক্ষার উপর থাকেন।
পুত্রসন্তান প্রতিপালনের চেয়ে কন্যাসন্তান প্রতিপালনে সওয়াব, ফযীলত ও বরকত বেশি। এজন্যই সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বকালের সেরা মানবের বড় হয়ে ওঠা সব সন্তানই কন্যা। নবীজি প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠ আমলই করে গেছেন। সন্তান প্রতিপালনের ক্ষেত্রেও।
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু।
লেখাঃ শায়খ আতীক উল্লাহ