Mukto Mela -মুক্ত মেলা

Mukto Mela -মুক্ত মেলা This is the online magazine and it gives you a platform to show your writing capabilities

🌼
03/08/2025

🌼

🌼
03/08/2025

🌼

প্রতিবেদন x ' স্বপ্নটা আজ প্রাণহীন দেহের মতো '

শুরুটা খুব সুন্দর ভাবে হয় বলেই মানুষের মনে অনেক প্রত্যাশা জন্মায়। নিজের মতো করে স্বপ্ন বুনতে শুরু করে।
তার ভাবনায় সামান্যতম আঁচ লাগলেই সে খুব কষ্ট পায়।
মানুষের কল্পনাটা ধীরে ধীরে হৃদয়ের গভীরে চলে যায়। সে সময়ের সাথে সাথে তার কল্পনাকে বাস্তবতায় রূপ দিতে চেষ্টা করে। মনে আরো প্রত্যাশা জন্মায়। সমস্ত ভাবনা তার সেই স্বপ্নকে ঘিরেই তৈরি হতে থাকে। সে ভাবে তার এই ইচ্ছে সত্যিই একদিন পূরণ হবে।
খুব যত্ন করে মানুষ তার আবেগ দিয়ে কল্পনাকে আপন করে নেয়। শুরুটা সুন্দরভাবে হয় বলেই খারাপের কথা চিন্তায় আসে না।
কখনো ভাবতে পারে না যে শেষটা নির্মম হতে পারে। এক মূহুর্তে সব পাল্টে যেতে পারে। তখন সবকিছু বিলীন হয়ে ওঠে।
যে কল্পনাকে যত্ন করে আগলে রেখেছিল সেই স্বপ্ন আজ প্রাণহীন দেহের মতো।
তাই কখনো সুন্দর ও আনন্দময় পরিবেশকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কোনো জিনিসকে অল্প বিচারে আপন করতে নেই।
পরিস্থিতি অনুভূতিকেও হার মানায়। হয়তো আবেগ হারিয়ে যায় না তবে বাস্তবতার অতল গভীরে চাপা পড়ে যায়।
স্বপ্ন দেখাটা ভালো, কল্পনা করার যুক্তিযুক্ত কারণও আছে।
কিন্তু, অল্প বিচারে আবেগময় হওয়া উচিত নয়।"

- লেখিকা তাজকিয়া
জেলাঃ বরিশাল

08/31/2021

প্রতিবেদন - শিশু শ্রম । Short awareness documentary film

শিশুরা সব কিছুতেই অগ্রাধিকার পাবে যেহেতু জ্ঞান ও চিন্তা বিনিময়ের ক্ষেত্রে তাদের অনন্ন এক সততা এবং আগ্রহ আছে যা ভবিষ্যতে বিশ্বব্যাপি একটি অর্থপূর্ণ আস্থার ক্ষেত্র গড়ে তুলতে ও দীর্ঘ্যস্থায়ী পরিবর্তন সাধন করতে সম্ভব হবে।
আমরা ভিডিও চিত্রে যে ঘটনাটি দেখেছি , সেখানে শিশুর অধিকার ভঙ্গ হচ্ছে এবং শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার রূপ ধারন করছে। আমাদের ভিডিও চিত্রের মতো, প্রতিনিয়ত দেশের অসংখ্য শিশুর অবক্ষয় হচ্ছে মানসিক চেতনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের অধিকার।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার জরিপ ২০১৮ অনুসারে, ৪০ লাখের ও বেশি শিশু শ্রমে নিয়জিত রয়েছে। এ শিশুদের মধ্যে ৩০ লাখ এর ও বেশি ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত। ৮ জুলাই ২০২১ বাংলাদেশে রূপগঞ্জে এমনি একটি ঝুঁকিপূর্ণ খাদ্য প্রকৃয়া করণ কারখানায় আগুনে অন্তত ১৬ জন বা তার ও বেশি শিশু শ্রমিক প্রান হারিয়ে ছিল (তথ্য সূত্র: BBC bangla) ।
প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু শ্রমিকদের ভয়াবহ দুর্ঘটনায় শিকারের নজির কম নয়। শিশু সুরক্ষা প্রত্যেকেরই দায়িত্ব । সুস্থ সৃজনশীল শৈশবের জন্য প্রয়োজন আলোকিত সমাজ। সমাজবদ্ধ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শিশুদের আধিকার গুলো রক্ষা এবং বাস্তবায়নে সাহায্য করা।
তাই আসুন সুন্দর ভবিষ্যৎ তৈরিতে সবাই এক সাথে বলি ,
" জীবন চাহিদায় আছে সবার অধিকার,
শিশু শ্রমে নয় শিক্ষায় হোক প্রতিকার "।

রিপোর্টে - শাহরিয়ার রিশাত , আব্দুল্লাহ ইসলাম

" অধিকারের ইচ্ছে । The will of Rights "
Directed by: Al Abdullah Islam Manik
Assistant Director: Nabil Rahman
Scriptwriter: Shahriar Tanvin Rishat
Cast: Sahan, Arafat Hossain,Imtiaz Uddian
Voice Over: Shipon
Subtitle: Tanmoy, Ajmain Hossain

সকলকে বসন্তের শুভেচ্ছা
02/14/2021

সকলকে বসন্তের শুভেচ্ছা

12/31/2020

Happy New Year (2020+1) 2021!!!!!!
hu hu hurrah!!
“May the New Year bless you with health, wealth, and happiness.” May joy, peace, and success follow you everywhere you go and whatever you do. Have a wonderful new year with your family and friends.No one can go back in time to change what has happened. So work on your present to make yourself a wonderful future.

Motion Graphics made by Najia Nujhat
- Mukto Mela Team

প্রতিবেদন x ' স্বপ্নটা আজ প্রাণহীন দেহের মতো 'শুরুটা খুব সুন্দর ভাবে হয় বলেই মানুষের মনে অনেক প্রত্যাশা জন্মায়।  নিজের ম...
12/22/2020

প্রতিবেদন x ' স্বপ্নটা আজ প্রাণহীন দেহের মতো '

শুরুটা খুব সুন্দর ভাবে হয় বলেই মানুষের মনে অনেক প্রত্যাশা জন্মায়। নিজের মতো করে স্বপ্ন বুনতে শুরু করে।
তার ভাবনায় সামান্যতম আঁচ লাগলেই সে খুব কষ্ট পায়।
মানুষের কল্পনাটা ধীরে ধীরে হৃদয়ের গভীরে চলে যায়। সে সময়ের সাথে সাথে তার কল্পনাকে বাস্তবতায় রূপ দিতে চেষ্টা করে। মনে আরো প্রত্যাশা জন্মায়। সমস্ত ভাবনা তার সেই স্বপ্নকে ঘিরেই তৈরি হতে থাকে। সে ভাবে তার এই ইচ্ছে সত্যিই একদিন পূরণ হবে।
খুব যত্ন করে মানুষ তার আবেগ দিয়ে কল্পনাকে আপন করে নেয়। শুরুটা সুন্দরভাবে হয় বলেই খারাপের কথা চিন্তায় আসে না।
কখনো ভাবতে পারে না যে শেষটা নির্মম হতে পারে। এক মূহুর্তে সব পাল্টে যেতে পারে। তখন সবকিছু বিলীন হয়ে ওঠে।
যে কল্পনাকে যত্ন করে আগলে রেখেছিল সেই স্বপ্ন আজ প্রাণহীন দেহের মতো।
তাই কখনো সুন্দর ও আনন্দময় পরিবেশকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কোনো জিনিসকে অল্প বিচারে আপন করতে নেই।
পরিস্থিতি অনুভূতিকেও হার মানায়। হয়তো আবেগ হারিয়ে যায় না তবে বাস্তবতার অতল গভীরে চাপা পড়ে যায়।
স্বপ্ন দেখাটা ভালো, কল্পনা করার যুক্তিযুক্ত কারণও আছে।
কিন্তু, অল্প বিচারে আবেগময় হওয়া উচিত নয়।"

- লেখিকা তাজকিয়া
জেলাঃ বরিশাল

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ! #বিজয়_দিবস  #মুক্তমেলা
12/16/2020

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা !
#বিজয়_দিবস
#মুক্তমেলা

পোড়াবাড়ির ভূতুড়ে রহস্য ; পর্বঃ ০১                 হ্যালো, আমি ইরফান। অনার্স ২য় বর্ষে পড়ালেখা করি। ভার্সিটির ছুটি চলতেসে...
12/01/2020

পোড়াবাড়ির ভূতুড়ে রহস্য ; পর্বঃ ০১

হ্যালো, আমি ইরফান। অনার্স ২য় বর্ষে পড়ালেখা করি।
ভার্সিটির ছুটি চলতেসে তাই গ্রামের বাড়ি রাজাপুর, খুলনায় চলে আসলাম।
সেই দিনটিও ছিল অন্যান্য দিনের মতো রৌদ্রজ্জ্বল একটি দিন। আমার দিনটা ভালো কাটলেও রাতটা মোটেও ভাল ছিল না।
দিনটি ছিলো ২৯শে ফেব্রুয়ারী।
রাতে ছিলো অমাবস্যা। বরাবরের মতো রাতের খাওয়া শেষ করে সুখটান দেবার জন্য বাইরে আসলাম। আমাদের বাড়ি থেকে বাজার প্রায় ১ কি.মি দূরে। হেটে হেটে কামাল মামার দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি সঙ্গী-সাথী কেউ নেই সেখানে।
মামাকে জিজ্ঞেস করলাম, 'বাকিগুলা সব কই?'
মামা বললেন, ' তুমি জানো না আজকে যে ২৯শে ফেব্রুয়ারী অমাবস্যার রাত। '
আমি বললাম, ' অমাবস্যার রাত তো কি হইসে? '
মামা বলল, ' সব ২৯শে ফেব্রুয়ারী অমাবস্যার রাত হয় না। আজকের ২৯শে ফেব্রুয়ারী অমাবস্যার রাত আজকে গ্রামে যে কি হবে.......'
আমি জিজ্ঞেস করলাম, 'কি হবে মামা?'
মামা বলল, 'আমি এর চেয়ে বেশি কিছু কইতে পারুম না।'
এ কথা বলে মামা আমাকে ২ টা সিগারেট আর একটা লাইটার দিল। আমি দাম দিতে গেলে বলল, 'এহন দাম দেওন লাগব না তুমি জলদি বাড়িতে যাও, আইজকার রাত বহুত খারাপ রাত।'
এইটা বলেই মামা জলদি দোকান বন্ধ করে চলে গেল।
আমি মনে মনে বললাম, "অদ্ভুত"।
তো আমি হাটতে হাটতে সিগারেট খাচ্ছি। এমন সময় বাজারের পাশের ভাংগা পোড়া বাড়িটার থেকে একটা কান্নার আওয়াজ শুনলাম।
প্রথমে ভাবলাম শুনার ভুল কিন্তু আমার ভুল টাকে সঠিক করে দিয়ে এবার আবার আওয়াজ টা হলো। আমি চমকে উঠলাম। আমার কৌতূহল এর মাত্রা বেড়েই চলেছে। আমি গেলাম পোড়াবাড়িটার কাছে বুঝতে পারলাম যে কান্নার শব্দ টা আসছে বাড়ির ছাদ থেকে।
কিন্তু এই বাড়িতে কেউ থাকে না প্রায় ২০-২৫ বছর।
কেউ বাড়ির দেখাশোনাও করে না। বাড়িটার অবস্থাও ভালো না।
বাড়িটা ২০-২৫ বছর আগে আগুনে পুড়ে যায়।
তখন বাড়ির মালিক ছাড়া সবাই আগুনে পুড়ে মারা যায়। তখন বাড়ির একমাত্র ছেলে বিয়ে করে বউ আনার ১ সপ্তাহ পরে বাড়িটিতে আগুন লাগে।
আমি ঢুকলাম বাড়িটিতে ঢুকে কান্নার শব্দ কোথা থেকে আসছে সেটা খুজতে লাগলাম শব্দটা এখন আগের থেকে আরও জোরালো হচ্ছে। আমি পোড়াবাড়িটার ছাদে গেলাম গিয়ে দেখি একটি সুন্দরী মেয়ে নববধূর মত সেজে বসে আছে এবং কাঁদছে।
হঠাৎ সে কান্না থামিয়ে মিনমিনে গলায় গান ধরলো। গানটা আমার কানে আসতেই,,,,,

লেখকঃ যিয়াদ প্রিয়ন্ত
স্কুলঃ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ(মিরপুর)
জেলা: ঢাকা

নতুন মাস শুরু হোক বিশেষ  আয়োজনে,তাজকিয়ার ৪টি ছন্দ নিয়ে শুরু হোক নতুন যাত্রাজেলা : বরিশাল
10/06/2020

নতুন মাস শুরু হোক বিশেষ আয়োজনে,

তাজকিয়ার ৪টি ছন্দ নিয়ে শুরু হোক নতুন যাত্রা
জেলা : বরিশাল

09/28/2020

ফর্ম পূরণ করে আজই মুক্ত মেলার সদস্য হয়ে যাও!
ক্যাম্পাস এম্বাসেডর হতে চাইলে আমদের মেসেজ করো! একটি প্রতিষ্ঠানের (স্কুল/কলেজ) প্রধান দায়িত্বে থাকবে ক্যাম্পাস এম্বাসেডর(CA)। এবং ওই প্রতিষ্ঠানের (CA), এর কাজে সাহায্য করার জন্য থাকবে ক্যাম্পাস রিপোর্টার(CR), প্রতি বছর CA এবং CR পরিবর্তন হবে! আর বাকিরা মেম্বার হবে!
* What is Mukto Mela? মুক্ত মেলা কি ?
- কিশোরদের কর্তৃক পরিচালিত বাংলাদেশের প্রথম অনলাইন ম্যাগাজিন ।তাদের সংগ্রহ এবং লিখা কনটেন্ট আমরা পাবলিশ করি ,কিশোরদের সৃজনশীলতার প্রকাশের একটি মাধ্যম আমরা, আমাদের এই অনলাইন ম্যাগাজিন!
This is the first online magazine in Bangladesh run by teenagers. We publish their collection and written content, we are a means of expressing the creativity of teenagers, this is our online magazine!
* What we publish? কি ধরণের কনটেন্ট আমরা পাবলিশ করি ?
- গল্প,কবিতা,ভ্রমণ কাহীনি, বিভিন্ন জিনিসের অভিজ্ঞতা
Stories, poems, travel stories, experiences of different things
Confusion?
If you have any confusion about us, then don't wait ! Give a message on our Fb page, there is our agent to answer your question and help you. Thank you!
Message us on our page or mail us to post your content in the magazine.
Mail: [email protected]
Page link: Mukto Mela -মুক্ত মেলা

This is the online magazine and it gives you a platform to show your writing capabilities

Comics x মনটুর লকডাউন অংকন এবং ভাবনা: ইহসানুল জামিল বিন আহমেদ Mukto mela -মুক্ত মেলা
09/27/2020

Comics x মনটুর লকডাউন
অংকন এবং ভাবনা: ইহসানুল জামিল বিন আহমেদ



Mukto mela -মুক্ত মেলা

Address

New York, NY

Telephone

+17185818673

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukto Mela -মুক্ত মেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share