Clips Reels

Clips Reels This Page Is Just For Entertainment. My Aim Is To Give Smile On Your Face.Be Happy And Stay Blessed.

05/29/2025
09/04/2024

আমি এক্টা জিনিস শিখেছি জীবনে ঠকে ঠঁকে , যে জীবনে যত চালাকি করেছে মানুষকে ঠঁকিয়েছে তারা কেউ ভালো নেই । ময়লা আবর্জনার মতন তাদের জীবনের শেষ সময় গুলোতে কাটে এবং মুখ থুবড়ে অপমান ও লজ্জা নিয়ে মরে । আমি আমার দিক থেকে অনেক বেশি কনফিডেন্স নিয়ে বলতে চাই আমি কাউকে ঠঁকাইনি ।যদি ভুল করে কাউকে আঘাত করেছি ভুল স্বীকার করে ক্ষমা চাইছি ।

যারা আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেয় নি। যারা আমাকে মানসিক ভাবে ভেঙ্গে দিয়ে ছিল তারা আজ অব্দি কেউ ভালো নেই । যারা আমার লয়্যালিটির মূল্য মিথ্যা দিয়ে চুকিয়েছিল তারা আসলে জীবনের স্বাধ ভুলে গেছে ।আমি এও বিশ্বাস করি জীবন তাদের কাছে মৃত কবরের আহাজারি মনে হবে । কারন আমি শুদ্ধ মন নিয়েই নিজের সম্পর্ক গুলো কেয়ার করি ,যাকে ভালোবাসি তার জন্য আমার কাজ গুলো হয়ে থাকে নিজ স্বার্থহীন ।

আমি নিজের জীবন কে কর্মা ভাবি কারন আমি বিশ্বাস করি প্রকৃতির প্রতিশোধ অনেক বেশি ভয়ংকর । আমি যখন কাউকে ভালোবাসি সেটা যে কোন সম্পর্কেই আমি তাদের মন থেকে উজার করে ভালোবাসি ।
আর বিনিময়ে সে টুকুন সম্মান চাই যতটুকুন আমার প্রাপ্য । কিন্তু আমার জীবনে বেশির ভাগ মানুষকে আমি দেখেছি তারা ভয়ংকর ভাবে আমাকে মিস ইউস করছে এবং নিজের স্বার্থ শেষে বেশ অপমান উপহার দিয়েছে ।

কি আশ্চর্য আমি কখনোই প্রতিবাদ করি নি। কারন সমস্ত বিচার আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেই । এবং তার নিখুঁত বিচারে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট । আজও তাই বিশ্বাস করি কেউ আমাকে ঠকালে তার শাস্তিটা ভয়ংকর ভাবেই পাবে ।আমি সহজে কাঁদি না। আমার অশ্রু আমার ভালোবাসার মতনই পবিত্র তাই কারো কারনে এক বিন্দু চোখের পানি ঝড়লে তাকে সৃষ্টিকর্তা আজীবন কান্না উপহার দিবে আমি বিশ্বাস করি।

Collected

07/18/2024

লড় -
না লড়তে পারলে বলো ।
না বলতে পারলে লেখো ।
না লিখতে পারলে সঙ্গ দাও ।
না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও ।
যদি তাও না পারো, যে পারছে,
তার মনোবল কমিও না ।
কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে ।

ক্ষুদিরাম বসু ।

06/25/2024

ভাবা গো ভাবা !!! বড়োলোকস ভাবি ।
মজগুড়ি আছে অনেক 🤪🤪🤪
দেশে টাকা মেরে বিদেশে এসেও, জামাইর মানুষের টাকা মারতে হয়। না হলে তাদের মজগুড়ি চালাতে পারে না ! 😡😡😡😡😡
মিডল ক্লাস মানুষেরা আবার তাদের নাম মিথ্যা বলে কিনা 🤷🤷🤷🤷🤷

06/21/2024

একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।

যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো, তখন তিনি কেন অভিযোগ করলেন না!

প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। "

এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: "এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট"।

আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে, এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, তর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।

কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?

শান্ত থাকুন,

ট্রিপটি খুব ছোট।

কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?

"আরাম করুন। ক্ষমা করে দিন। কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?

"শান্ত থাকুন, এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট"।

কোন সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?

"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট"।

কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট।

এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।

আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক।
এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি।
সবার জন্য অবিরাম ভালোবাসা।

#সংগৃহীত

06/10/2024
06/10/2024
😜😜😜
04/03/2024

😜😜😜

Those who push the mountain behind, and think themselves right. Don't want to listen to others . I want to rent for them...
03/16/2024

Those who push the mountain behind, and think themselves right. Don't want to listen to others . I want to rent for them.🤪🤪🤪🤪🤪🤪

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Clips Reels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Clips Reels:

Share

Category