07/19/2024
                                            রাস্তায় নামলেই তো গুলি করতেছে গত দুইদিন থেকে। কার্ফিউ এ এর চাইতে বেশী কী করবে? আগেও কার্ফিউ ছিলো। আর্মির গুলিতে কি বেশী বেথা লাগে? আর্মির গুলিতে কি দুইবার মরে কেউ? 
তোর কার্ফিউএর খেতা পুড়ি। তোর কার্ফিউ বাংলার তারুণ্য তু /দে না।