Mymensingh to America

Mymensingh to America Religion,traveling,song,food etc
(3)

05/28/2025

সম্প্রতি গুলতেকিন খানের একটি লেখার মাধ্যমে তার জীবনের এক বেদনাদায়ক অধ্যায় সম্পর্কে জানতে পারলাম—নবজাত সন্তান হারানোর দুঃখ, যা একজন নারীর হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। গুলতেকিন খানকে আমি গভীর শ্রদ্ধা করি। কারণ তিনি কেবল একজন গুণী লেখকের স্ত্রী নন, একজন সংগ্রামী নারী, একজন মা এবং একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে নিজের পথ নিজেই তৈরি করেছেন।

তাঁর জীবনের কিছু বাস্তবতা এতটা নির্মম, যা ভেবে আজও শিউরে উঠতে হয়। কিশোরী বয়সে তিনি প্রেম করে বিয়ে করেছিলেন একজন মধ্যবিত্ত লেখককে—যিনি বয়সে অনেক বড়। প্রেমে অন্ধ বিশ্বাস, নিঃস্বার্থ স্নেহ ও অগাধ ভরসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য জীবন। কিন্তু সেই জীবন পরিণত হয় একতরফা আত্মত্যাগের নীরব কাহিনিতে।

একজন পুরুষ, যিনি স্ত্রীকে পরীক্ষার ঠিক আগে বিদেশে নিয়ে যান, যিনি একের পর এক সন্তান ধারণে স্ত্রীর কষ্টকে উপেক্ষা করেন, যিনি সংসারের সব দায়িত্ব স্ত্রীকে চাপিয়ে দিয়ে নিজে কেবল নিজের আরাম আর প্রতিভার যত্ন নেন—তাঁকে কি সত্যি ভালোবাসা প্রয়োজন?

গুলতেকিন হয়তো ভেবেছিলেন, ভালোবাসা মানেই নিঃস্বার্থ হওয়া, মানিয়ে চলা, নিজেকে বিলিয়ে দেওয়া। কিন্তু সময় প্রমাণ করেছে, একতরফা ভালোবাসার শেষে শুধু থাকে অপূর্ণতা, অভিমান আর দুঃখের ভার।

নারীরা খুব সহজেই "তুমি আগে", "তোমার জন্য" ভাবনায় নিজেদের হারিয়ে ফেলে। সন্তান, স্বামী, পরিবার—সবার জন্য নিঃশেষ হয়ে দিতে দিতে নিজেকে ভুলে যায়। অথচ, নিজের স্বপ্ন, নিজের পরিচয়, নিজের ভালোবাসাও তো সমান জরুরি।

গুলতেকিনের সবচেয়ে বড় বিজয় ছিল নিজের ভাঙাচোরা জীবন থেকে নিজেকে নতুন করে গড়ে তোলা। লেখক যখন তাকে ছেড়ে যান, তিনি ভেঙে পড়েননি। তার মতো গৌরবময় প্রস্থান আর আত্মসম্মানবোধ সত্যিই অনন্য। তিনি প্রমাণ করেছেন, আত্মমর্যাদা কখনও হারায় না—শুধু হয়তো সময় চায় মাথা তুলে দাঁড়াতে।

এই ঘটনা আমাদের একটা বার্তা দেয়—⁉️
কাউকে এতটা ভালোবাসবেন না যে নিজের অস্তিত্বটাই মুছে যায়।

ভালোবাসুন, নিঃস্বার্থ হোন, কিন্তু নিজেকে হারাবেন না। সংসার, সম্পর্ক, সন্তান—সবকিছুই দরকার, কিন্তু নিজের প্রতিভা, নিজের আত্মশক্তি আর নিজের পরিচয় তার চেয়ে কম নয়।

প্রত্যেক নারীর উচিত, গুলতেকিনের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের প্রধান চরিত্র হয়ে ওঠা। আর সেই শিক্ষা হলো—ভালোবাসুন, ত্যাগ করুন, কিন্তু নিজেকে ভুলে নয়।

শ্রদ্ধা গুলতেকিন খানকে, আর ভালোবাসা সব নারীকে যারা বেঁচে থাকেন নিজেদের হারিয়ে।

01/29/2025

রক্তের সম্পর্কের মানুষ গুলো,
যেমন এই ধরেন- নিজের সন্তান, বাবা-মা আর ভাই-বোন ছাড়া বাকি যারা আছে তারা সবাই শো-পিস!
এই ধরেন তারা - শোকেসে যেমন আমরা শো-পিস হিসাবে রাখি ঠিক তেমন!
অস্তিত্ব আছে কিন্তু কোন ভুমিকা নেই!
শো-পিস হিসাবে আছে চোখের সামনে শুধু এইটুকুই!

আর রক্তের মানুষরা হলো শোকেসে রাখা থালাবাসন আর হাড়িপাতিল! তাদের ভুমিকা অনেক। ঝনঝন শব্দও হয়! ভেংগেও যায় আবার ব্যবহারও হচ্ছে মুটামুটি! ভালো-মন্দ সব ভুমিকাই আছে!

01/17/2025

বায়তুল্লাহকে মানে কাবাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়া ছগীড়া গুনাহ কিন্তু কোনো মুসলমানকে খারাপ ভাবে গালি দেয়া কবীরা গুনাহ অথচ আমরা অনেকেই এই কাজটা করি।আল্লাহর কাছে একজন মুসলিম পুরো পৃথিবীর থেকেও দামী।

01/16/2025

“আলহামদুলিল্লাহ” এই কথাটার থেকে বড় দোয়া আর কিছু হতে পারে না কারন আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরো দেবো।আল্লাহর অবারিত নেয়ামত পেতে চাইলে মন থেকে বার বার বলুন আল্হামদুলিল্লাহ ইয়া রাব্বি।

ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ঈবরাহীমহে আগুন তুমি ইবরাহীমের উপর শীতল,শান্ত ও নিরাপদ হয়ে যাওহে আল্লাহ তুমি আগুনকে আজকে...
01/10/2025

ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ঈবরাহীম
হে আগুন তুমি ইবরাহীমের উপর শীতল,শান্ত ও নিরাপদ হয়ে যাও
হে আল্লাহ তুমি আগুনকে আজকে ক্যালিফোর্নিয়ার উপর শীতল করে দাও।

01/03/2025

🍂Assalamu alaikum 🍂🍃আজকে বছরের প্রথম জুম্মা,💝আলহামদুলিল্লাহ 💞
সবাইকে জুম্মা মোবারক🤲🕋🕌 2025

12/31/2024

Happy new year everyone

12/29/2024

“ফলবতী বৃক্ষ নত হয়,নত হয় গুনীজন,নত হয়না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা।”

12/27/2024

ভালো মানুষের সবসময় কঠিন অতীত থাকে!!পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী।হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা;অথবা অপেক্ষা যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে, নয় মেনে নিবে।জীবন থেমে থাকবে না;কখনোই না, কারো জন্যই না।

12/25/2024

Address

Jamaica, NY

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh to America posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh to America:

Share