Mymensingh to America

Mymensingh to America Religion,traveling,song,food etc
(3)

10/11/2025

আমেরিকায় বসে দেশি মিষ্টি কার কার পছন্দ?

10/10/2025

একটি সুন্দর দিন

10/09/2025

দুনিয়ার জীবনে যত অপরিচিত থাকা যায়, ততই কল্যাণ। পরিচিতি বাড়লে ব্যস্ততাও বাড়ে। সবাইকে নিয়ে চলতে হয়, আল্লাহর অনেক বিধানের সাথে কম্প্রোমাইজ করতে হয়। আল্লাহর জন্য একটু সময় বের করাই তখন কঠিন হয়ে যায়…

10/08/2025

মাইয়্যাত কবরে রেখে তালক্বীন করা সুন্নাত।

হাদীস শরীফে ইরশাদ হয়েছে:
যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কবরে তালক্বীন দেওয়া হয় তখন মুনকার ও নকীর ফেরেশতাদ্বয় পরস্পর পরস্পরের হাতে ধরে বলেন যে, তাকে প্রশ্ন করে কি হবে, তাকে তো সব শিখিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা চলে যাই। অর্থাৎ তালক্বীনের কারণে সে সওয়াল-জাওয়াব থেকে নাযাত পায় অথবা তার জবাব দিতে সহায়ক হয়। (সুবহানাল্লাহ্)।

(দলীলসমূহঃ- ত্বাষ্কানী মুজামুল কবীর, বুলুগুল মারাম, ফিকাহুস সুনান, কবীরি, নূরুচ্ছুদুর, আরকানে আরবায়া, ফতওয়ায়ে রশিদীয়া, ইত্যাদি।)

তালক্বীনের ব্যাপারে পবিত্র হাদীস শরীফে প্রমাণ পাওয়া যায়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন-

اذ مات احدکم من اخوانکم فسویتم التراب علی قبرہ فلیقم احدکم علی رأس قبرہٖ ثم لیقل یا فلان بن فلانۃ فانہ یسمعہ ثم یقول یا فلان بن فلانۃ فانہ یستوی قاعدًا ثم یقول یا فلان بن فلانۃ فانہ یقول ارشدنا یرحمک اللہ ولکن لاتشعرون فلیقل اذکر ما خرجت علیہ من الدنیا شھادۃ ان لّا الٰہ الا اللہ وان محمدًا عبدہٗ ورسولہٗ وانک رضیت باللّٰہ ربًا وّبالاسلام دینًا وّبمحمّدٍ نبیًا وّبالقراٰن اماما فان منکرا و نکیرًا یأخذ کل واحد منھما بیدصاحبہ ویقول انطلق بنا ماقعدنا عند من لقن حجتہ۔ وقال رجل یارسول اللہ فان لم یعرف امہ قال فینسبہ الی امہ حواء یقول یا فلان بن حوٓاء (رواہ الطّبرانی)

অর্থাৎ- তোমাদের কোন মুসলমান ভাই ইন্তেকাল করলে তাকে কবরস্থ করে উপরে মাটি ঠিকঠাক করে দিয়ে তোমাদের কেউ যেন তার শিয়রের কাছে দাঁড়িয়ে এভাবে আহবান করে বলে, হে অমুকের সন্তান অমুক! তখন মৃত লোকটি ঐ আওয়াজ শুনতে পাবে। একই ভাবে দ্বিতীয়বার ডাক দিবে তখন সে সোজা হয়ে বসবে। তারপর আবার ডাক দিলে সে কবরের ভিতর থেকে বলবে আমাকে কিছু উপদেশ দিন; আল্লাহ্‌ তায়ালা আপনাকে রহম করুন। নবীজি এরশাদ করেন- যদিও তোমরা সে আওয়াজ শুনতে পারবে না। অতঃপর শিয়রের কাছে দাঁড়ানো ব্যক্তি যেন বলে- তুমি দুনিয়া হতে যে কালেমায়ে শাহাদাত নিয়ে বিদায় নিয়েছ তা স্মরণ করো। আর স্মরণ করো এ কথা যে, আমি রব হিসেবে আল্লাহর উপর সন্তুষ্ট এবং দ্বীন হিসেবে ইসলামের উপরে রাজি; নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সন্তুষ্ট এবং পথ প্রদর্শক হিসেবে পবিত্র কুরআনের উপর সন্তুষ্ট।

নবীজি এরশাদ করেন- তালক্বীনের পর মুনকার-নাকীর ফেরেশ্‌তাদ্বয় বলাবলি করে চলো যাই। যাকে নাজাতের দলিল শিক্ষা দেয়া হচ্ছে তার কাছে বসে থেকে লাভ নেই। জনৈক সাহাবী আরজ করলেন- ইয়া রাসূলাল্লাহ্‌! যদি মৃত ব্যক্তির মায়ের নাম জানা না থাকে তবে, কার পুত্র বলবো? হুজূর বললেন- সকলের মা হযরত হাওয়া আলাইহাস্‌ সালামার দিকেই সম্পর্ক করে বলবে হে হাওয়ার পুত্র অমুক! -[তাবরানী]

সুতরাং, দাফনের পর যিয়ারত করবে আর যিয়ারতের পর একজন পরহেজগার আলেমে দ্বীন উপরোক্ত নিয়মে কবর তালক্বীন করবেন। এটা মুস্তাহাব ও পূণ্যময়।

[শারহুস্‌ সুদূর, কৃত: ইমাম সুয়ূতী রহমাতুল্লাহি আলাইহি ও রদ্দুল মুহতার, কৃত: ইমাম ইবনে আবেদীন শামী রহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি]

উল্লেখ্য থাকে যে, উপরোক্ত নিয়ম ছাড়া ফিকহ ফতোয়ার কিতাবে তালক্বীন করার সময় অন্য ইবারত দিয়েও তালক্বীনের নিয়মসমূহ বর্ণনা করা হয়েছে। সুতরাং উক্ত নিয়ম সমূহের যে কোন নিয়মেও তালক্বীন করা যাবে। [বাহারে শরিয়ত]।

10/07/2025

আপেল বাগান যেয়ে গাছ থেকে আপেল পেরে খাওয়ার মজায় আলাদা।

10/06/2025

আপনি আসলে নামায কেনো পড়েন?
আমরা অনেকেই ভাবি নামায পড়ে আমরা আল্লাহর কোনো উপকার করে ফেলেছি আসলে নামায পড়ে আমরা উপকৃত হচ্ছি আল্লাহ অভাবমুক্ত তার আমাদের মতো পাপীর ইবাদতের কোনো প্রয়োজন নেই।

10/05/2025

নামাজে সিজদাহ্ ছাড়াও আরেকটা মুহুর্ত আমার ভীষণ প্রিয়।সেটা হলো যখন আমি তাশাহুদ পড়ি আর বলি "আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু" এই অংশটুকু আমার ভীষণ ভালো লাগে। যখন আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেই বলি;"আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতিত আর কোন ইলাহ্ নেই" তখন আমার অন্তরে এক ধরনের সুখ অনুভব হয়।

10/04/2025

এইটা ট্রেকটর আমরা এইটাতে উঠে ফার্ম ঘুরে ঘুরে দেখেছি।

সবাইকে জুম্মা মোবারক “হে আল্লাহ কাফের দের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন”এটা সূরা বাকারার শেষ আয়াত।আল্লাহ এই জীবদ্দশায়...
10/03/2025

সবাইকে জুম্মা মোবারক

“হে আল্লাহ কাফের দের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন”
এটা সূরা বাকারার শেষ আয়াত।
আল্লাহ এই জীবদ্দশায় যেনো ইসরায়েলের ধ্বংস দেখে যেতে পারি এমন হায়াত দাও আমাদের।

এমন বন্ধু পরিত্যাগ করো"যে তোমার শত্রুর সাথে চলাফেরা করে!: হজরত আলী (রা:)
10/01/2025

এমন বন্ধু পরিত্যাগ করো"
যে তোমার শত্রুর সাথে চলাফেরা করে!
: হজরত আলী (রা:)

আজকে সোমবার জান্নাতের দরজা গুলো খোলা হবে,আর আমল গুলো আল্লাহর কাছে পেশ করা হবে,যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করা হবে,আমল করার...
09/29/2025

আজকে সোমবার জান্নাতের দরজা গুলো খোলা হবে,আর আমল গুলো আল্লাহর কাছে পেশ করা হবে,যে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করা হবে,আমল করার উত্তম দিন আজকের দিনটা ইস্তেগফার আর যিকিরে ভরা থাক

Address

Jamaica, Hillside
New York, NY
11432

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh to America posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh to America:

Share