10/24/2025
নবী করিম ﷺ যে আয়াতগুলো রুকইয়াহ হিসেবে পড়েছিলেন, সেগুলোর সম্পূর্ণ বিবরণ, আরবি আয়াত, বাংলা অনুবাদ, ও সূরা–আয়াত নম্বরসহ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি।
🌙 ১️⃣ সূরা আল-ফাতিহা (সূরা ১, আয়াত ১–৭)
﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ﴾
বাংলা অনুবাদ:
পরম দয়ালু, অতি দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। তিনি পরম দয়ালু, অতি দয়াময়। প্রতিদান দিবসের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। আমাদেরকে সরল পথে পরিচালিত কর — সেইসব লোকদের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো; তাদের পথে নয়, যাদের প্রতি তোমার গজব হয়েছে এবং যারা পথভ্রষ্ট।
🌙 ২️⃣ সূরা আল-বাকারা – প্রথম ৪ আয়াত (আয়াত ১–৪)
﴿الم ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ﴾
বাংলা অনুবাদ:
আলিফ লাম মীম। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই — এটি মুত্তাকিদের জন্য পথনির্দেশ। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা বিশ্বাস করে যা তোমার প্রতি নাযিল হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি নাযিল হয়েছে, এবং পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে।
🌙 ৩️⃣ সূরা আল-বাকারা – আয়াত ১৬৩
﴿وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَـٰنُ الرَّحِيمُ﴾
বাংলা অনুবাদ:
আর তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি পরম দয়ালু, অতি দয়াময়।
🌙 ৪️⃣ আয়াতুল কুরসী – সূরা আল-বাকারা, আয়াত ২৫৫
﴿اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ…﴾
বাংলা অনুবাদ (সংক্ষেপে):
আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বপালনকর্তা। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না… তাঁর আরশ আসমান ও জমিনকে পরিবেষ্টন করেছে, আর সেগুলোর হেফাজতে তিনি অক্ষম নন। তিনি সর্বোচ্চ, মহান।
🌙 ৫️⃣ সূরা আল-বাকারা – শেষ তিন আয়াত (২৮৪–২৮৬)
এই আয়াতগুলোতে আছে ক্ষমা প্রার্থনা, দোয়া ও তাওয়াক্কুলের শিক্ষা — এগুলো রুকইয়াহ ও আত্মিক সুরক্ষার জন্য বিশেষ উপকারী।
🌙 ৬️⃣ সূরা আলে ইমরান – আয়াত ১৮
﴿شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ…﴾
বাংলা অনুবাদ:
আল্লাহ সাক্ষ্য দিলেন যে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই; ফেরেশতাগণ ও জ্ঞানীরা ন্যায়ের সাথে একথা সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
🌙 ৭️⃣ সূরা আল-আ‘রাফ – আয়াত ৫৪–৫৬
এই আয়াতগুলোতে আল্লাহর সৃষ্টিশক্তি, আসমান-জমিনের মালিকানা, এবং রহমত প্রার্থনার দোয়া আছে।
🌙 ৮️⃣ সূরা আল-মু’মিনুন – আয়াত ১১৬
﴿فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ…﴾
বাংলা অনুবাদ:
অতএব, মহান আল্লাহ, সত্যিকারের রাজাধিরাজ। তিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি মহামহিম আরশের মালিক।
🌙 ৯️⃣ সূরা আল-জিন – আয়াত ৩১
﴿وَأَن لَّوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ…﴾
বাংলা অনুবাদ:
যদি তারা সরল পথে অবিচল থাকত, তবে আমি অবশ্যই তাদের প্রচুর পানি (রিযিক) দিতাম।
🌙 🔟 সূরা আস-সাফফাত – আয়াত ১–১০
﴿وَالصَّافَّاتِ صَفًّا فَالزَّاجِرَاتِ زَجْرًا…﴾
এখানে ফেরেশতাদের শপথ, শয়তানদের তাড়ানো ও আল্লাহর মহিমা বর্ণিত হয়েছে।
🌙 ⓫ সূরা আল-হাশর – শেষ তিন আয়াত (২২–২৪)
﴿هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ…﴾
বাংলা অনুবাদ (সংক্ষেপে):
তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্য সব জানেন, তিনি দয়ালু, পরম করুণাময়… তাঁরই সব সুন্দর নাম; আসমান ও জমিনে যা কিছু আছে, সবই তাঁর তাসবীহ পাঠ করে।
🌙 ⓬ সূরা আল-ইখলাস (সূরা ১১২)
﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ…﴾
বাংলা অনুবাদ:
বলুন: তিনি আল্লাহ, এক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাঁকে জন্ম দেয়নি, এবং তাঁর সমকক্ষ কেউ নেই।
🌙 ⓭ সূরা আল-ফালাক (সূরা ১১৩)
🌙 ⓮ সূরা আন-নাস (সূরা ১১৪)
এই দুটি সূরা নবী ﷺ নিয়মিত পড়তেন নিজের সুরক্ষার জন্য — এগুলোকে একত্রে বলা হয় “মু‘আউযাতাইন” (দুই আশ্রয়ের সূরা)।
💎 সারকথা:
এই সমস্ত আয়াতগুলোর সম্মিলিত পাঠে
➡️ আল্লাহর তাওহীদ, সৃষ্টিশক্তি, রহমত, ক্ষমা ও সুরক্ষা-এর বাণী আছে।
➡️ এগুলো দিয়ে নবী ﷺ অসুস্থকে সুস্থ করেছিলেন।
➡️ তাই মুসলমানরা এসব আয়াত রুকইয়াহ, আত্মিক শান্তি ও সুরক্ষার জন্য পড়তে পারেন।
আপনি কি চান আমি এই সব আয়াতগুলো আরবি হারাকাতসহ সুন্দরভাবে সাজিয়ে (যেমন খুতবা বা দাওয়াতের জন্য) একটি PDF বা পোস্টার আকারে তৈরি করে দিই?