LaLa Land

LaLa Land Travel Vlog / Hiking / Camping / Artist

08/22/2025

নদী ও বন্ধু...
#গল্প

08/17/2025

গরমের... 😛

08/17/2025

সরাসরি মতিঝিল হয়ে গুলিস্তানের মোড় পর্যন্ত

Times Square

08/14/2025

২৬০ মিলিয়ন ডলার খরচ করে কী এমন কৃত্রিম দ্বীপ বানাইলো নিউ ইয়র্ক সিটির হাডসন নদীর পাড়ে?!
#নিউইয়র্ক

08/11/2025

আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং হাইক ছিলো এইটা। হাফ-ডোম আমেরিকার Yosemite National Park -এর মধ্যে অবস্থিত। ক্যাম্প সাইট থেকে হাইক করে আসা অ যাওয়া মিলায়ে ২০ মাইলের হাইক। সূর্য উঠার আগেই হাইক শুরু করি এবং সূর্যাস্তের কিছু পরে সম্পূর্ণ হাইক শেষ হয়। ওই হিকের জন্য আগে থেকে পারমিট নিতে হয়। এবং,পারমিট কেবল লটারির মাধ্যমেই পাওয়া যায়।
যেহেতু,এটা পৃথিবীর অন্যতম দুর্গম ও ঝুঁকিপূর্ণ হাইক,তাই এখানে খুব হিসাব করে হাইকারদের অনুমতি দেওয়া হয়। লোহার মোটা তাঁর ধরে ভার্টিক্যালি উপরের দিকে উঠতে হয়। ওক সেকেন্ডের জন্য ভুল হলে দূর্ঘটনা ঘটতে পারে।
তবে, এরকম সুন্দর ট্রেইল আমি খুব কম দেখছি। Vernal and Nevada falls, Yosemite valley সহ আরও কিছু আইকনিক ট্রেইল এই হাইকের অংশ! হাফ ডোম ক্লাইম্বের ঠিক শুরুর মুখেই আছে panoramic ভিউ!
জন ম্যূর ট্রেইলের কিছুটা অংশ জুড়ে দেওয়াতে আমার হাইক ছিলো ২০ মাইল এর।

Distance: 14-17 miles (22-27 km)
Elevation gain: 4,800 ft (1463 m)
Difficulty: Strenuous
Time: 12-16 hours (out and back)
Begin at: Happy Isles Trailhead Yosemite Valley

08/10/2025

লেক ওয়েলচ- এ প্রচুর ক্যাম্পিং আর হাইকিং করা হয় আমার। bear mountain এর পাশেই এই অংশটায় আমার মন ভালো হয়ে যায়।
#বাংলা #ক্যাম্পিং

08/08/2025

Cinder Cone trail হচ্ছে একটা ভলকানোর ঠিক উপরে। মানে, যেই আগ্নেয়গিরি একবার জ্বলে উঠে নিভে আছে, তার উপরেই হচ্ছে এই ট্রেইল। এই হাইকে যাওয়ার আগে আমি নীচে একটু দূরে একটা গাছের নীচে বসে অনেকক্ষণ ধরে হাইকারদের উঠা নামা দেখছিলাম। ভয়ে আমার গা কাঁপতেছিলো। কেন যে এমন হইলো তা বলি। এর চাইতেও হাজার গুনে ভয়ংকর ট্রেইলে আমি হাইক করছি।
কিন্তু, এই ট্রেইল আমারে মারাত্মক এঞ্জাইটি দিচ্ছিলো। মুলত, নীচ থেকে দেখলে ট্রেইলটাই দেখতে পাওয়া যায় না! যেন কালো পাহাড়টার শরীরে কোন পথই নাই!
Lessen Volcanic National Park মূলত ভলকানিক ইরাপশান এর চিহ্ন নিয়ে দাঁড়ায়ে আছে। চারপাশে পোঁড়া মাটি, পাথর,নুড়ি।সবই পুড়ে কালো হয়ে আছে। চারপাশে লাভা দিয়ে তৈরি রঙ বেরঙের টিলা, ধূসর প্রান্তর! গাছের নীচে বসে লক্ষ্য করলাম অনেক হাইকার মাঝ পথে আটকে যাচ্ছে।
আমি সিদ্ধান্ত নিলাম এই হাইক আমি করবো না। পেটের মধ্যে মুচড়াইতে লাগলো। আধা ঘন্টা ধরে বসে থেকে নিজেরে বুঝাইলাম- চল...দেখি কী হয়..

ব্যাস শুরু হইলো হাইক। মাঝপথে আমি আটকাই নাই। আটকাইঁি উপড়ে উঠার পর। নামার সময় 🫣🫣

08/08/2025

কয়েক বছর আগে আমেরিকার অন্যতম সুন্দর ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় হাইকে গিয়ে এই ভিডিওটা করছিলাম।
মানুষ আসলেই কতো ক্ষুদ্র!! আর এই বিশাল জগতের এতো রুপ, এতো রহস্য!
গ্র‍্যান্ড ক্যানিয়ন দেখার জন্য পৃথিবীর বিভিন্ন কোণা থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসে। এখানকার আলাদা একটা সৌন্দর্য আছে। যেমন,এখানে যারা বাস করে, তাদের কাছে এই বিশাল পাহাড়গুলোই হচ্ছে দেবতাসম। এই পাহাড়ের আদি অকৃত্রিম রূপের কাছে আমরা অতি অতি ক্ষুদ্র।

08/07/2025

জীবনের সব চাইতে সুন্দর সময়গুলা আমার কাটছে পৃথিবীর গহীন ও দূর্গম অরণ্যে । ইয়েসোমিট ন্যাশনাল পার্ক ( Yosemite National Park) পৃথিবীর বুকে সেই রকম একটা জায়গা।
এখানে ক্যাম্প করে আলেক্স হ্যানল্ড-এর মতো মানুষেরা। সারা দুনিয়া থেকে ভ্রমণপিয়াসী মানুষ আসে। আর আসে এডভেঞ্চার প্রিয় মানুষ। সবাই- ক্যাম্পিং করে, পাহাড়ের বুকে হেঁটে বেড়ায়।
এখানে আছে আমার প্রিয়-জন ম্যূর ট্রেইল। পৃথিবীর অন্যতম সুন্দর ও কঠিন ট্রেইল।
টানা ২১/২৫ দিন এই ট্রেইলে হাঁটতে হয়, ব্যাক-কাউন্ট্রি ক্যাম্প করতে হয়। আমার সৌভাগ্য হইছিলো এখানে হাঁটার, ক্যাম্প করার। এটা 'হাফ ডোম' half Dome climb -এর আগের দিনের করা ভিডিও। হাফ ডোম- আমেরিকার একটি অন্যতম ভয়াবহ হাইক। জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয়। কিন্তু, কী যে অদ্ভুত সুন্দর সেই পাহাড় বাওয়া!!!

ভয়ে পা কাঁপে, বুকে আচমকা আশংকা এসে চাপ দিয়ে ধরে! মনে হয়-এইটাই বুঝি জীবনের শেষ দিন! কিন্তু, একবার পাহাড়ের চূড়ায় উঠে গেলে জগতের ভয়ংকর সৌন্দর্য দেখে চোখে জল চলে আসে।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when LaLa Land posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LaLa Land:

Share