Walk With Me

Walk With Me “Capturing the little moments that make life beautiful 💕 | From my kitchen to your heart – stories, smiles, and soulful bites.” So welcome

হানিমুন মার্ডার! মেঘালয়ে স্বামীকে খুন গত ১১ মে ইন্দোরে বিয়ে হয়েছিল সোনম ও রাজা রঘুবংশীর। হানিমুনে তাঁরা মেঘালয় ঘুরতে গিয়...
06/23/2025

হানিমুন মার্ডার!

মেঘালয়ে স্বামীকে খুন

গত ১১ মে ইন্দোরে বিয়ে হয়েছিল সোনম ও রাজা রঘুবংশীর। হানিমুনে তাঁরা মেঘালয় ঘুরতে গিয়েছিলেন। ২০ মে কামাখ্যা হয়ে শিলং পৌঁছন নবদম্পতি।

গত ২৩ মে সোহরা বা চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে হঠাৎ উধাও হয়ে যান দু’জনে। ১১ দিন পর একটি খাদ থেকে উদ্ধার হয় পরিবহণ ব্যবসায়ী রাজার ক্ষতবিক্ষত দেহ। উদ্ধার হয় একটি চপারও। তবে নববধূর কোনও খোঁজ মেলেনি।
সিট গঠন থেকে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা, স্নিফার ডগ, ড্রোন—সোনমকে খুঁজতে কিছুই বাদ রাখেনি মেঘালয় পুলিস। তাঁকে অপহরণ করে বাংলাদেশে পাচারের জল্পনা ছড়ায়।

কিন্তু এদিন সোনমের খোঁজ পাওয়ার পর যা জানা গেল, তা হার মানাবে থ্রিলার সিনেমা কিংবা ওয়েব সিরিজকেও।

মেঘালয় পুলিস জানাল, ‘রাজাকে খুনের মাস্টারমাইন্ড স্বয়ং সোনম! প্রেমিকের সঙ্গে প্ল্যান করেই সে খুন করেছে স্বামীকে।’
রবিবার রাতে গাজিপুরের ওই ধাবা থেকে ফোন পেয়ে সোনমের খোঁজে হাজির হয় পুলিস।

পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেপ্তার হন সোনম। ইন্দোর এবং ললিতপুর থেকে পাকড়াও করা হয় সোনমের ‘প্রেমিক’ রাজ সিং কুশওয়া (২২) ও আরও তিনজনকে। সোনমদের পারিবারিক ব্যবসায় কর্মরত রাজ। তার বাড়ি ইন্দোরেই। সে আর সোনম মিলে রাজাকে খুনের জন্য ১৯ বছরের আকাশ রাজপুত এবং ২২ বছর বয়সি বিশাল সিং চৌহানকে ‘ভাড়া’ করেছিল বলে অনুমান পুলিশের।

মেঘালয়ের ইস্ট খাসি হিলসের পুলিস সুপার বিবেক সেইয়েম অবশ্য দাবি করেছেন, পুলিসি তৎপরতার চাপে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন সোনম। যদিও মেঘালয় থেকে সোনম কীভাবে উত্তরপ্রদেশে পৌঁছলেন, কেনই বা বাড়িতে ফোন করলেন, সেসব নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সোনম অবশ্য জানিয়েছেন, স্বামীকে খুনের পর তাঁকে অপহরণ করা হয়েছিল। সোনমকে আনতে উত্তরপ্রদেশে রওনা দিয়েছে মেঘালয় পুলিসের একটি দল।
(c)

কার চোখে কে সুন্দর, সেটা আমরা জানি না।যে মুখে আমাদের দৃষ্টি থামে না, তা হয়তো কারো জন্য পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ 😇তাই সৌন...
06/21/2025

কার চোখে কে সুন্দর, সেটা আমরা জানি না।
যে মুখে আমাদের দৃষ্টি থামে না, তা হয়তো কারো জন্য পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখ 😇

তাই সৌন্দর্য চোখে নয়, ভালোবাসার দৃষ্টিতে থাকে ❤️

ব্যাথা যে কতোটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  3D rendered CT sca...
06/21/2025

ব্যাথা যে কতোটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!

এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।

“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”

অর্থ:

“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”🌸🌿

- Dr. Abu Rayhan©

একদম ডিরেক্ট একশেন 😆
06/20/2025

একদম ডিরেক্ট একশেন 😆

When the oppressed cry, the heavens respond.Ya Allah, make Your justice rain from above    ❤️
06/19/2025

When the oppressed cry, the heavens respond.
Ya Allah, make Your justice rain from above

❤️

Be very careful 🚫🐍 পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু? 😨সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা ...
06/19/2025

Be very careful 🚫

🐍 পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু? 😨

সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা এসে বলল —
“দেখো তো ভাইয়া, পায়ের চামড়ায় কেমন যেন সাপের মতো দাগ পড়ে গেছে...”
চুলকায় ভীষণ, ঘুমাতে পারে না। দাগটা যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়।

দেখেই বুঝলাম — এটা সাপের ছোবল না,
এটা Cutaneous Larva Migrans — পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!
একেই তো গ্রামের মানুষ বলে "পেট রগা"।

---

😷 কিভাবে হয় এই রোগ?

যখন আপনার সন্তান খালি পায়ে খেলে দূষিত বালিতে,
যখন আপনি খালি পায়ে হাঁটেন উপকূল বা নদী-তীরের মাটিতে —
তখনই কুকুর/বিড়ালের মলে থাকা হুকওয়ার্ম লার্ভা ত্বকের নিচে ঢুকে পড়ে।

ওরা সাপের মতো ঘুরে বেড়ায়, আর আপনার চামড়ায় রেখে যায় লাল আঁকাবাঁকা দাগ।

---

⚠️ লক্ষণ:

🔸 চরম চুলকানি
🔸 সর্পিল লাল দাগ
🔸 সাধারণত পা, পায়ের আঙুল বা পায়ের পাতা
🔸 দিনদিন বাড়তে থাকে ছড়িয়ে

---

🛑 করণীয়:

✅ শিশুদের খালি পায়ে মাটি বা বালিতে হাঁটতে দিবেন না
✅ পোষা প্রাণীর নিয়মিত ডিওয়ার্মিং করুন
✅ আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✅ Albendazole বা Ivermectin জাতীয় ওষুধে দ্রুত আরোগ্য হয়

---

🗣️ একটা শেয়ার হয়তো কাউকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারে।

👉 এই পোস্টটা আপনার সন্তানের মতো কারো পায়ের নিরাপত্তার হাতিয়ার হতে পারে।
শেয়ার করুন — সচেতনতা ছড়ান।
বিশ্বাস করুন, আপনি এখন একজন জীবনের রক্ষাকারী! 💙

---ডা:- আব্দুর রহমান
এমবিবিএস ( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল)
সিসিডি ( বারডেম)
পিজিটি ( সার্জারী)
এফসিপিএস ( অর্থোপেডিক্স) এফপি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
সংগৃহীত
Suhana Shares

"খাবার রেডি, সবাই খেতে এসো"এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।আপনার পরিবারের অন্যান্য সদস্যরা ...
06/18/2025

"খাবার রেডি, সবাই খেতে এসো"
এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।

আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।

খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।

একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।

সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।

আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।

শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।

সংগৃহীত

A pure Valentine’s Day gift for married couples 🤣
02/14/2025

A pure Valentine’s Day gift for married couples 🤣

গত ১৬ই জানুয়ারি দুপুর ৩:৩০ টায় রাজধানী ঢাকার উত্তরা সংলগ্ন দক্ষিণখান পুলিশফাড়ির বাসিন্দা নাসিমুল আলম খানের মেয়ে ৮ম শ...
02/09/2025

গত ১৬ই জানুয়ারি দুপুর ৩:৩০ টায় রাজধানী ঢাকার উত্তরা সংলগ্ন দক্ষিণখান পুলিশফাড়ির বাসিন্দা নাসিমুল আলম খানের মেয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থী জারা হায়াত খান বাসা থেকে ফুচকা খাওয়া এবং কেনা কাটার কথা বলে বাসা থেকে বের হয়। আনুমানিক ৪:৩০ টায় জারার মায়ের সাথে তার শেষ কথা হয়। পরবর্তীতে শত চেষ্টার পরেও তারা জারার সাথে যোগাযোগে ব্যর্থ হয়। সেদিনই ঠিক রাত ১১:৩০ টায় জারার হোয়াটসঅ্যাপ থেকে ওর মা ও ভাই এর কাছে কিছু সন্দেহজনক মেসেজ আসে যা দেখে তার পরিবার আরো চিন্তিত হয়ে পড়ে।

বার বার যোগাযোগের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। পরবর্তী দুইদিন তার পরিবার তাদের আত্মীয় স্বজন ও জারার বন্ধু বান্ধব এর কাছে খোজ করেও তারা জারার কেনো সন্ধান পায়নি। বাধ্য হয়ে তার বাবা ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি জিডি করে এবং পুলিশ অনুসন্ধান শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা প্রথম আসামি রবিনের কথা জানতে পারে। পরবর্তীতে তার বাবা থানায় জিজ্ঞাসাবাদ করতে গেলে লাঞ্ছনার শিকার হন। থানা থেকে জারার বাবার কাছে জারা কে নিয়ে বাজে মন্তব্য করা হয় এবং তাকে অনেক দুর্ব্যবহারের শিকার হতে হয়। পরবর্তীতে তার বাবা কে আইনি সহায়তা ছাড়াই কয়েকবার আসামির ঠিকানায় নিজে থেকে অনুসন্ধান এর জন্য পাঠানো হয়। তার কিছু দিন পরেই পুলিশ জানতে পারে ২য় আসামি রাব্বি মৃধার কথা। কিন্তু পুলিশ জিডি এর উপর ভিত্তি করে আইনি তৎপরতা জোরদার না করায় জারার বাবা ২৭ জানুয়ারি থানায় আবার মামলা করতে গেলে তাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। পরবর্তী তে পুলিশের অনুসন্ধান থেকে জারার মোবাইল ফোনের কিছু অবস্থান সম্পর্কে জানা যায়। যাতে বলা হয়েছে সে মহাখালী, গুলশান ও বাড্ডা তে অবস্থান করছিল। মামলা করার ৩ দিন পর (৩০ জানুয়ারি) গ্রেফতার করা হয় রবিন ও রাব্বি মৃধাকে এবং পরের দিন তাদের রিমান্ডে নেওয়া হয়।

১লা ফেব্রুয়ারি জারার বাবা কে একজন কোর্ট পুলিশ জানান এই মামলায় রাকিবুল ইসলাম রিপন নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। যার জন্যে বেইল এর সুপারিশ করা হচ্ছে। কিন্তু থানা থেকে রিপনের গ্রেফতারের ব্যাপারে জারার বাবা কে কিছুই জানানো হয়নি। পরবর্তীতে তিনি থানায় জিজ্ঞাসাবাদ করলে তারা বেইল চাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তাকে উল্টো রিমান্ড চাওয়ার কথা বলে মিথ্যা আশ্বাস দেয়। যা সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যায় এবং থানা থেকে জানানো হয় অফিসিয়াল অ্যারেস্ট দুটি।

একই দিনে রবিন এবং রাব্বির স্বীকারোক্তির ভিত্তিতে পরের দিন ( ২রা ফেব্রুয়ারি ) হাতিরঝিল থেকে জারার হাত পা বাধা অর্ধ-গলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ পোস্টমর্টেমে পাঠায়। আসামিদের কঠোর জিজ্ঞাসাবাদ করে আরো ৩ জনের সম্পৃক্ততার কথা জানায় পুলিশ। তারা জানায় আসামিরা ১৬ই জানুয়ারি নির্মম ভাবে গণধর্ষণের পর রাত ৮ টার দিকে শ্বাসরোধ করে জারাকে হত্যা করে।
এরপর থেকে এখনো পুলিশের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
[ সূত্র : নাসিমুল আলম খান, জারার বাবা ]

Address

New York, NY

Telephone

+8801600317811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walk With Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Walk With Me:

Share