15/12/2025
অনলাইনে ইনকাম করতে চাই, কিন্তু Paypal নেই!—এই সমস্যায় যারা আটকে আছেন, তাদের জন্য ৩টি Genuine International Site। ২ নম্বর Site থেকে তো ঘুমিয়ে ঘুমিয়েও ইনকাম সম্ভব!
সতর্কতা: এই site গুলো আপনাকে রাতারাতি কোটিপতি বানাবে না, কিন্তু মাস শেষে নিজের হাত খরচ এবং ছোটখাটো শখ মেটানোর জন্য দারুণ একটা সাপোর্ট দিবে। সবচেয়ে বড় কথা, এই site গুলো থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনার কোনো Paypal account প্রয়োজন নেই!
চলুন, আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
1) SPROUTGIGS (নতুনদের জন্য সেরা এবং বিশ্বস্ত একটা site)
যারা ফ্রিল্যান্সিং জগতে একদম নতুন, তাদের জন্য এর চেয়ে ভালো starting point আর হতে পারে না। আগে এর নাম ছিল Picoworkers। বাংলাদেশের প্রচুর student এখানে ছোট ছোট কাজ করে রেগুলার ইনকাম করছে।
আপনাকে কী করতে হবে?
খুবই সিম্পল। সাইন-আপ করা, ইউটিউব ভিডিও দেখা, কোনো অ্যাপ ডাউনলোড করা বা ফেসবুক পোস্টে লাইক দেওয়ার মতো সহজ সব Micro-job।
ইনকাম কেমন?
একটু সময় দিলে দিনে ২ থেকে ৫ ডলার ইনকাম করা এখানে কোনো ব্যাপারই না।
টাকা তুলবেন কীভাবে?
মজার বিষয় হলো, এরা Cryptocurrency (যেমন Litecoin), Skrill বা Payeer-এ পেমেন্ট করে থাকে। আর আমরা জানি, binance বা অন্য wallet থেকে crypto exchange করে সহজেই বিকাশে টাকা আনা যায়।
Link: sproutgigs.com
2) HONEYGAIN (কোনো কাজ না করেই ইনকাম!)
বিশ্বাস হচ্ছে না? এটাকে বলে রিয়েল Passive Income। এখানে আপনার কোনো পরিশ্রমই করতে হবে না।
আপনাকে কী করতে হবে?
শুধু এদের অ্যাপটা আপনার ফোন বা ল্যাপটপে ইন্সটল করে ফেলে রাখুন। এটি আপনার ডিভাইসের অব্যবহৃত ইন্টারনেট ডেটা শেয়ার করবে এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনাকে ডলার এনে দিবে। জোস না?
ইনকাম কেমন?
আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে মাসে ২০ থেকে ৬০ ডলার পর্যন্ত হতে পারে।
Pro Tip: আপনার বাসায় যদি একাধিক ফোন বা ল্যাপটপ থাকে, সবগুলোতে একই অ্যাকাউন্টে অ্যাপটি লগইন করে রাখুন। ইনকাম double হয়ে যাবে! পেমেন্ট পাবেন JumpTask মোডে, যা বাংলাদেশ থেকে cash করা পানির মতো সহজ।
Link: honeygain.com
3) INSTAGC (নামেই পরিচয় - Instant Gift Cards)
২০০৭ সাল থেকে এরা পেমেন্ট দিয়ে আসছে, তাই trust issue নিয়ে কোনো চিন্তাই নেই। এদের বিশেষত্ব হলো পেমেন্ট খুব দ্রুত পাওয়া যায়।
আপনাকে কী করতে হবে?
Survey কমপ্লিট করা, ভিডিও দেখা এবং বিভিন্ন ওয়েবসাইটে Trial Offer-এর জন্য সাইন-আপ করা।
ইনকাম কেমন?
রেগুলার কাজ করলে মাসে ৫০ থেকে ১৫০ ডলার পর্যন্ত পসিবল। এখানকার Trial Offer গুলো try করতে পারেন, অনেক সময় trial period শেষ হওয়ার আগেই পেমেন্ট দিয়ে দেয়।
টাকা তুলবেন কীভাবে?
এরাও Cryptocurrency সাপোর্ট করে, তাই বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়া নিয়ে কোনো টেনশন নেই।
Link: instagc.com
অনলাইনে হাজারটা ফেইক সাইটের ভিড়ে এই ৩টি প্ল্যাটফর্ম আসলেই কাজের। শুরুতে হয়তো ইনকাম কম মনে হতে পারে, কিন্তু লেগে থাকলে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পকেটে আসবে।
পোস্টটি আপনার ফ্রেন্ডলিস্টের সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বেকার বসে আছে অথবা পার্ট-টাইম কিছু করতে চাইছে। আর এমন আরও দরকারি পোস্ট পেতে প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন! ❤️
Our online marketplace helps employers hire freelancers across the world. Search and send offers to several freelance workers today!