05/23/2025
৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন ।
Buyerxpo.com
আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেসিক ফোনে ছবি তুলতে পারেন, আর যদি ৫০,০০০ টাকা হাতে থাকে
তাহলে আপনি পুরোপুরি তৈরি একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য।
কি করতে হবে? সহজ ভাষায় বলি-
১. পণ্য সিলেক্ট করুন। প্রথমেই ঠিক করুন, আপনি কী নিয়ে কাজ করতে চান। যেমন মেকআপ প্রোডাক্ট, হেলথ কেয়ার আইটেম, মোবাইল এক্সেসরিজ, ইসলামিক গিফট, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর পণ্য, সোস্যাল মিডিয়ায় জনপ্রিয় অন্য কারো কোর্স। যে পণ্য আপনি নিজেই ভালো বোঝেন বা ভালোবাসেন সেটাই বেছে নিন।
২. প্রোডাক্ট সোর্সিং করুন (এটাই মূল কাজ)
লোকাল পাইকারি দোকানে যান।
ভালো দাম, ভালো কোয়ালিটি, ভালো রেসপন্স এই তিন দেখে দোকানদারের সঙ্গে ডিল করুন। বলুন, “ভাই, আমি অনলাইনে বিক্রি করবো। অর্ডার পেলে আপনার কাছ থেকেই নিবো।”
৮০% দোকানদার রাজি হবে।
৩. ছবি তুলুন, সুন্দরভাবে সাজান
একটু আলোর কাছে, সাদা ব্যাকগ্রাউন্ডে, পরিচ্ছন্ন ছবি তুলুন Canva বা Pixellab অ্যাপ ব্যবহার করে স্মার্ট পোস্ট বানান।
৪. ফেসবুক পেইজে পোস্ট দিন + Boost করুন
একটি পোস্ট Boost করুন ১০০–২০০ টাকা দিয়ে। লক্ষ্য ঠিক করুন যেমন “18–35 Female, Dhaka” ইনবক্সে মেসেজ আসবে।
৫. ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলুন, অর্ডার কনফার্ম করুন।
অর্ডার পাওয়ার পর দোকানদারকে বলুন, “এই ঠিকানায় পাঠিয়ে দিন।” আপনি কুরিয়ার বা লোকাল ডেলিভারির মাধ্যমে সেটি পাঠাবেন।
লাভটা কোথায়?
প্রোডাক্ট আপনি ৩০০ টাকায় কিনছেন, বিক্রি করছেন ৪২০ টাকায়। ডেলিভারি আর Boost খরচ বাদে আপনার লাভ ২ টাকাও যদি হয় আপনি সাকসেস। তারমানে আপনি বিক্রি করতে জানেন। বিক্রি করার বিদ্যা একবার শিখে গেলে যাস্ট বড় প্রডাক্ট সোর্স করুন। ডিজিটাল মার্কেটিং এ আপনি একটি অ্যাপার্টমেন্টও সেল করে দিতে পারেন। বর্তমানে পড়ানোর জন্য ইন্টারেকটিভ বোর্ডের চাহিদা বাড়ছে। যাস্ট সেল করে দিন। প্রথমে অন্যের প্রডাক্ট সেল করুন। ধীরে ধীরে একদিন আপনার প্রডাক্ট বাজারে চলে আসবে।
যেহেতু আপনার হাতে ৫০,০০০ টাকা আছে। দেখবেন ২৫০০০ টাকা পুরিয়ে ফেলার আগেই আপনি অনলাইনে সেল করা শিখে গেছেন। এই যে শিখে গেলেন এই শেখার দাম কোটি টাকা। আপনি যদি একবার এই বিদ্যা শিখে যান আপনার জন্য কোম্পানি বসে আছে। যাস্ট মেইল করুন আমি তোমাদের পণ্য বিক্রি করতে চাই। সবাই আপনাকে খুজছে।
মনে রাখুন ডিজিটাল মার্কেটিং জানা না লাগলেও, বোঝা লাগবে।
আপনি যদি বুঝেন যে, ভালো ছবি বিক্রি বাড়ায়, ভালো ক্যাপশন মানুষকে থামায়, Boost দিলে Reach আসে , রেসপন্স দিলে কাস্টমার ধরে রাখা যায় তাহলে আপনি ইতিমধ্যেই উদ্যোক্তা হওয়ার মতো ডিজিটাল বুদ্ধি রাখেন। এই ওয়েবসাইটে চেষ্টা করে দেখুন :- buyerxpo.com
If you want to start a legitimate home based business, check out our B2B trade marketplace. You can start to buy and sell online as soon as today.