GenEx.tv

GenEx.tv PannaTV curates info & Support to
work for victims To eleminate all the injustice and exploitations

Travellers Choice in New York. Your well done Vacation Stay !Airbnb.com/h/nyclaguardia
06/27/2025

Travellers Choice in New York. Your well done Vacation Stay !
Airbnb.com/h/nyclaguardia

06/24/2025

The moment Tel Aviv was destroyed!! Tel Aviv replied!

06/08/2025

Airbnb.com/h/nyclaguardia

05/26/2025

রাজনীতি শুধু কথার খেলা নয়, কৌশলেরও লড়াই। যারা কৌশলী, তারাই টিকে থাকে। অনেকেই প্রশ্ন করে, আওয়ামী লীগ এত চুপ কেন? এতদিনেও মুখপাত্র দেয়নি কেন? আমার কেন জা‌নি ম‌নে হয়—চুপ থাকাটাই ছিল সবচেয়ে বড় বক্তব্য।

অগাস্টের পর থেকে উস্কানি, নিষেধাজ্ঞা, প্ররোচনা—সবই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ মাঠে নামেনি। কারণ, মাঠে নামা মানেই ফাঁদে পা দেওয়া। আজ যারা "রাজনীতি" করছে, তারা নিজেদের মধ্যেই বিভক্ত—ক্ষমতা আর সুবিধার ভাগ নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে।

কেন জা‌নি ম‌নে হয়, এটাই আওয়ামী লীগের কৌশল—নিজেরা সংগঠিত হচ্ছে, কর্মীরা ট্রমা কাটিয়ে শক্তি সঞ্চয় করছে। যেদিন ফিরে আসবে, সেদিন এ‌দে‌শে রাজনৈতিক ভূমিকম্প—যার কাঁপনে ভেঙে পড়বে এন্টি-আওয়ামী রাজনীতির ষ্টাব‌লিস‌মেন্ট।

নিকট ভ‌বিষ‌্যতে দেখা যা‌বে, আজ যারা ভাবছেন আওয়ামী লীগ হারিয়ে গেছে, তারা ভুল করছেন। ই‌তিহাস ব‌লে আওয়ামী লীগ শুধু রাজনীতি করে না, রাজনীতিও করায়। তাই হতাশ নয়, সুস্থির থাকুন। চোখ-কান খোলা রাখুন। সময়ই সত্য প্রমাণ করবে।

৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন ।Buyerxpo.comআপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেসিক ফোনে ছবি তুল...
05/23/2025

৫০,০০০ টাকা থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারেন ।
Buyerxpo.com

আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি বেসিক ফোনে ছবি তুলতে পারেন, আর যদি ৫০,০০০ টাকা হাতে থাকে
তাহলে আপনি পুরোপুরি তৈরি একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য।

কি করতে হবে? সহজ ভাষায় বলি-

১. পণ্য সিলেক্ট করুন। প্রথমেই ঠিক করুন, আপনি কী নিয়ে কাজ করতে চান। যেমন মেকআপ প্রোডাক্ট, হেলথ কেয়ার আইটেম, মোবাইল এক্সেসরিজ, ইসলামিক গিফট, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর পণ্য, সোস্যাল মিডিয়ায় জনপ্রিয় অন্য কারো কোর্স। যে পণ্য আপনি নিজেই ভালো বোঝেন বা ভালোবাসেন সেটাই বেছে নিন।

২. প্রোডাক্ট সোর্সিং করুন (এটাই মূল কাজ)
লোকাল পাইকারি দোকানে যান।
ভালো দাম, ভালো কোয়ালিটি, ভালো রেসপন্স এই তিন দেখে দোকানদারের সঙ্গে ডিল করুন। বলুন, “ভাই, আমি অনলাইনে বিক্রি করবো। অর্ডার পেলে আপনার কাছ থেকেই নিবো।”
৮০% দোকানদার রাজি হবে।

৩. ছবি তুলুন, সুন্দরভাবে সাজান
একটু আলোর কাছে, সাদা ব্যাকগ্রাউন্ডে, পরিচ্ছন্ন ছবি তুলুন Canva বা Pixellab অ্যাপ ব্যবহার করে স্মার্ট পোস্ট বানান।

৪. ফেসবুক পেইজে পোস্ট দিন + Boost করুন
একটি পোস্ট Boost করুন ১০০–২০০ টাকা দিয়ে। লক্ষ্য ঠিক করুন যেমন “18–35 Female, Dhaka” ইনবক্সে মেসেজ আসবে।

৫. ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলুন, অর্ডার কনফার্ম করুন।
অর্ডার পাওয়ার পর দোকানদারকে বলুন, “এই ঠিকানায় পাঠিয়ে দিন।” আপনি কুরিয়ার বা লোকাল ডেলিভারির মাধ্যমে সেটি পাঠাবেন।

লাভটা কোথায়?
প্রোডাক্ট আপনি ৩০০ টাকায় কিনছেন, বিক্রি করছেন ৪২০ টাকায়। ডেলিভারি আর Boost খরচ বাদে আপনার লাভ ২ টাকাও যদি হয় আপনি সাকসেস। তারমানে আপনি বিক্রি করতে জানেন। বিক্রি করার বিদ্যা একবার শিখে গেলে যাস্ট বড় প্রডাক্ট সোর্স করুন। ডিজিটাল মার্কেটিং এ আপনি একটি অ্যাপার্টমেন্টও সেল করে দিতে পারেন। বর্তমানে পড়ানোর জন্য ইন্টারেকটিভ বোর্ডের চাহিদা বাড়ছে। যাস্ট সেল করে দিন। প্রথমে অন্যের প্রডাক্ট সেল করুন। ধীরে ধীরে একদিন আপনার প্রডাক্ট বাজারে চলে আসবে।

যেহেতু আপনার হাতে ৫০,০০০ টাকা আছে। দেখবেন ২৫০০০ টাকা পুরিয়ে ফেলার আগেই আপনি অনলাইনে সেল করা শিখে গেছেন। এই যে শিখে গেলেন এই শেখার দাম কোটি টাকা। আপনি যদি একবার এই বিদ্যা শিখে যান আপনার জন্য কোম্পানি বসে আছে। যাস্ট মেইল করুন আমি তোমাদের পণ্য বিক্রি করতে চাই। সবাই আপনাকে খুজছে।

মনে রাখুন ডিজিটাল মার্কেটিং জানা না লাগলেও, বোঝা লাগবে।

আপনি যদি বুঝেন যে, ভালো ছবি বিক্রি বাড়ায়, ভালো ক্যাপশন মানুষকে থামায়, Boost দিলে Reach আসে , রেসপন্স দিলে কাস্টমার ধরে রাখা যায় তাহলে আপনি ইতিমধ্যেই উদ্যোক্তা হওয়ার মতো ডিজিটাল বুদ্ধি রাখেন। এই ওয়েবসাইটে চেষ্টা করে দেখুন :- buyerxpo.com

If you want to start a legitimate home based business, check out our B2B trade marketplace. You can start to buy and sell online as soon as today.

       discount 10% , monthly discount 18% .Airbnb low price, Weekly discount 10%, monthly discount 18%, JFK/LGA Vacatio...
05/20/2025



discount 10% , monthly discount 18% .
Airbnb low price, Weekly discount 10%, monthly discount 18%, JFK/LGA Vacation JFK/LGA Rental airbnb.com/h/nyclaguardia

Hey yaaa ! Hooray !!Asia,Europe,central America,north America,Australia,Scandinavian countries favorite & Global choice....
05/16/2025

Hey yaaa ! Hooray !!Asia,Europe,central America,north America,Australia,Scandinavian countries favorite & Global choice. Check even for long term (Monthly) 18% Discounts . Enjoyment at entrance of

Cheerful 2 BED ROOMS Apartment in heart of Queens

05/16/2025

138 বছরে এই প্রথম চট্টগ্রাম বন্দর হাতছাড়া হয়ে যাচ্ছে ! কাদের স্বার্থে ??

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when GenEx.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category