Chalaman Mirsarai

Chalaman Mirsarai আলোকিত জনপদের প্রতিচ্ছবি

সাদাকালো ছাপার অক্ষরে ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল চলমান মিরসরাই। এবার ২০২২ সালে এসে পর্দাপণ করল ১৮ বছরে। নামী দামী লেখকের কলামে এবং সংবাদ কর্মীদের তথ্য ভিত্তিক সংবাদে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে চলমান। চলমান একটি নিয়মিত প্রকাশনা। ধন্যবাদ ১৮ বছর ধরে কোন না কোন ভাবে অক্লান্ত পরিশ্রম করে পত্রিকাকে নিয়মিত ভাবে প্রকাশিত এবং সংরক্ষন করে আসছেন। নিজস্ব তাগিদে অনেকেই এ পত্রিকা ছেড়ে চলে গেছ

েন। তারা আজ নতুন ক্ষেত্র সৃষ্টি করে নিজেদের যোগ্যাতার স্বাক্ষর রাখছেন। চলমান প্রকাশনার এটি একটি সাফল্য নিঃসন্দেহে।

নতুন মুখরা এই পত্রিকার দায়িত্ব নিয়েছেন। অসাধারণ ভাবে তারা পত্রিকার প্রকাশনা অব্যাহত রেখেছেন। অবশ্য চলমান প্রকাশনার কারনে দায়িত্ব প্রাপ্তদের ভাবমূর্তি আরো একধাপ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। সব সময় ভালো কিছু করতে পারলে নিজের মধ্যে আত্মতৃপ্তি জেগে ওঠে এবং সমাজের সুশীল মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া যায়। আমার বিশ্বাস চলমান এর সাথে সংশিষ্ট সবাই আজ প্রসংসার দাবীদার। কারন তারা প্রতিনিয়ত মানুষের সমস্যা সম্ভাবনা কথা পত্রিকার পাতায় তুলে ধরছে।

চলমান প্রকাশনার দীর্ঘ এই পদযাত্রায় আমরা যেমন সমাজের সব শ্রেনীর মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি তেমনি আমাদের এগিয়ে চলার পথ ও হয়েছে কন্টকাকীর্ন। আমাদের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য ষড়যন্ত্র হয়েছে। কোন না কোন রাজনৈতিক দলের মুখপাত্র বলে অপপ্রচার করতে থাকেন কুচক্রী মহল। আমরা পাঠকের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। কোন ব্যক্তি বিশেষের লেজুড়বৃত্তি বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার জন্য চলমানের আত্মপ্রকাশ হয়নি। আমাদের পদযাত্রা অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। একটি আলোকিত জনপদ গড়ার প্রত্যয়ে নিয়ে আমরা পথ চলছি। এই পথ চলায় আমরা অনেকের নেতিবাচক খবর পরিবেশন করে বিরাগভাজন হই। চলমানের প্রকাশনা বাধাগ্রস্ত করার নানা কূটচাল শুরু হয়। আমরা বিশ্বাস করি জনপদের পাঠক আমাদের প্রেরণার উৎস। তাঁদের অকুষ্ঠ সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব দুরে বহুদুরে।
দীর্ঘ ১৮ বছর ধরে চলমানের সুখে দুঃখে পাঠক লেখক সাংবাদিক শুভানুধ্যায়ী বিজ্ঞাপন দাতারা অনেক সহযোগিতা করেছেন। এ জন্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

মোহাম্মদ মনজুরুল হক - প্রধান সম্পাদক ও প্রকাশক।

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নিজামপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগীতা করেছে নিজামপুর সরকারি ক...
06/26/2025

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নিজামপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগীতা করেছে নিজামপুর সরকারি কলেজ ছাত্রদল।

মিরসরাইয়ে বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ছাত্রশিবিরের পক্ষ থেকে হেল্পডেস্ক খোলা হয়েছে। নিজামপুর কলেজ, মি...
06/26/2025

মিরসরাইয়ে বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ছাত্রশিবিরের পক্ষ থেকে হেল্পডেস্ক খোলা হয়েছে। নিজামপুর কলেজ, মিরসরাই কলেজ ও মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষার্থী, অভিবাবকদের মাঝে পানি, খেঁজুর, মাস্ক বিতরণ করা হয়।

গত মঙ্গলবার মিরসরাইয়ের করেরহাটে সংরক্ষিত বনের ভেতর পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা কর...
06/26/2025

গত মঙ্গলবার মিরসরাইয়ের করেরহাটে সংরক্ষিত বনের ভেতর পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বনে বালি উত্তোলনের অপরাধে ৬ টি ড্রেজার মেশিন ও ৬’শ ফুট পাইপ ধ্বংস করে প্রশাসন। প্রশাসনকে খবর দিয়েছে দায়ি করে ওই এলাকায় বসবাস করা বৃদ্ধ নুর ইসলাম ও বৃদ্ধা কমলা বেগমকে মা/র/ধরের অভিযোগ উঠেছে আলমগীর, মাসুদ ও নুর উদ্দিন নামে তিনজনের বিরুদ্ধে।

যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক সংগঠনের প্রয়োজনযুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক সংগঠনের প...
06/26/2025

যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক সংগঠনের প্রয়োজন

যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা অনেক বেশী৷ মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে হলে যুবসমাজকে সচেতন করতে হবে। সামাজিক আবেদন ও সামাজিক শক্তি এমন একটা শক্তি যা কখনো বদলায় না, যার কোন বিলুপ্তি নেই যতদিন সমাজে মানুষ বসবাস করবে একতাবদ্ধ ভাবে।

বুধবার (২৫জুন) সন্ধায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে সামাজিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠন 'শিকড় সংঘ'র আত্মপ্রকাশকালে এসব কথা বলেন বক্তারা।

সংগঠনটির সভাপতি মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ডাক্তার মো. ইয়াসিন মিয়া, আবুতোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা মাহফুল আলম, সমাজসেবক মো. আলাউদ্দিন, মো. সানাউল্লাহ, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী'র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ইমন ভূইয়া, হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি, সিনিয়র সদস্য তোফাজ্জল হক তফু, জহির উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তারা আরো বলেন, আমাদের হাজার বছরের বাঙ্গালি সমাজ ব্যবস্থা শুধু মাছে ভাতে স্বয়ংসম্পূর্ন ছিল না, সামাজিক নিরাপত্তা শৃংখলা, দায়িত্ববোধ মূল্যবোধে এক অনন্য নজির ছিল। ফলে একজন দরিদ্র কন্যার বিয়ের জন্য শুধু তাঁর বাবা চিন্তা করতেন না।চিন্তা করতেন সমাজের সর্দার ও মুরুব্বিরাও। যে কোন সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ সমাজের মুরুব্বিরা বসেই সমাধান করে ফেলতেন বলেই গ্রামের পর গ্রাম ছিল শান্তির জনপদ। ফলে বিলুপ্ত সমাজ ব্যবস্খার অনুপস্থিতিতে সামাজিক তৎপরতার জন্য সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দেশে দেশে, পাড়ায় পাড়ায় যুগের আবেদনের কারনে শত সহস্য সামাজিক সংগঠন গড়ে উঠেছে, যার নেতৃত্বে আছে এলাকার নিবেদিতপ্রাণ তরুণ সমাজ।

06/24/2025

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় মাছবাহী গাড়ি আ'টকে সুমন নামে একজনের বিরুদ্ধে চাঁ'দা'বা'জির চেষ্টার অভিযোগ। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে আ'ট'কে পড়া গাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। গত কয়েকদিন আগে উপজেলার ডোমখালী এলাকায় রাতে প্রকল্প থেকে মাছ নিয়ে যাওয়ার পথে গাড়ি আ'ট'কে চাঁ'দা আ'দায় করা হয়।

06/23/2025

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল।।

এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মাদ ফরহাদ হোসাইনসহ মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বারইয়ারহাট কলেজ,মিরসরাই কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

06/23/2025

বারইয়ারহাটে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চা'পা'য় ব্যবসায়ী প্রদীপ কুমার দে নি'হ'ত। আজ সোমবার ভোর ৫ টার দিকে এই দু'র্ঘ'ট'না ঘটে।

মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় ভয়াবহ সড়ক দু'র্ঘট'না। এই সময় একটি তেলের গাড়িতে আ'গুন ধরে...
06/22/2025

মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় ভয়াবহ সড়ক দু'র্ঘট'না। এই সময় একটি তেলের গাড়িতে আ'গুন ধরে যায়।

অবশেষে বারইয়ারহাটে ডিভাইডারে বসানো হচ্ছে লোহার এ্যাংগেল। ইতিপূর্বে মহাসড়কের এই অংশে ডিভাইডারের ফাঁকফোকর দিয়ে পার হতে গ...
06/22/2025

অবশেষে বারইয়ারহাটে ডিভাইডারে বসানো হচ্ছে লোহার এ্যাংগেল। ইতিপূর্বে মহাসড়কের এই অংশে ডিভাইডারের ফাঁকফোকর দিয়ে পার হতে গিয়ে ঘটেছে অহরহ দু'র্ঘ'ট'না। দু'র্ঘ'ট'না'রো'ধে এবং ফুটওভারব্রীজ ব্যবহার বাধ্যতামূলক করতে এই লোহার এ্যাংগেল বসানো হচ্ছে।

06/22/2025

মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধা'ক্কা'য় ড্রামট্রাক চালক ও তার সহকারী নি'হ'ত হয়েছেন৷

রবিবার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দু'র্ঘট'না ঘটে৷

মিরসরাইয়ে চাঁদপুর-গোভনীয়া সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব গোভনী...
06/22/2025

মিরসরাইয়ে চাঁদপুর-গোভনীয়া সড়কের একটি বেইলি ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব গোভনীয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন ব্রিজটির গোড়ার মাটি সরে যাওয়ায় শনিবার (২১ জুন) বিকালে ভেঙে যায়। এতে পার্শ্ববর্তী আমবাড়ীয়া ও গোভনীয়া গ্রামের প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন।

মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন এলাকায় খাল সংস্কার কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও...
06/21/2025

মিরসরাই উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়ন এলাকায় খাল সংস্কার কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় স্থানীয় এলাকাবাসী বলেন, কিছুদিন পূর্বে বিএডিসির গোভনিয়া খাল খনন শুরু করে। কিন্তু আবুতোরাব বাজার এলাকায় খালের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা রক্ষা করতে সংস্কার করা হয়নি। এতে সামান্য বৃষ্টি হলে পুরো আবুতোরাব বাজার ও বড়তাকিয়া-আবুতোরাব সড়ক পানিতে তলিয়ে যায়। বিভিন্ন খাল দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্কারের দাবী জানান তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ ভূঁইয়া প্রমুখ।

এর আগে আগে বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খাল খননের অনিয়মের অভিযোগ ও হাজার হাজার মানুষকে জলাবদ্ধতা থেকে নিরসনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Chalaman Mirsarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chalaman Mirsarai:

Share

Category