Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা

Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান
সম্পাদকঃ ০১৭১৬৭২০৫৫৩

চাটমোহর উপজেলার  বোঁথড় হাই স্কুল মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি প্রার্থী আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার ১১ তম উঠান বৈঠ...
07/01/2025

চাটমোহর উপজেলার বোঁথড় হাই স্কুল মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি প্রার্থী আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার ১১ তম উঠান বৈঠক অনুষ্ঠিত
*****************************************
চাটমোহর উপজেলা সদর সংলগ্ন বোঁথড় হাই স্কুল মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি প্রার্থী আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।৩০ জুন সন্ধ্যার ঐ উঠান বৈঠকে সভাপতিতাব করেন মো: কিতাব উদ্দিন মেম্বর। অনুষ্ঠানে
আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে
অধিক জনসংখ্যা ও অধিক ভোটারের উপজেলা চাটমোহর থেকে দলীয় প্রার্থী
মনোনয়ন দেবার জন্য দলের নীতি- নির্ধারনি ফোরাফ তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহবান জানান। তিনি পাবনা- ৩ আসনের চাটমোহর,ভাঙ্গিড়া এবং ফরিদপুর উপজেলাবাসীদের উদ্দ্যেশে বলেন,দল যদি তাকে মনোনয়ন দেন, তাহলে তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি দলের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠকসহ জনসংযোগ
অব্যাহত রেখেছেন। তিনি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আগামীতেও কাজ করে যাবেন।
দল যাকে মনোনয়ন দিবেন,তিনি তার পক্ষে কাজ করবেন।তিনি বলেন চাটমোহরবাসী চাটমোহর থেকে দলের প্রার্থী চান।আর দল তাকে মনোনয়ন দিলে এবং এমপি নির্বাচিত তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি
দশ দফা কর্মসূচী বা রুপরেখা নিয়ে এগিে যাচ্ছেন।তার রুপরেখার মধ্য রয়েছে, সন্ত্রাস,চাঁদাবাজ,দখলবাজ,মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।এলাকার রাস্তা- ঘাটের উন্নয়ন,বিল বা ফসলের মাঠের রাস্তা নির্মাণ করবেন।শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।তিনি বেকারদের কমসংসংস্থানের ব্যবস্থা করবেন।এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন,আইসিটি পার্ক করবেন।খেটে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন ইত্যাদি বিষয়ে কথা বলেন।তিনি চাটমোহর থেকে দলীয় প্রার্থী মনোনয়নের সকলের সহযোগিতা চান।াজা তার দীর্ঘ্য বক্তৃতায় স্থানীয় বিএনপির বেশ কিছু নেতার তীব্র সমালোচনা করেন।তাদের বিতর্কিতও দলের জন্য ক্ষতিকর এমন কিছু কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরেন। তিনি আশা করেন, দলের নীতি নির্ধারণী ফোরাম তাদের সিদ্ধান্ত পুনবিবেচনাপূর্বক চাটমোহর বাসীর দাবীর পক্ষে রায দিবেন এবং তাকে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন।শেষে সবার সহযোগিতা চান।উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, রেজাউল করিম বাবু,ইউনুস আলী ইনু,বীরেন্দ্র দাস, আল আমিন,আলহাজ্ব ইসমাইল হোসেন প্রমুখ।অনুষাঠানটি পরিচালনা করেন সাংবাদিক জহুরুর হক মাস্টার।

চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল  মজিদমারা গেছেন( ইন্না --- উন)**********************************চ...
06/30/2025

চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ
মারা গেছেন( ইন্না --- উন)
**********************************
চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল মজিদ হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএই চ) রাত সারে নয়টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রথম জানাজা নামাজ ৩০ শে জুন সকাল সাড়ে নয়টায় চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা নামাজ স্যারের গ্রামের বাড়ি হরিপুর ইউনিয়নের সোন্দভা ইদগাহ মাঠে বেলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

বেশী বাহবা নিতে যেয়ো না----------------------------------------শেষে বিকৃত চেহারা প্রকাশ পাবে।সুনামের চেয়ে- দূর্ণাম বেশী ...
06/29/2025

বেশী বাহবা নিতে যেয়ো না-
---------------------------------------
শেষে বিকৃত চেহারা প্রকাশ পাবে।
সুনামের চেয়ে- দূর্ণাম বেশী হবে।

সাবধানতায় সুগমপথ-*********************বিকৃত মানসিকতা পরিহার করুন।অসৎ- অর্থ লোভীকে পরিহার করুন।ব্যক্তিকৃন্দ্রিক চিন্তার ম...
06/29/2025

সাবধানতায় সুগমপথ-
*********************
বিকৃত মানসিকতা পরিহার করুন।
অসৎ- অর্থ লোভীকে পরিহার করুন।
ব্যক্তিকৃন্দ্রিক চিন্তার মানুষকে ত্যাগ করুন।
যে পেতে চায়-দিতে চায় না- তাকে ছাড়ুন।
যে অন্যর বাহবা নিজে নেয়- সতর্ক হউন।
কথা,কাজে এবং যোগ্যতা বজায় রাখুন।
অসৎ ও দুর্নীতিবাজকে প্রতিহত করুন।
পদ,পদবী,প্রতিষ্ঠান নামে দুর্নীতি বন্ধ করুন।
প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়-অব্যবস্থাপনায়।
সঙ্গ পেতে এবং সঙ্গ দিতে সতর্ক থাকুন।
কথা বলার চেয়ে কথ শুনা -বুঝা উত্তম।
ভুল প্রতিষ্ঠা নাকরে-ভুল স্বীকার করা উত্তম।
-*----------------------- এস,এম,হাবিবুর রহমান

আবারো নিষিদ্ধ জাল জব্দ *********************************চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী তার দেওয়া পোস্ট...
06/28/2025

আবারো নিষিদ্ধ জাল জব্দ *********************************
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী তার দেওয়া পোস্টে জানান,
চাটমোহর উপজেলার সর্বত্রই প্রশাসন বা নির্বাহী অফিসার লাগাতার নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে। এখানে মৎস্য বিভাগের দায়- দায়িতাব কতটুকু- তাও খতিয়ে দোখা দরকার।
" মৎস্য সম্পদ রক্ষায় অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় আজ ২৮ জুন চাটমোহর উপজেলার ডাকাতের ভিটা, আফরার বিল, খলিসাগাড়ি বিল, কেনু সরকারের জোলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।"

চাটমোহরে মাদক সেবনের দায়ে সাবেক কাউন্সিলর এবং এক  রং মিস্ত্রী আটক-১৫ দিনের কারাদন্ড *************----------*--------****...
06/28/2025

চাটমোহরে মাদক সেবনের দায়ে সাবেক কাউন্সিলর এবং এক রং মিস্ত্রী আটক-১৫ দিনের কারাদন্ড
*************----------*--------************
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এক পোস্টে জানান, আজ ২৮ জুন মাদক সেবনের দায়ে দুইজনকে কারাদন্ড এবং জরিমানা করা হয়। একাধিক সূত্রে জানা যায়, আজ ২৮ জুন চাটমোহরে প্রশাসনের অভিযান চলাকালে মাদক সেবনকালে দুই মাদক সেবিকে আটক করড়া হয়। তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ২৮ জুন দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে
মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম
তাদের আটক করেন। পরবর্তীতে নিজেদের অপরাধ স্বীকার করায় আটককৃত আসামি পৌর সদরের বালুচর মহল্লার মৃত মোজাফফর হোসেনের ছেলে সাবেক কাউন্সিলর মাহাতাব হোসেন (৬০) ও ছোট শালিখা গ্রামের শাজাহান আলীর ছেলে রং মিস্ত্রী শাহাবুল আলম। আটক দু'জনের প্রত্যককে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সুত্র জানান, আটক দুজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার বা
জব্দকরা মাদক দ্রব্য ধ্বংস করা
হয়। তাদেরকে পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ছবি তোফাজ্জল হোসেন বাবু।

06/28/2025
06/28/2025

প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়- এ শ্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পরিবেশনা-৪

06/28/2025

প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়- এ শ্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পরিবেশনা- ৩

06/28/2025

প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়- এ শ্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন অনুষ্ঠান ভিন্ন ভিন্ন পরিবেশণা-২

প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়- এ শ্লোগান কে সামনে রেখে  বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন**************************...
06/28/2025

প্লাস্টিক দূষণ আর নয়- বন্ধ করার এখনই সময়- এ শ্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালন
*****************************************
আজ ২৮ জুন বড়াল বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দুবস পালন করা হয়। ড়াল বিদ্যা নিকেতন ট্রাস্টের সভাপতি স্থপতি ইকবাল হাবিবের সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি জনাব বেবী ইসলাম। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠাানে ফরিদপুর উপজেলার চিথুলিয়া পূ্র্বপাড়ার বৃক্ষ প্রেমিক
চির কুমার জনাব ইদ্রিস আলীকে সম্বর্ধনা প্রদান করা হয়। তাকে পদক,অর্থ ও কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য প্রদান করা হয়। প্রধান অতিথি জনাব বেবী ইসলাম বড়াল বিদ্যা নিকেতন, বড়াল বিদ্যা নিকেতনের পরিচালক এস,ম,মিজানুর রহমান এবং উক্ত বিদ্যালয়ের ট্রাস্টিবের্ডের সভাপতি জনাব ইকবাল হাবিবের কর্মকান্ড এবং উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্ষাপট তুলে ধরেন। সভাপতি জনাাব ইকবাল হাবিব তার বক্তৃতায় বলেন,মাননীয় পরিবেশ উপদেষ্টা বড়াল নদী উদ্ধার করার কাচ শুরু করেছেন। সেই সাথে মাননীয় উপদেষ্টা চলনবিলকে রক্ষায় কাজ করতে চান। মাননীয় উপদেষ্টা বড়াল নদী ও চলনবিল তার ক্ষমতাকালীন সময়ে করে যেতে চান।বিশ্ব। পরিবেশ দিবস উপলক্ষে সমবেত সংগীত,নৃত্য এব্ং পরিবেশের নানা দিক তুলে ধরে গীতি নাট্য প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষ প্রেমিক ইদ্রিস আলীর জীবনালেক্ষ্য ভিডিও প্রদর্শণ করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক,শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ তারে হারিকেন-রাস্তার মোড়ে বাঁশ-প্রচলিত শ্লোকের বাস্তব রূপ-
06/28/2025

বিদ্যুৎ তারে হারিকেন-
রাস্তার মোড়ে বাঁশ-
প্রচলিত শ্লোকের বাস্তব রূপ-

Address

চাটমোহর, জেলা: পাবনা, বাংলাদেশ।
New York, NY
০১৭১৬

Telephone

+17183859203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share