Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা

Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান
সম্পাদকঃ ০১৭১৬৭২০৫৫৩

11/30/2025
11/29/2025

চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব সুরুজ আলির ইন্তেকাল
**************************************
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব সুরুজ আলি গত ২৯ নভেম্বর
ইন্তেকাল করেছেন ( ইন্না--- উন)। তিনি একটি
কলেজের অধ্যাপনা করেন এবং অবসর গ্রহণ করেন। মরহুম সুরুজ আলী ঢাকার উত্তর খান এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন। এ শিক্ষাপ্রিয় মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত
কামনা করছি।মরহুম আলহাজ্ব সুরিজ আলী এ্যাড: সাইদুল উসলাম চৌধূরীর বড় ভাইএবং আমার ফুফাতো ভাই ছিলেন।। মরহুম আলহাজ্ব সুরুজ আলী আটঘরিয়া সদরে বাড়িকরে বসবাস করতেন এব্ং সেখানেই ইন্তেকাল করেন। ২৯ নভেম্বর রাত ৮ টায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি')র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আক্তার হোোসেন লেবুর আনুষ্ঠানিক নির্বাচনী  কার্যক্রম শুরু********...
11/29/2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি')র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আক্তার হোোসেন লেবুর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু
****************-****-*****************
আজ ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি -এনসিপি'র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আক্তার হোোসেন লেবু নির্বাচন পরিচালনার কার্য়ক্রম আনুষাঠানিকভাবে শুরু করলেন। চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব ভবনে এক মতবিনিময় শেষে দোয়ার আয়োজন করা হয়। শেষে উপস্থিত নেতা কমী ও সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়। খন্দকার আক্তার হোসেন লেবু তার সংক্ষিপ্ত বক্তুতায় বলেন,তিনি ৭০, পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি পার্টি মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে ঘোষণা দেন। তিনি জোড় দিয়ে আশাবাদ ব্যাক্ত করে বলেন,তিনি মনেনয়ন
পাবেন।নির্বাচনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। তার সংক্ষিপ্ত বক্তব্যর ছবি পেশ করলাম।

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে ঘন কুয়াশা, হিমেল বাতাস সেই সাথে প্রচন্ড শীত অনুভুত হচ্ছে।গরীব বস্ত্রহীনদের দূর্ভোগ। আজ ২৮ নভেম্ব...
11/28/2025

চাটমোহরসহ চলনবিল অঞ্চলে ঘন কুয়াশা, হিমেল বাতাস সেই সাথে প্রচন্ড শীত অনুভুত হচ্ছে।গরীব বস্ত্রহীনদের দূর্ভোগ। আজ ২৮ নভেম্বর সকালে কোন কোন স্থানে ঘন কুয়াশায় ঢেকে যায়। সকালে তোলা ছবি।

চাটমোহর উপজেলার নিমাইচড়া নদী ধ্বংসকারী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ব্রিজ নির্মাণ করে নদী উন্মুক্ত করার দাবী*******************...
11/27/2025

চাটমোহর উপজেলার নিমাইচড়া নদী ধ্বংসকারী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ব্রিজ নির্মাণ করে নদী উন্মুক্ত করার দাবী
****************************************
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধই মরা করতোয়া নদী বদ্ধ জলাশয়ে পরিনত করছে। পাবনা সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ১৯৮৩-১৯৮৪ সালে শুরু এবং ১৯৯১- ২৯৯২ সালে সমাপ্ত করা হয়। পাবনা সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মরা করতোায়া নদীকে বিভক্ত করে বদ্ধ জলাশয়ে পরিনত করে। নিমাইচড়া উত্তর পাড়া বাজার এলাকায় একটি মিনি স্লুইসগেট নির্মাণ করা হয়।বর্তমানে ঐ মিনি স্লুইস গেটের অস্তিস্থ খুঁজে পাওয়া যায় না। নদীটির এক প্রান্ত মির্জাপুর বাজারের অদূরে রুপসিতে গোমানী নদীর সাথে মিশেছে। রুপসির সংযোগ স্থানে ঐ বাঁধে দিয়ে
নদীর মুখ বন্ধ করে আরেকটি স্লুইস গেট নির্মাণ করা হয়।ফলে নদীটি আবদ্ধ জলাশয়ে পরিনত হয়েছে। চলমান প্রশস্ত ঐ প্রবকহমান নদী বিভক্ত করে সরাসরি পানি প্রবাহ ও নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। নদীর অপর অংশ দরাপপুর মাঠ,খন্দবাড়িয়া,নিমাইচড়া - সমাজ ব্রিজের নিচ দিয়ে পবাহিত হয়ে কুমিল্লী বিলের মাঝ দিয়ে গদাই রুপসি হয়ে ভাঙ্গুড়া উপজেলার পূঁইবিল দিয়ে দিলপাশা পাথার হয়ে বাঘাবাড়ির দিকে প্রবাহিত হয়ে একাধিক শাখা বিভক্ত হয়ে বড়াল,হুরাসাগর বং করতোয়া নদীতে ভিন্ন িন্ন স্থানে মিশেছে। নদীটি ধ্বংসকারী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দরাপপুর,বাঁশবাড়িয়া,রুপসি,গদাই রুপসি,সাতবাড়িয়াসহ বিভিন্ন স্থানে বন্যার পানির চাপে বার বার ধ্বসে/ভেঙ্গে যায়। অনেক সময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বাঁধ কেটে/ ভেঙ্গে দেন। অবশেষে ঐ সকল স্থানে বড় বড় ব্রিজ নির্মাণ করে অবাধ ও উন্মু পানি প্রবাহের ব্যবস্থা করা হয়।ফলে ঐ বন্যা নিয়ন্তণ বাঁধ বর্তমানে বন্যা নিয়ন্তণের কোন কাজেই আসছে না।বর্তমানে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পাকা সড়কে পরিনত হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা/ কর্মচারী এবং এক শ্রেণীর দালাল চক্রের নিয়ন্ত্রণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অসংখ্য বসতি, দোকানপাট গড়ে উঠেছে। বতমানে অবৈধ দখলারদের দখলে সম্পূর্ণ বাঁধ।অপরদিকে নিমাইচড়া অংশে আবদ্ধ জলাশয় প্রভাবশালী দলীয় নেতা- কর্মীরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে গোপন আতাত করর দখলে রেখেছেন। গত ২১ নভেম্বর এলাকায় গিয়ে অনেকের সাথে আলাপ কালে তারা অবৈধ দখলদার উচ্ছেদ, নিমাইচড়া বাঁধের বাজার সংলগ্ন নদীর বাঁধ কেটে ব্রিজ নিমার্ণের দাবী করেছেন। এতে আবদ্ধ নদী উন্মুক্ত হবে এবং সরাসরি পানিপ্রবাহর পথ সৃষ্টি হবে। এছাড়া অবাধে নৌযান চলাচল করতে পারবে।অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক বাস্তবতার আলোকে নিমাইচড়ায় বন্ধ মুখে ব্রিজ নির্মাণ এবং নদীটি পুন:খনন করে প্রবাহমান নদীতে রুপান্তর করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তুপক্ষের উর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ
কামনা করা যাচ্ছে।

11/24/2025

ভুত মেশিনে ধান মাড়াই
*******-----*-----*******
এটা ধান মাড়াই মেশিন। ধান মাড়াই মেশিনের নাম " ভুত মেশিন।গতকাল ২৩ নভেম্বর
বিলকুড়ালিয়ার কাতুলী অ্ংশের মাঠ থেকে ধারণ করা ভিডিও।

কবি ও কবিতা ভাবনা*******-******-*******আমি কবিতা পড়ে-কবি হতে চাই না,আমি কবিতা লিখেকবি হতে চাই না।নামের আগে কবি লিখেআমি প...
11/24/2025

কবি ও কবিতা ভাবনা
*******-******-*******
আমি কবিতা পড়ে-
কবি হতে চাই না,
আমি কবিতা লিখে
কবি হতে চাই না।

নামের আগে কবি লিখে
আমি পরিচিত হতে চাই না,
মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে-
কবিগিরি দেখাতে চাই না।

অর্থ ব্যয় করে কবিতা ছেপে
আমি প্রচার করতে চাই না,
আমি কবিতা পড়তে চাই
কবিকে চিনতে চাই না।

কবিতার ভাবের গভীরতা খুঁজি
আমি গভীরতা খুঁজে পাই না,
কবিতার অতীত জানতে চাই
জ্ঞান শূণ্য কবিতা পড়তে চাই না।

কবিতার শ্লোক আর ছন্দ খুঁজি
গবিতা-কবিতা পড়তে চাই না,
কবিতার সংজ্ঞা জানতে চাই
আমি কবিতার বিষয় পাই না।

আমি কবিতায় সাহিত্য চাই
কবিতায় সাহিত্যর বিষয় পাই না,
নিজের গুণ-কীঁর্তনে ভরা কবিতা
আমি পছন্দ করতে পারি না।

কবিতায় গুরু-গম্ভির ভাব চাই
ব্যক্তি পান্ডিত্ব জানতে চাই না,
কবিতায় ত্রি-ধারার ভাব চাই
চাটুকারের কবিতা পড়তে চাই না।

বাস্তবভিত্তিক বিষয়ের কবিতা
আমি খুঁজে খুঁজে পাই না,
ব্যক্তি আবেগ ভরা কবিতা
আমি কখনও পড়তে চাই না।

ছন্দ,তাল- মাত্রাবিহীন কবিতায়
ধারাবাহিক বিষয় খুঁজে পাই না।
বিষয়চুৎ কবিতা আজ ছড়াছড়ি
আমি ঐ কবিতা পড়তে চাই না।

কবিতার আড়ালে কবি ও কবিত্ব
কবিতায় তেমন কবির দেখা পাই না,
আড়ালে থেকো কবি- নিরবে লিখে
তেমন কবির করিতা পড়তে চাই- পাই না।
-------- এস,এম,হাবিবুর রহমান-------

চাটমোহরে নবাগত জেলা প্রশাসকের  সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের সাথে মতবিনিময়-***************************************আজ ২৪ ...
11/24/2025

চাটমোহরে নবাগত জেলা প্রশাসকের সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের সাথে মতবিনিময়-
***************************************
আজ ২৪ নভেম্বর অপরাহ্নে পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা চাটমোহর উপজেলার সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। মতবিনিময় সভা থেকে উপজেলার কর্মকর্তা/ কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। নবাগত জেলা প্রশাসক চাটমোহর উপজেলা ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
সংবাদ ও ছবি নিজস্ব প্রতিবেদক।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৯ সদস্য বিশিষ্ট পাবনা জেলা শাখা গঠন **************---------*--------*************জাতীয় নাগ...
11/23/2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৯ সদস্য বিশিষ্ট পাবনা জেলা শাখা গঠন
**************---------*--------*************
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবনা জেলা শাখা গঠন করা হয়েছে। গত ২৩ নভেম্বর জাতীয় নগরিক পার্টি,এনসিপির সদস্য- সচিব আক্তার হোসেন এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম-এর যৌথ স্বাক্ষরে ঐ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটির মধ্যে রয়েছেন ১ জন প্রধান প্রধান সমন্বয়কারী, ৭ জন যুগ্ন-সমন্বয়কারী এবং ৩১ জনকে নির্বাহী সদস্য করে ৩৯ সদস্য বিশিষ্ট ঐ কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠন করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান (জনি)। ৭ জন যুগ্ন- সমন্বয়কারীগণ হচ্ছেন-
খন্দকার আক্তার হোসেন লেবু,নূর ইদ্দিন কাজল,ব্যারিস্টার আসিব আল আসাদ খান, মোসলেম উদ্দিন,বরকত উল্লাহ ফাহাদ, ড,আবাদুল মজিদ এবং আলম মো: রওশন।

৩১ জন নির্বাহী সদস্য হচ্ছেন-মো: নাজমুল হোসেন,সুলতান মাহমুদ খান ( বিদ্যুৎ), এস,এম,আলমগীর পারভেজ, রোকসানা পারভিন,গোবিন্দ চন্দ্র শীল,মোসা, শামীমা সুলতানা,মো: ফায়সাল কবির,মো: মুনসুর রহমান, মো: রফিকুল ইসলাম প্রামানিক, তাহসিন সুলতানা এবং সোহেল রানাসহ
মোট ৩১ জন।
অনুমোদিত কমিটির তালিকা নিম্নে দেওয়া
হলো:

11/22/2025

বিলকুড়ালিয়া -

11/22/2025

এটাই আমাদের বিলকুড়ালিয়া
*-*********--**--*********-*
এটাই আমাদের বিলকুড়ালিয়া। বিলটি চাটমোহর উপজোর হরিপুর ইউনিনের অধীন।গত ২২ নভেম্বর ধারণ করা ছবি ও ভিডিও।

কলমিলতার ফুল-***************কবি বন্দে আলী মিয়ার  একটি কবিতার নাম " কলমি লতা"। কলমি শাক খাই। কলমি পাতা তিন কোনা লম্বা এবং...
11/22/2025

কলমিলতার ফুল-
***************
কবি বন্দে আলী মিয়ার একটি কবিতার নাম " কলমি লতা"। কলমি শাক খাই। কলমি পাতা তিন কোনা লম্বা এবং সবুজ। কলমিগাছ লতাকৃতির।বর্তমানে কলমিলতা উৎপত্তি অনুসারে দুই ধরণের হয়- বনোরা কলমি লতা এবং চাষের কলমিলতা।অনেকেই কলমি ফুলের এমন দৃশ্য দেখেন নাই।তাই আমি গত ২২ নভেম্বর বিলকুড়ালিয়ার কাতুলী অংশের বনোরা কলমি লতার কয়েকটি ফুলের ছবি উঠাই।ছবিগুলো এখানে পোস্ট করলাম।

Address

চাটমোহর, জেলা: পাবনা, বাংলাদেশ।
New York, NY
০১৭১৬

Telephone

+17183859203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share