Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা

Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান সম্পাদক ও প্রকাশকঃ এস,এম,হাবিবুর রহমান
সম্পাদকঃ ০১৭১৬৭২০৫৫৩

কিডনী রুগী আব্দুস সাত্তার ভাল হলো সুইপারের লতাগাছের মালা নিয়ে*************************************চাটমোহর উপজেলার গুনাইগ...
10/10/2025

কিডনী রুগী আব্দুস সাত্তার ভাল হলো সুইপারের লতাগাছের মালা নিয়ে
*************************************
চাটমোহর উপজেলার গুনাইগাছা উনিয়নের
চরপাড়া গ্রামের আব্দুস সাত্তার কিডনীজনিত রোগে হাত- পা ফুলে মৃত্যু পথের যাত্রী ছিলেন।স্থানীয়ভাবে চাটমোহরে চিকিৎসার পর পাবনা চিকিসা করান, কিন্তু কোন ফল পান নাই।অবশেষে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় একমাস চিকিৎসা গ্রহণ করেও কোন ফল পাচ্ছিলেন না। হাসপাতালে গুরুতর অসুস্থ্য অবস্থা দেখে হাসপাতালের ঝাড়ুদার কাম সুইপার দীপক রাণী তাকে দেখে তার অসুস্থ্যতার কারন জানতে চান। একপর্যায়ে তাকে বাবা বলে ডাকেন।কিছুদিন আগে দীপক রাণীর বাবা মারা যাওয়ার কারন বলে তাকে ধর্ম বাবা বলে ডাকেন। দীপক রাণী তাকে একটি লতাগাছের মালা গলায় এবং পায়ে দিতে চান।এ ছাড়া রাবারের একটি বালা তার হাতে দিতে চান। এতে আব্দুস সাত্তার রাজি হন।দীপক রাণী আব্দুস সাত্তারের গলায়,পায়ে লতার গাছের মালা এবং হাতে রাবারের বালা পড়িয়ে দেন। হাসপাতালের ডাক্তার আব্দুস সাত্তারের গলায়,পায়ে লতাগাছ প্যাচানো দেখে বিরক্ত হন এবং আব্দুস সাত্তারকে রিলিজ করে দেন।অবশেষে দীপক রাণী ১৪/১৫ দিন তার বাসায রেখে চিকিৎসা দেন। হাত- পায়ের ফুলা ধীরে ধীরে শুকিয়ে সাভাবিক হতে থাকে।আবদুস সাত্তার ১০/ ১২ দিন হলো চরপাড়ার বাড়িতে আসেন। বর্তমানে সে সাভাবিক কাজ কর্ম করতে পারছেন।কয়েকদিন আগে পীপক রাণী পরিবারের অন্যান্যদের সাথে নিয়ে আব্দুস সাত্তারকে চরপাড়া এসে তাকে দেখে যান। দীপক রাণী গাছটির গুনাগুন স্বপ্নে জানতে পেরেছেন। আব্দুস সাত্তার ২/৩ দিনের মধ্যেই গাছ খুলে ফেলবে। ডাক্তারির পরীক্ষায় আব্দুস সাত্তারের কিডনী প্রায় সম্পূর্ণ ভাল বলে রিপোর্ট পেয়েছেন। গত ৯ অক্টোবর চাটমোহর নতুন বাজার খেয়াঘাটে এলাকায় আব্দুস সাত্তারের সাথে কথা বলে বর্ণিত তথ্য জানা যায়। ছবিতে গাছ পরিহিত আব্দুস সাত্তার।

ডিমের গাড়িচালক এখন পাগল সেজে রাস্তায়-**********-------***--------***-------**********কর্মজীবী রবিউল ইসলাম সবুজ এখন পাগল ...
10/08/2025

ডিমের গাড়িচালক এখন পাগল সেজে রাস্তায়-
**********-------***--------***-------**********
কর্মজীবী রবিউল ইসলাম সবুজ এখন পাগল সেজে রাস্তায় এভাবেই বসে থাকেন দিন-রাত। রফিকুল ইসলাম সবুজ বিলচলন ইউনিয়নের কুমারগাড়া সরদার পাড়ার বাসিন্দা। সবুজ ডিমের গাড়ি দূর্ঘটনায় এক পা হারায়ে এখন কর্মহীন প্রতিবন্দি। সবুজ ডিমের গাড়ি চালক ছিলেন। গত ৬ অক্টোবর নতুন বাজার মোড়ে পাগল সেজে মাথা নিচু করে বসে আছেন। তার নাম জানতে চাইলাম- জবাবে তার নাম রবিউল জানান।তবে গ্রামে সে সবুজ নামে পরিচিত। বেশি কিছু বলতে চান না।তার এক পা ক্ষতিগ্রস্থ বলে জানান। তাকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে কোন কর্ম দিলে, তে সাভাবিক জীবনে ফিরে আসবে।সবুজের প্রতি মানবিক দৃষ্টি নিযে এগিয়ে আসার জন্য বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।অপরদিকে সরকারের সমাজ সেবা বিভাগ থেকে তার চিকিৎসা ও পুনবাসিত করতে পারেন।

10/08/2025

দোয়েল আকৃতির খুবই চঞ্চল
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
দোয়েল আকৃতির খুবই চঞ্চল। পাখিটি খুব দ্রুততার সাথে মাছি ধরে খায়। চাটমোহর নতুন বাজার খেয়া ঘাট মাছুদের চা- স্টলের সামনে পাখিটি দেখা যায় গত ৬ অক্টোবর ধারণ করা ভিডিও।

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমানকে কলেজের শিক্ষক  ও স্টাফগণ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জা...
10/06/2025

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমানকে কলেজের শিক্ষক ও স্টাফগণ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান
*************************************
চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমানকে কলেজের শিক্ষক ও স্টাফগণ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শু্ভেচ্ছা জানান। পূজার ছুটি শেষে কলেজ খোলার পর অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সাথে তার শুভেচ্ছা বিনিময় করেন এবং কলেজের সকল দায়িত্বপ্রদান ও গ্রহণ করা হয়।
প্রকাশ থাকে যে, উচ্চ আদালত থেকে তার সাময়িক বরখাস্ত অদেশ প্রত্যাহার করা হয়এবং স্বপদে বহাল করেন সে প্রেক্ষিতে ।অধ্যক্ষ মো: মিজানুর রহমান পূজার ছুটিকালীল সময়ে কলেজের অধ্যক্ষ সাবপদে পদে পুনরায় যোগদান করেন।

চাটমোহর উপজেলার  মুলহগ্রাম শিমূলতলাা আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশা-  সড়কটি ভেঙ্গে, গর্ত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়ে...
10/06/2025

চাটমোহর উপজেলার মুলহগ্রাম শিমূলতলাা আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশা- সড়কটি ভেঙ্গে, গর্ত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে- চলাচলে জনদূর্ভোগ চরমে
*****************------*****************
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মুলহগ্রাম শিমূলতলা- আটলংকা- ফৈলজানা সড়কের বেহাল দশা।অত্যান্ত জনবহুল ও ব্যস্ততম সড়কটি ভেঙ্গে,বড় বড় গর্ত হয়ে পানি জমে আছে। দীর্ঘ্যদিন ধরে সড়কটি সংস্কার এবং উন্নয়ন করা হয় নাই। বর্তমানে সড়কটিতে জীবনের ঝুকি নিয়ে বিপজ্জনক অবস্থায় যানবাহন চলাচল করছে।ঐ সড়কে চাটমোহর ও আটঘড়িয়া উপজেলার ৫/৬ ইউনিয়নের হাজার হাজর মানুষ নানা বিড়ম্বনা ও দুর্ভোগের
মধ্যে চলাচল করছে। অতি সম্প্রতি এ সড়কে আটলংকা বাজার / কলেজ এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের ঢাল সড়কের নির্মাণ কাজ এখনও চলছে। ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈ্র্ঘ্য একটি পাকা ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণ কাজ ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে সমাপ্ত হবার কথা থাকলেও এখনও ব্রিজের উভয় পাশের ঢাল সড়ক নির্মাণ সমাপ্ত করা হয় নাই। বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। গত ৪ অক্টোবর ঐ সড়কে চলার সম শিমূলতলা, শিবপুর, বন্যাগাড়ি এবং আটলংকার অনেক পথচারী ও অটোচালকের সাথে কথা হয়।তারা জানান, সড়কটি ভেঙ্গে এবং বড় বড় গর্ত হয়ে ক্রমেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তারা সড়কটি সম্প্রসারণ,সংস্কারসহ জরুরীভিত্তিতে
উন্নয়ন করার দাবী জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকতার দৃষ্টি আকর্শণসহ সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

চির নিদ্রায় জাহেদুল ইসলাম জাহেদ-******************************** চাটমোহর পৌর সদর সংলগ্ন আফ্রাতপাড়া গ্রামের জাহিদুল ইসলাম...
10/05/2025

চির নিদ্রায় জাহেদুল ইসলাম জাহেদ-
********************************
চাটমোহর পৌর সদর সংলগ্ন আফ্রাতপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহেদ-এর জানাজা নামাজ রাত সাড়ে নয়টা আফ্রাতপাড়া জামে মসজিদ প্রাঙ্গন অনুষ্টিত হয়। মরহুম জাহেদকে উক্ত মসজিদ সংলগ্ন আফ্রাতপাড়া কবরস্থানে দাফন করা হয়।রাত ৮ টার দিকে জাহেদের লাশবাহী গাড়ি বাড়িতে আসলে শোকাহত স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে বাড়ির আঙ্গিনা।তাকে এক নজর দেখার জন্য স্বজনরা ভির করেন। আজ জাহেদ চির নিদ্রায় শায়িত। তার বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করি।আল্লাহ তাকে কবুল করুন। আমিন।

চাটমোহর উপজেলার আটলংকা বাজার সংলগ্ন চিকনাই নদীর উপর নির্মিত সরু ব্রিজ ভেঙ্গে বিপজ্জনক  ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল- যে কোন স...
10/05/2025

চাটমোহর উপজেলার আটলংকা বাজার সংলগ্ন চিকনাই নদীর উপর নির্মিত সরু ব্রিজ ভেঙ্গে বিপজ্জনক ঝুকিপূর্ণ অবস্থায় চলাচল-
যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা-
***************---------------*****************
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজার সংলগ্ন চিকনাই নদীর উপর নির্মিত সরু ব্রিজ অনেক আগেই ভেঙ্গে গেছে। বর্তমানে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।আটলংকা- চাঁদের বাজারের মধ্যে সংযুক্ত চিকনাই নদীর উপর নির্মিত সরু ব্রিজের রেলিং,ছাদ,ঢাল ভেঙ্গে গেছে।১৫/১৬ বছর পূর্বে ব্রিজটি বিপজ্জনক ঘোষণা করে সতর্কতামূলক সাইনর্বোড দেওয়া হয়েছিল। ঐ বোর্ডটি এখন নাই।তবে বিপজ্জনক ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়া সত্ত্বেও বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এলাকাবাসী জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে।দেড় যুগেরও আগে থেকে ব্রিজ ভেঙ্গে বিপজ্জনক ও ঝুকিপূর্ণ হলেও আজ অবধি নতুন কোন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় নাই।আটলংকা- চাঁদের বাজার- কায়েমখোলা সড়কে একমাত্র এ ব্রিজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। বর্ণিত সড়কের পাকাকরণের কাজও মাঝপথে থেমে রয়েছে। চিকনাইনদীর উপর এই ভাঙ্গা সরু সেতুর সাথে এলাকার একাধিক সড়কের সংযুক্ত হয়েছে। ব্রিজটির সংযোগ সড়ক ও ঢাল ভেঙ্গে মারাত্মক বিপজ্জনক অবস্থা বিরাজ করছে।প্রতিদিন শত শত মানুষ ঝুকিপূর্ণ অবস্থায চলাচল করছে। যে কোন সময ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।জরুরীভিত্তিতে ভাঙ্গা- সরু ব্রিজটি অপসারন করে অনূস্থলে প্রশস্ত পাকা সেতু নির্মাণের যথাযথ পদক্ষেপ গ্রহেরর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।

আফ্রাতপাড়ার জাহিদুল ইসলাম জাহেদআর নাই- ( ইন্না-  উন)।***********!!!********!!!*******!!!*******চাটমোহর পৌরসদর সদর সংলগ্...
10/05/2025

আফ্রাতপাড়ার জাহিদুল ইসলাম জাহেদআর নাই- ( ইন্না- উন)।
***********!!!********!!!*******!!!*******
চাটমোহর পৌরসদর সদর সংলগ্ন আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেঝো ছেলে জাহিদুল ইসলাম জাহেদ আজ ৫ অক্টোবর কিছুক্ষণ আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন( ইন্না -- উন)।
জাহেদের মৃত্যুতে গভীর শোক ও সমবরদনা প্রকাশ করছি।আল্লাহ তাকে মাফ করুন।আমিন।
জাহেদের ছোট ভাই কাবলি যেভাবে খবরটি দিলেন-
"দুঃখের সাথে জানাচ্ছি আমার মেজভাই জাহেদুল ইসলাম জাহেদ আর নেই।ইন্না-লিল্লাহ.. রাজিউন।"
জাহেদের জানাজাসহ পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে। আল্লাহ তাকে কবুল করুন।আমিন।

10/05/2025

চাটমোহর উপজেলার আটলংকা বাদুড়ঝোলা বটগাছ। ৪ অক্টোবর ধারণ করা ভিডিও।

আফ্রাতপাড়ার জাহিদুল ইসলাম জাহেদ আর নাই- ( ইন্না-  উন)।***********!!!********!!!*******!!!*******চাটমোহর পৌরসদর সদর সংলগ...
10/05/2025

আফ্রাতপাড়ার জাহিদুল ইসলাম জাহেদ আর নাই- ( ইন্না- উন)।
***********!!!********!!!*******!!!*******
চাটমোহর পৌরসদর সদর সংলগ্ন আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেঝো ছেলে জাহিদুল ইসলাম জাহেদ আজ ৫ অক্টোবর কিছুক্ষণ আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন( ইন্না -- উন)।
জাহেদের মৃত্যুতে গভীর শোক ও সমবরদনা প্রকাশ করছি।আল্লাহ তাকে মাফ করুন।আমিন।
জাহেদের ছোট ভাই কাবলি যেভাবে খবরটি দিলেন-
"দুঃখের সাথে জানাচ্ছি আমার মেজভাই জাহেদুল ইসলাম জাহেদ আর নেই।ইন্না-লিল্লাহ.. রাজিউন।"
জাহেদের জানাজাসহ পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে। আল্লাহ তাকে কবুল করুন।আমিন।

বোতলের সাহায্যে সাঁতার শিখাছে-------------------****------------------চাটমোহর উপজেলার আটলংকা এলাকার শিশু- কিশোরেরা চিকনা...
10/04/2025

বোতলের সাহায্যে সাঁতার শিখাছে
-------------------****------------------
চাটমোহর উপজেলার আটলংকা এলাকার শিশু- কিশোরেরা চিকনাই নদীতে প্লাস্টিকের খালি বোতলের সাহায্যে সাঁতার শিখাছে।আজ ৪ অক্টোবর দুপুরে তোলা ছবি ও ভিডিও।

চাটমোহর আফ্রাতপাড়ার  মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেজছেলে মো: জাহেদুল ইসলাম গুরুতর অসুস্থ্য-******************************...
10/04/2025

চাটমোহর আফ্রাতপাড়ার মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেজছেলে মো: জাহেদুল ইসলাম গুরুতর অসুস্থ্য-
*****************************************
চাটমোহর আফ্রাতপাড়ার মরহুম দেওয়ান আফজাল হোসেনের মেজছেলে মো: জাহেদুল ইসলাম ( জাহেদ) গুরুতর অসুস্থ্য-তাকে পাবনা,পরে ইনায়েতপুর অবশেষে ঢাকার পথে।
জাহেদের ছোটভাই জামিউল ইসলাম কাবলি এক পোস্টে এ তথ্য জানান। কাবলির পোস্টটি কপি নিচে দিলাম-
" আমার মেজভাই জাহেদুল ইসলাম জাহেদ,হঠাৎ গতকাল হার্টের সমস্যা দেখা দেয়ায় পাবনাতে নিয়ে যাওয়া হও।পাবনার ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে খাঁজা ইউনুছ হাসপাতালে পাঠান।রাতেই নিয়ে এসে সিসিইউ তে রাখা হয়েছে।উন্নত চিকিৎসার কারণে এখন তাকে ঢাকায় নেয়া হচ্ছে।ডাক্তার বলছে হার্টের ভাল্ব ফেঁটে গেছে।সবাই দোয়া করবেন মেজ ভায়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্হ করেন।"
ইয়া ক্বাফি,ইয়া শাফি, ইয়া মাফি।আমিন

Address

চাটমোহর, জেলা: পাবনা, বাংলাদেশ।
New York, NY
০১৭১৬

Telephone

+17183859203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatmohor Barta সাপ্তাহিক চাটমোহর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share