
07/01/2025
চাটমোহর উপজেলার বোঁথড় হাই স্কুল মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি প্রার্থী আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার ১১ তম উঠান বৈঠক অনুষ্ঠিত
*****************************************
চাটমোহর উপজেলা সদর সংলগ্ন বোঁথড় হাই স্কুল মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি প্রার্থী আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।৩০ জুন সন্ধ্যার ঐ উঠান বৈঠকে সভাপতিতাব করেন মো: কিতাব উদ্দিন মেম্বর। অনুষ্ঠানে
আলহাজ্ব হাসাদুল ইসলাম রাজার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে
অধিক জনসংখ্যা ও অধিক ভোটারের উপজেলা চাটমোহর থেকে দলীয় প্রার্থী
মনোনয়ন দেবার জন্য দলের নীতি- নির্ধারনি ফোরাফ তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহবান জানান। তিনি পাবনা- ৩ আসনের চাটমোহর,ভাঙ্গিড়া এবং ফরিদপুর উপজেলাবাসীদের উদ্দ্যেশে বলেন,দল যদি তাকে মনোনয়ন দেন, তাহলে তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি দলের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে উঠান বৈঠকসহ জনসংযোগ
অব্যাহত রেখেছেন। তিনি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আগামীতেও কাজ করে যাবেন।
দল যাকে মনোনয়ন দিবেন,তিনি তার পক্ষে কাজ করবেন।তিনি বলেন চাটমোহরবাসী চাটমোহর থেকে দলের প্রার্থী চান।আর দল তাকে মনোনয়ন দিলে এবং এমপি নির্বাচিত তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি
দশ দফা কর্মসূচী বা রুপরেখা নিয়ে এগিে যাচ্ছেন।তার রুপরেখার মধ্য রয়েছে, সন্ত্রাস,চাঁদাবাজ,দখলবাজ,মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।এলাকার রাস্তা- ঘাটের উন্নয়ন,বিল বা ফসলের মাঠের রাস্তা নির্মাণ করবেন।শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।তিনি বেকারদের কমসংসংস্থানের ব্যবস্থা করবেন।এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন,আইসিটি পার্ক করবেন।খেটে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন ইত্যাদি বিষয়ে কথা বলেন।তিনি চাটমোহর থেকে দলীয় প্রার্থী মনোনয়নের সকলের সহযোগিতা চান।াজা তার দীর্ঘ্য বক্তৃতায় স্থানীয় বিএনপির বেশ কিছু নেতার তীব্র সমালোচনা করেন।তাদের বিতর্কিতও দলের জন্য ক্ষতিকর এমন কিছু কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরেন। তিনি আশা করেন, দলের নীতি নির্ধারণী ফোরাম তাদের সিদ্ধান্ত পুনবিবেচনাপূর্বক চাটমোহর বাসীর দাবীর পক্ষে রায দিবেন এবং তাকে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিবেন।শেষে সবার সহযোগিতা চান।উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, রেজাউল করিম বাবু,ইউনুস আলী ইনু,বীরেন্দ্র দাস, আল আমিন,আলহাজ্ব ইসমাইল হোসেন প্রমুখ।অনুষাঠানটি পরিচালনা করেন সাংবাদিক জহুরুর হক মাস্টার।