Love Mood

Love Mood স্বাভাবিকভাবেই উজ্জ্বল হও। গভীরভাবে নিজেকে ভালোবাসো। সুন্দরভাবে বাঁচো।

আমি আমার সন্তানের অধিকার ও তাকে ফেরত পাওয়ার জন্য একান্তভাবে চেষ্টা করছি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি নীরব...
07/07/2025

আমি আমার সন্তানের অধিকার ও তাকে ফেরত পাওয়ার জন্য একান্তভাবে চেষ্টা করছি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি নীরব ভাইয়ের সাথে দেখা করার ইনভাইট পেয়েছি।
আমি তাঁকে আজই জরুরি ভিত্তিতে দেখা করতে চাই।
অনুগ্রহ করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

07/06/2025

New look🤚❤️👈

আমি আমার সন্তানের অধিকার ও তাকে ফেরত পাওয়ার জন্য একান্তভাবে চেষ্টা করছি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি নীরব...
06/28/2025

আমি আমার সন্তানের অধিকার ও তাকে ফেরত পাওয়ার জন্য একান্তভাবে চেষ্টা করছি। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি নীরব ভাইয়ের সাথে দেখা করার ইনভাইট পেয়েছি।
আমি তাঁকে আজই জরুরি ভিত্তিতে দেখা করতে চাই।
অনুগ্রহ করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

"এক গামছার গল্প – ছোট্ট ছেলের বড় সংগ্রাম"এই গল্পটি একজন ছোট্ট ছেলেকে ঘিরে, যে জীবনের কঠিন বাস্তবতায় টিকে থাকার লড়াই করছে...
06/28/2025

"এক গামছার গল্প – ছোট্ট ছেলের বড় সংগ্রাম"
এই গল্পটি একজন ছোট্ট ছেলেকে ঘিরে, যে জীবনের কঠিন বাস্তবতায় টিকে থাকার লড়াই করছে। গামছাটা যেন তার সাহস, তার পরিচয়। সে কাজ করে, শিখে, সহ্য করে – কিন্তু থেমে যায় না। এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি তার সংগ্রাম, স্বপ্ন ও জীবনযুদ্ধের চিত্র।
#বাংলাগল্প
মাঝখানে সেই ছেলেটির দৃঢ় চেহারা (গামছা গলায়/মাথায় বাঁধা), পিছনে আধা নির্মাণাধীন ভবন বা টিনের ঘর।

পাশে লেখা:
"এক গামছার গল্প"
ছোট হাত, বড় স্বপ্ন...

কালার স্কিম: মাটি, সবুজ আর লাল-কমলা গামছার রঙে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড।

রাতের কাঁচাবাজার | মিরপুরের বাস্তব চিত্র | Alamin Liv" #কাঁচাবাজার  #সকালবাজার        #লোকজীবন"এই ভিডিওতে দেখা যাবে মিরপ...
06/28/2025

রাতের কাঁচাবাজার | মিরপুরের বাস্তব চিত্র | Alamin Liv" #কাঁচাবাজার #সকালবাজার #লোকজীবন"এই ভিডিওতে দেখা যাবে মিরপুর এলাকার এক কাঁচাবাজারের সকালের চিত্র। সাধারণ মানুষের জীবন, ব্যস্ততা আর বাজারের রঙিন পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না Alamin Liv চ্যানেলে!"

📌 যোগাযোগ:
📧 Email: [email protected]
📍 লোকেশন: মিরপুর, ঢাকাMirpurBazaarAlaminLivDailyLifeBangladeshলোকেশন: মিরপুর,কাঁচাবাজারhttps://youtu.be/RTquD6YxO5U?si=Z2Yrdv4VSKYjnIjU

"এই ভিডিওতে দেখা যাবে মিরপুর এলাকার এক কাঁচাবাজারের সকালের চিত্র। সাধারণ মানুষের জীবন, ব্যস্ততা আর বাজারের রঙিন .....

"আইন শুধু কাগজে নয়, সন্তানের চোখে বাবাও দরকার — এক অসহায় বাবার আহ্বান।""আমি সন্তানের জন্য লড়ছি, ভালবাসার জন্য নয় — অধিকা...
06/27/2025

"আইন শুধু কাগজে নয়, সন্তানের চোখে বাবাও দরকার — এক অসহায় বাবার আহ্বান।"

"আমি সন্তানের জন্য লড়ছি, ভালবাসার জন্য নয় — অধিকার ফিরিয়ে দাও, বাবা যেন বাঁচে।"

"আইন শুধু কাগজে নয়, সন্তানের চোখে বাবাও দরকার — এক অসহায় বাবার আহ্বান।"

"আমি শুধু বাবার অধিকার চাই, সন্তানের ভালোবাসা চাই। আমার সন্তানকে আমার কাছে ফিরে দিন — একজন অসহায় বাবার আর্তি।"
06/27/2025

"আমি শুধু বাবার অধিকার চাই, সন্তানের ভালোবাসা চাই। আমার সন্তানকে আমার কাছে ফিরে দিন — একজন অসহায় বাবার আর্তি।"

06/27/2025

আসসালামু আলাইকুম ভাই,

আমি Md Alamin, একজন শিক্ষার্থী। আমি বর্তমানে মিরপুরে থাকি এবং CIBT (Crown Institute of Business and Technology)-তে CSE বিভাগে পড়াশোনা করছি।

আমার ব্যক্তিগত জীবনে একটি বড় ধাক্কা লেগেছে—আমার স্ত্রী ও সন্তান হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেছে এবং এখন সোশ্যাল মিডিয়াতে (বিশেষ করে TikTok-এ) আমার সম্মানহানিকর ভিডিও ও কনটেন্ট ছড়াচ্ছে।

আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। আমি চাই, আমার এই বাস্তব কাহিনি আপনার মতো একজন মানবিক কণ্ঠস্বরের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে। আপনি যদি একটু সময় করে আমাকে সুযোগ দিতেন, আমি চিরকৃতজ্ঞ থাকব।

আমার নাম: Md Alamin
মোবাইল: 01611158867
Gmail: [email protected]

আশা করছি আপনি বিষয়টি বিবেচনা করবেন।

আল্লাহ হাফেজ।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Love Mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share