16/12/2024
আবুবকর রাদিয়াল্লাহু আনহুর
শতগল্প
গল্প-১
যেভাবে ইসলামে দীক্ষিত হলেন এ মহামানব
ইসলামের সূচনালগ্নের কথা। মক্কার বালুকাময় পথ-ঘাট। সবে সূর্যের মৃদু আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিছু সময় হলো হযরত আবুবকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার সফর থেকে মক্কায় ফিরে এলেন। হঠাৎই শুনলেন কুরাইশরা কোনো কারণে তাঁর প্রিয় বন্ধু মুহাম্মদের সমালোচনা করছে। কথাবার্তা কিছু শুনে তিনি দ্রুত বন্ধুর বাড়িতে গেলেন। বন্ধুকে জিজ্ঞাসা করলেন-
'মুহাম্মাদ! কুরাইশরা বলছে তুমি নাকি তাদের দেবতাদের ত্যাগ করতে বলেছো। এমনকি তুমি তাদের মূর্খ বলেছো। এ কথা কি সত্য?'
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আমি আল্লাহর রাসুল। আল্লাহ আমাকে তাঁর বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তাই আমি তোমাকেও আল্লাহর দিকে আহ্বান করছি। আল্লাহ সাক্ষী! এই বার্তা সত্য। আবুবকর! আমি তোমাকে এক আল্লাহর দিকে আহ্বান করছি। তুমি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করো না। তাঁকেই খোদা হিসেবে মেনে নাও। তাঁর আনুগত্য করো। ইহ-পরকালের সফলতা অর্জন করো।'
প্রিয়বন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন। রাসুলের এ আহ্বান মেনে নিতে তিনি কোনোরূপ দ্বিধাবোধ করলেন না। কারণ, রাসুলকে দীর্ঘদিন যাবৎ তিনি খুব ভালোভাবে জানেন, চিনেন। যিনি ঠাট্টা করেও কখনও কোনো দিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেন নি; তবে কি তিনি আজ মিথ্যা বলবেন! আর তাও আল্লাহর নামে। হতেই পারে না। তিনি কোনো প্রশ্নও করলেন না। কোনো সংশয় ছাড়াই তিনি ইসলামের সুশীতল ছায়ায় স্থান করে নিলেন।'
১. বিদায়া ওয়াননিহায়া, আসসিরাতুন নাবাওয়িয়্যাহ।