Comments
অনন্য মামুন পরিচালিত #রেডিও ছবির পোস্টার মুক্তি পেল। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে । দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় আবার একসাথে দেখা যাবে রিয়াজ এবং মম জুটিকে। ১৯৭১ সালের ২ - ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ এর উপর ভিত্তি করে এগোবে ছবির গল্প। কিভাবে স্বাধীনতাযুদ্ধে রেডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল তার ঝলক দেখা যাবে এই ছবিতে। ছবিটিতে অভিনয় করবেন জাকিয়া বারী মম, রিয়াজ আহমেদ, লুৎফার রহমান জর্জ, নাদের চৌধুরী, শাফিউল আলম বাবু, তানজিলা হল মিশা সহ ও অন্যান্যরা
Little BANGLADESH
ডাউনটাউন ম্যানহাটান বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক এর পক্ষথেকে জ্যাকশন হাইটস ডাইভার্সিটি প্লাজার সামনে অস্থায়ি শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা সহিদের প্রতি সম্মান প্রদর্শন
গত বিশ বছরে মানসম্মত কোন ছবি নির্মাণ হয়নি, প্রতিভাশালী কোন অভিনেতা অভিনেত্রী তৈরি হয়নি,দেশের সকল সিনেমা হল বন্ধ হয়ে গেছে, যাও সিনেমা হল আছে তাও হলিউড বলিউডের মুভি ছাড়া চলেনা। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে গেছে এসব নিয়ে কোন কার্যক্রম নেই তারা আছে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে! মাখন টা কি এখানে? স্বঘোষিত সুপারস্টার জায়েদ ব্রো কয়টা সিনেমা করেছেন? তিনি কি এমন উন্নতি করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের? যে তাকে আজীবন সাধারণ সম্পাদক থাকতে হবে?
জায়েদ ব্রো’র কথা বার্তা শুনে মনে হয় ফুটপাত /রাস্তা থেকে উঠে আসছে। কোন শালীনতা নেই আচার-আচরণে,অতি কথনই জনপ্রিয়তা প্রমাণ করে না । সে বাল-পাকনা কয়টা হিট সিনেমা করেছে বা মোট কয়টা ছবি করেছে যে পুরো এফ ডি সি সবার চৌদ্দগোষ্টী উদ্ধার করবে ।মনে হয় যেন জায়েদ ব্রো পুরো এফ ডি সি ইজারা নিয়েছে ।
সব কয়টার পাছায় বাড়ি দিয়ে এসব বন্ধ করে সুস্থ বিনোদনের পথ সুগম করা হোক। হলিউড থেকে ১০০ বছর পিছিয়ে আমরা। পাশের দেশ ভারতের বলিউড থেকে ৫০ বছর পিছিয়ে আছি আমরা!
দোয়া করে আল্লাহ্র রস্তে আর বঙ্গবন্ধুর আদর্শ কে বিক্রি করবেন না
বঙ্গবন্ধুকে বিক্রি করবেন না,রেজাউল করিম চৌধুরী