Probashi TV

Probashi TV Probashi TV is an online tv channel dedicated to provide contents based on news and entertainment for
(1)

Probashi TV is an initiative to connect all the 10 million plus living non-resident Bangladeshi people around the world. It is creating stories and updates for the wellbeing of the NRB people.

03/17/2025

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৭ মার্চ সোমবার জামালপুরে দোয়া ও ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিক...
03/16/2025

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে শহরের দয়াময়ী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমানের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি।

জেলা যুবনেতা শফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক একরামুল হোসেন হিরো, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী,

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা আকরামুজ্জামান অপু।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে ৫ নং ওয়ার্ড বিএনপিসহ যুব দল ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

03/12/2025

ছেলেটার নাম জীহাদ
বাপের নাম মিলন মায়ের নাম তাসকিনা। দাদার নাম জালালুদ্দিন।
ঠিকানা: ভেল ভিটা, ভৈরব/ বাজিতপুর, কিশোরগঞ্জ এ বাড়ির ঠিকানা জিজ্ঞাসাবাদ করাতে এমনটাই বলেছে।
৩ ভাই এর মধ্যে এ সবার ছোট ভাই। বোন নাই।

ওর ভাষ্যমতে ওর চাচায় অনেক মারধর করে এই ভয়ে ২ বছর আগে বাসা থেকে পালিয়ে চলে আসছে। বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে খেয়ে না খেয়ে মানুষের কাছে ৫ টাকা ১০ টাকা চেয়ে নিয়ে এভাবেই আছে। বর্তমানে সে জামালপুর রেলওয়ে স্টেশনে আছে।

পোস্টটি বেশি বেশি শেয়ার করে অসহায় ছেলেটির বাবা-মায়ের কাছে খবরটি পৌঁছে দেয়ার জন্য সাহায্য করুন।

02/24/2025

সারাদেশে আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায়
জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও সাধারণ ছাত্র ছাত্রীরা
শহরের বকুলতলা চত্বরে মানববন্ধন করেছে।

02/23/2025

হলুদিয়া পাখি

02/22/2025

গানের তালে তালে চলছে মা*রা*মা*রি

জামালপুরের মাদারগঞ্জের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে উঠতি বয়সী ছেলেদের মারামারি। এক তরুণকে কয়েকজন তরুণ বাঁশ দিয়ে মারতে দেখা যাচ্ছে। ওই তরুণের মাথা ফেঁটে গেছে। নাম পরিচয় পাওয়া যায়নি।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব  পালিত হয়েছে # # #আন্তর্জাতি...
02/20/2025

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব পালিত হয়েছে

# # #
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও দেয়ালিকা প্রদর্শনী উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এই পিঠা ও দেয়ালিকা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শফিকুল ইসলাম আকন্দ, কলেজের সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সহযোগী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরীসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই পিঠা উৎসবের আয়োজনের পাশাপাশি দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে কাজ করার আহ্বান জানান।
পিঠা ও দেওয়ালিকা উৎসবে কলেজের ১৬ টি বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

08/20/2024

জামালপুর রেলওয়ে স্টেশনের দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র

08/20/2024
ডিবি হারুনের কেয়ারটেকারও শত কোটি টাকার মালিক!নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে মাত্র ৮০ টাকায় লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লী...
08/19/2024

ডিবি হারুনের কেয়ারটেকারও শত কোটি টাকার মালিক!

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে মাত্র ৮০ টাকায় লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ নেতা বনে যাওয়া মোকারম সরদার এখন কয়েকশ কোটি টাকার মালিক। অভিযোগ উঠেছে আরব্য উপন্যাসের জাদুকরি সেই আলাদীনের চেরাগের মতোই রাতারাতি এত টাকার মালিক বনে যাওয়ার পেছনে রয়েছে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের ছত্রছায়া।

অনেকের ধারণা হারুন অর রশিদের অবৈধ সম্পদের কেয়ারটেকার মোকারম সরদার। বিষয়টি কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জে জানাজানি হলে মোকারম সরদার আত্মগোপন করেন।

স্থানীয়রা জানান, আলোচিত সমালোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ তার অবৈধ টাকার কেয়ারটেকার মোকারম সরদারকে সমাজে প্রতিষ্ঠিত করতে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। স্থানীয়দের অভিযোগ- যার কোনো শিক্ষা নেই, নিজের নাম লিখতে পারে কোনোমতে, তিনি কোনোভাবেই উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানের চেয়ারম্যান হতে পারেন না। তাকে চেয়ারম্যান বানানো হয়েছে অবৈধ সম্পদ পাহারা দেওয়ার জন্য। এ নিয়ে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলছে আলোচনা সমালোচনার ঝড়।

ফতুল্লার আলীগঞ্জ এলাকায় সরেজমিন জানা যায়, বুড়িগঙ্গায় জাহাজ থেকে লোড-আনলোডের সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা সার বিক্রি করতেন মোকারম সরদার। তার রয়েছে জাহাজের পণ্যচোরাই সিন্ডিকেট। সেই সিন্ডিকেট থেকে মোকারম সরদার যে পরিমাণের টাকা আয় করতেন তার অর্ধেক স্থানীয় নেতাদের ভাগ দিতে হতো।

স্থানীয়রা জানান, হারুন অর রশিদ নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে থাকাকালে প্রায়ই আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মোকারম সরদারের লেবার অফিসে সময় দিতেন। দীর্ঘ সময় মোকারম ও হারুনকে লেবার অফিসে বসে টাকাপয়সার হিসাব করতে দেখেছেন। এরপরই আলীগঞ্জ এলাকায় অন্তত ৮ থেকে ১০টি প্লট কিনেন মোকারম সরদার। এর মধ্যে ৪টি বহুতল বিলাস বহুল বাড়ি করেছেন। অনেকেই এসব বাড়িকে এসপির বাড়ি নামে চিনেন।

কিশোরগঞ্জের স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জের উকিলপাড়াতে ৩ কোটি টাকা ব্যয়ে একটি বাড়ি ক্রয় করেছেন মোকারম সরদার। নিকলীর দামপাড়া মৌজায় ৩ কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ জমি ক্রয় করে এতে ৫ কোটি টাকা ব্যয়ে ডুপ্লেক্স ভবন করেছেন। এলাকার রইস মেম্বারের কাছ থেকে ৩ কোটি টাকার জমি ক্রয় করেছেন। ভৈরব বাজার পূবালী ব্যাংকের নামে কোটি টাকার একটি নিশান পেট্রল জিপ ক্রয় করেন। ২০১৩ সালে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ইভটিজিং নামের একটি ছবি প্রযোজনা করেন মোকারম।

নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে মোকারম সরদারের হলফনামায় উল্লেখ করেছেন- তিনি স্বশিক্ষিত, তার কোনো ঋণ নেই। বাড়ি ভাড়া থেকে ৯০ হাজার টাকা ও ব্যবসা থেকে ২০ লাখ ৪০ হাজার টাকা বছরে আয় হয়। তার কাছে নগদ টাকা রয়েছে দুই কোটি বিশ লাখ ৯০ হাজার ও ১০ ভরি স্বর্ণালংকার। এছাড়া দামপাড়া মৌজায় দেড় শতাংশ, কিশোরগঞ্জ মৌজায় আড়াই শতাংশ, ভিন্নগাঁও মৌজায় ১২ শতাংশ ৩ পয়েন্ট এবং একই মৌজায় রয়েছে ৭০ শতাংশ জমি। স্থানীয়দের অভিযোগ নির্বাচনি হলফনামায় মোকারম সরদার সম্পদের তথ্য গোপন করেছেন।

এ বিষয়ে মোকারম সরদারের বক্তব্য নিতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ও ফতুল্লার একাধিক বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তা...
08/19/2024

এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

যেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ বাতিল, নতুন নিয়োগ ও বদলি হচ্ছে।

এর আগে ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।

এ ছাড়াও ৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ১০২৪ এর খারা ১০ম প্রয়োগ করে নিম্নবর্ণিত সকল ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদকে উপজেলা পরিষদের স্বত্ব পদ থেকে অপসারণ করা হলো।

করতে চাইলি বিভাজনএক হইলো ভাই-স্বজন!চক্রান্তকারীরা চেয়েছিলো কয়েকটা ঘটনা ঘটিয়ে এবং অনেক অনেক গুজব চাউর করে দিয়ে আমাদের মোর...
08/06/2024

করতে চাইলি বিভাজন
এক হইলো ভাই-স্বজন!
চক্রান্তকারীরা চেয়েছিলো কয়েকটা ঘটনা ঘটিয়ে এবং অনেক অনেক গুজব চাউর করে দিয়ে আমাদের মোরাল জায়গাটাকে দূর্বল করে দেবে, আমাদেরকে একে অন্যের প্রতিপক্ষ আর শত্রু বানিয়ে দিবে। কিন্তু আমরা তা হতে দিইনি৷ আমরা কাঁধে দায়িত্ব তুলে ছুটে গিয়েছি মন্দির, চার্চ আর প্যাগোডায়। পাহারা দিয়েছি সারারাত।
এটাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা।পারস্পরিক এই সৌহার্দ্য আর সম্প্রীতি ধরে রেখে আমরা এই দেশটাকে নতুনভাবে গড়বো🖤
শুভ সকাল!
🇧🇩

Address

New York, NY
11372

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Probashi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Our Story

Probashi TV is an initiative to connect all the 10 million plus living non-resident Bangladeshi people around the world. It is creating stories and updates for the wellbeing of the NRB people.