Ark’s Family Story

Ark’s Family Story This channel is about food recipes cooking , travel vlogs, and Shopping vlogs. Nothing

07/22/2025

শিবের কৃপায় সকলের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।🔱 ওঁ নমঃ শিবায় 🔱

চারপাশে যেন শুধুই শোক আর নিঃসঙ্গতা।আজকের দিনটা এক অবর্ণনীয় দুঃস্বপ্নের মতো।যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছেন—তাদের...
07/21/2025

চারপাশে যেন শুধুই শোক আর নিঃসঙ্গতা।
আজকের দিনটা এক অবর্ণনীয় দুঃস্বপ্নের মতো।
যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছেন—
তাদের যন্ত্রণার পাশে কোনো শব্দই যথেষ্ট নয়।
ছোট ছোট স্বপ্নগুলো চোখের সামনে ভস্ম হতে দেখা—
তা যে কতটা অসহ্য, আমরা শুধু কল্পনাই করতে পারি।

আরও একটি প্রাণ, আরেকটি ভবিষ্যৎ—
এইভাবে হারিয়ে যাওয়া থামুক এখনই।
অজুহাত নয়, দরকার দায়িত্ব।

#শ্রদ্ধাঞ্জলি

শ্রাবণ মাসের সোমবারশ্রাবণ মাস ঈশ্বরের প্রিয় মাস। বিশ্বাস করা হয়, এই সময় ভগবান পৃথিবীতে বিরাজ করেন এবং ভক্তদের প্রার্থ...
07/21/2025

শ্রাবণ মাসের সোমবার
শ্রাবণ মাস ঈশ্বরের প্রিয় মাস। বিশ্বাস করা হয়, এই সময় ভগবান পৃথিবীতে বিরাজ করেন এবং ভক্তদের প্রার্থনা শোনেন। এই পবিত্র মাসে ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে উপবাস ও পূজা করলে ভগবান মহাদেব আশীর্বাদে ভরিয়ে দেন।

#শ্রাবণ_সোমবার #ভক্তি #মহাদেব

07/21/2025

একটা গোটা ভবিষ্যৎ থেমে গেল, এক মুহূর্তেই।
শোক শুধু পরিবারের নয়, আমাদের সবার।

07/21/2025

মাইলস্টোনের ভিডিও ফুটেজগুলো আর সহ্য করা যাচ্ছে না! ঈশ্বর স্কুলের বাচ্চাগুলো আর তাদের মা-বাবাকে নিরাপদে রাখুক!

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত।🦌কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ...
07/21/2025

ফেসবুকে Content Monetization ফিচার এখন সবার জন্য উন্মুক্ত।🦌

কনটেন্ট মনিটাইজেশন মানে হলো ফেসবুকে ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট ইত্যাদি কনটেন্ট পোস্ট করে অর্থ উপার্জন করা। ফেসবুক এই ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

🛠️ নিচে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া দেওয়া হলোঃ

➤ Professional Mode চালু করুন (প্রোফাইল ব্যবহার করলে):

প্রোফাইলে গিয়ে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। তারপর, “Turn on Professional Mode” অপশন সিলেক্ট করুন।

➤ Professional Dashboard-এ যান:

- প্রোফাইল বা পেজ থেকে “Professional Dashboard” এ প্রবেশ করুন।
- Dashboard-এর শেষ মেনুতে “Monetization” অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- Monetization মেনুর “Not Yet Available” সেকশনের মধ্যে Content Monetization অপশন দেখতে পাবেন।

📌 নোট: “Not criteria met”, অর্থাৎ আপনি এখনো এই ফিচারের জন্য যোগ্য নন।

➤ “I’m Interested” বাটনে ক্লিক করুন:

Content Monetization অপশনে গিয়ে “I’m Interested” বাটনে ক্লিক করুন। একটি ছোট মেসেজ বক্স আসবে। মেসেজ লিখুন:

উদাহরণ: “Hi Facebook Team, I am interested in using the Content Monetization feature. I regularly post original videos and photos and would appreciate access to this tool. Thank you for your consideration.”

➤ “Submit Interest” বাটনে ক্লিক করুন:

মেসেজ লেখার পর “Submit Interest” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

💡 আবেদন করার পর করণীয়:

- নিয়মিত নিজের তৈরি করা উচ্চমানের ভিডিও, রিল ও ছবি পোস্ট করুন।
- প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন।

📌 টিপস: যত বেশি এনগেজমেন্ট পাবেন, ফেসবুক তত দ্রুত আপনার প্রোফাইল বা পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করবে।

⏳ ধৈর্য ধরুন: ফেসবুক সাধারণত কয়েক দিনের মধ্যে আবেদন রিভিউ করে। নির্ধারিত যোগ্যতা পূরণ হলেই কনটেন্ট মনিটাইজেশন ফিচারটি চালু করে দেবে।

⚠️ Community Standards মেনে চলুন: ফেসবুকের নীতিমালা অনুসারে সহিংসতা, ঘৃণাসূচক ভাষা, স্প্যাম বা ভুয়া তথ্য প্রদান থেকে বিরত থাকুন।

📈 মনে রাখবেন: কনটেন্ট মনিটাইজেশন ফিচার আপনি পাবেন কি না, তা নির্ভর করবে আপনার কনটেন্টের মান ও একটিভিটির ওপর। সময় নষ্ট না করে এখনই আবেদন করুন। এতে সোনার হরিণ খুব দ্রুত আপনার বাড়ি চলে আসবে
লেখা সংগৃহীত কিন্তু খুব উপকারী একটি পোস্ট
,

অপরাজিতাশাস্ত্রে আছে, অপরাজিতা ফুল মা লক্ষ্মী ও শিব ঠাকুরের পূজায় শুভ।এই ফুলে নাকি কেবল রঙই নয়, আছে আশীর্বাদও।
07/21/2025

অপরাজিতা
শাস্ত্রে আছে, অপরাজিতা ফুল মা লক্ষ্মী ও শিব ঠাকুরের পূজায় শুভ।
এই ফুলে নাকি কেবল রঙই নয়, আছে আশীর্বাদও।

“টিপ কেন পরলেন? ওয়েস্টার্নে মানায় না?”“আপনার চশমায় ফিল্টার লাগান।”😎আর হে টিপ তো সংস্কৃতি, ফ্যাশন তো স্বাধীনতা —
07/20/2025

“টিপ কেন পরলেন? ওয়েস্টার্নে মানায় না?”
“আপনার চশমায় ফিল্টার লাগান।”
😎আর হে টিপ তো সংস্কৃতি, ফ্যাশন তো স্বাধীনতা —

BAPS Shri Swaminarayan Mandir, Long Islandমন্দিরের সৌন্দর্য, শান্তি আর সেবামূলক পরিবেশে মুগ্ধ হয়ে গেলাম।মন্ত্র, ঘন্টা আর...
07/20/2025

BAPS Shri Swaminarayan Mandir, Long Island

মন্দিরের সৌন্দর্য, শান্তি আর সেবামূলক পরিবেশে মুগ্ধ হয়ে গেলাম।
মন্ত্র, ঘন্টা আর দীপের আলোয় এক অন্যরকম অভিজ্ঞতা…
🔔🪔 জয় স্বামীনারায়ণ 🪔🔔

07/20/2025

এই বছরের শেষ লাল শাক

🌸 সাদা শুভ্র বেলি ফুল🌸সাদা শুভ্র বেলি ফুলে মনটা আজ ভরে গেল।বেলি ফুল শুধু ফুল নয়, এ যেন এক নিঃশব্দ ভালোবাসা… 🌿🤍 #বেলিফুল...
07/19/2025

🌸 সাদা শুভ্র বেলি ফুল🌸
সাদা শুভ্র বেলি ফুলে মনটা আজ ভরে গেল।
বেলি ফুল শুধু ফুল নয়, এ যেন এক নিঃশব্দ ভালোবাসা… 🌿🤍
#বেলিফুল #সুবাসিতপ্রকৃতি #প্রকৃতিপ্রেম

নিজেকে শক্ত রাখুন, কারণ সবার জীবনে লড়াই আছেসবসময় অন্য কারো উপর নির্ভর করে থাকা ঠিক নয়।কারণ প্রত্যেক মানুষের জীবনে রয়েছে ...
07/19/2025

নিজেকে শক্ত রাখুন, কারণ সবার জীবনে লড়াই আছে

সবসময় অন্য কারো উপর নির্ভর করে থাকা ঠিক নয়।
কারণ প্রত্যেক মানুষের জীবনে রয়েছে নিজস্ব সংগ্রাম, নিজের ব্যস্ততা।
আজকে কেউ সাহায্য করতে পারলেও, কাল সে হয়তো নিজেকেই সময় দিতে পারবে না।

তাই বাস্তবতা হলো—নিজেকে শক্ত করে তুলতে হবে নিজেই।
এক সময় এমন আসবে, যখন আপনাকেই নিজেকে সামলাতে হবে।
আপনার কষ্ট, ভয় বা ভেঙে পড়া — এই অনুভূতিগুলোর প্রকৃত গভীরতা শুধু আপনি-ই জানেন।

অন্যদের সমর্থন ভালো লাগে, দরকারও হয় কখনো কখনো—
তবে, সবচেয়ে জরুরি হলো নিজের প্রতি নিজের বিশ্বাস।

Address

Jamaica, NY

Alerts

Be the first to know and let us send you an email when Ark’s Family Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share