Syed Entertainment

  • Home
  • Syed Entertainment

Syed Entertainment ❤️❤️‍🩹
(9)

13/07/2025

সন্ত্রাসীদের কোন দল নেই। #বিপ্লব #মানুষ

11/07/2025

সাহেব কিবলা ফুলতলী।

11/07/2025

ডঃ আব্দুল মালিক।

10/07/2025

কি সাংঘাতিক অজগর!!😇

অনেক দিন পর SSC রেজাল্ট হলো মনে হচ্ছে 🙂, পাশ, ফেল, এ+ সব কিছু আছে। বিগত বছর গুলোতে ফেল বলে শব্দ খুব কম ছিল। যোগ্যতা বলে ...
10/07/2025

অনেক দিন পর SSC রেজাল্ট হলো মনে হচ্ছে 🙂, পাশ, ফেল, এ+ সব কিছু আছে। বিগত বছর গুলোতে ফেল বলে শব্দ খুব কম ছিল।
যোগ্যতা বলে রেজাল্ট হক,খাতায় না লিখে, শিক্ষক মার্কস না দিতে পারলে, ফেল করালে, শিক্ষকদের বোর্ডে গিয়ে জবাবদিহিতা এটা ছিল "শিক্ষা ব্যাবস্থা কে ধ্বংস করার উত্তম মাধ্যম।""

অসুস্থ এক জেনারেশন তৈরি হচ্ছিল।।।
সারাদিন টিকটক, গেমস, বাইক নিয়ে ঘুরাফেরা, নেশা, আড্ডা বাজি, রাজনীতি, বড় ভাই- সাপোর্ট.. মানে কত কি...!!!
শিক্ষকদের ত ভয় বা সম্মান করেই নাহ।।।

পরিক্ষা হলে নাম লিখলেই পাস। এটা থেকে বের হয়ে আসবে আশা করি।
সুন্দর বাংলাদেশ গড়বে এই জেনারেশন 🇧🇩🤝

এসএসসি ২০২৫ এর পাশের হার ৬৮.৪৫%
রাজশাহী সবচেয়ে এগিয়ে ৭৭.৬৩%
বহুবছর পর মনে হলো এসএসসির আসল রেজাল্ট প্রকাশ হলো।
ভাই কয়েকবছর ধরে দেখছিলাম গোল্ডেনের বন্যা।
সামনে বছর যারা পরীক্ষা দিবা ভালোমত পড়ালেখা করো।
সবার জন্য শুভকামনা।

10/07/2025

মহাবিশ্বের প্রতিটা জীবেরই বিয়ে করা উচিত কারণ জীবনে সুখটাই সব না অশান্তিরও প্রয়োজন আছে!

নিয়ে প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া : রিজভীবিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংব...
06/07/2025

নিয়ে প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া : রিজভী
বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

অনলাইন প্রতিবেদক
প্রকাশ : রোববার 6 জুলাই 2025, 09:13

Copy link

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, ‘অনেক আগে প্রেস কনফারেন্সের মাধ্যমে ভুয়া সংগঠনের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিলাম, এটি সেটি তবে নতুন করে তারিখ ও আমার স্বাক্ষর এডিট করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে, যেটি ভুয়া।’

তথ্য মোতাবেক দেখা যায়, ২০২৪ সালের ২৪ অক্টোবরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে এর সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না, দলের কোনো নেতাকর্মী যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনিব্যবস্থাও নেয়া হবে।’

তিনি উল্লেখ করেন, দলের স্বীকৃত অঙ্গসংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন অ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে। এর বাইরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামের কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

৫ জুলাই দেয়া ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়। এতে আরো বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো

১. জাতীয়তাবাদী যুবদল

২. জাতীয়তাবাদী ছাত্রদল

৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

৪. জাতীয়তাবাদী শ্রমিক দল

৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

৬. জাতীয়তাবাদী কৃষক দল

৭. জাতীয়তাবাদী মহিলা দল

৮. জাতীয়তাবাদী ওলামা দল

৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল

১০. জাতীয়তাবাদী তাঁতী দল

১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওপরের তালিকা ব্যতীত অন্য সব সংগঠন অননুমোদিত ও অবৈধ। একইসাথে, এসব সংগঠনের নামে কোনো পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি প্রচার চালালে দল তা স্বীকার করবে না।

তবে দলটির কেন্দ্রীয় দফতর এ বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘এই প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দফতর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রচারিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।’

সাধারণত, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে দলের নেতাকর্মীরা বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমে সেটি প্রকাশও পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সকলকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

বিষয়সমূহ

রুহুল কবির রিজভী
বিএনপি

05/07/2025
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন👏আমিন🤲।
03/07/2025

আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন👏আমিন🤲।

03/07/2025

তারেক রহমানের বক্তব্য….!!

02/07/2025

ফেসবুক ব‍্যবহারকারী সবাই সাবধান,ঘরে বসেই ইনকামের লোভনীয় অফার দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

Address

NY

Telephone

+16318053709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Entertainment:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share