Life in USA

Life in USA আমেরিকার বিভিন্ন সিটি / স্টেইটের গুরুত্বপুর্ণ তথ্য,খবর এবং অন্যান্য ভিডিও সহ নানা আয়োজনে সাথে থাকুন।
(1)

‘আমেরিকা পার্টি’কে মাস্ক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের দ্বিদলীয় আধিপত্যের বিরুদ্ধে বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ...
07/06/2025

‘আমেরিকা পার্টি’কে মাস্ক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের দ্বিদলীয় আধিপত্যের বিরুদ্ধে বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, এই দল মধ্যপন্থী ৮০ শতাংশ আমেরিকানদের প্রতিনিধিত্ব করবে এবং তার দল ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে অংশ নেবে।

Niagara Falls নিয়ে অনেক ভিডিও করেছি। ইন শা আল্লাহ পর্যায়ক্রমে আপ্লোড করবো। আপনাদের ভাল লাগবেই।
07/05/2025

Niagara Falls নিয়ে অনেক ভিডিও করেছি। ইন শা আল্লাহ পর্যায়ক্রমে আপ্লোড করবো। আপনাদের ভাল লাগবেই।

এসব ওয়েবসাইটের পেছনে একটি নির্দিষ্ট চক্র থাকে। তারা বারবার ভিন্ন নামে নতুন ফেসবুক পেজ ও ওয়েবসাইট খুলে একই কৌশলে সাধারণ ম...
07/02/2025

এসব ওয়েবসাইটের পেছনে একটি নির্দিষ্ট চক্র থাকে। তারা বারবার ভিন্ন নামে নতুন ফেসবুক পেজ ও ওয়েবসাইট খুলে একই কৌশলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়।

আমাদের গর্বের শাহানা হানিফ! নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট থার্টি নাইনে আবারও বিপুল ভোটে নি...
06/30/2025

আমাদের গর্বের শাহানা হানিফ!

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট থার্টি নাইনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। বাংলাদেশি বংশোদ্ভুত এ আমেরিকান প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন।

২০২১ খৃস্টাব্দে চমক তৈরি করে প্রথমবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বসেন শাহানা হানিফ। তৃণমুল রাজনীতির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি প্রাইমারি জিতলেন। মূল নির্বাচন নভেম্বরে। যেহেতু নিউ ইয়র্ক ডেমোক্র‍্যাটদের আধিক্যের শহর, এখানে একজন প্রার্থী ডেমোক্রেটিক প্রাইমারি জিতলে ধরে নেয়া হয় যে তিনি মূল নির্বাচনেও জিতবেন।

দ্য নিউইয়র্ক টাইমসের মতে, শাহানার এই জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ নিয়ে এসেছে। শিক্ষিত ও অভিজাত প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানের সমর্থন পেলেও, শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণের মঞ্চ।

শাহানা হানিফের এবারের প্রচারণায় মূল ইস্যুগুলো ছিল—সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ও পুলিশ সংস্কার। কোভিড পরবর্তী নিউইয়র্কে এই ইস্যুগুলোর গুরুত্ব ছিল প্রবল।

১৯৮০ সালে শাহানার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তাদের দেশের বাড়ি চট্টগ্রামে। মাত্র ২৯ বছর বয়সে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হন।

ঘটনা সত্যি নাকি?বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের যদি কোথাও দেখা যায়, তাহলে সেটা সম্ভবত বরিশালের অলিতেগলিতে। পুরো দেশ...
06/29/2025

ঘটনা সত্যি নাকি?

বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের যদি কোথাও দেখা যায়, তাহলে সেটা সম্ভবত বরিশালের অলিতেগলিতে। পুরো দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির দিকে একবার তাকান—যত লাবণ্যময়ী, মায়াবতী, মেকআপ ছাড়াও সুন্দরী অভিনেত্রী আছেন, তাদের এক-তৃতীয়াংশই নাকি বরিশালের!

বরিশালের লঞ্চঘাট থেকে যাত্রা শুরু—সরাসরি সদরঘাট হয়ে মিডিয়ায় ঢুকে, একের পর এক “ফুল টাইম ফর্সা” মেয়ে দিয়ে পুরো ইন্ডাস্ট্রিটা দখল করে ফেলেছে বরিশালের রমনীরা।

মাঝে মাঝে মনে হয়, এখন মিডিয়ায় কাজ করতে হলে প্রথম শর্তই হচ্ছে জন্মসনদে “বরিশাল” লেখা থাকতে হবে! না থাকলে, কাস্টিং রুমেই লাইন কাট!

৭০–৮০ দশকের যারা প্রেম-বিয়ে-ভালোবাসার সিডিতে প্লে বাটন দিয়েছিলেন, তারা নিশ্চয়ই মনে রেখেছেন “বাকের ভাইয়ের প্রেমিকা মুনা”কে। সেই মুনা—অর্থাৎ সুবর্ণা মুস্তফা—যিনি একঝলক হাসি দিয়ে গোটা প্রজন্মকে দমবন্ধ করে দিয়েছিলেন, তার শেকড়ও বরিশালে!

এখনকার দিনে যার হাসিতে পোলাপান এসি রুমেও ঘেমে ভিজে যায়, সেই তটিনীও বরিশালের মেয়ে।

আর এক অভিনেত্রী আছেন, যিনি দিনে উৎসব করে মিডিয়া মাতিয়ে রাখেন, আর রাতে একা ঘুমাতে পারেন না—কারণ মাঝরাতে ভূত নাকি এসে তাকে কাতুকুতু দেয়! হ্যাঁ, ঠিক ধরেছেন—সাদিয়া আয়মান। তাঁরও বাড়ি বরিশাল।

আর সিয়াম, তৌসিফ, শাওন–টয়া সবাই বিয়ে করে ফেলেছে—তাদের সার্কেলের একমাত্র অবিবাহিত বান্ধবী, সাফা করিব—তাঁর বাড়িও বরিশাল। মানে, বরিশালের মেয়েরা শুধু সুন্দরই না, স্ট্যাটাসে 'সিঙ্গেল' রেখে জাতির আশা-ভরসাও বাঁচিয়ে রেখেছে।

আর মিডিয়ার সবচেয়ে রত্নঘেরা মুহূর্ত—সেলিব্রিটি ক্রিকেট লীগে এক ওভারে ৯টা ওয়াইড দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সালহা নাদিয়া—তাঁর শেকড়ও বরিশাল!
জাতীয় সংগীত গাইতে গাইতে কান্নার জোয়ারে ভেসে যাওয়া নাদিয়া আহমেদ? হ্যাঁ, তিনিও বরিশালের!

আর মিডিয়ার যেসব সুন্দরী দেখে আমরা বলি, “ও তো মেকআপের জাদু”—সেই মেকআপ-বিরোধী প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক জান্নাতুল ফেরদৌস ঐশী—তাঁরও আদি বাড়ি বরিশাল।

সর্বশেষে, সৌন্দর্যের প্রতীক, মিডিয়ার ‘পরী’—যার নাম পরীমনি, তিনিও বরিশালের।
এখন প্রশ্ন—বরিশালের মেয়েরা এত সুন্দর কেন?

দেখেন ভাই, বরিশালের মেয়েরা আয়নার বদলে পদ্মা-মেঘনা-তেঁতুলিয়ার জলে মুখ দেখে। তারা সকালবেলা নরম পানির ছিটায় মুখ ধুয়ে, নারিকেলের তেলে চুলে বিল দিয়ে, লঞ্চের হুইসেলের ছন্দে হাঁটে!

আর বরিশালে একটা প্রচলিত প্রবাদও আছে—
““জন্ম যদি বরিশালে হয়, তাহলে সৌন্দর্য গ্যারান্টিড!”

তাই সুন্দরী বউ খুঁজতে আশপাশে না ঘুরে, সোজা একটা লঞ্চে উঠুন। বরিশাল নেমে এক কাপ চা খান। দেখবেন, পাশেই দাঁড়িয়ে থাকা চায়ের দোকানদার মেয়েটাও নায়িকার লুক দেয়।

শু_য়োর কা বাচ্চা কাভি নেহি------
06/25/2025

শু_য়োর কা বাচ্চা কাভি নেহি------

ওহ তাই তো! দুটো দেখতে ১০০% একই রকম!!!
06/24/2025

ওহ তাই তো! দুটো দেখতে ১০০% একই রকম!!!

06/24/2025

চলতি পথে----- আপস্টেইট নিউ ইয়র্কে বিশাল গরু চরানোর মাঠে এদের দেখা পেলাম। ক্ষনিকের জন্যে হলেও শৈশবে ফিরে গিয়েছিলাম

অভিনন্দন বিশ্ব এখন শান্তির সময়!  ট্রুথ সোস্যালে মার্কিন President Donald J. Trump এর পোস্ট
06/24/2025

অভিনন্দন বিশ্ব এখন শান্তির সময়!
ট্রুথ সোস্যালে মার্কিন President Donald J. Trump এর পোস্ট

Update:- ছেলেটিকে পাওয়া গেছে।নিখোঁজ ছেলেটির সন্ধান চাই, সবাই শেয়ার করুন প্লিজ। টাঙ্গাইলের সদরের চর পাকুল্লা থেকে৮ম শ্রেণ...
06/23/2025

Update:- ছেলেটিকে পাওয়া গেছে।
নিখোঁজ ছেলেটির সন্ধান চাই, সবাই শেয়ার করুন প্লিজ।

টাঙ্গাইলের সদরের চর পাকুল্লা থেকে
৮ম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ!

টাঙ্গাইল চর পাকুল্লা এলাকা থেকে মোঃ নাফিউর রহমান (আবিদ) নামের ১৩ বছর বয়সী এক কিশোর দুই দিন ধরে নিখোঁজ। সে টাঙ্গাইল সদর থানাধীন পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থী।

আদিব এর পরিবার জানায়, গত ২২ জুন ২০২৫ইং, রোজ: রবিবার, আনুমানিক সকাল ১০:৩০ মিনিটের দিকে বাসা থেকে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় সোমবার তাঁর বাবা মো: নজরুল ইসলাম (৪৫), টাঙ্গাইল মডেল থানায় একটি নিখোঁজ সাধারর ডায়েরী করেছেন।
নজরুল ইসলাম বলেন, নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি।

এ ঘটনা তদন্ত করছেন এস আই মো: তাজউদ্দি। তিনি বলেন, নিখোঁজ আদিব এর সঙ্গে কোনো ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) নিয়ে যায়নি। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিখোঁজের বর্ণনা: মো: নাফিউর রহমান (আদিব), বসয়: ১৩, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল- গোলকার, উচ্চতা- ৫ ফুট, স্বাস্থ্য- চিকন, পরনে ছিলো- কালো রং এর জিন্স প্যান্ট ও কমলা রং এর গেঞ্জি এবং সাথে ছিল স্কুল ব্যাগ।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় জিডি করা হয়েছে জিডি নং- ১৬১০, তারিখ: ২৩/০৬/২০২৫।

যোগাযোগ: পিতা: মো: নজরুল ইসলাম (০১৭৫৪-৮৭৭৮১০), ভাই: হিমেল হোসেন রাব্বি (০১৭৬৪-৬৭৫৬১৬)।

আজ ২৩ শে জুন।।ঐতিহাসিক পলাশী দিবস।।১৭৫৭ সালের ২৩ জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কো...
06/23/2025

আজ ২৩ শে জুন।।ঐতিহাসিক পলাশী দিবস।।
১৭৫৭ সালের ২৩ জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হারার একমাত্র কারণ এদেশীয় বেঈমানদের বেঈমানী।
মহামান্য সিরাজউদ্দৌলা আপনি আছেন হৃদয়ে! ইন শা আল্লাহ থাকবেন ।

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Life in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life in USA:

Share