06/29/2025
ঘটনা সত্যি নাকি?
বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের যদি কোথাও দেখা যায়, তাহলে সেটা সম্ভবত বরিশালের অলিতেগলিতে। পুরো দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির দিকে একবার তাকান—যত লাবণ্যময়ী, মায়াবতী, মেকআপ ছাড়াও সুন্দরী অভিনেত্রী আছেন, তাদের এক-তৃতীয়াংশই নাকি বরিশালের!
বরিশালের লঞ্চঘাট থেকে যাত্রা শুরু—সরাসরি সদরঘাট হয়ে মিডিয়ায় ঢুকে, একের পর এক “ফুল টাইম ফর্সা” মেয়ে দিয়ে পুরো ইন্ডাস্ট্রিটা দখল করে ফেলেছে বরিশালের রমনীরা।
মাঝে মাঝে মনে হয়, এখন মিডিয়ায় কাজ করতে হলে প্রথম শর্তই হচ্ছে জন্মসনদে “বরিশাল” লেখা থাকতে হবে! না থাকলে, কাস্টিং রুমেই লাইন কাট!
৭০–৮০ দশকের যারা প্রেম-বিয়ে-ভালোবাসার সিডিতে প্লে বাটন দিয়েছিলেন, তারা নিশ্চয়ই মনে রেখেছেন “বাকের ভাইয়ের প্রেমিকা মুনা”কে। সেই মুনা—অর্থাৎ সুবর্ণা মুস্তফা—যিনি একঝলক হাসি দিয়ে গোটা প্রজন্মকে দমবন্ধ করে দিয়েছিলেন, তার শেকড়ও বরিশালে!
এখনকার দিনে যার হাসিতে পোলাপান এসি রুমেও ঘেমে ভিজে যায়, সেই তটিনীও বরিশালের মেয়ে।
আর এক অভিনেত্রী আছেন, যিনি দিনে উৎসব করে মিডিয়া মাতিয়ে রাখেন, আর রাতে একা ঘুমাতে পারেন না—কারণ মাঝরাতে ভূত নাকি এসে তাকে কাতুকুতু দেয়! হ্যাঁ, ঠিক ধরেছেন—সাদিয়া আয়মান। তাঁরও বাড়ি বরিশাল।
আর সিয়াম, তৌসিফ, শাওন–টয়া সবাই বিয়ে করে ফেলেছে—তাদের সার্কেলের একমাত্র অবিবাহিত বান্ধবী, সাফা করিব—তাঁর বাড়িও বরিশাল। মানে, বরিশালের মেয়েরা শুধু সুন্দরই না, স্ট্যাটাসে 'সিঙ্গেল' রেখে জাতির আশা-ভরসাও বাঁচিয়ে রেখেছে।
আর মিডিয়ার সবচেয়ে রত্নঘেরা মুহূর্ত—সেলিব্রিটি ক্রিকেট লীগে এক ওভারে ৯টা ওয়াইড দিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সালহা নাদিয়া—তাঁর শেকড়ও বরিশাল!
জাতীয় সংগীত গাইতে গাইতে কান্নার জোয়ারে ভেসে যাওয়া নাদিয়া আহমেদ? হ্যাঁ, তিনিও বরিশালের!
আর মিডিয়ার যেসব সুন্দরী দেখে আমরা বলি, “ও তো মেকআপের জাদু”—সেই মেকআপ-বিরোধী প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক জান্নাতুল ফেরদৌস ঐশী—তাঁরও আদি বাড়ি বরিশাল।
সর্বশেষে, সৌন্দর্যের প্রতীক, মিডিয়ার ‘পরী’—যার নাম পরীমনি, তিনিও বরিশালের।
এখন প্রশ্ন—বরিশালের মেয়েরা এত সুন্দর কেন?
দেখেন ভাই, বরিশালের মেয়েরা আয়নার বদলে পদ্মা-মেঘনা-তেঁতুলিয়ার জলে মুখ দেখে। তারা সকালবেলা নরম পানির ছিটায় মুখ ধুয়ে, নারিকেলের তেলে চুলে বিল দিয়ে, লঞ্চের হুইসেলের ছন্দে হাঁটে!
আর বরিশালে একটা প্রচলিত প্রবাদও আছে—
““জন্ম যদি বরিশালে হয়, তাহলে সৌন্দর্য গ্যারান্টিড!”
তাই সুন্দরী বউ খুঁজতে আশপাশে না ঘুরে, সোজা একটা লঞ্চে উঠুন। বরিশাল নেমে এক কাপ চা খান। দেখবেন, পাশেই দাঁড়িয়ে থাকা চায়ের দোকানদার মেয়েটাও নায়িকার লুক দেয়।