07/16/2025
কিছু কথা না বলে পারছি না-
আজকাল কিছু মেয়ের ড্রিম লাইফ মানেই — লেটেস্ট আইফোন, থাই স্পা, স্টেক হাউস, আর দুবাই-সিঙ্গাপুরের ইনস্টাগ্রাম রিল। বাস্তবে সংসারে চাল ডাল কিনতে হিমশিম, অথচ অনলাইনে লাইফ দেখে মনে হয় যেন প্রিন্সেস অফ আরব!
এই মেয়েগুলো নিজের শরীরকে বানিয়েছে চুক্তিভিত্তিক সার্ভিস — টাকার বদলে সময়, উপহার, ঘুরতে যাওয়ার সুযোগ। প্রেমের ছদ্মবেশে তারা বানিয়েছে এক ধরনের ইমোশনাল সাবস্ক্রিপশন প্যাকেজ — “3 মাস প্রেম, 1 iPhone free!”
🙃 কিন্তু সমস্যা হলো, চুক্তি শেষ হলেই শুরু হয় নাটক — “তুমি আমার জীবন নষ্ট করছো”, “আমি তো তোমাকে ভালোবাসতাম”, “তোমার জন্যই আমি…” — অথচ মূল উদ্দেশ্য ছিল স্পন্সর খুঁজে লাক্সারি লাইফস্টাইল।
আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো — এরা নিজের কাজটাকে ‘স্মার্টনেস’ ভাবছে। এদের কাছে ইজ্জত হলো অলপকালের গল্প, আর মূল্যবোধ একটা হারিয়ে যাওয়া কনসেপ্ট।
সোশ্যাল মিডিয়ায় লাইক পেলেই জয়, অথচ আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় — একধরনের খালি শূন্যতা, যেখানে রাজকন্যার পোশাকের ভেতর লুকিয়ে আছে বাণিজ্যিক উদ্দেশ্য।
একদিন আসবে, যখন এইসব ‘ড্রিম লাইফ’ প্রজেক্ট করা মেয়েরা নিজেই নিজেদের দেখে ঘৃণা করবে। কারণ, যেসব সম্পর্কের ভিত্তি লোভ, তা কখনোই সম্মান পায় না — শুধু ব্যবহার হয়, আর শেষে ছুড়ে ফেলা হয়।
‘’তারা প্রেম চায় না, তারা সুযোগ খোঁজে। আর যখন সুযোগ শেষ — তখন শুরু হয় অনুভূতির অভিনয়।”
ব্যক্তিগত মতামত, অবশ্যই সবাই এক না বা কাউকে ছোট করার জন্য নয়।