
07/08/2025
সরাসরিঃ মুখোমুখি উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
লিংক কমেন্টে
লন্ডন বৈঠকের পর দেশে নির্বাচনের আবহ তৈরি হবে। এমন একটি আকাঙ্খা তৈরি হয়েছিল। কিন্তু হালে আবার জুলাই মিত্রদের বিভেদ বাড়ছে। সংস্কার প্রশ্নেও কোনো সমাধানে আসতে পারেনি ঐকমত্য কমিশন। দেশজুড়ে মবের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, নতুন করে সংশয় দেখা দিচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টিতে প্রশাসনে প্রভাব রাখতে পারবে কি না, তৈরি হচ্ছে এমন প্রশ্নও।
বিষয়: মুখোমুখি উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন- টকশোতে অতিথি নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য:
প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় এবং শুক্রবার রাত ১০টায়: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে লাইক, ফলো দিতে পারেন ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে আমাদের ফেসবুক পেজেও।
#সাখাওয়াতহোসেন #মুখোমুখি #ঠিকানায়খালেদমুহিউদ্দীন #খালেদমুহিউদ্দীন #ঠিকানা