ছোটকাগজের মুখ

ছোটকাগজের মুখ ছোটকাগজের অনিন্দ্য সুন্দর মুখ দেখা য?

বাংলাভাষায় প্রকাশিত ছোটকাগজের অনিন্দ্য সুন্দর মুখ দেখা যাবে এই পাতায়। ছোটকাগজের প্রচ্ছদ মানেই সৃজনশীলতার প্রকাশ। অজস্র কাগজ প্রকাশিত হয়েছে একসময়, এখনো হয়ে চলেছে, এগুলো তুলে ধরে একইসঙ্গে একটি বিশেষ সময়ের শিল্পচেতনা ও সময়্চিত্র, তুলে ধরে সেই সময়ের সঙ্গে এই সময়ের নন্দনভাবনার পৃথকতা। আমরা কাগজগুলোর প্রচ্ছদে দেখে উঠি আমাদের ফেলে-আসা দিনগুলোর হাওয়াবাতাস, ওঠাবসা, স্বপ্ন ও জাগরণের চলচ্চিত্র। খুব বেশিদিন

আগের কথা নয়, এই দেশটাকে কেউ কেউ বলতেন ছোটকাগজের দেশ। মসজিদের শহর, রিকশার শহর, কাকের শহর, কবির শহর প্রভৃতি আদুরে ডাকনামের পাশাপাশি আমাদের প্রিয় রাজধানীর একটি নাম ছিল লিটলম্যাগাজিনের শহর। আজকাল আর সেই দিন নাই। কাক-রিকশা সবই আছে কেবল লিটলম্যাগাজিন বিলুপ্তির দরোজায়। বড় বড় কাগজ বাড়ছে, অনলাইনপত্রিকা বাড়ছে প্রহরে প্রহরে, কেবল ছোটকাগজ অনুপস্থিত। ফলে এই পাতায় সেই গৌরবউজ্জ্বল দিনগুলোই ফিরে দেখার একটা জানালা খোলা যাবে।

এই উদ্যানে মূলত প্রচ্ছদ ফুটবে, তবে প্রচ্ছদের ভেতরকার ফল-ফলাদিও যখন যতটা সম্ভব হবে রেকাবিতে তুলে দেয়া যাবে। এর পাশাপাশি নতুন ছোটকাগজ, প্রকাশিতব্য ছোটকাগজভিত্তিক প্রকাশনা প্রভৃতির খবরবার্তা রাখা হবে সকলের গোচরে। হে ছোটকাগজপ্রেমী ফেসবুকবন্ধুগণ, আপনিও এই পাতার একজন সম্ভাব্য প্রদায়ক ও পৃষ্ঠপোষক। যোগাযোগের সব উপায় এখন আমাদের আঙুলের ডগায়। আসুন, মুখ দেখি পরস্পর, ভাগ করি সুখ-দুঃখ ছোটকাগজের।

ঠিকানা : উত্তরণ-১৬, বারুতখানা, সিলেট-৩১০০ । +88 01704 444141
[email protected]

02/22/2025

Address

New York, NY

Telephone

+19297325421

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছোটকাগজের মুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছোটকাগজের মুখ:

Share

Category