05/11/2025
এই ধরনের পুরুষগুলোর কুকুরের সাথে তেমন কোন পার্থক্য নেই। যখন তখন কামড়ে দিতে পারে। পাশবিক শক্তিকে খুব করে অপব্যবহারে ভীষন উৎসাহী।
এই ধরনের পুরুষগুলোর যদি নিজেদের পাপের হিসাব করতো তবে এই পেটানোর সমপরিমাণ শাস্তি তাদের জন্য তুলনামুলক নগন্য হতো। অথচ এদেরকে এভাবে ধরে ধরে নারীটা এখনো পেটায় না কেনো , আহা মায়ের জাতি বলে!!!
দেখে যা মনে হলো , মেয়েদের গায়ে হাত তোলা তাও "নারী পেটানো উৎসবে"এতো এতো জমায়েত হওয়া কামুক জনতা এই মূহুর্তে নারী ভোগ করতে না পারলেও নারী পেটানো উৎসবেও কম আনন্দ পায়নি!
সমস্ত পুরুষ গুলো বলছে, "এইডাই দরকার " আর উল্লাসে ফেটে পড়ছে। আমার জানার দরকার নেই এই মেয়েরা কি পাপ করেছে বা এই বিচার কেনো হলো! আমার শুধু জানতে ইচ্ছে করছে এই মানুষগুলো তো তারা যারা নিজেরা অন্যায় করলে এদের বিচারও আদালত করবে, এখন প্রশ্ন হলো কবে থেকে এরা নিজেরাই বিচারকের আসনে নিজেদেরকে ভাবতে শুরু করেছে!!
কিযে লজ্জা লাগছে নিজেকে বাংলাদেশে জন্মানো মেয়ে ভাবতে। আমেরিকাতে একটা মেয়ে যদি মনে করে যে পাবলিক প্লেসে বা একান্তে কেউ তার দিকে কিছুনা শুধুমাত্র বাজে ভাবে তাকিয়েছে সে পুলিশ কল করে সাহায্য পেতে পারে। আমি এই ভিডিও টা দেখছি আর ভাবছি, বাংলাদেশ নাকি অনেক এগিয়েছে ,কতশত উন্নয়নের বাজনা বেজেছে অথচ এদের তো বিবেক বোধ বা মেয়েদের ন্যুনতম সম্মান টুকুও করতেও জানা নেই, সেই সাথে এই মানুষগুলোর তো ম্যাচুরিটি নিয়েই আমি সংকিত!
এর আগে মিডিয়ার মাধ্যমে দেখলাম নারী দেহ বানিয়ে লাঠিপেটা করছে আর আজ সেটা পেয়েছে সত্যিকারের রুপ। এই বাংলাদেশ কি সেই পৈশাচিক যুগে বাস করছে যেখানে মেয়ে হয়ে জন্ম নিলেই জ্যান্ত করব দেয়া হতো! মেয়েদেরকে এরা এতো দূর্বল ভাবতে পারে কি করে! এতো হিংসা পেটে পুষে রেখে চলে এইসব কন্ঠ সেকথাই বলে দেয়। মেয়েদের নাহয় এইডাই দরকার, তোদের যেটা দরকার সেটাও মেয়েরা অতি শীঘ্রই তোদের দিয়ে দেবে, সেদিন বেশি দূরে নেই।
প্রশাসন নিরব থাকে সবসময়ই থেকেছে কারণ সেই প্রশাসনও সিংহভাগ পুরুষের দখলে!
মেয়েদের সম্মান করতে তোদের মায়েরাই শেখায়নি কারণ ওই মাগুলো আবার তোদের বাবার নির্যাতন সহ্য করে ভেবেছে তোরাই একমাত্র মানুষ কারণ তোরা পুরুষ! বড় মাছের পেটি, ডিম খাইয়ে খাইয়ে তোদের হিংসার থলিটি বড় করে দিয়েছে ওই অশিক্ষিত মাগুলি। তোরা শিখবি পদে পদে এই মেয়েরাই তোদের একদিন শিখিয়ে দেবে, অপেক্ষায় থাক।
নাহিদ ফেরদৌস
৯মে ২০২৫, নিউইয়র্ক।