Sadia Mumu

Sadia Mumu Passionate about Cooking,Makeup and Travelling ���

এই কেকটা আমার আম্মু বানাইছে🥰আমার আম্মু দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর তেমনি অনেক গুনেরও। রান্নাবান্না থেকে শুরু করে হ...
08/24/2025

এই কেকটা আমার আম্মু বানাইছে🥰

আমার আম্মু দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর তেমনি অনেক গুনেরও। রান্নাবান্না থেকে শুরু করে হাতের কাজ সবকিছুতে অনেক বেশি ভালো।আমার আম্মু মানুষ হিসেবেও অসাধারণ একজন মানুষ। রাগারাগি করে কিন্তু সবাইকে অনেক আদর করে।

আজ কতগুলো বছর হয়ে গেলো আমাদের কারোর সাথেই কারোর দেখা হয় না।

মা তোমার মতো কেউ আর কল দিয়ে জিজ্ঞেস করে না (কিরে কিছু খাবি নিয়া আসমু)।কেউ আমার জন্য কিছু রান্না করে না।কেউ তোমার মতো আদর করে না।অনেক জায়গায় যাই অনেক রকমের খাবার খাই ,নিজেও অনেক কিছু রান্না করি কিন্তু তোমার হাতের মতো এতো মজার পোলাও আর রোস্ট কেউ করতে পারে না। মা আমারে কি তুমি পোলাও ,রোস্ট রান্না করে খাওয়াবা না?কবে আবার তোমার সাথে দেখা হবে। কবে তুমি আমারে আদর কইরা দিবা।আমি আর বড় হতে চাই না। আমি সেই ছোট বেলার মতো হয়ে যেতে চাই।তোমার পিছোনে পিছোনে ঘুরমু আর তুমি চিরুনি দিয়া মারবা।ওইটাই ভালো ছিলো।

জানো মা এইজায়গায় সবাই কমবেশি অনেক আদর করে কিন্তু আমার মনে শান্তি লাগে না এদের আদরে, তোমারে কতো রুম থেকে বের করে দিতাম ,বলতাম(এখন বাইর হইতে হইবো আমার রুম থেকে ) এখন আমার রুমে সব কিছু আছে শুধু আমি নাই।

কেউ এখন আর আব্বুর মতো মাথায় হাত বুলায় দেয় না।কেউ এখন আর বলে না (কিগো আম্মা আপনের মনটা কী খারাপ ,নেন এই ১০০ টাকা রাইখা দেন)এখন আবদার করার জায়গা নাই।কোনো আবদার করলে সেটার কারণ বলতে হয়।

এখন কেউ আমার সাথে ঝগড়া করে না আমার বোনের মতো ,কারোর বাসায় যাওয়ার জন্য। আমি গেলেও যা না গেলেও তাই।কেউ আমারে খাওয়ায় দেয় না। কেউ বলে না আয় বাইরে যাই পরোটা খাই।কেউ আমার সাথে রাতে ঘুরতে যেতে চায় না। আমি অনেক বেশি miss করি তোরে।তোর সাথে যেদিন দেখা হবে আমি সারাদিন তোরে জড়ায় ধইরা রাখমু। তুই আমারে খাওয়ায় দিবি ,তুই গোসল করায় দিবি আর আমি খালি শুইয়া থাকমু।তোরে বাইরে যাইতে দিমু না সারাদিন আমরা পান খামু।

এখন আমার কাজে যেতে দেরি হলে বাসের পিছোনে দৌড়াই আগের মতোই কিন্তু তুই নাই যে এইজন্য নিজে নিজেই বাসে উঠি। তোর বাইকটা নাইতো যে আমারে একটানে বাসে উঠায় দিবো।তুই আমার ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলি এই জন্য এখনো তোর সাথে আমার অনেক রাগ।

⭕  Chinese / Bangali ⭕which one you will prefer⁉️
08/03/2025

⭕ Chinese / Bangali ⭕
which one you will prefer⁉️

Burger or Pizza❓❓
08/01/2025

Burger or Pizza❓❓

Address

Boorklyn
New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Mumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share