05/20/2022
ধর্ম ব্যবসায়ী আখ্যা দেওয়া গণকমিশনের অভিযোগের কোন ভিত্তি নেই; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
Welcome To You At Our News Page " Khobor Bangla 20".
প্রতিদিনের সকল নিউজ আপডেট পেতে এখুনি লাইক দিন
Khobor Bangla 20কে। Islamic
Operating as usual
ধর্ম ব্যবসায়ী আখ্যা দেওয়া গণকমিশনের অভিযোগের কোন ভিত্তি নেই; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
নারীদের কাজ মন্ত্রী হওয়া নয় নারীদের কাজ হলো মন্ত্রী জন্ম দেওয়া।
~ জবিহুল্লাহ মুজাহিদ হাফিঃ
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সামনেই ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন। শনিবার বেলা ১১ টার পর বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা আসেন তাদের নেতাকে সাথে ঈদের শুভেচ্ছা জানাতে। এ সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী গুণ্ডারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জানান, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশি পাহারায় ড. মোশাররফ হোসেনকে দাউদকান্দি থেকে তিতাস উপজেলায় নিয়ে আসা হয়। সেখানে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
#লেখাটা কারেশন করলাম
বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোঃ মোশাররফ হোসেন রুবেল. (..) এ-র অবস্থা খুবই খারাপ।সবাই দোয়া করবেন।
তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। ✊
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনামূলক লিফলেট বিতরণের সময় গ্রেফতার করেছে মতিঝিল থানার পুলিশ!!
ইবনে হারেসাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তার নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারিপাশে এমনভাবে ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির চারিপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত হয়ে তাকে বলবে, ওহে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি না (আমাদেরকে) সৎ কাজের আদেশ, আর অসৎ কাজে বাধা দান করতে?’ সে বলবে, অবশ্যই। আমি (তোমাদেরকে) সৎকাজের আদেশ দিতাম; কিন্তু আমি তা নিজে করতাম না এবং অসৎ কাজে বাধা দান করতাম; অথচ আমি নিজেই তা করতাম!’’ [বুখারি৩২৬৭, ৭০৯৮, মুসলিম ২৯৮৯, আহমদ ২১২৭৭, ২১২৮৭, ২১২৯৩, ২১৩১২]
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে। এ হিসেবে সেখানে ২ এপ্রিল, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
দেশের রাজনীতি হবে দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোন মাথা ব্যাথা নাই-
শান্তির ঘুম ঘুমাচ্ছে শুয়োরের বাচ্ছা গুলা!
ইন্নালিল্লাহ...
বসুন্ধরা আ /এ জি ব্লকে ৫ নাম্বার রোডে মাদ্রাসায় আগুন লাগছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন আমীন।
এয়ারপোর্ট রেলস্টেশন।
সন্ধা ৬ টা বাজে! হাজারো মানুষের আনাগোনা।
হঠাৎ কিছু মানুষকে বৈচিত্র লাগলো আমার।
একটু এগিয়ে গেলাম কারা এরা চিনার জন্য।
যতটুক বুঝলাম এরা ফরেন কেউ সাথে কয়েকটা ছেলে বাঙ্গালী। কিন্তু অনেক চেষ্টা করেও ধরতে পারলামনা আসলে এরা কি ছেলে নাকি মেয়ে "
ছেলেও লাগেনা আবার মেয়েও লাগেনা। তবে ভাবসাবটা অনেক মেয়েদের মত।
অনেকে বলতে লেগলো " এরা হয়তো লেসবিয়ান।
আমি চিন্তা করলাম লেসবিয়ানতো মেয়েরা হয়। কিন্তু এদেরতো ছেলে মনে হয়। একজন ভদ্রলোক বললো এরা হলো - BTS, .. এর সদস্য।
নামটা কেমন যেন লাগলো। সাথে সাথে ই এদের সম্পর্কে তথ্য খুজা শুরু করলাম। যা পেলাম খুজে রীতিমত আকাশ থেকে হোচট খেয়ে পড়ার মতো। মূলত এরা হলো সমকামী ( বেশির ভাগ এরা জাপানী, কোরিয়ান) কিন্তু ইদানিং বাংলাদেশেও তাদের অগনিত সদস্য যুক্ত হয়েছে। এরা প্রায় স্কুলগুলিতে তাদের কার্যকর্ম চালিয়ে যাচ্ছে। সমকামী এই দলটির মেয়ে সদস্যও রয়েছে। ঢাকাতে অনেক জায়গায় এদের ক্লাবও রয়েছে। কালো পোষাকধারী ছেলেগুলি অনেকটা মেয়েদের মত, কথাবার্তার ভাবসাবও মেয়েদের। এরা সমকামের প্রতি ছেলেদের আকৃষ্ট করে থাকে। এবং অবৈধ সমলিঙ্গের প্রতি অবৈধ কাজের জন্য উৎসাহ করে।
তারা পুরুষে পুরুষে কিভাবে পায়ূ পথ দিয়ে সহবাস নোংরা যৌন মেলামেশা করবে সেগুলি ছেলেদেরকে শিক্ষা দেয়। মেয়েরা মেয়েরা হাতের দ্বারা কিভাবে নোংরা যৌন মেলামেশা করবে সেগুলি শিক্ষা দেয়।
বাংলাদেশে এই BTs এর কার্যকর্ম খুব জোড়ালো ভাবে চলছে। বিশেষ করে একটি স্কুলে এদের একজন সদস্য থাকলে তার টার্গেট কিভাবে একশ ছেলেকে সমকামী করা যাবে।
ভয়ানক এই ফেতনার সম্পর্কে কঠোর অবস্হানে আমাদের পৌছতে হবে। অনেকে এই নামই শুনেনি।
কঠিন এক ভয়ানক ফেতনা।
আসুন লেখি "
সতর্ক করি জাতিকে।
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো,
সপ্নগুলো সত্যি করে,সবাই ভালো থেকো।
কক্সবাজার হোটেলে পর্যটক ধর্ষণের ভুমিকাতে হোটেল কর্তৃপক্ষ যদি সাধু সাজার চেষ্টা করে তাহলে আপনি ভুল ভাবছেন, হোটেল কর্তৃপক্ষ মোটামুটি বিষয়টা সম্বন্ধে অনেকটা অবগত।
আমি একটা হোটেলের আবাসিক ম্যানেজার পরে
বিএনপি সরকার জনগণকে ১টিও করোনা টিকা দিতে পারে নাই। -হাসাও মাহমুদ
-জয়বুঙ্গা...😆
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামিলীগ দরজা তোওয়ায় হায়তোনো,
বাণীতে
কাদের মির্জা,
😂😁😂
ই-পাসপোর্ট ডাটাবেজ আপডেট হয়েছে তাই আগের পাসপোর্ট স্টাটাস পরিবর্তন হয়ে কিছু নতুন স্টাটাস সংযোজন হয়েছে।
সেগুলো নিয়ে এই লেখাটি 📝
📌 অনুরোধ থাকবে পুরো লেখা পড়ুন এরপর প্রশ্ন করুন নতুন ই-পাসপোর্ট স্টাটাস নিয়ে 🙏
১। Pending Backend Verification:
এই স্টাটাস এর মানে হচ্ছে আপনার ফাইল চেক করা হচ্ছে সিস্টেম থেকে। কারো সাথে কোন তথ্য মিল না পেলে অথবা অন্য কোন গরমিল না পেলে ফাইল ওকে হয়ে পরবর্তী স্টাটাস চলে যাবে।
✔️এই স্টাটাস এ বেশিদিন থাকলে এডি সাথে কথা বলুন।
✔️এই স্টাটাস ম্যাসেজ দিলেও দেখা যাবে আবার স্টাটাস অনলাইনে চেক করলেও দেখা যাবে।
২। Pending Final Approval:
বেকেন্ড ভেরিফিকেশন শেষে এই স্টাটাস দেখা যাবে যতদিন না ফাইল পুলিশ ভেরিফিকেশন জন্য যাচ্ছে।পুলিশ ভেরিফিকেশন শেষ হলে এই স্টাটাস তা আবার শো করবে। তার মানে পাসপোর্ট অফিসের এডির এপ্রুভ এর অপেক্ষায় আছে।
পুলিশ ভেরিফিকেশন শেষে এই স্টাটাস ৩-৪দিনের বেশি দেখা দিলে পাসপোর্ট অফিসে গিয়ে এডি সাথে কথা বলে নিবেন। তার আগে পুলিশকে জিজ্ঞেস করে নিবেন এসবি/ডিএসবি অফিস থেকে রিপোর্ট পাঠিয়েছে কিনা।
✔️পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ দিলেও এই স্টাটাস শো করতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন না এডি রিপোর্ট এপ্রুভ করবে। আর এডি তখনই এপ্রুভ করবে যখন রিপোর্ট পজিটিভ যাবে।
৩। Sent_For_Rework:
এটার মানে হচ্ছে সিস্টেম আপনার ফাইল বেকেন্ড ভেরিফিকেশন রিজেক্ট করেছে এবং সেটা আবার আপনার পাসপোর্ট অফিসে পাঠিয়েছে। তাই দ্রুত পাসপোর্ট অফিসে গিয়ে এডি এর সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করুন।
৪। Pending SB/DSB Police Verification/Clearance:
এটার মানে ফাইল এসবি/ডিএসবি তে গিয়েছে এখন ওদের ভেরিফিকেশন এর অপেক্ষায় আছে। ওরা রিপোর্ট পাঠিয়ে দিলে তখন পেন্ডিং ফর ফাইনাল এপ্রুভ স্টাটাস দেখা যাবে।
✔️এই স্টাটাস বেশিদিন থাকলে SB/DSB অফিসে গিয়ে যোগাযোগ করুন ডেলিভারি স্লিপ নিয়ে।
৫। Pending In Print Queue:
এটার মানে প্রিন্ট হবার জন্য অপেক্ষায় আছে।
৬। Ready for issuance:
এটার মানে পাসপোর্ট রেডি হয়ে গিয়েছে পাসপোর্ট অফিস থেকে নিয়ে আসতে পারবেন
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে 🥰
📣 মাস্ক পড়ুন,দুরত্ব বজায় রেখে চলুন,সুস্থ থাকবেন 🙏
ধন্যবাদ 🤗
পরিমনি এখন পরমানুতে রুপান্তরিত হয়েছে.! তাইতো এদেশের
আ*দালত ও তার কাছে মাফ চায়..! 😏
রিদওয়ান হাসান রাকিন পড়াশোনা করছেন মিশরের আল-আযহারে।মাহাদুল বুঊসে এই বছরই সানাউঈ শেষ করে। পরীক্ষার পরে গত ৪ আগস্ট ২০২১ তারিখ এমিরেটসের একটি ফ্লাইটে সকাল ৮:৪০ এ সে ঢাকা বিমানবন্দরে পৌছে। মোবাইল ফোনে পরিবারের কাছে ল্যান্ড করার কথা জানালেও এরপর থেকে তার আর কোন সন্ধান পায়নি তার পরিবার। পরবর্তীতে জানা যায় যে বিমানবন্দর থেকেই সাদা পোশাকে একদল লোক তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। এরপর থেকে আজ পর্যন্ত ৩৬ দিন পার হলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন বারবার পুলিশের কাছে সন্ধান চেয়েও কোন হদিস পায়নি।
ঢাকাস্থ নটরডেম কলেজের ফার্স্ট বয় রিদওয়ান হাসান রাকিন ২০১৮ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ইসলামী জ্ঞানার্জনের তীব্র আগ্রহ থাকার কারণে মিসরে আল-আযহারে ২০১৯ সালে ভর্তি হয়। তার সাথে পরিচিত সকলেই তাকে একজন নম্র, ভদ্র, জ্ঞানপিপাসু ও চরিত্রবান মানুষ হিসেবেই জানে।
এমন একটা ছেলে কেন এবং কিভাবে দেশের সর্বোচ্চ সিকিউর স্থান বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যায়?
রাকিনের সন্ধান চাই।
যেহেতু বাংলাদেশের মিডিয়া রাকিনের নিখোঁজ/গুম নিয়ে কোন সংবাদ প্রকাশ করছে না। আমাদের উচিৎ এই ব্যপারে সোচ্চার হওয়া।
ছবিটি কিছুক্ষণ আগে ফেসবুকে পেলাম।
কুমিল্লার গুনবতী বাজারের ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।
জানাজাতে উপস্থিত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তির নাম সুধীর বাবু।
মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু ছোট বেলার বন্ধু। গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা- বানিজ্য করে আসছেন উনারা।
আজ সেই বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রু ঝরাচ্ছেন।
সত্যিকারের বন্ধুত্ব আসলেই এমন হয়।
যে বন্ধুত্ব জাত দেখে না,ধর্ম দেখে না,ধনী-গরিবের ভেদাভেদ চিনে না।
বাংলাদেশের বিভিন্ন সরকারী দফতরে নীতি নির্ধারনী পর্যায়ে কর্মরত ৮৫ জন ভারতীয়র একটি সংখ্যা পাওয়া গেছে। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪ জন, এনএসআইতে ১৪ জন, আর্মিতে ১৫ জন, পুলিশে ৭ জন, বিজিবিতে ৯ জন, বানিজ্য মন্ত্রণালয়ে ৫ জন, বস্ত্র মন্ত্রণালয়ে ৪ জন, কৃষি মন্ত্রণালয়ে ৫ জন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২জন, শিপিং মিনিস্ট্রিতে ৩ জন, পানিসম্পদে ৪ জন, বাংলাদেশ ব্যাংকে ৯ জন।
ঢাকা, কুমিল্লা, চিটাগাঙ, সিলেট, যশোর ক্যান্টনমেন্টে র-য়ের অফিস আছে। এবারের সেনাবাহিনীর মেজর থেকে কর্নেল পর্যন্ত প্রমোশন বোর্ডে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি দেখে বাংলাদেশী সেনাদের অনেকের মনোবল ভেঙে গেছে, যদিও দাবী করা হয় তারা পর্যবেক্ষক ছিল, বাস্তবে তারাই ছিল নীতি নির্ধারক, এবং তারা বাছাই করেছে।
আল্লামা জুনায়েদ বাবুনগরি ইন্তেকাল করেছেন৷ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
কাবুলে মঙ্গলবার সন্ধ্যায় কিছুক্ষণ আগে সমাপ্ত তা। ল, বা নে র প্রথম সংবাদ সম্মেলনে মুখাপত্র যবিহুল্লাহ বলেছেন, সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার গঠন করতে চায় তা লে, বা। ন। আর শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবেন আফ-গান নারীরা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো আফ-গানকে অতীতে দখলদারদের সহযোগিতার অপরাধে ডেকে আনা বা বিচার করা হবে না। সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং যেসব বিরোধী নেতা দেশ ত্যাগ করেছেন, তাদেরকেও আফ-গানিস্তান গঠনে তা লে বা, নে, র সহযোগী হয়ে কাজ করার জন্য ফিরে আসার আহবান জানানো হয়েছে।
মুখপাত্র প্রতিশ্রুতি দেন, এখন থেকে আফ-গানিস্তান হবে মাদকমুক্ত একটি দেশ। আফ-গানিস্তান থেকে একটি অস্ত্রও সীমানার বাইরে কোথাও যাবে না।
সবমিলিয়ে তা,, লে বা নে র এই প্রথম সংবাদ সম্মেলন ছিল ইতিবাচক এবং নানারকম এমন প্রতিশ্রুতিতে আশা জাগানিয়া।
চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি হয়নি, ফের রিমান্ডের আবেদন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসা নব গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কমিটির নেতাকর্মীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি,টিয়ার সেল নিক্ষেপ,আটক । এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । স্বৈরাচার সরকার পাগল হয়ে গিয়েছে । ওদের পতন যেকোন সময় ইনশাআল্লাহ্ !
[] মুফতী হারুনুর রশীদ
[] পীরসাহেব বনানী
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপ টিয়ারশেল ছুড়তে দেখা যায় । এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
ব্রেকিং নিউজ
হাইতির পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্পে ২৯ জনের মৃত্যু, সুনামি সতর্কতা জারি
সুত্রঃ Independent Tv
গোয়ে*ন্দা কর্মকর্তা সাকলাইন ও নষ্টমনির গোপন ভিডিও ফাঁস।🧐
সরকা*রের গোয়ে*ন্দা/পু*লিশ এত দুর্বল হলে কিভাবে হবে? কি কৌশলে ভিডিওটা করলো নষ্টা মেয়েটা টেরও পাইলানা।
পতিত জমি দেখলেই কি মিয়া হাল চাষ করতে মন চায়! 😏
পরিস্থিতি পর্যবেক্ষন করে আবারো লকডাউন দেওয়া হতে পারে! বানীতেঃ জাতির ও-কাদের 😎
আমরাও জানি আগষ্ট পুজা শেষে করোনা সংক্রমণ বাড়বে।
ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি।
সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ
* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।
* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।
* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।
* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।
* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।
* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।
তথ্যসূত্রঃ WHO, CDC
North Hollywood, CA
93505
আল্লাহ ভরসা।
Be the first to know and let us send you an email when Khobor Bangla 20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Khobor Bangla 20:
Melissa Bozant Celebrity Manicurist
Westlake Village 91362Super Celestial Sin Fronteras Tectitán
Cincinnati 45224