05/28/2025
দয়া করে আমার স্ত্রীকে বাঁচান আপনারা😭 সম্পর্ক করে বিয়ে করেছি বলে আমাদেরকে এখনো দুপক্ষের কেউই মেনে নেয়নি । বাধ্য হয়ে ঢাকা চলে আসার পর আমি আর আমার স্ত্রীর গার্মেন্টসে চাকরি করেছি, আমি এখনো করছি কিন্তু আমার স্ত্রীর অজানা ভাবে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে গলা দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয় 😭😭 আমার একটি চার বছরের মেয়ে সন্তান আছে। আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আপনাদের কাছে হাতজোড় করে ভিক্ষা চাচ্ছি।
প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন আমার স্ত্রীর চিকিৎসা করাতে। এখন আমি কোথায় যাব, সামান্য কিছু টাকা বেতন পাই । একটু দয়া করুন, চির কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আমার নাম রায়হান আহমেদ ঢাকা সাভার আল মুসলিম গ্রুপে চাকরি করি । প্রয়োজনে এসে দেখা করবেন।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম মোঃ রায়হান আহমেদ
আমার স্ত্রী র নাম মোছা মনি বেগম
বিকাশ নগদ রকেট পার্সোনাল
০১৩২৫৭ ০৫৫ ০৮
সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে।