14/08/2025
মুহূর্তেই জেসিকার শরির ছিন্ন বিচ্ছিন্ন জেসিকা ছিলেন একজন অভিজ্ঞ সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করা ও তাদের ভালোবাসা দেওয়া। সে এক অরকা বাচ্চাকে লালন-পালন শুরু করেন, যার নাম কাইরো।
কাইরো তার ডাক শুনলে পানি থেকে উঠে আসত এবং শো-তে সবাইকে মুগ্ধ করত। কিন্তু একদিন, শো'র আগে কাইরোর আচরণ হঠাৎ বদলে যায়। সে ঘুরে বেড়াতে থাকে, নিজের নিয়ম ভাঙে এবং হঠাৎ জেসিকার ওপর হামলা করে জেসিকা কে মেরে পেলে।