Television

Television Live Stream · Video Production · Video on Demand

Portable Television is an Independent Page.On Our Page you will discover a variety of exciting characters, full of punchlines and non-stop comedic, Music Video, Vlog, Funny Videos, Short Film, Natok.

২ হাজার ৫৭৪টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংকার্স সিলেকশন কমিটি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থ...
01/28/2021

২ হাজার ৫৭৪টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল ব্যাংকার্স সিলেকশন কমিটি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের...

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৫টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৪টি ব্যাংকে ‘অফিসার’ পদ.....

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশপত্র l
01/27/2021

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশপত্র l

প্রভাবশালী রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদ

মার্কিন সেনাবহরে আবারো বোমা হামলা l
01/27/2021

মার্কিন সেনাবহরে আবারো বোমা হামলা l

ইরাকে মার্কিন সেনাবাহিনীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ জানুয়র...

এক বছর নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানের উন্নতি হয়েছে দুই ধাপ।
01/27/2021

এক বছর নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসানের উন্নতি হয়েছে দুই ধাপ।

আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে বাংলাদেশের দুই ক্রিকেটার।

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। কমবেশি সবাই আমরা ঘুমের ঘোরে নানারকম স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্নই...
01/25/2021

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। কমবেশি সবাই আমরা ঘুমের ঘোরে নানারকম স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্নই মানুষের ধারণা কিংবা কল্পনা প্রসূত নয়। বরং কিছু স্বপ্ন রয়েছে, যা অর্থবোধক এবং তাৎপর্যপূর্ণ। মুসলিম জীবনে স্বপ্ন শুধু একটি স্বপ্ন নয়। এটা হতে পারে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার পক্ষ থেকে স্বপ্নদ্রষ্টার প্রতি— কোন বিশেষ বার্তা, দিকনির্দেশনা, সুসংবাদ অথবা সাবধানতা প্রদান।
তাই, স্বপ্ন নিয়ে প্রায় সকল জিজ্ঞাসা ও কৌতুহলের জবাব দেয়া হয়েছে এ আলোচনাটিতে। থিমেটিক ডিসকাশনে আমাদের এবারের বিষয়: “স্বপ্ন”। আলোচনাটি কিছুটা দীর্ঘ হলেও, স্বপ্ন নিয়ে আপনাদের সব ধরণের কনফিউশন দূর করতে বেশ সহায়ক হবে বলে আশা করছি।
নিজে শুনুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

ইসলামে স্বপ্নের গুরুত্ব | মিজানুর রহমান আজহারিআল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফ.....

আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (ﷺ) ইরশাদ করেন:আল্লাহ তা’আলা সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর শীতল আর...
01/25/2021

আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (ﷺ) ইরশাদ করেন:
আল্লাহ তা’আলা সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন তাঁর শীতল আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন তাঁর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না; তারা হলঃ
১- ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রনায়ক,
২- সেই যুবক যে তার যৌবনকে আল্লাহ তা’আলার ইবাদতে কাটিয়েছে,
৩- সেই ব্যক্তি যার অন্তর মসজিদের প্রতি সদা আকৃষ্ট থাকে,
৪- সেই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে; যারা এই ভালবাসার উপর একত্রিত হয় এবং এই ভালবাসায় অটুট থেকেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়।
৫- সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী অবৈধ সম্পর্কের আহ্বান জানায়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং বলে “আমি আল্লাহকে ভয় করি”,
৬- সেই ব্যক্তি যে গোপনে দান করে; এতটাই গোপনে যে, তার ডান হাত যা দান করে তার বাম হাত পর্যন্তও সেটা জানতে পারে না,
৭- আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়।
[সহিহ বুখারি]

7 Kinds of People Under the Shade of Allah's Throne | Mizanur Rahman Azhariআবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (ﷺ) ইরশাদ করেন:আল্লাহ তা’আলা সাত শ্রেণ...

মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। এ পৃথিবীর কাউকে আল্লাহ তা’আলা অমরত্ব দান করেননি। তাই, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্ব...
01/25/2021

মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা। এ পৃথিবীর কাউকে আল্লাহ তা’আলা অমরত্ব দান করেননি। তাই, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। নশ্বর এ মহাবিশ্বে, তিনি একাই কেবল অবিনশ্বর। আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
“মহাবিশ্বে যেখানে যা-কিছু আছে, সবকিছু নি:শেষ হয়ে যাবে। অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের সুমহান সত্তা, যিনি মহামহিম, মহানুভব। অতএব, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে অস্বীকার করবে?”
[সূরা আর-রাহমান, আয়াত: ২৬-২৭]
কিন্তু বিস্ময়জনক ব্যাপার হচ্ছে, মৃত্যু সুনিশ্চিত জানলেও, কখন? কোথায়? অথবা, কিভাবে আমাদের মৃত্যু সংঘটিত হবে? তা কিন্তু আমরা কেউই জানিনা। এটা আমাদের কাছে একেবারেই অজানা, অনিশ্চিত এবং রহস্যময়।
“The most certain matter in our life is death, but the most uncertain matter in our life is the time and the place of our death.”
মু’মিন মাত্রই আমরা সবাই “হুসনুল খাতিমা” তথা সুন্দর বিদায় বা ইমানী মৃত্যু কামনা করি। প্রত্যেকেই চাই যে, চির বিদায়ের মুহুর্তটি এমন হোক, যেন আমার রব আমার উপর সন্তুষ্ট, আর আমিও আমার রবের প্রতি সন্তুষ্ট। অনুভূতিটা যেন এমন হয় যে, আমি আমার সবচেয়ে কাছের অভিবভাবকের কাছেই ছুটে যাচ্ছি। আর এভাবে বিদায় নিতে পারাটাই পরম সৌভাগ্যের এবং পরম সফলতার।
আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
“নিশ্চই যারা ঘোষণা করে যে, আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর সত্যপথে অবিচল থাকে, (মৃত্যুর পূর্বমহূর্তে) তাদের কাছে ফেরেশতারা এসে বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তা কোরো না; বরং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সে সুসংবাদে আনন্দিত হও।”
[সূরা ফুস্সিলাত, আয়াত: ৩০]
আনাস (রা:) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ‬) ইরশাদ করেন:
“যখন আল্লাহ তা’আলা কোন মানুষের কল্যাণ করতে চান, তখন তাকে সুযোগ করে দেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি কিভাবে সুযোগ করে দেন? রাসূল (ﷺ) বললেন: মৃত্যুর পূর্বে তাকে সৎকাজ করার সামর্থ দান করেন।”
[সুনানে তিরমিজি]
তাই, মহীয়ান গরীয়ান রাব্বে কারীমের দরবারে, এটাই ফরিয়াদ যে “আমাদের শেষটা যেন ভালো হয়।” সেই অন্তিম মুহূর্তে আমাদেরকে যেন তিনি এভাবে সম্বোধন করেন:
“হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের কাছে সন্তুষ্টচিত্তে ফিরে এসো। আজ আমিও তোমার ওপর সন্তুষ্ট। আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও। আর, প্রবেশ করো আমার জান্নাতে।”
[সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]
কিভাবে বুঝব যে, কারো মৃত্যুটি ভালো ছিল নাকি খারাপ ছিল? “মৃত্যু” শিরোনামের এই আলোচনাটিতে, খুব সংক্ষেপে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। নিজে শুনুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

Good Sign & Bad Sign of Death | Mizanur Rahman Azhariআল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন Follow me on:Facebook:...

ফিলিং স্টেশনে তেল বা গ্যাস ভরানোর মতো সময়েই চার্জ করা যাবে ব্যাটারি...
01/25/2021

ফিলিং স্টেশনে তেল বা গ্যাস ভরানোর মতো সময়েই চার্জ করা যাবে ব্যাটারি...

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটির বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ্য ইমিগ্রা...
01/25/2021

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটির বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ্য ইমিগ্রান্টদের আনা হবে।

কানাডার নতুন পরিকল্পনায় বড় বড় সিটির বাইরে সুনির্দিষ্ট কম জনবহুল এলাকায় সেখানকার সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী যোগ...

আজ তৃতীয় ম্যাচে ১২০ রানের জয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের প্রত্যাশামতোই বাংলাওয়াশ করল তামিম ইকবালের দল।
01/25/2021

আজ তৃতীয় ম্যাচে ১২০ রানের জয়ে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের প্রত্যাশামতোই বাংলাওয়াশ করল তামিম ইকবালের দল।

চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ৩–০ ব্যবধানে জিতল বাংলাদেশ

Address

2260 Oak Street
Old Forge, PA
13420

Alerts

Be the first to know and let us send you an email when Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category