
09/17/2025
আজ একটা ব্যাপার মনে হলো… আমরা সবসময় বড় বড় স্বপ্ন আর অর্জনের পিছনে ছুটি। কিন্তু কখনও কি খেয়াল করেছো, ছোট ছোট কাজই আসলে সবচেয়ে বড় পরিবর্তন আনে? 🌿✨
যেমন, কারো মুখে হাসি ফোটানো, কারো পাশে দাঁড়ানো, বা স্রেফ কাউকে সময় দেওয়া ; এসবই এমন কিছু যা টাকার হিসাবের বাইরে। হয়তো আমাদের কাছে খুব ছোট মনে হয়, কিন্তু অন্য কারো জীবনে সেটা অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে 💙।
আমাদের ব্যস্ততার মাঝে মাঝে যদি আমরা একটু থামি আর এই ছোট কাজগুলো করি, তাহলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। 🌎🌸
BTW, এই ছবিটার ভ্লগটা শিগগিরই ইউটিউবে আসছে 🎥✨। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও ❤️