Wahida Shamsun Badhon

Wahida Shamsun Badhon কবিতা আমার দুর্বলতা ; ভীষন রকম পছন্দ করি ঘুরতে আর আকাশ দেখতে । ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন ।

11/30/2025
Thanksgiving party 🎉🦃
11/28/2025

Thanksgiving party 🎉🦃

“যে নদী যত গভীর, তার বয়ে চলার শব্দ তত কম….”
11/25/2025

“যে নদী যত গভীর, তার বয়ে চলার শব্দ তত কম….”

মুগ্ধতা …… 🥰
11/21/2025

মুগ্ধতা …… 🥰

মানুষকে কাছে টেনে রাখা, বেশি খোলামেলা হওয়া কখনই সম্মান বয়ে আনে না—মানুষ যত সহজে আপনাকে পেয়ে যাবে, তত সহজেই আপনার মূল্...
11/21/2025

মানুষকে কাছে টেনে রাখা, বেশি খোলামেলা হওয়া কখনই সম্মান বয়ে আনে না—

মানুষ যত সহজে আপনাকে পেয়ে যাবে, তত সহজেই আপনার মূল্য ভুলে যাবে |

তাই চুপচাপ নিজেকে নিয়ে থাকুন…
মন যেটা চায়, সেটাতেই ডুবে থাকুন।
সত্যি বলতে—
আপনার হাসি, আপনার কষ্ট… এগুলোর ওজন কেউই ঠিকভাবে বুঝবে না।

আর এই সব কিছুর পরও যে মানুষটা আপনাকে ছেড়ে কখনও যাবে না —সেটা শুধুই আপনি।

কারণ, আপনার আনন্দের আসল মূল্য শুধু আপনিই বোঝেন; পৃথিবী নয়। 🩵

©️Wahida Shamsun Badhon

ততটুকু দিতে নেই,যতটুকু দিলে- অচেনা মিছিলেহারাবে নিজেকেই।কিছুটা নিজেরও থাক,নিখোঁজ খবর- ছাপা পত্রিকা,ঠিকানাটা খুঁজে পাক।তত...
11/17/2025

ততটুকু দিতে নেই,
যতটুকু দিলে- অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।

কিছুটা নিজেরও থাক,
নিখোঁজ খবর- ছাপা পত্রিকা,
ঠিকানাটা খুঁজে পাক।

ততটুকু হোক দেনা,
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।

___ সাদাত হোসাইন।❤️

একজন ষ্ট্রং ওমেন হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধ...
11/07/2025

একজন ষ্ট্রং ওমেন হলো কালো তিক্ত দামী স্বাদের কফির মতন । তার সমস্ত জীবন দর্শনের অভিজ্ঞতা আর জীবনের টানাপোড়েন তাকে ধীরে ধীরে ব্লাক কফির মতনই প্রসেস করে ।কফির বিন রোদে শুকিয়ে যেমন ওভেনে পোড়ে অনেক গুলো প্রসেসে তার স্বাদ নির্ভর করে তৈরী হয়। তেমন একজন ষ্ট্রং ওমেনের ও জীবনের পিছনের গল্পে , লুকানো থাকে একটা অবুজ বালিকা , যেখানে সবার থেকে বিমুখ ও জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা লুকানো থাকে ।

আর সে যখন কফির মতন তিক্ত স্বাদে পরিনত হয় , তখন তাকে গ্রহন করার ক্ষমতা কোন সাধারন পুরুষের থাকে না। কারন এই দুনিয়ার পুরুষ জাত সস্তা স্বাদের ওয়াইনের মতন ইন্টারটেইন করা মেয়েদের পছন্দ করে। চিনি মুক্ত ব্ল‍্যাক দামী কফির অভ‍্যাস কম পুরুষ মানুষেরই আছে।

তাই ষ্ট্রং ওমেনকে হ‍্যান্ডেল করা সহজ না। সাধারন পুরুষ মানুষ যেটাকে তার এ‍্যাটিটিউড ভাবে । একজন ষ্ট্রং মেন্টালিটির পুরুষ একজন ষ্ট্রং ওমেনের অভ‍্যাস ভেবে আগলে নেয়। তাই একজন রিয়েল পুরুষ জানে , ষ্ট্রং ওমেন গুলো সম্পূর্ন আলাদা তার মুড , তার প‍্যাশন , তার কাজ ও তার বাক স্বাধীনতা অন‍্য পাঁচটা নারীর চেয়ে আলাদা।
তাকে ভালোবাসতে হলে তাকে গ্রহন করার ক্ষমতা থাকতে হবে। অন‍্য সাধারন পুরুষ তাকে প্রতিযোগী মনে করে ।আর একজন ষ্ট্রং পুরুষ জানে এই টাইপ নারী গুলোকে নিয়ে যেমন যুদ্ধে যাওয়া যায় , আবার প্রয়োজনে সে ঘরে সাধারন মহিলার মতন গৃহিনী হয়ে যায় । তার লয়‍্যালিটি ও তার যোগ্যতা তাকে অন‍্য পাঁচটা চীপ মেন্টালিটির মেয়েদের থেকে অনেক বেশি আলাদা করে থাকে।

লেখা -মাসুমা ইসলাম নদী ॥

‘মানুষ কেবল দেখতে ভয়ঙ্কর কাউকেই ভয় পায় না।  বরং দেখতে সুন্দর, অসম্ভব প্রিয়, ভীষণ পছন্দ করে- এমন কাউকেও ভয় পায়।’‘কেন?’‘যদ...
10/29/2025

‘মানুষ কেবল দেখতে ভয়ঙ্কর কাউকেই ভয় পায় না। বরং দেখতে সুন্দর, অসম্ভব প্রিয়, ভীষণ পছন্দ করে- এমন কাউকেও ভয় পায়।’

‘কেন?’

‘যদি কোনো কারণে তার কাছে অপছন্দের হয়ে যায়! যদি তার বিরক্তির কারণ হয়, কিংবা অপ্রিয় হয়ে যায়! এই কারণে সে সারাক্ষণ তার সবচেয়ে প্রিয় ওই মানুষটাকেও ভয় পেতে থাকে। তার সামনে আড়ষ্ট হয়ে রয়। হয়তো পুরো পৃথিবীর কাছে সে ভীষণ দুঃসাহসী, সবাই তার ভয়ে তটস্থ থাকে, কিন্তু কেবল ওই প্রিয়তম মানুষটার কাছেই সে হয়ে থাকে জগতের সবচেয়ে ভীতু, সদাসন্ত্রস্ত, অসহায়, ভঙ্গুরতম মানুষ।’

‘নীলকণ্ঠী'
~সাদাত হোসাইন

ঝরা পাতার দিনে ….. 🍂🍁
10/21/2025

ঝরা পাতার দিনে ….. 🍂🍁

"সাহস করে একদিন আকাশকে বলে দিলাম' ভালোবাসি 'নির্বিকার আকাশআমাকে ভালো না বাসলেওদূরত্ব বাড়ায়নি দাঁড়িয়ে রইলো যেমন ছিল তেমন!...
10/19/2025

"সাহস করে একদিন
আকাশকে বলে দিলাম
' ভালোবাসি '
নির্বিকার আকাশ
আমাকে ভালো না বাসলেও
দূরত্ব বাড়ায়নি
দাঁড়িয়ে রইলো যেমন ছিল তেমন! "

—— Salman Habib

ভালোবাসা নিখুঁত হতে হয় না,হোক না একটু এলোমেলো, অপূর্ণতায় ভরা।কিন্তু সেই মানুষটিই আসল,যে তোমায় সম্পূর্ণ অনুভব করায়—কারণ স...
10/15/2025

ভালোবাসা নিখুঁত হতে হয় না,
হোক না একটু এলোমেলো, অপূর্ণতায় ভরা।
কিন্তু সেই মানুষটিই আসল,
যে তোমায় সম্পূর্ণ অনুভব করায়—
কারণ সঠিক মানুষই পারে,
সাধারণ মুহূর্তকে অসাধারণ স্মৃতিতে পরিণত করতে। 💫

10/12/2025

বৃষ্টির দিনে আমাদের লাকড়ির চুলায় খিচুড়ি মাংস রান্না , খাওয়া দাওয়া, অনেক অনেক হাসাহাসি, নাচানাচি, টিকটক বানানো , আমার বানানো কেকের প্রসংশা, সব কিছু মিলিয়ে দিনটি ছিলো অসাধারণ |

Address

Jamaica
New York, NY
11436

Alerts

Be the first to know and let us send you an email when Wahida Shamsun Badhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wahida Shamsun Badhon:

Share