
07/21/2025
আমার ছোট্ট বাচ্চাটার স্নানের জলটা বেশি গরম কিনা বারবার চেক করি যেনো একটুও আঁচ না লাগে তার শরীরে। এইতো সেদিন মা হলাম, সারাক্ষণ চিন্তায় থাকি কখন আমার বাচ্চাটার কী লাগবে, ঠিকভাবে আছে কিনা।
যেই আমি কিনা ঘুমের পাগল ছিলাম সেই আমি রাতে এক কান খোলা রেখে ঘুমাই। বারবার উঠে চেক করি আমার সোনা বাচ্চা ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা। একটা সন্তানের জন্য বাবা-মা কতটা করে সেটা নিজেরা বাবা-মা হওয়ার পর আরো বেশি করে বুঝতে পারছি। আর আজকের ঘটনাটায় বাবা-মা গুলো কি পরিমাণ কষ্ট হচ্ছে চিন্তা করেও বুক কেঁ%পে উঠছে! 😓 যেই বাচ্চাগুলোকে গরম লাগবে বলে রান্নাঘরের আশেপাশে আসতে দিতো না আজ তারা কতটা কষ্ট পেয়েছে! এই নিষ্পাপ শিশুগুলো কতটুকুই বা বুঝতো! 💔 ঈশ্বর সবাইকে এই শোক সহ্য করার ক্ষমতা দিক।
এই কষ্ট সীমাহীন!
💔