Jannat Sumi

Jannat Sumi Assalamualaikum
Welcome to my Page�
In my page it's all about Italy �lifestyle

😂😂
07/14/2025

😂😂

Spaghetti in crema di mozzarella 🍝👌
07/14/2025

Spaghetti in crema di mozzarella 🍝👌

Italian boroi
07/10/2025

Italian boroi

07/04/2025

জুম্মা মোবারক

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... পুরোটা পড়লে গায়েরলোম দাঁড়িয়ে যাবেএকদিন সবকিছু ফিরে আসবে – হারিয়ে ফেলা ঘুম, শান্ত...
07/03/2025

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... পুরোটা পড়লে গায়ের
লোম দাঁড়িয়ে যাবে
একদিন সবকিছু ফিরে আসবে – হারিয়ে ফেলা ঘুম, শান্তি,
নিজের জন্য সময়
ফিরে আসবে অবাধ স্বাধীনতা, ফিরে আসবে নিশ্চিন্ত নিশি
কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না, তা হলো তোমার
এই ছোট্ট শৈশব।
আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা-চাদর ধোয়ার
তাড়া থাকবে না ।
তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না।
তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙুল কামড়ে ধরবে না,
না-না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে
দেবে না।
তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না ।
তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট
পেরেশানিগুলোও আর থাকবে না ।
বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে
না ।
নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই
ভালোবাসা আর দেখা যাবে না ৷
এই হাতদুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে
দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে।
ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার
মুহূর্তগুলো ফুরিয়ে যাবে।

একদিন তুমি বড় হয়ে যাবে।
আমার শরীরের ব্যথা, যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে।
যে দিন প্রথমবার ছেঁড়া-ফাটা, সেলাই করা শরীর নিয়ে
তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম, সেই দিনটিও
স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে।
তারপর...
দিন যাবে, মাস যাবে, বছর পেরিয়ে যাবে।
তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে।
যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে "মা" বলেছিলে, সেই
ডাকের সরলতা হারিয়ে যাবে।
তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে।
তখন আমাদের – মা-বাবার – সমস্ত ব্যস্ততা ছুটি পাবে।
তুমি থাকবে ব্যস্ত, আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে
হারিয়ে।
যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে,
সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে জ্বলবে।
কখনো একটিবার মনে পড়বে হয়তো—
তোমাকে ঘুম পাড়াতে, খেলনা গুছাতে, ভালোবাসায়
ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো।
আর আমাদের মনে পড়বে—
তোমার ছোট্ট হাতের টান, দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা,
তোমার নির্ভরতা, তোমার অবুঝ ভালোবাসা ।
সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনোদিন খুঁজে
পাওয়া যাবে না।
কারণ, শৈশব একবারই আসে।

With Karolina Agata Sankiewicz – I just got recognized as one of their top fans! 🎉
06/29/2025

With Karolina Agata Sankiewicz – I just got recognized as one of their top fans! 🎉

With Ayaat – I just got recognized as one of their top fans! 🎉
06/20/2025

With Ayaat – I just got recognized as one of their top fans! 🎉

06/19/2025

Biriyani lover দের jonno


06/19/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

সন্তানকে যতদিন পারবেন মন ভরে কোলে নেবেন ।বাচ্চা বেশিদিন কোলে নেওয়া ভালো না ,খা'রাপ অভ্যাস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি , এ...
06/14/2025

সন্তানকে যতদিন পারবেন মন ভরে কোলে নেবেন ।
বাচ্চা বেশিদিন কোলে নেওয়া ভালো না ,খা'রাপ অভ্যাস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি , এসব কথা পাত্তা দিবেন না একদম ।

নিজের মন ভরে নিজের সন্তানকে কোলে নেবেন ,আদর করবেন ।
শিশুরা হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখে,
বিশ্বাস করেন-
তখন যতই চেষ্টা করেন না কেন তারা কোলে থাকতে চায় না । মাঝে মাঝে আপনার মন চাইলেও তাকে বেশিক্ষণ কোলে রাখতে পারবেন না কারণ সে খেলবে ,হাঁটবে, দৌড়াবে✨
তাই কারো কথায় কান দিয়ে সন্তানের সাথে আপনার সুন্দর মুহূর্ত গুলো নষ্ট করবেন না 🩷

জুম্মা মোবারক সবাইকে
06/13/2025

জুম্মা মোবারক সবাইকে

Address

Bara Beraid
Ravenna, OH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share