09/27/2025
আমার নিজের যেই জিনিস টা আমার সেইইইই লেভেলের ভাল্লাগে, সেইটা হচ্ছে আমার কারো সামনে 'ডাবল ফেইস' দেখাইতে হয়না বা 'মুখোশ' পড়তে হয়না! আমি মনে যা, সামনাসামনি ও তা,মুখেও না। মনে একটা রেখে মুখে আরেকটা বলি না। মনে যা আসে,মুখে সেটাই বলি। মানুষের সামনে নিজেকে লুকাইতে হয়না, মিথ্যা বলতে হয়না। এই ব্যাপার টা সেইইই ভাল্লাগে ❤️