10/26/2022
সীতাকুন্ডে বাজারে আবারও আগুন
নাসিরনগর টিভি চ্যানেল
Operating as usual
সীতাকুন্ডে বাজারে আবারও আগুন
ব্রাহ্মণবাড়িয়া গ্রীড উপকেন্দ্রের সদর ৩৩ কেভি ফিডার সাটডাউন নিয়ে কাজ শুরু করা হয়েছে। Y-Phase এর ক্যাবল বাসবারের উপরে ফেটে গেছে। ক্যাবল মেগার সহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজ চলমান আছে।
মোঃ আকতার হোসেন
জেনারেল ম্যানেজার
ব্রাহ্মণবাড়িয়া পবিস ।
স্বাগতম নাসিরনগর, শতভাগ বিদ্যুতায়নের সাইনবোর্ডে ঢেকে দিলেন নেত্রী বিউটি কানিজ।
দ্রুত সাইনবোর্ড পরিস্কার দাবি জানাচ্ছে এলাকাবাসী।
পাশাপাশি নাসিরনগর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
♦ Blackout ♦
জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ নেই দেশের অনেক জায়গায়!
**ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটে বিদুৎ নেই প্রায় দুপুরের পর থেকে 😥
শুভ জন্মদিন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নাসিরনগর শাখা সোনালী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ জাকারিয়া আর আমাদের মাঝে নেই।
ইন্না-লিল্লাহ......
আজ সোমবার বিকালে তিনি স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন।
কুয়েতে নার্স নিবে,
দীর্ঘ প্রায় ১ যুগ পর নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজাররিয়ান অপারেশন চালু!
বৃহস্পতিবার বেলা ১২.২০ মিনিটে একটি কন্যাশিশুর জন্মগ্রহণের মাধ্যমে সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন হয়। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। প্রসুতির স্বামী মোঃ আব্বাস মিয়া উপজেলার গুণিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়ের সার্বিক সহযোগিতায় ডাঃ নাফিসা জাফরিন, জুনিয়র কনসালটেন্ট(গাইনি ও অবস) ও ডাঃ ফৌজিয়া, জুনিয়র (এ্যান্সেসিউলজী) দুজন সফলভাবে সিজারিয়ান অপারেশনটি করেন। তাদের সহযোগিতা করেন শিশু বিষেশজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ ইমরান মাসুদা, ডাঃ শরীফুল ইসলাম, ডাঃ মোঃ মাঈম জব্বার ও নার্স ইনচার্জ নয়ন মনি।
এখন থেকে নিয়মিতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে।
এর আগে ২০১০ সালে সর্বশেষ সিজারিয়ান অপারেশন করা হয়েছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ Ranking প্রকাশঃ
◾ চট্টগ্রাম বিভাগের সেরা কলেজগুলোর মধ্যে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অবস্থান (৬ষ্ঠ)❤️❤️❤️
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী আশিকা জাহান সিপা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রেমিক গৃহশিক্ষক বাইজিদ সরকার। রবিবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
জবানবন্দির বরাতে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, সিপা জেলা শহরের গভ. মডেল গার্লস হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহিন মিয়ার মেয়ে। তারা পরিবারসহ জেলা শহরের মুন্সেফপাড়ায় বাসা ভাড়া করে বসবাস করত। গত তিন বছর ধরে তাকে টিউশন শিক্ষক ও প্রেমিক বাইজিদ সরকার বাসায় গিয়ে পড়াতো। এর মধ্যে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের অন্তরঙ্গ অবস্থায় তাদের এক স্বজন দেখে ফেললে সিপাকে তার পরিবার গালমন্দ করে। তখন সে বাইজিদকে বিয়ের জন্য চাপ দেয়। গত ২৮ আগষ্ট গভীর রাতে সিপা তার প্রেমিকের সাথে মুন্সেফপাড়া বোর্ডিং মাঠ পুকুর পাড়ে দেখা করতে যায়। তখন বাইজিদ এত রাতে বাসা থেকে বের হওয়ায় খারাপ মেয়ে বলে গালাগাল দেয়। এর জের ধরে সিপা ও বাইজিদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায় বায়জিদ সিপার মাথায় ধাক্কা দিলে তা পুকুর পাড়ে থাকা কড়ই গাছের সাথে লাগে। এতে ঘটনাস্থলেই সীপার মৃত্যু হয়। পরে লাশ পানিতে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে বায়জিদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, রিমান্তে থাকা কালীন সময়েই সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। সে সময় তার দেখানো মতে পুকুরের বিভিন্ন স্থান থেকে সিপার ব্যবহৃত মোবাইল ও বায়জিদের জুতা উদ্ধার করা হয়েছে। এর আগে স্কুল শিক্ষার্থী সিপার মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সিপার মাথার পেছনে গভীর আঘাত রয়েছে।
জ্বালাময়ী বক্তৃতা। র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর, এমপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
আলহামদুলিল্লাহ একজন কোরআনের পাখি সুর কত মধুর।
ভিডিওটি শেয়ার করে ইসলামের শরিক হয়।
এই মহিলার অভিভাবকে দ্রুত প্রয়োজন
এই মাত্র ওই মহিলাকে নাসিরনগর সরকারী ডিগ্রি মহাবিদ্যালয়ের বিল্ডিংয়ের পেছন থেকে সম্পূর্ন অজ্ঞান অবস্থায় ছাত্ররা উদ্বার করে সরকারী হাসপতালে ভর্তি করা হয়েছে।মহিলার কোন পরিচয় পাওয়া যাচ্ছেনা ডাক্তার জানিয়েছেন রোগীর অবস্থা ভাল না।কেউ যদি ওই মহিলাকে চিনে থাকেন তাহলে দ্রুত নাসিরনগর সরকারী হাসপাতালের ২য় তলায় অথবা ০১৭১৭৩৫০৮৭৬ অথবা০১৭৭৫১৬৪২৯৩ দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি।
প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ।
জনাব মাহাবুব উল আলম হানিফ এমপি,
যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
গঠনমূলক বক্তৃতা রাখেন
জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
মূল্যবান বক্তব্য রাখেন
বি এম ফরহাদ হোসেন সংগ্রাম,
মাননীয় এমপি নাসিরনগর উপজেলা।
নাসিরনগর উপজেলা আওয়ামিলীগ কমিটি ঘোষনা করেন, জনাব র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ কে।
সভাপতি #জনাব_অসীম_কুমার_পাল।
সহ-সভাপতি, জিতু মিয়া
সহ-সভাপতি, বাহার উদ্দিন
সহ-সভাপতি, রুমা আক্তার
সাধারণ সম্পাদক #জনাব_লতীফ_হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক, লিয়াকত আব্বাস টিপু।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি #জনাব_অসীম_কুমার_পাল।
সাধারণ সম্পাদক #জনাব_লতীফ_হোসেন।
জ্বালাময়ী বক্তৃতা।
র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর, এমপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
ধনী-গরিবের প্রকট বৈষম্য আর বিদ্বেষ ভরা পৃথিবীতে, অনাহারী গরিব-দুস্থদের মুখে খাবার তুলে দেওয়া আর একে অন্যের প্রতি শান্তি কামনার চেয়ে উত্তম কাজ আর কী হতে পারে? আসুন, অনাহারীর মুখে খাবার তুলে দেই এবং চেনা অচেনা সবাইকে আগে সালাম দেই।
শোক সংবাদ 😢😢
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
না ফিরার দেশে চলে গেলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী রসুল্লাবাদ গ্রামের সূর্যসন্তান।
ড.আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। ড. আকবর আলি খান কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সময়ে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তান জান্তা সরকার তাঁর অনুপস্থিতিতে তাঁর বিচার করে এবং ১৪ বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সরকারী চাকরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত হন।
কর্মজীবনে ড.খান ছিলেন বাংলাদেশ সরকারের অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হবার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সাথে একযোগে পদত্যাগ করেন।
অর্থনীতি বিষয়ে তাঁর পাঠকপ্রিয় গ্রন্থ পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর-আজব অর্থনীতি, বাংলাদেশে বাজেট:অর্থনীতি ও রাজনীতি,দারিদ্রের অর্থনীতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ড.আকবর আলি খানের আত্মজীবনীমূলক গ্রন্থ 'পুরানো সেই দিনের কথা '। ড. খানের বিশ্লেষণমূলক গ্রন্থ -- বাংলায় ইসলাম প্রচারে সাফল্য: একটি ঐতিহাসিক বিশ্লেষণ।তার রাজনৈতিক গ্রন্থ ' অবাক বাংলাদেশ : বিচিত্র ছলনাজালে রাজনীতি '।
বীর মুক্তিযোদ্ধা, লেখক ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।
নাসিরনগরে ২০ কেজি গাঁজা সহ এক ব্যবসায়ী আটক।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কণ বেড়িবাধ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজা সহ মোঃ কুদ্দুছ মিয়া নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে ওই গাঁজা ব্যবসায়ী পার্শ্ববর্তী সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের
১ নং ওয়ার্ডের মোঃ জনব আলীর ছেলে।ন্থানীয়রা জানায় কুদ্দুছ মিয়া দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
৮ সেপ্টেম্ভর ২০২২ রোজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের এস আই মোঃ আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোকর্ণ বেড়িবাধ এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ কুদ্দুছকে আটক করে থানায় নিয়ে আসে।
এস আই আরিফুর রহমান সরকার জানান,আটককৃত কুদ্দুছের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রন্তুতি চলছে।
#সংবাদ সংগ্রহ, সাংবাদিক হান্নান
ছাগলকে মোটা তাজা দেখাতে জোর করে পাইপ দিয়ে পানি পান
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মধ্যে সর্ববৃহৎ পশুর হাট চাতলপাড়। সপ্তাহে প্রতি বুধবার সেখানে পশুর হাট বসে থাকে।ওই হাটে পশুকে আরো আকর্ষনীয় ও মোটাতাজা দেখানোর জন্য ব্যস্ত একটি অসাধু ব্যবসায়ী চক্র।চিকন এক ছাগলকে পাইপ দিয়ে জোর করে নদীর পানি খাওয়ানো হচ্ছে।
০৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ভলাকুট বাজারের পাশে লঙন নদীর তীরে দেখা গেছে এ দৃশ্য। শুধু যে ছাগলকে খাওয়ানো হচ্ছে এমনটা নয় অভিযোগ রয়েছে গরুকেও অতিরিক্ত খাবার খাওয়ায় ওই চক্র, এভাবে এরা ক্রেতা সাধারন কে করছে প্রতারিত।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ‘লঙন নদীর ঘাটের পাশে একটি ছাগলকে দুইজনে ধরে মুখে চিকন পাইপ ঢুকিয়ে দেন। আরেকটি পাত্র দিয়ে পাইপ দিয়ে ছাগলকে খাওয়ানো হচ্ছে পানি। এভাবে প্রায় ১৫ থেকে ২০টি ছাগলকে খাওয়ানো হয়েছে। আশে পাশে মানুষ দেখে প্রতিবাদ করতে শুরু করেন। তারপর ছাগলকে পানি খাওয়ানো বন্ধ হয়।
ওইসময় পাশের সরাইল উপজেলার কাজল মিয়া নামে এক ব্যাপারি বলেন, ‘রোদে ছাগলের সমস্যা হয়েছে। তাই জোর করে পানি খাওয়ানো হচ্ছে। অন্য কোন কিছু না। অনেক দূর থেকে আনা হয়েছে তাই পানি খাওয়াতে হয়।’
এ সময় উপস্থিত ভলাকুট বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, 'রোদে ছাগলের কি হবে। কারণ ছাগলতো সারাদিন রোদে থেকেই ঘাস খায়। এ ব্যবসায়ীরা ছাগলকে সুন্দর ও মোটাতাজা দেখানোর জন্য জোর করে পানি খাওয়ায়। ছাগল এমনিতে এক গ্লাসও পানি খায় না। তাই পাইপ দিয়ে জোর করে পানি খাওয়ায়। এতে করে পানিতে ছাগলের পেট ফুলে যায়। পেটে পানি জমে থাকায় ছাগল আর কিছু খেতেও চায় না। ফলে যেসব ক্রেতা আসে সবাই ছাগল দেখে মনে করে মোটা। তখন বেশি দামে ব্যাপারি ছাগল বিক্রি করতে পারে। এমনিতে শুকনা ছাগল দেখলে বেশি লাভ করতে পারবে না। এটা এক ধরনের প্রতারনা।
শামীম আরো বলেন, ‘এ ব্যাপারটি প্রসাশনের নজরে আসা উচিত, পাশাপাশি যারা হাটের ইজারা নেয় তাদেরও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এসব অসাধু ব্যবসায়ীদের জন্য চড়া দামে পশু কিনেও মানুষ ঠকে যায়।
জেলায় জেলায় চুরি করার দায়ে চারবোন গ্রেফতার
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
বিভিন্ন বাসায় কাজের বুয়া সেজে জেলায় জেলায় মালিকের বাসায় চুরি করার দায়ে পুলিশের কাছে আটক ওরা চারজন সম্পর্কে পরস্পরের বোন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ মোহসীন। আটককৃতরা হলেন- আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। এদের মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।
ওসি মোঃ মোহসীন জানান, ব্যাপক জিজ্ঞাাসাবাদে বেরিয়ে আসে নাম ঠিকানা। তারা প্রত্যেকের স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল। তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি করতো। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছে। আটককৃতরা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢোকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যেতো, তাই তাদের শনাক্ত করাটা বেশ কঠিন হয়ে যেত । মঙ্গলবার সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
মাটির নিচে মাথা ঘারা।। কুন্ডা স্কুল মাঠ প্রাঙ্গণ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
মানসিক ভারসাম্যহীন রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর -ফান্দাউক রাস্তার মেইন সড়কের পাশের জঙ্গল থেকে সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) সকালে লেচু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। লেচু মিয়া মিয়া বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
স্থানীয়ও পরিবার সূত্রে জানা গেছে লেচু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ও ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকালে লেচু মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন তাকে ফান্দাউক - বুড়িশ্বর রাস্তার মেইন সড়কের পাশের জঙ্গলে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগা অবস্থায় লেচু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এবং তারা চিৎকার দিলে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে একই চিত্র দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: লতিফ হোসেন জানান,বাড়ির সকলের অজান্তে সড়কের পাশের জঙ্গলের একটি গাছের ডালে গলায় রশি দিয়ে লেচু মিয়া আত্মহত্যা করেছে।তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নাসিরনগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন
Courtesy : Niharendo chokroborty
শুভ জন্মদিন,
কুন্ডা হাজীবাড়ির কৃতি সন্তান ডা. মো. রোকন উদ্দিন ভূইয়া, নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন, এসোসিয়েট প্রফেসর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ক্যান্টোনমেন্ট ঢাকা।
নাসিরনগর সদর
San Antonio, TX
3440
Be the first to know and let us send you an email when Nasirnagar.tv-নাসিরনগর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ। জনাব মাহাবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।
মূল্যবান বক্তব্য রাখেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, মাননীয় এমপি নাসিরনগর উপজেলা।
নাসিরনগর উপজেলা আওয়ামিলীগ কমিটি ঘোষনা করেন, জনাব র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ কে। সভাপতি #জনাব_অসীম_কুমার_পাল। সহ-সভাপতি, জিতু মিয়া সহ-সভাপতি, বাহার উদ্দিন সহ-সভাপতি, রুমা আক্তার সাধারণ সম্পাদক #জনাব_লতীফ_হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক, লিয়াকত আব্বাস টিপু।
জ্বালাময়ী বক্তৃতা। র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর, এমপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
ফুটবল খেলায় অরয়াইলের সাথে কুন্ডার পেনালটির বিতর্কের মূল ভিডিও
US Air Force Basic Military Training
Amerika Serikat