06/18/2025
ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইরান!
তারিখ: ১৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র। ইরানের সামরিক বাহিনী আজ দাবি করেছে যে, তারা ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ইরানি সামরিক মুখপাত্র জানায়, আধুনিক ড্রোন ও সাইবার প্রযুক্তির মাধ্যমে এই কৌশলগত অগ্রগতি অর্জিত হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডের এক জেনারেল বলেন, "ইসরায়েলের আকাশ এখন আমাদের দখলে। যে কোনো সময় আকাশপথে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ তাদের আর নেই।"
তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত এবং কোনো ধরনের ইরানি হুমকি কার্যকর হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই দাবি সত্য হলে এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিতে পারে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিস্তারিত আসছে...