
08/18/2025
গোটা দুনিয়ার অনেক কিছুই পাল্টে দিচ্ছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি। এবার প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে এআই প্রযুক্তির সম্পূর্ণ স্ব-চালিত গাড়ি । ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির স্টার্টআপ কোম্পানি টেনসরের তৈরি এ গাড়িটি মোটরগাড়ি শিল্পকে ভবিষ্যতের পথে একধাপ এগিয়ে দিয়েছে।
প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর টেনসর রবোকার ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ২০২৬ খৃস্টাব্দে গাড়িটি বাজারে পাওয়া যাবে। স্বচালিত এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১০০ টিরও বেশি সেন্সর। যার মধ্যে রয়েছে ৩৭টি ক্যামেরা, রাডার, মাইক্রোফোন এবং আল্ট্রাসনিক সেন্সর। জিরো-ক্লাউড প্রাইভেসির বিলাসবহুল রোবোকারের সম্ভাব্য দাম পড়বে ২০০,০০০ ডলার।
মোটরগাড়ি শিল্পে এটি সত্যিই একটি বড় অগ্রগতি। বললেন এআই বিশেষজ্ঞ আহমেদ বানাফা।তিনি টেনসরের প্রযুক্তি উপদেষ্টা।
‘প্রযুক্তিবিশ্বে সিলিকন ভ্যালি যে এখনও এগিয়ে এটি তারই প্রমাণ। নিশ্চিত করে বলা যায়, এআই প্রযুক্তির গাড়িগুলো আগামী দিনের মোটরগাড়ি শিল্পকে নিয়ন্ত্রণ করবে। আসলে সিলিকন ভ্যালির কোম্পানিগুলি যখন কিছু চিন্তা করে, তখন তা বড় করেই ভাবে।’
বানাফা বলেন, আপনি কোথাও যেতে চাইলে গাড়িটির পেছনে আরাম করে বসুন। গাড়িটিকে আপনার গন্তব্যের কথা জানান। গাড়িটিই আপনার ভ্রমণ পরিচালনা করবে এবং সম্ভাব্য সব নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবে। স্ব-চালিত এই গাড়িটিকে একটি পূর্ণাঙ্গ রোবাকার বলা যেতে পারে।
তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে স্বয়ংক্রিয় ও স্বচালিত রাখার জন্য টেনসর রবোকারে যুক্ত করা হয়েছে ছয় স্তরের অটোমেশন। আমেরিকার রাস্তায় স্বচালিত গাড়িগুলোর মধ্যে টেসলারে রয়েছে দুই স্তরের অটোমেশন, যা সীমিত পরিসরে স্ব-চালিত। মার্সিডিজ বেঞ্জের একটি মডেলে তৃতীয় স্তরের অটোমেশন যুক্ত করা হয়েছে। একমাত্র ওয়েমোরের রয়েঝে লেভেল ফোর অটোমেশন। সবকিছু ছাড়িয়ে সিক্স লেভেল অটোমেশন ব্যবহারের কারণে টেনসর রবোকার সব পরিস্থিতিতে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত গাড়ি।
#এআই #স্বচালিতগাড়ি #টেনসার #সিলিকনভ্যালি