Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে

Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সে গল্প শুনি। শোনাই।
(3)

গোটা দুনিয়ার অনেক কিছুই পাল্টে দিচ্ছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি। এবার প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে এআই প্রযুক...
08/18/2025

গোটা দুনিয়ার অনেক কিছুই পাল্টে দিচ্ছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি। এবার প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে এআই প্রযুক্তির সম্পূর্ণ স্ব-চালিত গাড়ি । ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির স্টার্টআপ কোম্পানি টেনসরের তৈরি এ গাড়িটি মোটরগাড়ি শিল্পকে ভবিষ্যতের পথে একধাপ এগিয়ে দিয়েছে।

প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর টেনসর রবোকার ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ২০২৬ খৃস্টাব্দে গাড়িটি বাজারে পাওয়া যাবে। স্বচালিত এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১০০ টিরও বেশি সেন্সর। যার মধ্যে রয়েছে ৩৭টি ক্যামেরা, রাডার, মাইক্রোফোন এবং আল্ট্রাসনিক সেন্সর। জিরো-ক্লাউড প্রাইভেসির বিলাসবহুল রোবোকারের সম্ভাব্য দাম পড়বে ২০০,০০০ ডলার।

মোটরগাড়ি শিল্পে এটি সত্যিই একটি বড় অগ্রগতি। বললেন এআই বিশেষজ্ঞ আহমেদ বানাফা।তিনি টেনসরের প্রযুক্তি উপদেষ্টা।

‘প্রযুক্তিবিশ্বে সিলিকন ভ্যালি যে এখনও এগিয়ে এটি তারই প্রমাণ। নিশ্চিত করে বলা যায়, এআই প্রযুক্তির গাড়িগুলো আগামী দিনের মোটরগাড়ি শিল্পকে নিয়ন্ত্রণ করবে। আসলে সিলিকন ভ্যালির কোম্পানিগুলি যখন কিছু চিন্তা করে, তখন তা বড় করেই ভাবে।’

বানাফা বলেন, আপনি কোথাও যেতে চাইলে গাড়িটির পেছনে আরাম করে বসুন। গাড়িটিকে আপনার গন্তব্যের কথা জানান। গাড়িটিই আপনার ভ্রমণ পরিচালনা করবে এবং সম্ভাব্য সব নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবে। স্ব-চালিত এই গাড়িটিকে একটি পূর্ণাঙ্গ রোবাকার বলা যেতে পারে।

তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে স্বয়ংক্রিয় ও স্বচালিত রাখার জন্য টেনসর রবোকারে যুক্ত করা হয়েছে ছয় স্তরের অটোমেশন। আমেরিকার রাস্তায় স্বচালিত গাড়িগুলোর মধ্যে টেসলারে রয়েছে দুই স্তরের অটোমেশন, যা সীমিত পরিসরে স্ব-চালিত। মার্সিডিজ বেঞ্জের একটি মডেলে তৃতীয় স্তরের অটোমেশন যুক্ত করা হয়েছে। একমাত্র ওয়েমোরের রয়েঝে লেভেল ফোর অটোমেশন। সবকিছু ছাড়িয়ে সিক্স লেভেল অটোমেশন ব্যবহারের কারণে টেনসর রবোকার সব পরিস্থিতিতে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত গাড়ি।

#এআই #স্বচালিতগাড়ি #টেনসার #সিলিকনভ্যালি

ব্রুকলিন বরোর ক্রাউন হাইটসে নাইট ক্লাবে গণগুলির ঘটনায় সন্দেহভাজন খুনীকে (এ পোস্ট লেখা পর্যন্ত) আটক করতে পারেনি পুলিশ। ৩ ...
08/18/2025

ব্রুকলিন বরোর ক্রাউন হাইটসে নাইট ক্লাবে গণগুলির ঘটনায় সন্দেহভাজন খুনীকে (এ পোস্ট লেখা পর্যন্ত) আটক করতে পারেনি পুলিশ। ৩ জন মারা যায় ওই ঘটনায়। আহত ৯ জন। রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে ফ্রাঙ্কলিন এভিনিউর 'টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ' এ ঘটনা।

এটি গ্যাং সংশ্লিষ্ট গণগুলির ঘটনা, এবং সন্দেহভাজন একাধিক ব্যক্তি, জানিয়েছেন এনওয়াইপিডি পুলিশ প্রধান জেসিকা টিশ।

মাত্র ক'দিন আগে, ২৮ জুলাই ম্যানহাটনে গণগুলির ঘটনায় এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামসহ ৫ জনের মৃত্যু হয়। সে ঘটনায় সন্দেহভাজন খুনী নিজে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছিলো।

সবগুলো ছবি পুরনো। অনেক কথা বলে।
08/17/2025

সবগুলো ছবি পুরনো।
অনেক কথা বলে।

৩৭ বছর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাল্ফ মেনজিসের মানসিক অসুস্থতা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। মেনজিসকে ডিমে...
08/17/2025

৩৭ বছর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাল্ফ মেনজিসের মানসিক অসুস্থতা পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। মেনজিসকে ডিমেনশিয়ায় আক্রান্ত দাবি করে আইনজীবি তার মানসিক সুস্থতা যাচাইয়ে নতুন করে শুনানির আবেদন জানিয়েছিলেন। উটাহের তৃতীয় জেলা জজ ম্যাথিউ বেটস তা নাকচ করে দিয়েছেন।

গত বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারক ৬৭ বছর বয়সী রাল্ফ মেনজিসের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। উটাহ বোর্ড অফ পারডনস এন্ড প্যারোলের অনুমোদন সাপেক্ষে আগামী ৫ সেপ্টেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে।

রাল্ফ মেনজিসের মৃত্যুদণ্ডের বিষয়টি বহুল আলোচিত। কারণ তিনিই যুক্তরাষ্ট্রেরর সবচেয়ে দীর্ঘতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী।

১৯৮৬ খৃস্টাব্দের ফেব্রুয়ারিতে গ্যাস স্টেশন কর্মী মৌরিন হুনসেকারকে প্রথমে অপহরণ ও পরে গলা কেটে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৮৮ খৃস্টাব্দের ২৩ মার্চ হত্যার দায়ে মেনজিসে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ ছিল ওই বছরের ২০ মে। পরে আসামী পক্ষের আবেদনে উটাহ সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক পর্যালোচনার জন্য তা স্থগিত করে।

আসামিপক্ষের আইনজীবিদের যুক্তি, মেনজিসকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়া উচিত। কারণ তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং শৈশবকাল নির্যাতনের শিকার হয়েছিলেন। মানবিক কারণে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। কিন্ত মেনজিসের অতীতের চুরি, ছিনতাই, ডাকাতি, জেল থেকে পালানো ইত্যাদি অপরাধমূলক রেকর্ডের কারণে রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আসছে।

রাল্ফ মেনজিস তিন যুগেরও বেশি সময় ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে বন্দী জীবন কাটাচ্ছেন। এরমধ্যে অন্তত তিনবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবার উচ্চ আদালতে আপিলের কারণে তার মৃত্যদণ্ড কার্যকর এতোদিন ধরে স্থগিত রয়েছে।

#উটাহ #মৃত্যুদণ্ড #মেনজিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেছেন, রাশিয়া অনেক বড় একটি শক্তি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের চুক্তি কর...
08/17/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া অনেক বড় একটি শক্তি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের চুক্তি করা উচিত। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরদিন শনিবার নিজস্ব সামাজিক প্লার্টফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন, সবাই একমত হয়েছে যে রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হলো দীর্ঘমেয়াদী একটি শান্তি চুক্তি করা। কারণ যুদ্ধবিরতির চুক্তি অনেক সময় টেকে না।

বিশ্বের শক্তিধর দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে পুতিন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বলে কুটনৈতিক সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন।

জেলেনস্কিকে ট্রাম্প জানান, যদি কিয়েভের পক্ষ থেকে দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেওয়া হয়, তবে রাশিয়া বেশির ভাগ জায়গায় যুদ্ধ থামাবে—এমন শর্ত দিয়েছেন পুতিন। জেলেনস্কি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ দোনেৎস্ক ইউক্রেনের অন্যতম সমৃদ্ধ শিল্পাঞ্চল। অনেক আগে থেকেই পুতিনের অন্যতম লক্ষ্যস্থল ছিল এ এলাকা। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে দোনেৎস্ক অঞ্চলেরও প্রায় তিন-চতুর্থাংশ এলাকা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে রাশিয়ার সদিচ্ছা না থাকাটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, সোমবার তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সেখানে বিস্তারিত আলোচনা হবে।

#ইউক্রেনরাশিয়া #ট্রাম্প #শান্তিচুক্তি

নিউ ইয়র্ক সিটির কাছে এলমন্টে (নাসাউ কাউন্টি, লং আইল্যান্ড) U.S. Department of Housing & Urban Development- HUD এর একটি ব...
08/16/2025

নিউ ইয়র্ক সিটির কাছে এলমন্টে (নাসাউ কাউন্টি, লং আইল্যান্ড) U.S. Department of Housing & Urban Development- HUD এর একটি বাড়ি নিলামে বিক্রি হবে। এ বিক্রি বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে HUD homestore ওয়েবসাইটে (কমেন্টে দেয়া আছে)।

এ নিলামে অংশ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশী রিয়েল এস্টেট ব্রোকার মোহাম্মদ তোয়াহার সঙ্গে। তার ফোন নম্বর ৯১৭-৫৬০-৫৩৩৫।

সম্পত্তির ঠিকানা
1 Tudor Cresent, Elmont, NY 11003.
৪ বেডরুম, ২ বাথরুম। ৭ কক্ষের বাড়ি। ১,৬২৬ বর্গফুট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব...
08/16/2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি যুদ্ধের কারণে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।

স্লোভেনিয়ান বংশোদ্ভূত ফার্স্ট লেডি মেলানিয়া শুক্রবার আলাস্কা যাননি। স্বামী ট্রাম্পের মাধ্যমে চিঠিটি তিনি পুতিনের কাছে পাঠিয়েছেন। দুই নেতার বৈঠকের একপর্যায়ে মেলানিয়ার লেখা চিঠিটি ট্রাম্প পুতিনের হাতে তুলে দেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা সম্পূর্ণ চিঠি প্রকাশ না করলেও বিষয়বস্তু সম্পর্কে বলেছেন, এতে ইউক্রেনের যুদ্ধে অপহরণের শিকার হওয়া শিশুদের দুর্দশার কথা লিখেছেন মেলানিয়া।

মার্কিন ফার্স্ট লেডি চিঠিতে লিখেছেন, যুদ্ধের কারণে শিশুদের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে। লাখ লাখ ইউক্রেনীয় শিশু মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তিধর দেশের দুই প্রেসিডেন্টের বৈঠক থেকে ইউক্রেনে যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

#ফার্স্টলেডি #মেলানিয়া #ট্রাম্প #পুতিন

পূর্ব আটলান্টিক মহাসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়টি আরও শক্তিশালী হয়ে হারিকেনে রূপান্তরিত হয়েছে। মৌসুমের প্রথম এ ঘূর্ণিঝড়ের ...
08/16/2025

পূর্ব আটলান্টিক মহাসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়টি আরও শক্তিশালী হয়ে হারিকেনে রূপান্তরিত হয়েছে। মৌসুমের প্রথম এ ঘূর্ণিঝড়ের নাম ‘এরিন’।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আফ্রিকার পশ্চিম উপকূলের কাবু ভার্দে দ্বীপপুঞ্জের পশ্চিমে তৈরি হওয়া ঝড়টি ঘণিভূত হয়ে শুক্রবার ভোরে দুই নং ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়েছে।আটলান্টিকে এটিই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। বর্তমানে এরিন ঘণ্টায় ৪৫ মাইল বেগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে ঝড়টির গতি বেড়ে যাবে এবং একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ামিতে অবস্থিত মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (NHC) জানিয়েছে, ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে ভারি বৃষ্টিপাত, জলোচ্ছাস ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষকে এরিনের গতিপথ পর্যবেক্ষণ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এনএইচকের আবহাওয়াবিদরা।

এখন পর্যন্ত এরিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাব ফেলবে বলে পূর্বাভাস দেওয়া হয়নি, তবে আবহাওয়াবিদরা এটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ঘূর্ণিঝড়টি যে কোনো সময় গতিপথ পরিবর্তন করতে পারে।

এনএইচকে জানিয়েছে, এরিনের মূল কেন্দ্রটি ওয়েস্ট ইন্ডিজের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে বর্তমানে প্রায় আঠারো’শ মাইল দূরে অবস্থান করছে। চলতি সপ্তাহের শেষভাগ এটি উত্তর লিওয়ার্ডস, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর উত্তরে উপকূল অতিক্রম করতে পারে। ওইসময় দ্বীপগুলিতে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ও জলোচ্ছাস হতে পারে।

২০১১ খৃস্টাব্দের ২৬ থেকে ২৯ আগস্ট আইরিন নামের শক্তিশালি হারিকেন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৪৬ জন মানুষ প্রাণ হারায়।

#হারিকেন #ঘূর্ণিঝড় #ঘূর্ণিঝড়এরিন #এরিন

আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজকীয় আবহে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
08/16/2025

আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজকীয় আবহে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রায় তিন ঘণ্টা তারা বৈঠক করেন। বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তিধর দেশের দুই প্রেসিডেন্টের বৈঠক থেকে ইউক্রেনে যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বৈঠক শেষে যৌথ ঘোষণায় আলোচনায় অগ্রগতির কথা বলা হলেও কোন কোন বিষয়ে কথা হয়েছে বা কী অর্জিত হয়েছে এর ব্যাখ্যা দেননি দুই নেতা। এতে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠেছে যে বৈঠকে কোনো চুক্তির বিষয়ে তারা একমত হতে পারেননি।এ বৈঠক থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার আশা করা হলেও কার্যত তার কোনো আভাস মিলেনি।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। সেখানে পুতিনকে প্রথমে কথা বলতে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট জানান, বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলো হয়েছে এবং বেশ কিছু বিষয়ে দুইদেশ একমত হয়েছে। কিন্তু কোন কোন বিষয়ে কথা হয়েছে সেটি স্পষ্ট করেননি তিনি।

পুতিন বলেন, আজকের বৈঠক শুধুমাত্র ইউক্রেন সমস্যা সমাধানের শুরু নয়, রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনতে সহায়তা করবে। শান্তির জন্য চুক্তি করতে হলে সেটা দীর্ঘস্থায়ী হওয়া উচিত। সেটা করতে হলে যে কারণে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে বাধ্য হয়েছে সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে।

পুতিনের বক্তব্যের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। তবে স্বল্প সময়ের আলোচনায় কিছু বড় বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। সব বিষয়ে সমঝোতা যখন হবে চুক্তি তখনই হবে। চুক্তি না হওয়া পর্যন্ত চুক্তি নিয়ে কথা বলার কিছু নেই।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বা পুতিনের কেউ সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেননি। সাংবাদিকরা চিৎকার করে অনেক প্রশ্ন করলেও সেগুলোর জবাব দেননি দুজন।

ট্রাম্প বলেন, খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হবে, আর সম্ভবত আবার দেখা হবে। এ সময় পুতিন বলেন, নেক্সট টাইম ইন মস্কো।

এরপর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই মঞ্চ ত্যাগ করেন দুই নেতা।

ট্রাম্প-পুতিনের যৌথ উপস্থিতিতে কেবল একটা বিষয়েরই ইঙ্গিত মিলেছে, মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা।

#ট্রাম্পপুতিন #যুদ্ধবিরতি #আলাস্কা

08/16/2025

শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা। আয়োজনে 'আমরা মুজিব'। লিটল বাংলাদেশ। ব্রুকলিন। নিউ ইয়র্ক।

U.S. Department of Housing & Urban Development- HUD এর বেশ কিছু বাড়ি নিলামে কেনার সুযোগ তৈরি হয়েছে। এগুলো পাওয়া যাবে HUD...
08/15/2025

U.S. Department of Housing & Urban Development- HUD এর বেশ কিছু বাড়ি নিলামে কেনার সুযোগ তৈরি হয়েছে। এগুলো পাওয়া যাবে HUD homestore ওয়েবসাইটে। নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন কাউন্টিতে এসব বাড়ির অবস্থান। কোনও কোনওটির নিলামে অংশ নেয়ার সময়সীমা ১০ দিন পর্যন্ত সীমাবদ্ধ।

স্ট্যাটেন আইল্যান্ডে দু'টি বাড়ি আছে এ নিলাম তালিকায়। অংশ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশী রিয়েল এস্টেট ব্রোকার মোহাম্মদ তোয়াহার সঙ্গে। নম্বর ৯১৭-৫৬০-৫৩৩৫।

এই নিলাম সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে কমেন্টে দেয়া লিঙ্কে।

Address

Sandwip, NY

Telephone

+16319335155

Alerts

Be the first to know and let us send you an email when Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probasi TV । আমেরিকার পথেপ্রান্তরে:

  • Want your business to be the top-listed Media Company in Sandwip?

Share

Category