Cartunus Daily 2.0

Cartunus Daily 2.0 Cartunus Daily shares cartoons that bring humor and insight to the latest events in Bangladesh. Our aim is to bring a smile to your face.

We are not affiliated with any brand, business, or public figure—just here to share some laughs and perspectives. Welcome to Cartunus Daily, your go-to destination for humorous and insightful cartoons inspired by the latest happenings in Bangladesh. Our mission is simple: to bring a smile to your face and share fresh perspectives on the world around us through our creative and witty art. How We St

arted
The journey of Cartunus Daily began on August 15, 2024, when a team of passionate creators decided to bring some laughter and thought-provoking cartoons into people’s lives. Our first cartoon was designed on August 23, 2024, and published on the same day on our original page, SimpsonSagaBD. Who We Are
We are a team of Bangladeshis living across the world, united by a shared passion for art, humor, and storytelling. The heart of Cartunus Daily lies with our two talented artists based in a European country, who bring our cartoons to life with creativity and skill. Behind every cartoon is a like-minded team of Bangladeshis contributing ideas, ensuring our content resonates with current events and public sentiment. Our various platforms are managed by dedicated individuals, with each person playing a unique role in keeping our content engaging and accessible. Additionally, we have an in-house team member who ensures our website runs smoothly and delivers the best user experience. Together, we are a global team with a single vision. Our Challenges and Resilience
Although we started as a fun and light-hearted cartoon magazine, our satire and humor didn’t sit well with everyone—especially the fascist government of Bangladesh led by Dr Muhammad Yunus. They attempted to silence us multiple times by suspending our pages. SimpsonSagaBD: Our original page was suspended two times shortly after we gained popularity. Cartunus Daily: We came back with a new page, but this too was suspended after just a month. Cartunus Daily 2.0: Today, this is our operational page, where we continue to share cartoons despite the challenges. We’ve faced censorship head-on and remain committed to fighting against suppression through our art. Expanding Our Presence
Cartunus Daily is now more than just a page. We’ve grown into a fun, inclusive community that connects with fans across multiple platforms. Here’s where you can find us:

Instagram: .0
Twitter (X):
Telegram Channel: CartunusDaily
Threads: CartunusDaily2.0
TikTok:
Pinterest:


Fan Interaction
We value our fans and believe in a collaborative creative process. Our Facebook group, Cartunus Daily Fan Club, is a space where fans share ideas, memes, and thoughts. Many of these ideas inspire our cartoons, making it a collective effort to bring humor and insight to our audience. Facebook Group: Cartunus Daily Fan Club


Our Commitment
At Cartunus Daily, we believe in using humor as a tool to challenge oppression, spark conversations, and foster unity. We’re not affiliated with any brand, business, or public figure. We’re simply here to bring smiles, one cartoon at a time. Thank you for being a part of our journey. Together, let’s continue to laugh, share, and inspire!

08/17/2025

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম লাগায়ক আল্লামা সারোয়ার তুষারের প্রস্তাবিত ‘লাগানো তত্ত্ব’। তার প্রশ্ন 'তুমি কি আমাকে লাগাতে দিবা?' কে ঘিরে সৃষ্টি হয়েছে এক দার্শনিক ও রাজনৈতিক বিতর্ক, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে তুষারের দাবি, এই প্রশ্ন শুধু একটি সাধারণ বাক্য নয়, বরং এটি হলো গণতান্ত্রিক সম্মতির চূড়ান্ত পরীক্ষা। তার মতে, একজন নারী সহকর্মী রাজনীতিতে প্রবেশ করলে দলের প্রতি তার আস্থা, ত্যাগ ও আনুগত্য যাচাইয়ের একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি এই প্রশ্নের উত্তরের ভেতরেই নিহিত। তিনি যুক্তি দেন, যিনি এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলতে সক্ষম, তিনিই প্রকৃত বিপ্লবী এবং দলের জন্য জীবন উৎসর্গ করতে সক্ষম।

এই তত্ত্বকে ঘিরে আয়োজিত হয় ঢাকার এক অভিজাত হোটেলে বিশেষ সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন আল্লামা সারোয়ার তুষারের প্রধান শিষ্য রিফাত রশিদ, যিনি তত্ত্বটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে একে ‘গণ-অভ্যুত্থানের চেতনা’র সঙ্গে যুক্ত করেন। রিফাতের মতে, যারা ‘লাগানো তত্ত্বের’ বিরোধিতা করছেন, তারা প্রকৃতপক্ষে গণআন্দোলনের মেরুদণ্ডকে দুর্বল করার চেষ্টা করছেন।

কার্টুনুস ডেইলির আজকের প্রতিবেদনে যা যা থাকছে:

- ফাঁস হওয়া একটি অডিও কীভাবে রাজনৈতিক ‘তত্ত্বে’ পরিণত হলো?
- কী শেখানো হচ্ছে তুষার-রিফাতের ‘লাগানো’ একাডেমিতে?
- ‘লাগানো তত্ত্ব’ আর ‘ন্যুড ভাইরাল’ হুমকির মধ্যে গোপন সম্পর্ক কী?
- এই তত্ত্ব কি আসলেই ‘নারী ক্ষমতায়নের’ নতুন ফর্মুলা?
- এই তত্ত্ব কি দেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দেবে?

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না! আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন মজার রম্য ভিডিওর জন্য।

#লাগানোতত্ত্ব #বিশেষপ্রতিবেদন

১৫ আগস্ট ২০২৫ ছিল কার্টুনুস ডেইলি-র প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের ৫ আগস্ট পাকিস্তানপন্থীদের হাতে বাংলাদেশের পরাজয়ের পর থে...
08/16/2025

১৫ আগস্ট ২০২৫ ছিল কার্টুনুস ডেইলি-র প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের ৫ আগস্ট পাকিস্তানপন্থীদের হাতে বাংলাদেশের পরাজয়ের পর থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশপন্থার ওপর ধারাবাহিক আঘাত দেখে মনে হচ্ছিল, কিছু একটা করা দরকার। বিশেষ করে ২০২৪ সালের ১৫ আগস্ট আমরা দেখেছিলাম একদল জ*ঙ্গির উন্মত্ততা। ৩২ নম্বর বাড়ি, যাকে বাংলাদেশের প্রসবঘর বলা হয়, সেই ৩২ নম্বরে তথাকথিত ছাত্র-জনতার নামে জঙ্গিদের কুরুচিপূর্ণ নাচগান চলছিল। সেই দৃশ্য আমাদের ভেতরে একরকম ধাক্কা দিল। তখনই সিদ্ধান্ত নিলাম, এসব নোংরামির প্রতিবাদ অবশ্যই করবো, তবে ভিন্নভাবে।

আমাদের প্রতিবাদের ভাষা যেন ৩–৪ দিনের ক্ষণস্থায়ী না হয়; বরং তাদের প্রতিটি নোংরামি, গুন্ডামি আর পাকিপ্রেম যেন আর্কাইভ আকারে জমা হয়, যেন ভবিষ্যতে ৫–১০ বছর পরও কেউ দেখে বুঝতে পারে, ২০২৪ সালে বাংলাদেশপন্থীদের পরাজয়ের পর পাকিস্তানপন্থীরা কেমন আচরণ করেছিল। সেদিনই ঠিক হলো প্রতিদিনের ঘটনা নিয়ে আমরা কার্টুন বানাবো।

এভাবেই জন্ম নিল কার্টুনুস ডেইলি (সাবেক সিম্পসন সাগা বিডি)।

প্রথম সপ্তাহটা কেটেছিল পরিকল্পনা সাজাতে। কীভাবে প্রজেক্টটাকে দীর্ঘমেয়াদে চালিয়ে নেয়া যায়, সেটাই ছিল চ্যালেঞ্জ। নিরাপত্তা তখন একটা বড় ইস্যু, তাই আমরা দেশ থেকে কাউকে যুক্ত না করার সিদ্ধান্ত নেই। রিসোর্সও ছিল না বললেই চলে। তবু শুরু করলে যেন দীর্ঘদিন চালানো যায়, সেভাবেই ইনিশিয়াল কন্টেন্ট প্ল্যান সাজানো হলো।

তখন দেশে চলছিল ফেনি বন্যার ভয়াবহতা আর ছাত্রদের কোটি টাকার লুটপাট উৎসব। ২২ আগস্ট শিশু উপদেষ্টা নাহিদ ঘোষণা দিল 'বিদ্যুৎবিহীন বন্যাকবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট দেয়া হবে'! অথচ বন্যার্তদের উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে, ত্রাণের কোটি কোটি টাকা লুটপাট করতেই তারা ব্যস্ত ছিল। আমরা এই ইস্যুটাকে প্রথম কার্টুনের টপিক হিসেবে বেছে নিলাম।

তৈরি হয় আমাদের প্রথম কার্টুন, শিশু উপদেষ্টা নাহিদকে নিয়ে।

২৩ আগস্ট ২০২৪, সেটি প্রকাশিত হয় সিম্পসন সাগা বিডি পেজ থেকে। এরপর থেকে প্রতিদিনই কোনো না কোনো টপিকে কার্টুন প্রকাশ হতে থাকে।

২০২৪ সালের আগস্ট থেকেই আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি অফুরান। তবে বারবার বাধাও এসেছে। 'সিম্পসন সাগা বিডি' প্রভাব খাটিয়ে বন্ধ করে দেয় শিশু উপদেষ্টা নাহিদ। পরদিনই আমরা ফিরলাম 'কার্টুনুস ডেইলি' নিয়ে। মাস খানেকের মধ্যেই সেটিও বন্ধ করে দেয়া হলো। আবার ফিরলাম 'কার্টুনুস ডেইলি ২.০' নামে।

এর মাঝেই আগের 'সিম্পসন সাগা বিডি' পেজটা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার করা গেল। কিন্তু তখন 'কার্টুনুস ডেইলি' নামেই পরিচিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা দ্বিধায় পড়লাম, ফিরব কি আগের নামে, নাকি নতুন নামেই চলব? শেষমেশ সিদ্ধান্ত হলো 'কার্টুনুস ডেইলি' নামেই এগোনো হবে। আগের পেজের নাম বদলে নতুন নামে নিয়ে আসা হলো। তবে এখনো URL-এ SimpsonSagaBD নামটারেখে দেওয়া হয়েছে।

শুধু ফেসবুক নয়, আমাদের ইন্সটাগ্রাম ও টুইটার একাউন্টও একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। তবুও কার্টুনুস দমে যায়নি। যেখানে প্রতিটি কার্টুনে ৪–৫ হাজার রিয়েক্ট আসত, সেই পেজ সাসপেন্ড হওয়ার পরের দিনই আমরা নতুন পেজ খুলে শূন্য থেকে একই উদ্যমে কার্টুন প্রকাশ করতে থেকেছি। বারবার এমন শূন্য থেকে শুরু করতে হয়েছে।

এখানেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রতিবার সাসপেন্ডের পরেও আপনারা আমাদের খুঁজে পেয়েছেন, পাশে থেকেছেন।

আমাদের খুব শিগগির থেমে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যে উদ্দেশ্যে কার্টুনুস শুরু হয়েছিল, সেই উদ্দেশ্যেই আমরা কাজ চালিয়ে যাবো।

যুদ্ধটা দীর্ঘ তাই লেগেই থাকতে হবে।

ধন্যবাদ সবাইকে ১টা বছর পাশে থাকার জন্য।

সিলেটের ভোলাগঞ্জে বাস্তবায়নাধীন ঐতিহাসিক ‘ড. ইউনূস পিরামিড’ প্রকল্পের এলাকা থেকে প্রায় সব পাথর রহস্যজনকভাবে চুরির পর অবশ...
08/15/2025

সিলেটের ভোলাগঞ্জে বাস্তবায়নাধীন ঐতিহাসিক ‘ড. ইউনূস পিরামিড’ প্রকল্পের এলাকা থেকে প্রায় সব পাথর রহস্যজনকভাবে চুরির পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। প্রকল্প এলাকা থেকে বিস্ময়করভাবে অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া শেষ সাদা পাথরটি রক্ষায় এবার গঠন করা হয়েছে সশস্ত্র বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স। জাতীয় নিরাপত্তা কাউন্সিল কর্তৃক এটিকে ‘প্রথম শ্রেণীর জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ’ হিসেবে ঘোষণা করার পর এর নিরাপত্তায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

সরেজমিনে ভোলাগঞ্জ এলাকা ঘুরে দেখা যায়, একটি মাত্র সাদা পাথরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে ত্রিস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়। পাথরটির নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সশস্ত্র ইউনিট। আকাশপথে সার্বক্ষণিক টহল দিচ্ছে বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং নিকটবর্তী জলাশয়ে নোঙর ফেলে রেখেছে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

যৌথ বাহিনীর প্রধান ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “আপনারা যেটিকে শুধু একটি পাথর ভাবছেন, সেটি আসলে একটি পাথর নয়। এটি আমাদের হাজার বছরের শাসনের ভিত্তিপ্রস্তর, জাতীয় অহংকারের শেষ প্রতীক। একটি আন্তর্জাতিক চক্র এই প্রকল্পের অর্জনকে ম্লান করে দিতেই বাকি পাথরগুলো সরিয়ে ফেলেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র আমরা সফল হতে দেবো না।” তিনি আরও যোগ করেন, “পাথরটির যেন কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে ক্ষতিসাধন না হয়, তা নিশ্চিত করতে দুদক টিমকেও পাহারায় রাখা হয়েছে। আমরা জীবন দিয়ে হলেও স্যারের পিরামিডের কাজ সমাপ্ত করবো।”

“ইউনূস স্যার পাঁচ হাজার বছর” স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এদিকে, বাকি হাজার হাজার পাথর কীভাবে ও কারা চুরি করল, সে বিষয়ে তদন্তের জন্য ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগে যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের মূল ফোকাস হলো এই শেষ পাথরটিকে রক্ষা করা। কারণ এই একটি পাথর বাঁচলেই প্রকল্পের ইজ্জত বাঁচবে।”

ছাপাখানার খবর নং: ৩

রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি!ইউনূস পিরামিড প্রকল্পের প্রায় সব পাথর চুরির পর ঘটনাক্রমে বেঁচে যাওয়া শেষ পাথরটি রক্ষ...
08/14/2025

রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি!
ইউনূস পিরামিড প্রকল্পের প্রায় সব পাথর চুরির পর ঘটনাক্রমে বেঁচে যাওয়া শেষ পাথরটি রক্ষায় নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ ও দুদক।

আইএসপিআর জানিয়েছে, এই একটি পাথরের উপরই জাতির হাজার বছরের স্থিতিশীলতার ভবিষ্যৎ নির্ভর করছে। তাই জীবন দিয়ে হলেও এই পাথর রক্ষা করতে হবে।

কার্টুন নং: ২৯৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইউনূস স্যার ৫ বছর’ নামক একটি স্বল্পদর্শী ও শিশুতোষ ক্যাম্পেইনের ব্যর্থতার পর এবার আরও টেকসই ও য...
08/12/2025

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইউনূস স্যার ৫ বছর’ নামক একটি স্বল্পদর্শী ও শিশুতোষ ক্যাম্পেইনের ব্যর্থতার পর এবার আরও টেকসই ও যুগান্তকারী এক সিদ্ধান্তে উপনীত হয়েছে উপদেষ্টা পরিষদ। ৮৫ বছর বয়স্ক প্রধান উপদেষ্টার শাসনামলকে নিছক পাঁচ বছরে সীমাবদ্ধ না রেখে তা অন্তত পাঁচ হাজার বছরের জন্য নিশ্চিত করতে এক ঐতিহাসিক বৈঠকে তাঁকে মমি বানানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

উপদেষ্টা পরিষদের ভবিষ্যৎ-চিন্তা ও গবেষণা বিষয়ক উপ-কমিটির এক জ্যেষ্ঠ উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “পাঁচ বছরের দাবিটা ছিল একটা আবেগি আবদার। আবেগের শাসন ক্ষণস্থায়ী হয়। আমরা চেয়েছি এমন এক ব্যবস্থা, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে কেয়ামত পর্যন্ত সুনিশ্চিত করবে। অনেক ভেবেচিন্তে আমরা প্রাচীন মিশরীয়দের থেকে অনুপ্রাণিত হয়েছি। শারীরিক উপস্থিতি নশ্বর, কিন্তু মমিকৃত অস্তিত্ব অবিনশ্বর।” এই ‘অমর শাসন’ প্রকল্পের অংশ হিসেবে উপদেষ্টার মমির জন্য একটি সুবিশাল পিরামিড নির্মাণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিরামিডের স্থান হিসেবে সিলেটের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকাকে চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা ও পিরামিড প্রকল্প পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান জানান, “পিরামিড বানাতে প্রচুর পাথর লাগবে। ভোলাগঞ্জের সাদা পাথরগুলো এমনিতেই পড়ে আছে। এগুলো ব্যবহার করলে নির্মাণ খরচ অনেক কমে আসবে। দেশের সম্পদ দেশেই থাকবে, এর চেয়ে ভালো আর কী হতে পারে?”

এর আগে ‘ইউনূস স্যার ৫ বছর’ ক্যাম্পেইনটি ফেসবুকে কিছু অনলাইন কসমেটিকস, আমের আচার ও টি-শার্ট বিক্রেতার পেজে লাইক বাড়ানোর কাজে ব্যবহৃত হলেও তা জাতীয় পর্যায়ে তেমন কোনো টেকসই প্রভাব ফেলতে পারেনি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার সরাসরি পাঁচ হাজার বছরের প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

প্রকল্পের চূড়ান্ত রূপরেখা অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মমি পিরামিডের ভেতর থেকে আগামী পাঁচ হাজার বছর বাংলাদেশকে শাসন করবেন। তাঁর নীরব ও স্থির শাসনব্যবস্থা দেশের সকল প্রকার রাজনৈতিক কোলাহল ও অস্থিরতার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। পর্যটকরা আর সাদাপাথরের সৌন্দর্য দেখতে ভোলাগঞ্জ যাবে না, তারা যাবে হাজার বছরের শাসকের পিরামিড দেখতে।

ছাপাখানার খবর নং: 2

অবৈধ শাসন টেকসই করার মহৎ উদ্দেশ্যে পরিবেশ-টরিবেশ কিছুটা ছাড় দিতেই হয়। দেশের ভবিষ্যৎ পিরামিডের নিচে চাপা পড়লেও ইউনূস ষাঁড়...
08/11/2025

অবৈধ শাসন টেকসই করার মহৎ উদ্দেশ্যে পরিবেশ-টরিবেশ কিছুটা ছাড় দিতেই হয়। দেশের ভবিষ্যৎ পিরামিডের নিচে চাপা পড়লেও ইউনূস ষাঁড় অমর হোক!

কার্টুন নং: ২৯৬

'কাবাব মে হাড্ডি' সমস্যার যুগান্তকারী রাজনৈতিক সমাধান!আপনার প্রিয়জন কি আপনাকে কঠিন প্রশ্ন করে? এনসিপি নেতা সারজিস আলমের ...
08/11/2025

'কাবাব মে হাড্ডি' সমস্যার যুগান্তকারী রাজনৈতিক সমাধান!

আপনার প্রিয়জন কি আপনাকে কঠিন প্রশ্ন করে? এনসিপি নেতা সারজিস আলমের কাছ থেকে শিখে নিন, কিভাবে দার্শনিক উত্তর দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।

ছাপাখানার খবর নং: ১

কক্সবাজারের নির্জন ঝাউবনে বউয়ের পাশাপাশি তাসনিম জারাকে নিয়ে যাওয়ার কারণ জানালেন সারজিস আলমকার্টুনুস ডেইলি, কক্সবাজার প্র...
08/10/2025

কক্সবাজারের নির্জন ঝাউবনে বউয়ের পাশাপাশি তাসনিম জারাকে নিয়ে যাওয়ার কারণ জানালেন সারজিস আলম

কার্টুনুস ডেইলি, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে চলমান 'আইফোন সংগ্রহ কর্মসূচি'র মাঝে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টোকাই ও কিশোর গ্যাং বিষয়ক সমন্বয়ক সারজিস আলম। সম্প্রতি তাকে কক্সবাজারের এক নির্জন ঝাউবনে তার বোরকা পরিহিতা স্ত্রীর পাশাপাশি দলের ১ম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে নিয়ে একান্তে সময় কাটাতে দেখা যায়। এই ঘটনায় দলের ভেতরে ও বাইরে তীব্র গুঞ্জন শুরু হলে অবশেষে এক দার্শনিক বিবৃতির মাধ্যমে মুখ খুলেছেন সারজিস আলম।

নির্ভরযোগ্য সূত্রমতে, ঝাউবনের শীতল বাতাসে এক তোয়ালেতে বসে থাকা সারজিস আলমকে তার স্ত্রী প্রশ্ন করেন, "আমাদের মাঝে জারাকে কেন নিয়ে আসলা সারজিস? কাবাব মে হাড্ডি!" এই প্রশ্নে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, ঠিক তখনই সারজিস আলম তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেন।

স্ত্রীর দিকে তাকিয়ে তিনি ধীরস্থির কণ্ঠে বলেন, "তুমি হচ্ছো ফোন কভার, আর জারা হলো ডিসপ্লে।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, "সারজিস ভাই এখানে একটি রাজনৈতিক মডেলের কথা বলেছেন। ফোন কভার অর্থাৎ তার স্ত্রী, হলেন দলের রক্ষণশীলতার প্রতীক, যিনি সকল রাজনৈতিক আঁচড় ও সমালোচনার ধুলোবালি থেকে দলকে রক্ষা করেন। অন্যদিকে, ডিসপ্লে অর্থাৎ তাসনিম জারা হলেন দলের আধুনিকতা, গ্ল্যামার ও শোকেস, যা জনগণকে আকর্ষণ করে। একটি পূর্ণাঙ্গ ফোনের জন্য যেমন কভার ও ডিসপ্লে দুটোই দরকার, তেমনি একটি সফল রাজনৈতিক দলের জন্যও এই দুই ধারার সমন্বয় অপরিহার্য।"

সারজিস আলমের এই যুগান্তকারী 'ফোন কভার ও ডিসপ্লে' তত্ত্বে তার স্ত্রী সম্পূর্ণ নির্বাক হয়ে যান বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই নতুন মডেল দেশের জোটের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

কার্টুন নং: ২৯5

ঢাবির শিবির শিক্ষার্থিঃ এক, দুই, তিন, চার... জারেক টিয়ার পু...জারেক টিয়াঃ কথায় কথায় পুট*কি মার!!! পুট*কি কি তোর বাপ দাদা...
08/09/2025

ঢাবির শিবির শিক্ষার্থিঃ এক, দুই, তিন, চার... জারেক টিয়ার পু...

জারেক টিয়াঃ কথায় কথায় পুট*কি মার!!! পুট*কি কি তোর বাপ দাদার???

কার্টুন নং: ২৯৪

এলো মেলো করে দে মা,লুটেপুটে খাই।কার্টুন নং: ২৯৩
08/08/2025

এলো মেলো করে দে মা,
লুটেপুটে খাই।

কার্টুন নং: ২৯৩

08/06/2025

কার্টুনুস ডেইলির আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ডুব দিয়েছি নতুন রাজনীতির এক গভীর সংকটে! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতা সারোয়ার তুষারের এক ঐতিহাসিক প্রশ্ন, “তুমি কি আমাকে লাগাতে দিবা?”—কীভাবে একটি রাজনৈতিক দলের ভিত্তি নাড়িয়ে দিল, তার পেছনের রম্য ও রহস্যময় ঘটনাপ্রবাহ তুলে ধরেছি আমরা।

কার্টুনুস ডেইলির এই রম্যধর্মী বিশেষ প্রতিবেদনে যা যা থাকছে:

- তুষারের ‘লাগানো’ প্রস্তাবের আসল অর্থ কী? যৌনতা নাকি গভীর রাজনৈতিক দর্শন?
- প্লেটো আর কামসূত্র ঘেঁটেও কেন তদন্ত কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না?
- ‘জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে আসা’ নারী নীলা ইসরাফিলের অডিও রেকর্ডারের পেছনের গল্প কী?
- দলের আহ্বায়ক নাহিদ ইসলামের ঘুম কেন হারাম?
- নতুন রাজনীতির ভবিষ্যৎ কি এই এক ‘লাগানো’ প্রশ্নেই আটকে থাকবে?

আপনি যদি ভেবে থাকেন রাজনীতি কেবল গুরুগম্ভীর বিষয়, তবে এই ভিডিও আপনার ধারণা বদলে দিতে বাধ্য। সারোয়ার তুষার, নীলা ইসরাফিল, এনসিপি আর একটি অডিও—এই সবকিছু কীভাবে এক সূত্রে গাঁথা হলো, তা জানতে এখনই দেখুন পুরো ভিডিও।

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে চাপ দিন, কমেন্টে আপনার ‘মূল্যবান’ মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই রাজনৈতিক রম্যের আনন্দ ছড়িয়ে দিন।

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমাদের পরবর্তী প্রতিবেদনটি আপনার মিস করা উচিত হবে না!

#সারোয়ারতুষার #নীলাইসরাফিল #এনসিপি #অডিওফাঁস #নতুনরাজনীতি #বিশেষপ্রতিবেদন #জুলাইসনদ

Address

South Bend, IN

Website

https://truthsocial.com/@CartunusDaily, https://mastodon.social/@CartunusDai

Alerts

Be the first to know and let us send you an email when Cartunus Daily 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share