Piuly * Keep smiling, because life is a beautiful thing and there's so much to smile about. -Marilyn Monroe
(6)

07/21/2025

স্বামীকে যতই আপন করে ভালোবেসে যত্ন নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশী ভালোবাসবে না। পরিবার এর বিরুদ্ধে গিয়ে তোমার পাশে থাকবে না। কিন্তু একজন স্ত্রী? আজীবন নিঃস্বার্থ ভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে! এমনকি তার পরিবারের সাথে ও সম্পর্ক চিহ্ন করতে ভাবে না। অথচ একজন স্বামী? তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারেনা। স্ত্রী অপমানে প্রতিবাদ করবে না। কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারেনা। তার পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক,ঘুরে ফিরে স্ত্রীই খারাপ হবে। কিন্তু স্বামী যখন বিপদে পড়ে তখন কেউ ২ পয়শা দিয়ে সাহায্য করা তো দূরের কথা খোঁজ ও নিবে না। কিন্তু যখন তাদের স্বার্থের দরকার হবে তখন এসে ভাই অর পরিবারের সদস্য হিসেবে দাবি করে। কিন্তু দিনশেষে একজন স্বামীর বিপদে তার একমাত্র স্ত্রী ই পাশে থাকে। আর বাকি সব স্বার্থে ঘুরে।
_______এটাই বাস্তবতা !

লিখা- সংগৃহিত;

, , , , , , , ....

07/13/2025

ভাঙ্গা কাঁচ আর ভাঙা মন কখনও জুরা লাগে না

07/13/2025

Monogamy and polygamy মানুষের বন্ধন কখনও মজবুত হয় না। কারণ monogamy রা একজনকে না পেলে অন্য জনের প্রতি সহজেই আকর্ষিত হয়।এতে monogamy রা ই কষ্ট পায় ।

07/11/2025

🌿🌿স্ত্রীর মন—যে জায়গাটাতে যত্ন নয়, সবচেয়ে বেশি অবহেলা হয়:

একজন পুরুষ জীবনের অনেক কিছু গুছিয়ে রাখে। সংসার চালায়, দায়িত্ব নেয়, কাজ করে, বিল মেটায়—সবই ঠিকঠাক থাকে। কিন্তু যে জায়গাটাতে তার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত, সবচেয়ে বেশি যত্ন দেখানো দরকার, সেটা অনেক সময় অবহেলার ছায়ায় ঢেকে যায়।
সেই জায়গাটা হলো—তার স্ত্রীর মন।

একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে নিজের জীবন সঁপে দেয়, সে শুধু একটা ছাদ চায় না। সে চায় ভালোবাসার ছায়া, বোঝার কোমলতা, অনুভবের সঙ্গ।
সে চায়, কেউ তাকে মন দিয়ে শুনুক। তার না বলা কথাগুলো পড়তে শিখুক। ক্লান্ত দুপুরগুলোতে কেউ বলুক, "তুমি কেমন আছো?" — এটুকু স্নেহই অনেক মেয়ের কাছে বিশ্রামের মতো।

কিন্তু বাস্তবতা বড় কঠিন।
কিছু না বললেই বুঝে নেওয়ার কথা বলা হয়, অথচ কেউ বোঝে না।
দুঃখের কথা বললে বলা হয়, “তুমি অতিরিক্ত ভাবো”, “সবসময় অভিযোগ করো”।
আর এইরকম দিনে দিনে স্ত্রী নিঃশব্দ হয়ে যায়।
সে আর প্রশ্ন করে না, অভিযোগ তো দূরের কথা—দেখে না, বলে না, শুধু চুপ থাকে। কারণ সে জানে, তার অনুভূতির দাম নেই এখানে।

এই নীরবতা থেকেই জন্ম নেয় ভিতরগত এক ভাঙন, যা অনেক সংসারে টেরও পাওয়া যায় না—তবু প্রতিদিন একটু একটু করে মরে যায় সম্পর্ক।
একটা সংসার টিকে থাকে শুধু খরচ চালিয়ে নয়, টিকে থাকে ভালোবাসা দিয়ে, বোঝাপড়া দিয়ে, একে অপরের অনুভবকে গুরুত্ব দিয়ে।

একজন স্ত্রী কি চায়?
সে চায়, তার কষ্টগুলো কেউ নিজের মতো করে বুঝে নিক।
সে চায়, তার হাসিমুখের পেছনের ক্লান্তিটা কেউ খেয়াল করুক।
সে চায়, যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলে, "আমি আছি।"

একটা মেয়ে যখন সংসার করে, সে রান্না বা কাপড় ধোয়ার জন্য করে না—সে করে ভালোবাসা দিয়ে। কিন্তু যদি সেই ভালোবাসার কোনো প্রতিধ্বনি না থাকে, তাহলে একটা সময় সে শূন্য হয়ে পড়ে।
তখন সে শুধু কাজ করে যায়—ভিতরে কিছুই থাকে না।
এই অবস্থাটাই সবচেয়ে ভয়ংকর, কারণ তখন সে আর কিছু আশা করে না।

তাহলে কী করণীয়?

পুরুষের কাছে সব সমাধান টাকা নয়, সিদ্ধান্ত নয়।
একটু সময় দিন, একটু মনোযোগ দিন।
চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন, "তুমি সত্যিই ভালো আছো তো?"
তার ছোট ছোট কাজগুলোকে কৃতজ্ঞতা দিয়ে মূল্য দিন।
আর যেকোনো তুলনা এড়িয়ে চলুন—স্ত্রী আপনার সঙ্গী, প্রতিযোগী নয়।

অনেক সময় পুরুষরা ভাবে, “আমি তো সব দায়িত্ব পালন করছি!”
হ্যাঁ, দিচ্ছেন। কিন্তু দায়িত্ব পালন আর হৃদয় বোঝা এক জিনিস নয়।
স্ত্রীর মনটা নিছক দায়িত্বের জায়গা নয়—ওটা যত্নের, মমতার জায়গা।

একজন স্ত্রী যখন অনুভব করে যে, তার মনটাকেও গুরুত্ব দেওয়া হয়—সে নিজের সমস্তটা দিয়ে পরিবারকে আঁকড়ে ধরে রাখে।
আর যদি সেই মনটাই ভেঙে পড়ে, তবে সংসারের ভিতরে ভিতরে এক অদৃশ্য অন্ধকার জন্ম নেয়।

শেষ কথায় শুধু এটুকু বলা যায়:
একজন পুরুষ যদি একটিবার স্ত্রীর চোখে গভীরভাবে তাকায়, তাহলে সে বুঝবে—সেই চোখে লুকিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক আশা, আর ভীষণরকম এক ভালোবাসা।

যেটা শুধু একটু যত্ন, একটু বোঝার অপেক্ষায় থাকে… প্রতিদিন।

07/02/2025

জীবনে চাওয়া পাওয়ার হিসাব করতে গিয়ে দেখি,অনেক কিছুই না পাওয়াই রয়ে গেল।
তবে সবচেয়ে বড় পাওনাটা হলো আমার মেয়ে ।

06/29/2025

💕

06/28/2025

মাঝে মাঝে ছোট ছোট আঘাত গুলো মনে বড় ক্ষতের সৃষ্টি করে

06/02/2025

সকল আবেগগুলো মায়ার খাঁচায় বন্দী 😇🙂

05/15/2025

মাঝে মধ্যে সবকিছু জানার পরেও
Speechless হয়ে থাকাটা আবশ্যিক হয়ে পড়ে ॥😖

05/11/2025

মা
তুমি আমার প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক , প্রথম বন্ধু
তুমি পাশে না থাকলে আমার মা হওয়াটা সহজ হতো না

05/11/2025

কেউ ঠেকে শিখে আর কেউ ঠকে শিখে😅🥲🙂🙃😇
দুনিয়াটা সত্যি ভয়ঙ্কর সুন্দর

05/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

আমার পাশে থাকো যুগের পর যুগ।

মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!
কথাগুলো just মন ছুঁয়ে গেল 🥰
এইগুলো আমার ও মনের কথা,
#মনেরকথা #সংগৃীত

Address

The Bronx, NY

Alerts

Be the first to know and let us send you an email when Piuly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piuly:

Share