22/07/2025
কিছুদিন যাবৎ জোলাইবাড়ি বিধানসভা কোয়াইফাং এলাকায় শ্রীকান্ত বাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা পূর্ণ মানিক ত্রিপুরা ওনার কন্যা সন্তান এলিনা ত্রিপুরা ছোট্ট শিশু (০৫ বছর) জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে আজ উক্ত স্থানে যাই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দপ্তর সহ অন্যান্য নেতৃত্বরা পরিবারের সাথে কথা বলে এবং সকল ধরনে সরকারি সুযোগ সুবিধার প্রদানের আশ্বাস দিই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।