News 24

News 24 News and Entertainment channel
News 24 Network. Hindi English Bengali Kokborok News. most popular channel

22/07/2025

কিছুদিন যাবৎ জোলাইবাড়ি বিধানসভা কোয়াইফাং এলাকায় শ্রীকান্ত বাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা পূর্ণ মানিক ত্রিপুরা ওনার কন্যা সন্তান এলিনা ত্রিপুরা ছোট্ট শিশু (০৫ বছর) জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনে আজ উক্ত স্থানে যাই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দপ্তর সহ অন্যান্য নেতৃত্বরা পরিবারের সাথে কথা বলে এবং সকল ধরনে সরকারি সুযোগ সুবিধার প্রদানের আশ্বাস দিই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

22/07/2025

কমলপুর সরকারি কলেজের ছাত্রী ও প্রফেসরের অপকর্মের ভিডিও ভাইরাল

22/07/2025

আগরতলা থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়া একটি রাবার সিট বোঝাই ট্রাক আচমকা ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

22/07/2025

আমবাসা বন দপ্তরের ইকো পার্কে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। তার নাম শান্তনু দাস বাড়ি সালেমা থানাধীন শিঙ্গিনালা এলাকায়।

22/07/2025

আমবাসা বন দপ্তরের ইকো পার্কের সিসি ক্যামেরা অচল পার্কে প্রবেশ করতে হলে টিকিট দেওয়া হয় কিন্তু নেই কোন রেজিষ্টার এমনটাই জানালেন খোদ পার্কের গার্ড। সিসি ক্যামেরা এবং রেজিষ্টার এই দুটি চালু থাকলে আজকের ঘটনায়পুলিশের তদন্তে অনেকটাই সাহায্য হতে পারতো।

22/07/2025

আমবাসা ইকো পার্কে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার।

22/07/2025

সুখিয়াবাড়ীতে বক্স কালভার্ট ভেঙে যাওয়ার কারণে দস্তুরমতো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে খোয়াই- মানিকভাণ্ডার সড়ক।

22/07/2025

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জোলাইবাড়ী নগর শাখার অন্তর্গত মুহুরীপুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়াশুনার ক্ষেত্রে কিছুদিন ধরে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। এই খবর পেয়ে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) জোলাইবাড়ী নগর শাখার সম্পাদক নয়ন গোপ এই স্কুলে যায় এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন এবং এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি লিখিত আবেদন করেন।

22/07/2025

মহুরীপুর ইংরাজী উচ্চমাধ্যমিক বিদ্যালয় জনজাতি হোস্টেলে ছাত্রদের বিভিন্ন সমস্যা ভুগছে ছাত্রছাত্রীরা। তারা বলছে গাইডলাইন শিক্ষক প্রয়োজন এবং উনাদের যে খাওয়া গুলি আছে তা কিছু সমস্যা দেখা গেছে যেমন উনারা পুষ্টিকর খাদ্য সময় মতো পাওয়া যায় না এবং বাসি তরকারি খাওয়ানো হয়। যে রান্না করে ওনি মধ্য পান অবস্থা থাকে প্রত্যেকদিনই।।

22/07/2025

শান্তির বাজার গভারমেন্ট ডিগ্রী কলেজে ছাত্র সংসদ পক্ষ থেকে দুপুর ১ ঘটিকায় প্রথম বছরের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক জেনারেল বৈঠক করা হয়। বৈঠকে আলোচনা করা হয় কলেজের নিয়ম-নীতি মেনে চলা এবং শিক্ষক-শিক্ষিকার সম্মান দিয়ে কথা বলা এই বিষয় নিয়ে তুলেন ধরেন ছাত্র সংসদের প্রতিনিধি সম্পাদক সায়ন দত্ত মহাশয় এবং এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ খেলো ভারত প্রমুখ সানাই বৈদ্য মহাশয়, প্রাক্তন স্টুডেন্ট ফোর সেবা প্রমুখ রাজেশ সাহা মহাশয়, সহ ছাত্র সংসদের প্রতিনিধি নেতৃবৃন্দরা।

22/07/2025

আজ লক্ষীচড়া বাজার সংলগ্ন শিবপাড়া এলাকায় শিব মন্দিরের উপর একটি বিশাল আকারের বটগাছ যে গাছটির বয়স প্রায় ৪০০(চারশো) বছর কাজটি পরে মন্দিরের পাশের একটি নদী বন্ধ হয়ে যায় । খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান শান্তিরবাজার মহাকুমার ডিজাস্টার ম্যানেজমেন্ট এর নোডাল অফিসার মোহম্মদ সাইফুদ্দিন আহমেদ । এবং অতি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে আসেন।

22/07/2025

শান্ত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা!! টিটন পাল নামে এক ব্যক্তি কে নিয়ে গেল পুলিশ। ঘটনা আমবাসা থানাধীন কমলা ছড়া এলাকায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share