
14/11/2022
গোবিন্দগঞ্জ কাটা মোড়ে শামীম নামে এক ব্যক্তির লা-শ উদ্ধার। মৃ-ত্যুর কারণ ও পুরো পরিচয় জানা যায়নি।
News Portal of Gobindaganj
Operating as usual
গোবিন্দগঞ্জ কাটা মোড়ে শামীম নামে এক ব্যক্তির লা-শ উদ্ধার। মৃ-ত্যুর কারণ ও পুরো পরিচয় জানা যায়নি।
""""গোবিন্দগঞ্জে অ-জ্ঞাত ব্যক্তির লা-শ উদ্ধার""""
গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক রাস্তার পাশে পরে থাকা অজ্ঞাত এক ব্যক্তির র-ক্তাক্ত লা-শ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পুলিশ লা-শটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ভোরে লা-শটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ লা-শটি উদ্ধার করে নিয়ে যায়।
বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন কুমার চ্যাটার্জি লা-শ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, সম্ভবত রাতে অথবা ভোরে কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হয়ে লোকটি মারা যেতে পরে। তার বয়স আনুমানিক ৭০ বছর। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃ-ত্যুর মামলা দায়ের হয়েছে।
জেলার খবর বাংলাদেশ গোবিন্দগঞ্জে হেলপার গাড়ী চালাতে গিয়ে নিহত ১ August 10, 2022 গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্...
রেল লাইনে দাঁড়িয়ে কি করছে তারা?!!!!!
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশন। ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ২০ মিনিটের জন্য দাঁড়ায়। রেল লাইনের দুই পাশে আনুমানিক ১০০ জনের মত পুরুষ মহিলারা দাড়িয়ে আছে বোতল হাতে।
ট্রেনে অবস্থান করা যাত্রীরা কিংবা ছাদ থেকে বোতল ছুড়ে দিলে তারা বোতলে পানি ভরে ট্রেনে ফেরত পাঠাচ্ছে। মহিলারা টিউবওয়েল থেকে সদ্য তোলা পানি আনছে বাড়ি থেকে। সেই পানি পরম উৎসাহে ট্রেনে বিনামূল্যে বিলিয়ে দিচ্ছে মাঝ বয়সী কিছু মানুষ।
"গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে মৃত্যু"
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল নিয়ে বাড়ী ফেরার পথে প্রচন্ড ভ্যাপসা গরমে অসুস্থ্য হয়ে মারা গেলেন বৃদ্ধ আব্দুর রহিম। গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদে আজ ৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে সরকারের বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয় ৪ হাজার ৮শ’ ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে।
প্রত্যক্ষদর্শিরা জানান, স্ব-পরিবারে এ চাল নিতে আসেন তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা নাকাটি পাড়া গ্রামের মৃত-আছান মুন্সীর ছেলে বয়সের ভারে নুয়ে পড়া আব্দুর রহিম (৮২)। তিনি দুপুর ১২ টার দিকে প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরমের মাঝে লাইনে দাঁড়িয়ে ভিজিএফের ১০ কেজি চাল নিয়ে ইউনিয়ন পরিষদের মাঠ থেকে বাহিরে এসে বসে পড়লে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউ’পি সদস্য ওয়ারেছ মিয়া বলেন, সকাল থেকে এ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে চাল দেওয়া শুরু করা হয়। ১নং ওয়ার্ডের চাল বিতরণ শেষে আমার ২নং ওয়ার্ডে চাল দেওয়া শুরু হলে বৃদ্ধ আব্দুর রহিম চাল নিয়ে ফেরার পথে তালুককানুপুর বাজারে অসুস্থ্য হয়ে মারা যান। তিনি আরো বলেন, পরিবারটি অত্যন্ত হতদরিদ্র হওয়ায় তাদের স্বামী স্ত্রীর নামে দুটি ভিজিএফের কার্ড দেই।
এ ব্যাপারে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খন্দকার বলেন, বৃদ্ধ আব্দুর রহিম আমার অত্যন্ত একজন কাছের মানুষ ছিলেন। চাল নেওয়া শেষে বাড়ী ফেরার পথে তিনি মারা যান। আমি খবর পেয়ে সাথে সাথে ওই পরিবারের কাছে যেয়ে সমবেদনা জানিয়ে আসি।
"গোবিন্দগঞ্জে প্রতিমা ভাংচুর। জড়িত দুর্বৃত্ত গ্রেফতার।"
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ৪টি পারিবারিক পূজা মন্ডপে হামলা করে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্ত আরিফুল ইসলামকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গেল রাত দশটার দিকে (৪ জুলাই ২০২২ তারিখ) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুরের কানুপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ৪টি পারিবারিক পূজা মন্ডপে আরিফুল ইসলাম নামে এক দুর্বৃত্ত ধারালো ছুরি নিয়ে হামলা করে প্রতিমা ভাংচুর করলে স্থানীয় এলাকাবাসী দেখে ফেলে তাকে হাতে নাতে আটক করে জরুরী সেবা ৯৯৯ এ কল করে।
খবর পেয়ে তাৎক্ষনিক গোবিন্দগঞ্জ থানা পুলিশ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পূজা মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদয় জয় কুমার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সনাতন ধর্মালম্বীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনায় জড়িত দুবৃর্ত্ত আরিফুলের দৃষ্টান্ত মুলক বিচার হবে বলে আশ্বস্ত করেন। তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, এ দেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সকল প্রশাসন আপনাদের পাশে আছে। আমরা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি। তাই দেশে সম্পৃতি বজায়ে রয়েছে। আমরা সবাই একসাথে বসবাস করছি। তাই এ দেশে সম্পৃতি বিনষ্ট কারীর স্থান হবে না।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ও অফিসার ইনচার্জ ইজার উদ্দিনও তার বক্তব্যে এঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তি হবে বলে জানান। পরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ৪টি পূজা মন্ডপের উন্নয়নের জন্য ১০হাজার করে নগদ ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেন।
"কম খরচে ঘর ঠাণ্ডা করার পদ্ধতি, রাতে ঘুমান শান্তিতে।"
গরম এবং আদ্রতা মিলে অসহনীয় করে তুলছে ঘরের অবস্থা। তবে একটি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করেই রাতের ঘুমে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য শুধু প্রয়োজন হবে একটি খোলা জানালার। তবে আপনি যা ভাবছেন তা নয়।
আপনাকে ফ্যানটিকে একটি খোলা জানালার সামনে দাড় করাতে হবে। কিন্তু সেটিকে নিজের দিকে তাক না করিয়ে, বাইরের দিকে ঘুরিয়ে রাখতে হবে। শুনতে কিছুটা অদ্ভুত শুনালেও বিষয়টি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। পরিবেশগত ডিজাইন পরামর্শদাতা নেলসন লেবোর মতে, এটিই সবথেকে কম খরচে রুম ঠান্ডা করার সেরা সমাধান।
মূলত এই পদ্ধতিতে সহজেই ঘরের গরম বাতাস বাইরে বের করে দেয়া যায়। এতে করে বাইরের ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারে।
তবে এই পদ্ধতিটি কাজে লাগে শুধু রাতের বেলা। তখন বাইরের বাতাস ঘরের ভেতরের বাতাস থেকে বেশি গরম থাকে। সবাইই জানেন যে বাতাস চলাচল করতে পারলে ঘর ঠাণ্ডা থাকে। কিন্তু বাতাস চলাচল করতে হলে ঘরের দুই পাসে বাতাস চলাচলের জন্য ফাঁকা থাকতে হয়। সেটি বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। তাই ফ্যান ব্যবহার করে ঘরের গরম বাতাসটিকে সরাতে হবে।
ফ্যান ব্যবহারের আসল উদ্দেশ্য হলো ঘরের বাতাস বের করে দেয়া। এতে এমনিতেই বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করবে। আর এই পদ্ধতি অনেক বিদ্যুৎ বিল কমাবে কারণ একটি ফ্যান ব্যবহার করেই রুম ঠাণ্ডা করা যাচ্ছে। এসি ব্যবহারে যেখানে হাজার হাজার টাকা বিল আসছে, সেখানে এই পদ্ধতি কয়েক গুণ কম খরচ করবে। তাছাড়া সরাসরি শরীরে ফ্যানের বাতাস লাগানোর থেকে এটি স্বাস্থ্যকরও বেশ।
"গোবিন্দগঞ্জে একদিনে তিন অপমৃত্যু"
মোস্তফা কামাল সুমন:
একদিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার পৃথক তিনটি জায়গায় এই তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে দুটি সড়ক দুর্ঘটনা এবং একটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রয়েছে।
রোববার সকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর দিলালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউপির কাটা এলাকায় বিকেলে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এদিকে, বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সড়ক দুর্ঘটনা দুটির তথ্য নিশ্চিত করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লোডশেডিংয়ে নাকাল গোবিন্দগঞ্জবাসী। নেই কোন সদুত্তর।
"মহিমাগঞ্জে তরুণদের উদ্যোগে বৃক্ষরোপণ"
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জমি, নদী ভাঙ্গন এলাকা, রেলওয়ে স্টেশনে বৃক্ষ রোপন করে কয়েকজন তরুণ।
তরুণদের মধ্য গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দীপ্ত বলে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলের উচিত অন্তত ৩টি করে গাছ রোপণ করা। এলাকাবাসী সহ সাধারণ জনগণ এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করে। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।
"গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা"
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধানকে সভাপতি এবং মোকাদ্দেস আলী বাদুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য পদে নেতাদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
শনিবার (১৮ জুন) দিনভর গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলনের ধারাবাহিক আনুষ্ঠানিকতা শেষে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষ থেকে ভোর ৫টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি এ ঘোষণা দেন।
কমিটিতে স্থান পাওয়া অপরাপর নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সহ-সভাপতি এ.এ.এম আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী ও ড. ইবনে আজিজ মো. নূরুল হুদা; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিয়া আসাদুজ্জামান হিরু, আবু সুফিয়ান মণ্ডল ও আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক ভিপি সেকেন্দার আলী মণ্ডল, আনিছুর রহমান আনিছ, আব্দুল হান্নান আজাদ; প্রচার সম্পাদক শাহিন আকন্দ, দপ্তর সম্পাদক পদে আব্দুস সোবাহন মুন্নু; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আরাফাত রাব্বি; মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে জাহান রিংকু, কার্যকরি সদস্য বীরমুক্তিযোদ্ধা শ্যামলন্দেু মোহন রায় জীবু বাবু প্রমুখ।
"গোবিন্দগঞ্জে নার্সারি করে বছরে ৫০ লাখ টাকা আয়"
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুঞ্জপুরছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম। পৈত্রিক সম্পত্তি ছিল সর্ব সাকুল্যে এক বিঘা জমি। তাতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করাই কঠিন ব্যাপার ছিলো।
অভাবের তাড়ানায় নতুন কিছু করার, অভাব মিটানোর তীব্র আকাংখা নিয়ে কয়েক বছর আগে ফলজ গাছের চারা উৎপাদনে লেগে পরে। মাত্র কয়েক শতাংশ জমিতে চারা উৎপাদন থেকেই তারা শুরু।
অভাবই আমাকে শিখিয়েছে অভাব তাড়ানোর মন্ত্র। এই কথাটি গর্বের সাথে উচ্চকণ্ঠে বলে জাহিদুল ইসলাম। নিজের ছোট্ট একখন্ড জমিতে গড়ে তোলা তাঁর নানা বিদেশী ফলের গাছের চারা উৎপাদনের নার্সারি এখন ১৮ বিঘা জমির এক বিশাল চারা ও নতুন নতুন জাতের ফলের সাম্রাজ্য। চারা ও ফল বিক্রি করে প্রতিবছর তাঁর আয় এখন প্রায় ৫০ লাখ টাকা।
"গোবিন্দগঞ্জের গ্রামঞ্চলের বয়স্কদের মিলন মেলা বাজারের চায়ের দোকান গুলোতে"
গোবিন্দগঞ্জে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ।
অসাধু ব্যবসায়ী, ব্যক্তি,প্রতিষ্ঠান যেন সরকারী নীতিমালার বাইরে গিয়ে অবৈধ ভাবে অতিরিক্ত ধান-চাল কিনে মজুদ করে বাজারে খাদ্য সঙ্কট সৃষ্টি করতে না পারে সেই লক্ষে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তর।
গোবিন্দগঞ্জের কৃতি সন্তান মোঃ আব্দুস সবুর মন্ডল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) হিসেবে পদোন্নতি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ দৃশ্যমান হলো গোবিন্দগঞ্জে ইপিজেড এলাকার সাইনবোর্ডের।
"গোবিন্দগঞ্জে অবশেষে কৃষিতে ভাগ্য ফিরলো বিদেশ ফেরত হাবিবুরের।"
গোবিন্দগঞ্জ কামারদহ ইউনিয়নের হাবিবুর রহমান। ভাগ্য ফেরাতে ৭ বছর আগে পাড়ি জমান মালেশিয়ায়। ৭ বছর মালেশিয়ায় প্রবাসী শ্রমিক হয়ে কাজ করেও ভাগ্য ফেরেনি তার। দেশে চলে আসেন নিরুপায় হয়ে।
বাড়ির পাশে কৃষি জমি গুলো নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেন। যা মাটি ছেড়ে বিদেশ চলে গিয়েছিলেন। সেই মাটিই যে তার ভাগ্য ফেরাবে আবার তা কে জানতো! মাত্র ১২ হাজার টাকা ব্যয় করে ১৬ শতাংশ জমিতে বরবটি চাষ করেন।
এই মাত্র ১৬ শতক জমিতে প্রতিদিন প্রায় ৮০ কেজি বরবটি আহরণ করে বাজারে বিক্রি করেন। হাবিবুর আশা করছেন এই মাত্র ১৬ শতক জমিতেই লাখ টাকার বরবটি সে বিক্রি করতে পারবে। স্বল্প সময় আর স্বল্প খরচে এত লাভবান হওয়াতে ভাগ্য ফেরানোর নতুন করে আশায় বুক বেঁধেছে হাবিবুর। হাবিবুর তার বরবটি চাষ করার জন্য আলাদা পদ্ধতি বেছে নিয়েছে। এই পদ্ধতিতে খরচ কম পাশাপাশি গাছও বেশীদিন বেঁচে থাকে। আগ্রহীরা তার সাথে যোগাযোগ করতে পারেন।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ১৭ এর ফাইনাল খেলায় টাইব্রেকারে মহিমাগঞ্জ ইউনিয়ন ফুটবল দল গোবিন্দগঞ্জ পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে।
"গোবিন্দগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার"
রবিবার ১৬ মে বেলা তিনটায় গোবিন্দগঞ্জে উত্তরবঙ্গ তেল ও চিনির বাজার নিয়ন্ত্রক হিসেবে পরিচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১২ হাজার লিটার সয়াবিন তেল আটক করা হয়। পরে মাইকিং করে ক্রেতাদের কাছে ১৬০টাকা লিটার দরে সেগুলো বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী
গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
❝ গোবিন্দগঞ্জ প্রস্তাবিত ইপিজেডের আদ্যোপান্ত ❞
উত্তরবঙ্গের অন্যতম একটি বড় উপজেলা গোবিন্দগঞ্জ। প্রায় ৫ লক্ষ জনসংখ্যার এই উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় গড়ে তোলা হবে এই ইপিজেড। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় রংপুর চিলিকলের আওতায় প্রায় ১৮৩২ একর জমি পরিত্যক্ত রয়েছে।
বেশ কিছু দিক বিবেচনা করে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিজেড স্থাপনের জন্য এত বিশাল পরিমাণ অনাবাদি জমি পাওয়া দুষ্কর। যদি এখানে শিল্প কারখানা স্থাপন করা হয় তাহলে পাশের কাটাখালি নদীকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে। যেমনঃ নদী থেকে খুব সহজেই পানি উত্তোলন করে শিল্পকারখানায় ব্যবহার করা যাবে, নদীর পাশে খাল বা ড্রেন খনন করে সহজেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে। এর ফলে মৃতপ্রায় কাটাখালি নদীকে যথাযথভাবে ব্যবহার করা যাবে। আবার যোগাযোগ ব্যবস্থাও ভালো হওয়ায় ইপিজেড স্থাপনের জন্য এই এলাকাটিকে নির্বাচন করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলায় ইপিজেড নির্মিত হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলাই নয় সমগ্র গাইবান্ধা জেলা এমনকি পার্শ্ববর্তী বগুড়া, দিনাজপুর জেলারও অনেক মানুষের কর্মসংস্থান হবে এই ইপিজেড এ।
ইপিজেড স্থাপিত হলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সল্পোন্নত সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকাটিতে গড়ে উঠতে পারে আধুনিক নগরায়ন। রপ্তানি নির্ভর পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনই স্থানীয় মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে।
বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রামের হালিশহরে ১৯৮৩ সালে ইপিজেড স্থাপন করা হয়। বর্তমানে দেশে সরকারি ভাবে ৮ টি এবং বেসরকারি ভাবে ২ টি ইপিজেড চালু রয়েছে।
ছবিঃ প্রস্তাবিত ইপিজেড এর জন্য নির্ধারিত জায়গা
ছবি সংগ্রহীত
গোবিন্দগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে রংপুর ইপিজেড বাস্তবায়নকল্পে খুব দ্রুত কাজ শুরু হবে।
বেপজা, বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও সংসদীয়-উপজেলা জনপ্রতিনিধির আজকের যৌথ সভায় সিদ্ধান্ত।
"সবুজ বাংলার উদ্যোগে ঈদ উপহার বিতরণ"
গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গাইবান্ধা মোড়ে কম সুবিধাভোগী মানুষদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে সবুজ বাংলা। ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন যুবনেতা ও সাবেক গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন। সবুজ বাংলার সমন্বয়ক মেহরাব জাহিদের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন শাহারুল ইসলাম, ছাত্রনেতা নিবির সহ অন্যান্যরা।
"গোবিন্দগঞ্জে মাদক নির্মূলে জিরো টলারেন্স, আমৃত্যু কারাদণ্ড"
গোবিন্দগঞ্জে শহরের শিল্পপাড়া মহল্লার সাজু মিয়াকে (৪৭) মাদক বিক্রির অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জেলা দায়রা জজ আদালত।
বুধবার (১৩ এপ্রিল) এ রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। তিন বছর পূর্বে সাজু মিয়াকে গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ ইউনিয়নের কালিতলা থেকে হোরোইন ও ইয়াবা সহ আটক করে থানা পুলিশ।
"গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়ক গুলোতে ভারী যানবাহন চলাচল বন্ধে নির্দেশ।"
মঙ্গলবার ১২ এপ্রিল রাত নটায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সরেজমিনে পরিদর্শন করেন মহিমাগঞ্জ সোনারপাড়া চারমাথা নামক একালায়।
সেখানকার লোকজনের দীর্ঘদিনের দাবী ছিলো বালু বোঝাই ট্রাকের যাতায়াত বন্ধের। তারই প্রেক্ষিতে উপস্থিত জনতার সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার আঞ্চলিক বা পকেট সড়কগুলো অপেক্ষাকৃত দুর্বল। এ সড়কগুলোতে বালু বোঝাই ড্রাম ট্রাক চলাচলে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে জনভোগান্তির কারণ হবে। তাই উপজেলার আঞ্চালিক বা পকেট সড়কগুলো নিরাপদ ও নির্বিঘ্ন করতে দিনে বা রাতে বালু বোঝাই ড্রাম ট্রাক চলাচল বন্ধে নজরদারি রাখা হবে।
ইতোপূর্বে, গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকার আঞ্চলিক সড়ক গুলোতে বালু বোঝাই ট্রাক, মাটি পরিবহন সহ ভারী যানবাহন অহরহ চলাচল দেখা যায়। উপজেলা প্রশাসনের পদক্ষেপে স্বস্তি দেখা গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে।
গোবিন্দগঞ্জ গুমানীগঞ্জ ইউনিয়নের কাইয়াগঞ্জ বাজার থেকে দরবস্ত ইউনিয়নের খানসাপাড়া যাওয়ার মধ্যবর্তী করতোয়া নদীতে বাঁশের সেতু দিয়ে দুর্ভোগ নিয়ে চলাচল করছে দু পারের হাজার হাজার মানুষ।
"গোবিন্দগঞ্জে মাদকের টাকা যোগাড় করতে বৃদ্ধ মা'কে মারধর উচ্ছেদ!"
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে মাদকের টাকা যোগাড় করতে বৃদ্ধ মা'কে মারধর ও বসত বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা ঘটেছে।
ঘটনাসূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামের বাবু মিয়া দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। বর্তমানে মাদকের টাকা যোগাড় করতে বৃদ্ধ মা'কে মারধর ও আবাস্থল থেকে উচ্ছেদ করেছে। বর্তমানে ঝড়-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মাদকাসক্ত বাবু মিয়ার মা খাতেমা বেগম (৮০) ও তার প্রতিবন্ধী বোন হেলেনা বেগম (৪৫)। তারা প্রতিবেশীদের ঘরের বারান্দায় রাতে শুয়ে ও তাদের দেয়া খাবার খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
প্রতিবেশীরা জানান, নেশার পিছনে সবকিছু শেষ করে দিয়ে বাবু মিয়া এখন তার মা-বোনের বসবাসের একমাত্র ঘরের আসবাবপত্র টিন সহ সব বিক্রি করে দিয়েছে। শেষ সম্বল হিসেবে আছে বোনের নামে দলিলকৃত এক শতাংশ জমি। সেটাও বিক্রির জন্য চাপ প্রয়োগ থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
বাবু মিয়ার মা খাতেমা বেগম(৮০) বলেন, আমাদের পাশাপাশি গ্রামের প্রতিবেশীদেরও প্রাণনাশের ভয় দেখানোয় তাকে নিয়ে কেউ কিছু বলে না এখন। ভিটার এক শতাংশ জমি বিক্রির জন্য সে প্রতিনিয়ত আমাকে ও আমার প্রতিবন্ধী মেয়েকে মারধর করছে। এ বিষয়ে আশু সমাধানের জন্য যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
"গোবিন্দগঞ্জে কিশোর গ্যাংয়ের নেপথ্যে"
সাংস্কৃতিক ভাবে ভঙ্গুর একটা প্রজন্ম বেড়ে উঠছে গোবিন্দগঞ্জে। তারা বই পড়ে না, খেলে না, গান গায় না, নেই কোন সাংস্কৃতিক চর্চা। কিন্তু কেনো, এই প্রশ্নটি চলে আসবে এখন। তার আগে সুস্থ সাংস্কৃতিক চর্চা কেনো দরকার সে বিষয়ে যাওয়া যাক।
শিশুদের বিনোদন মূলক প্রধান উৎস্য হলো অংশগ্রহণ মূলক কাজ করা। সেই অংশগ্রহণ মূলক কাজ গুলো অবশ্যই ইতিবাচক হওয়া দরকার। এই অংশগ্রহণ মূলক কাজ শুধু প্রতিষ্ঠান কেন্দ্র করেই আসে না, পরিবার, বিভিন্ন সংগঠন বা মহল্লাভিত্তিকও আসতে পারে। গত পাঁচ বছরে গোবিন্দগঞ্জের দিকে তাকালে এটা পরিষ্কার দেখা যায় যে, গোবিন্দগঞ্জে অংশগ্রহণ মূলক সাংস্কৃতিক চর্চার সংগঠন বা শিক্ষাপ্রতিষ্ঠান ও মহল্লাভিত্তিক সাংস্কৃতিক চর্চা একেবারেই শূন্যর কোঠায়। বিভিন্ন দিবসকে সামনে রেখে যেসব আয়োজন হয় তা শুধু নামে মাত্রই বলা যেতে পারে। তা মোটেও নিয়মিত কোন ব্যাপার না। এই পাঁচ বছরে গোবিন্দগঞ্জে সেইসব শিশুরা এখন কিশোরকাল অতিক্রম করতেছে। এমনকি এখন যারা শিশু তারাও এক সময় কিশোরকালে পৌছাবে। তাদের অবস্থাও তখন বর্তমান সময়ের চাইতে ভয়াবহ হবে।
মূল বিষয়ে এখন আসা যাক। টেক্সট বই কেন্দ্রিক মেধাবী ছাত্র তৈরী হলেও কালচারাল ভাবে তারা হচ্ছে ফ্রাকচারড প্রজন্ম। যার কারণে নৈতিকতা বা মূল্যবোধের জায়গাটা সেভাবে হয়তো তৈরীই হচ্ছে না তাদের মধ্য। যার ফলশ্রুতিতে যেকোন রকমের গর্হিত মূলক কর্মকান্ডে তারা জড়িয়ে পরছে। তৈরী হচ্ছে কিশোর গ্যাংয়ের মত বিভিন্ন দল। গোবিন্দগঞ্জ শহর বা গ্রাম অঞ্চলে বর্তমান সময়ে এইরকম বেপরোয়া কিশোর গ্যাংয়ের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একটা উদাহরণ দেয়া যেতে পারে, ইদানীংকালে মানে করোনাকালীন সময় ছাড়াও গোবিন্দগঞ্জে একটা বিষয় খেয়াল করে দেখতে পাবেন। কিশোর বয়সের যারা আছে তারা বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে বা খেলাধুলায় অংশগ্রহণ করছে না। অথচ কয়েক বছর আগেও এই বয়সীরা আয়োজন করে খেলাধুলা করতো। সাংস্কৃতিক চর্চা করতো। আর এখন!
সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা নিজেরাই পর্যালোচনা করলেই বুঝতে পারবেন কোন বয়সের মানুষরা অপরাধে বেশী জড়িয়ে যাচ্ছে। ধর্ষণ, মাদক, সাইবার বুলিং, ইভটিজিং, বেপরোয়া ভাবে বাইক চালিয়ে এক্সিডেন্ট ইত্যাদি নানান রকম বিপদ জনক কাজ গুলোর সাথেই তারা জড়িত। গোবিন্দগঞ্জের সংবাদ মাধ্যম গুলোতে প্রচারিত সংবাদ গুলোতে চোখ রাখলেই দেখতে পারবেন কিশোর বয়সের অপরাধীদের সংখ্যাটাই তুলনামূলক বেশী আগের তুলনায়। এই সামাজিক অবক্ষয় হঠাৎ তৈরী হয়নি।
হয়তো সামনে গোবিন্দগঞ্জের জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করে আছে। অভিভাবক মহল থেকে একটা অভিযোগ প্রায়শই শোনা যায়, ইলেক্ট্রিক ডিভাইস ও এন্ড্রোয়েড প্রবণতাই তার সন্তান বখে যাওয়ার জন্য দায়ী। ব্যাপারটা কি আসলেই কি তাই! ইলেক্ট্রিক ডিভাইস, এন্ড্রোয়েডের বিকল্প হিসেবে কি রেখেছি এই প্রজন্মদের জন্য! সেটাও ভেবে দেখা উচিত।
গোবিন্দগঞ্জে এর উত্তোরনের পথ কী? এই প্রশ্নটা এখন চলে আসে। সমাধান একটাই সুস্থ সাংস্কৃতিক চর্চার সুস্থ পরিবেশ সৃষ্টি করা। তাতে করে আগামী দিনের সম্ভাব্য কিশোর গ্যাং নামক ছোবল থেকে রক্ষা পাবে গোবিন্দগঞ্জ।
Gobindaganj Highway
Be the first to know and let us send you an email when Gobindaganj 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
রেল লাইনে দাঁড়িয়ে কি করছে তারা?!!!!! গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশন। ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ২০ মিনিটের জন্য দাঁড়ায়। রেল লাইনের দুই পাশে আনুমানিক ১০০ জনের মত পুরুষ মহিলারা দাড়িয়ে আছে বোতল হাতে। ট্রেনে অবস্থান করা যাত্রীরা কিংবা ছাদ থেকে বোতল ছুড়ে দিলে তারা বোতলে পানি ভরে ট্রেনে ফেরত পাঠাচ্ছে। মহিলারা টিউবওয়েল থেকে সদ্য তোলা পানি আনছে বাড়ি থেকে। সেই পানি পরম উৎসাহে ট্রেনে বিনামূল্যে বিলিয়ে দিচ্ছে মাঝ বয়সী কিছু মানুষ।
"গোবিন্দগঞ্জের গ্রামঞ্চলের বয়স্কদের মিলন মেলা বাজারের চায়ের দোকান গুলোতে"
গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
গোবিন্দগঞ্জের বারুনী মেলা, বড়দহ ব্রিজ। ৯ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলছে।
ইদানীংকালে শিক্ষার্থীদের এমন নৈতিক শিক্ষা দেখা যায় না। গোবিন্দগঞ্জের ছোট অভিরামপুর পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার করছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা
গোবিন্দগঞ্জ হীরক মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড। ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে...
গোবিন্দগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জসহ কর্মকর্তা বৃন্দ ।
গোবিন্দগঞ্জের বেশ কয়েকটি জায়গায় টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার তৈরি হয়েছে। ভিডিওতে গোবিন্দগঞ্জের বিপিএড মোড় থেকে রাজমতির মোড় পর্যন্তর চিত্র।
গোবিন্দগঞ্জ থানা চারমাথায় এলাকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক করে ঢাকা যাচ্ছে নারী পুরুষ। ১লা অগাস্ট থেকে গার্মেন্টস খোলার ঘোষণা। (ভিডিও)
গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের শ্বাস ব্রিগেডের বিনামূল্যে অক্সিজেন সেবা।
অপরিচ্ছন্ন অবস্থায় গোবিন্দগঞ্জ শহীদ মিনার। কর্তৃপক্ষের কাছে আবেদন শহীদ মিনারের গেট খুলে না রাখার জন্য। যাতে করে কেউ অপরিচ্ছন্ন করার সুযোগ না পায়।