Joyghata tmc

Joyghata tmc arup

29/10/2025
28/10/2025
যে প্রশ্নগুলো বাকি থেকে যায় এবং যে কথাগুলো জোর গলায় বলতে হয়।🕓 আজ বিকেল ৪টে ৩০ মিনিটেশ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব...
28/10/2025

যে প্রশ্নগুলো বাকি থেকে যায় এবং যে কথাগুলো জোর গলায় বলতে হয়।

🕓 আজ বিকেল ৪টে ৩০ মিনিটে

শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তৃণমূল ভবন, কলকাতা থেকে।

24/10/2025

আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

22/10/2025

শুধু একটিমাত্র ক্লিক—আর বদলে যেতে পারে তোমার পুরো জীবন! শুরু করো তোমার নতুন যাত্রা আজই, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’র সঙ্গে! .
নিচের লিঙ্কে ক্লিক করে রেজিস্টার- এর মাধ্যমে নিজেকে একজন ডিজিটাল যোদ্ধা হিসেবে শামিল করো 👇🏻
https://abdigitaljoddha.com/register?utm_id=1038

21/10/2025
"কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোর আলো রে"সকলকে জানাই কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা।
20/10/2025

"কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে মোর আলো রে"
সকলকে জানাই কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা।

16/10/2025

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।

এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া - ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।

যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান - এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।

https://ABDigitalJoddha.com/

নেতা সে, যে বিপদের বন্ধু।বন্যা দুর্গতদের সাহায্যার্থে বাংলার সরকারের ত্রাণ তহবিলে ১,০০,০০০ টাকা আর্থিক সাহায্য করলেন আমা...
14/10/2025

নেতা সে, যে বিপদের বন্ধু।

বন্যা দুর্গতদের সাহায্যার্থে বাংলার সরকারের ত্রাণ তহবিলে ১,০০,০০০ টাকা আর্থিক সাহায্য করলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee।

Address

NJ

Telephone

(973)4676462

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joyghata tmc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share