Popcorn Bangla

  • Home
  • Popcorn Bangla

Popcorn Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Popcorn Bangla, Video Creator, .

🎶 **Popcorn Bangla** – Where emotions meet entertainment! 🎥✨
🔸 **Soulful Songs** 🎼
🔸 **Engaging Love Stories** 💕
🔸 **Motivational Content** 💡
🔸 **Exciting Music Videos** 🎬
🔸 **Lighthearted Fun & Viral Clips** 😂

12/06/2025

আহমেদাবাদের মাত্রাতিরিক্ত জ্যামের কারণে মাত্র ১০ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটটি মিস করেন ভারতের ভুমি চৌহান। লন্ডনে তার হাজবেন্ড থাকে, তার কাছেই যাচ্ছিলেন তিনি।

সৌভাগ্যক্রমে তিনি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ ভাবতে পারেন। কারণ প্লেনের ২৪১ জন মারা গেছে। হয়ত আজ সেই প্লেনে থাকলে তাকেও মৃত্যুবরণ করতে হতো। ভাগ্য কি জিনিস!

সোর্স: ডিএনএ নিউজ, রিপাবলিক।

———-
এই ঘটনা একটা পারফেক্ট উদাহরণ, আমাদের জীবনেও আমরা সব সময় অন্যের হাতের ঘড়ির সময় অনুযায়ী ছুটতে চাই, মাঝে মাঝে পিছিয়ে গেলে হতাশার শেষ থাকেনা। কিন্তু অনেক সময় সময়মতো গন্তব্যে না পৌঁছাতে পারাটাও আশীর্বাদের।

তাই মানুষের দিকে না ছুটে, মানুষের জন্য না বেচে নিজে ভালোভাবে বেচে সকলকে ভালো রাখি।
জীবনে কিছু জিনিস না পাওয়াই ভালো 🙂
Parsa Evana

বুদাপেস্ট, জুন ২০২২ — বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ। হাজারো দর্শকের চোখ ছিল পানির উপর, যেখানে যুক্তরাষ্ট্রের শিল্প সাঁতারু...
12/06/2025

বুদাপেস্ট, জুন ২০২২ — বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ। হাজারো দর্শকের চোখ ছিল পানির উপর, যেখানে যুক্তরাষ্ট্রের শিল্প সাঁতারু (artistic swimmer) আনিতা আলভারেজ এক অপূর্ব পারফরম্যান্স উপহার দিচ্ছিলেন। মেক্সিকান বংশোদ্ভূত এই প্রতিযোগী তার রুটিন শেষ করলেন নিখুঁতভাবে।

কিন্তু পারফরম্যান্স শেষ হলেও, আনিতা আর উপরে উঠলেন না।

তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কয়েক সেকেন্ড ভেসে থাকার পর, তার নিথর দেহ ধীরে ধীরে পানির তলদেশে তলিয়ে যেতে থাকে।
চারপাশে দর্শকরা করতালি দিচ্ছিলেন। বিচারকরাও ব্যস্ত ছিলেন নম্বর দেওয়ার কাজে।

কিন্তু একজন ব্যক্তি ব্যাপারটা বুঝতে পারেন — তার কোচ, আন্দ্রেয়া ফুয়েন্তেস।
আনিতাকে তিনি গভীরভাবে চিনতেন। জানতেন ঠিক কত সময়ে সে উপরে উঠে আসে।
হৃদয়ে অনুভব করলেন, কিছু একটা ঠিক হচ্ছে না।

এক মুহূর্ত দেরি না করে তিনি পানিতে ঝাঁপ দেন— সম্পূর্ণ পোশাকসহ, এমনকি জুতা পরেই।
সোজা নিচে সাঁতরে গিয়ে আনিতার কোমর ধরে উপরে তুলে আনেন। তিনি উপহার দিলেন নতুন এক জীবন।

এই বাস্তব ঘটনাটি শুধুমাত্র সাহসিকতার উদাহরণ নয়, বরং একটি প্রশ্নও তোলে আমাদের সামনে—

আমাদের চারপাশে এমন কেউ আছে কি, যে আমাদের এতটা চিনে, যে বুঝে নিতে পারে আমরা কবে ভেঙে পড়ছি, এমনকি যখন আমরা বাইরে থেকে হাসছি?
আমাদের জন্য কে ঝাঁপ দেবে যখন আমরা আর উঠে আসার শক্তি পাই না?

আর আমরা কি এমন কেউ হতে পেরেছি কারো জীবনে?
যে বন্ধু, ভাই-বোন, সন্তান বা সঙ্গীটির মুখে হাসি থাকলেও হৃদয়ে অন্ধকার জমেছে—তাকে আমরা কি সত্যিই বুঝতে পারি?
নাকি আমরাও শুধুই দর্শক—করতালি দিচ্ছি, কিন্তু কিছু টের পাচ্ছি না?

এই জীবনে আমাদের দরকার এমন একজন— যিনি শুধু আমাদের দেখেন না, আমাদের মনও পড়তে পারেন।
যিনি বুঝতে পারেন কখন আমরা হার মানছি, এবং সাহস করেন ডুব দিতে— আমাদের বাঁচাতে।

Hamza Choudhury The number 8, our Hero ❤️
08/06/2025

Hamza Choudhury The number 8, our Hero ❤️

08/06/2025

আগামীর সুপারস্টার ❤️
R A Jyoti

06/06/2025

EID MUBARAK

03/06/2025

"মা"
যাকে আমরা সবাই ভালবাসি💞
#মা

01/06/2025

দিন শেষে স্মৃতি গুলোই থেকে যায়।

বল বীর চির উন্নত মম শির✊শুভ জন্মদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ❤️
25/05/2025

বল বীর
চির উন্নত মম শির✊
শুভ জন্মদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ❤️

24/05/2025

পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ,
কেউ এনে কাঁদতেছে, আর কেউ আনার জন্য কাঁদতেছে!

৬ প্রেমিকের ১ প্রেমিকা😃
14/04/2022

৬ প্রেমিকের ১ প্রেমিকা😃

30/03/2022

💕🔥

27/03/2022

Cute💕

Address


Telephone

+12674671259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popcorn Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share