12/06/2025
আহমেদাবাদের মাত্রাতিরিক্ত জ্যামের কারণে মাত্র ১০ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটটি মিস করেন ভারতের ভুমি চৌহান। লন্ডনে তার হাজবেন্ড থাকে, তার কাছেই যাচ্ছিলেন তিনি।
সৌভাগ্যক্রমে তিনি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ ভাবতে পারেন। কারণ প্লেনের ২৪১ জন মারা গেছে। হয়ত আজ সেই প্লেনে থাকলে তাকেও মৃত্যুবরণ করতে হতো। ভাগ্য কি জিনিস!
সোর্স: ডিএনএ নিউজ, রিপাবলিক।
———-
এই ঘটনা একটা পারফেক্ট উদাহরণ, আমাদের জীবনেও আমরা সব সময় অন্যের হাতের ঘড়ির সময় অনুযায়ী ছুটতে চাই, মাঝে মাঝে পিছিয়ে গেলে হতাশার শেষ থাকেনা। কিন্তু অনেক সময় সময়মতো গন্তব্যে না পৌঁছাতে পারাটাও আশীর্বাদের।
তাই মানুষের দিকে না ছুটে, মানুষের জন্য না বেচে নিজে ভালোভাবে বেচে সকলকে ভালো রাখি।
জীবনে কিছু জিনিস না পাওয়াই ভালো 🙂
Parsa Evana