25/06/2025
হৃদিকা আজ 14 মাস ধরে এক বিরলতম জিন ঘটিত মারণ ব্যাধি Spinal Muscular Atrophy Type-1 এর সাথে লড়াই করছে l এই রোগের ফলে হৃদিকার Spinal Cord এ Survival Motor Neuron নামক protein তৈরি হয় না l যে প্রোটিন এর কাজ আমাদের হাঁটতে, চলতে, খেলতে, সহায়তা করে l হৃদিকার শরীরে প্রোটিন টা তৈরি না হওয়ার কারণে ওর পেশী গুলো দুর্বল হয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট, খাবার গিলতে সমস্যা হয়, হাঁটতে পারে না, খেলতে পারে না, সারাক্ষন যেভাবে শুয়ে দেওয়া হয় সে ভাব শুয়ে থাকে l এই রোগের চিকিৎসা আজ থেকে 10 বছর আগেও ছিলো না, তবে বর্তমানে তিনটে মেডিসিন আছে l একটি হলো Zolgensma যেটি দুই বছর বয়সের মধ্যে দিলে Motor Survival প্রোটিনটি তৈরি হবে l কিন্তু এই জীন থেরাপির দাম 9 কোটি টাকা l আরেকটি মেডিসিন Spinraza যেটি Spinal কর্ড এ দেওয়া হয় এবং আরেকটি Oral মেডিসিন আছে সেটি হলো Risdiplam, যেটি যত দিন বাঁচবে ততদিন খাইয়ে যেতে হবে l তাই হৃদিকা কে যাতে জিন থেরাপি টা দেওয়া যার তার জন্য আমরা অনলাইন প্লাটফর্ম impactguru এর মাধ্যমে crowd funding করছি l হৃদিকা র scannar গুলো স্ক্যান করলে impactguru, supporthridika@yesbankltd আসবে l তাই দয়া করে আপনা দের কাছে অনুরোধ করছি Hridika বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন l একমাত্র আপনাদের মহৎ দান হৃদিকাকে নতুন জীবন দান করতে পারে l আজ পর্যন্ত আমরা 1 কোটি 20 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি l আমাদের হাতে আর বেশি সময় নেই l তাই দয়া করে মানবিক ভাবে এগিয়ে আসুন, Hridika কে সাহায্য করুন, এবং Hridika র বার্তা গুলো সবার মাঝে ছড়িয়ে দিন l Social মিডিয়া তে যারা influencers, content creator, youtuber আছেন দয়া করে আপনার Hridika র বার্তা গুলো শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে l
❗❗
Hridika কে Spinal Muscular Atrophy Type-1 থেকে বাঁচাতে সাহায্য করার জন্য এই লিঙ্কে গিয়ে দান করুন l
UPI ID: supporthridika@yesbankltd
অথবা,
স্ক্যানার এ স্ক্যান করে সাহায্য করুন: স্ক্যানার স্ক্যান করলে impactguru Supporthridika আসবে I
অথবা :
Google এ গিয়ে impactguru Hridika Das সার্চ করলে যে লিঙ্ক টা আসবে তাতে গিয়ে সাহায্য করুন l
অথবা, contact 8777062393 (whatsapp)
Email : [email protected]