24bangla.live Tv

  • Home
  • 24bangla.live Tv

24bangla.live Tv This is online news & Entertaiment TV Channel. Guys post now....join now & visit now www.24 bangla.live

 #রাজধানীর_খিলগাঁও_থানার_উত্তর_নন্দী_পাড়ার_রসুলবাগে_এক_ব্যক্তির_ঝুলন্ত_লাশ।রাজধানীর খিলগাঁও থানার উত্তর নন্দী পাড়ার রসুল...
27/10/2021

#রাজধানীর_খিলগাঁও_থানার_উত্তর_নন্দী_পাড়ার_রসুলবাগে_এক_ব্যক্তির_ঝুলন্ত_লাশ।
রাজধানীর খিলগাঁও থানার উত্তর নন্দী পাড়ার রসুলবাগ ৭৪ নং ওয়ার্ডে এক ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায় । মৃত ব্যক্তির নাম মনির হোসেন, তার বয়স ৪০ বছর। জানা গেছে গতকাল ২৬ অক্টোবর বিকাল ৩.০০টায় স্ত্রী সন্তানদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে এ ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খিলগাঁও থানার পুলিশ এসে লাশ উদ্ধার করেন। স্ত্রী রুমা আত্মহত্যা দাবী করলেও মৃত ব্যক্তির আত্মীয় সজন ও এলাকাবাসীর অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যা। স্ত্রী রুমার পরকীয়াকে কেন্দ্র করেই এই হত্যা কান্ড ঘটেছে বলে জানিয়েছেন তারা। আত্মীয় স্বজন ও এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ কামাল হোসেন নামের এক ব্যবসায়ীর সাথে পরকিয়ায় লিপ্ত হয় স্ত্রী রুমা। স্থানীয়রা বলেন কামাল জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে। মোটামুটি টাকা-পয়সা আছে ও অনেকে বলছেন প্রভাবশালি। স্ত্রী রুমা পরকিয়ার ব্যাপারটা স্বীকার করছেনা কিন্তু লাশ পাওয়ার পর কামাল মনিরের স্বজনদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানায় স্বজনরা। যদি আত্মহত্যাই হয়, তাহলে এই হুমকি কেন? এ বিষয়ে খিলগাঁও থানার তদন্ত অফিসার রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে খিলগাঁও থানায় অপমৃত্যু হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে। ৭৪ নং ওয়ার্ডের কমিশনার মোঃ আজিজুল হক মামলাটি ভালভাবে তদন্ত করার সুপারিশ জানান।

যে কারণে ৩৬ বছর ধরে ভাত খান না জোহরা বিবি lজোহরা বিবি। বয়স ৮৫ পেরিয়েছে। তার ১৫ সন্তান ছিল। এর মধ্যে পাঁচ সন্তান মারাও গে...
25/03/2021

যে কারণে ৩৬ বছর ধরে ভাত খান না জোহরা বিবি l
জোহরা বিবি। বয়স ৮৫ পেরিয়েছে। তার ১৫ সন্তান ছিল। এর মধ্যে পাঁচ সন্তান মারাও গেছেন। জোহরা বিবি এখনও দিব্যি চলতে পারেন। তবে জীবনের প্রায় অর্ধেকটা সময় ভাত না খেয়ে কাটিয়েছেন তিনি। এখন চা-বিস্কুট খেয়ে দিন কাটে তার। ভাত না খেয়ে থাকার ব্যাপারটি পরিবারের কাছে স্বাভাবিক। তবে অপরিচিতদের কাছে তার এত বছর ভাত না খেয়ে থাকার বিষয়টি আশ্চর্যজনক মনে হয়।
জোহরা বেগম সাতক্ষীরার শহরতলী কুখরালী গ্রামের বাসিন্দা। তিনি ৩৬ বছর ভাত না খেয়েও ভালো আছেন। সকালের নাস্তা হিসেবে চা-বিস্কুট খান, দুপুরে মুড়ি ভিজিয়ে তরকারি এবং রাতে আবারও চা-বিস্কুট। মাঝে মাঝে মাছ-মাংস খান তিনি।
জোহারা বিবি বলেন, ‘আমার আব্বা মান্দার মোড়ল ভারতের বশিরহাট থানার মেজ দারোগা ছিলেন। উত্তর ২৪ পরগনা জেলার সাকচুড়া গ্রামে ছিল আমাদের বাড়ি। ছোটবেলায় আব্বা আমাকে মোড়ল পরিবারে বিয়ে দেন। আমার বয়স যখন ১৩ বছর তখন আমার বড় ছেলের জন্ম হয়। আল্লাহ আমার ১৫ জন সন্তান দিয়েছেন।’
‘আমার ছোট ছেলের জন্মের দুই তিন বছর পর আমার পেটে অনেক যন্ত্রণা হতো। ছেলেরা বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পেট কাটতে (অপারেশন) হবে জানায়। কিন্তু আমিতো পেট কাটব না। পেটের যন্ত্রণায় আমার খাওয়া কমে যায়। তখন আমি শাক-সবজি, তরকারি আর মুড়ি খেতাম। ভাত না খাওয়ায় পেটের যন্ত্রণা ধীরে ধীরে কমে যায়। এরপর থেকে আমি আর কখনো ভাত খাইনি।’
জোহরা বিবির বড় ছেলে নুর ইসলাম মোড়ল জানান, ছোটবেলা থেকে তার (জোহরা বেগম) পেটে একটু ব্যথা-যন্ত্রাণা ছিল। ১৯৮৩-৮৪ সালের দিকে পেটের যন্ত্রণা বাড়ে। তাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার জানান, টিউমার হয়েছে, অপারেশন করতে হবে। কিন্তু মা অপারেশন করাবেন না। ডাক্তারের ওষুধ খান এবং ভাত খাওয়া বাদ দেন তিনি। এতে মায়ের পেটের যন্ত্রণা ধীরে ধীরে কমে যায়।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

কিশোরগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার lকিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর গ্রামে মিলন (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার ...
25/03/2021

কিশোরগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার l
কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর গ্রামে মিলন (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মিলন চিকনিরচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে চিকনিরচর পূর্বপাড়া ফুলতলি বিলের পাশে মিলনের গলাকাটা লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

গভীর রাতে গ্রিল কেটে সেফহোম থেকে পালাল ১৪ কিশোরী!গাজীপুরে শহরের সেফহোম থেকে পালিয়ে গেছে ১৪ কিশোরী। বুধবার রাত সাড়ে ১২দিক...
25/03/2021

গভীর রাতে গ্রিল কেটে সেফহোম থেকে পালাল ১৪ কিশোরী!
গাজীপুরে শহরের সেফহোম থেকে পালিয়ে গেছে ১৪ কিশোরী। বুধবার রাত সাড়ে ১২দিকে শহরের ভোগড়া মোগরখাল এলাকার ‘নারী ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে’ এ ঘটনা ঘটে। পরে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে সাত কিশোরীকে উদ্ধার করেছে। পালাতক হেফাজতীদের বয়স আনুমানিক ১৫-২৫ বছর।
তবে বৃহস্পতিবার সকাল ১০টার পরও বাকি সাতজনের সন্ধান পাওয়া যায়নি। বাসন থানা পুলিশ কিশোরীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী ও সদর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের ভোগড়া এলাকার মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের হেফাজতি নারী মূল ভবনের তৃতীয় তলার স্টোর রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় ১৪ হেফাজতী। খবর পেয়ে গেলো রাতেই জয়দেবপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জিএমপি সদর থানা পুলিশ ৭ জনকে উদ্ধার করা করেছে। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পালাতক ১৪ জনের মধ্যে ৭ জন সদর থানা পুলিশ উদ্ধার করেছে। এখনো পলাতক রয়েছে ৭ জন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, পলাতক অপর নারীদের উদ্ধারের চেষ্টা চলছে।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

আল্লাহ আর গরিব জনগণ আছে আমার কাছে : কাদের মির্জা lনোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার কাছে আছ...
25/03/2021

আল্লাহ আর গরিব জনগণ আছে আমার কাছে : কাদের মির্জা l
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার কাছে আছে শুধু আল্লাহ, ত্যাগী নেতাকর্মী ও গরিব জনগণ। আজকে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, গরিব মানুষের পক্ষে কথা বলতে গিয়ে নেতাকর্মীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, আমি সাদাকে সাদা বলব, কালোকে কালো বলব। আমি যতগুলো কথা বলেছি, সবগুলোই আস্তে আস্তে মিলে যাচ্ছে।
তিনি বলেন, যারা অপকর্মের হোতা, তারা কথা শুনেন দুর্নীতিবাজ অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। সিঙ্গাপুর থেকে আরম্ভ করে বাংলাদেশে যে দুর্নীতি এ মহিলা করছে, তার সব তথ্য আছে। নেত্রী যদি কখনো ডাকে সব নেত্রীকে দেখাব। আমার ওপর আজকে এত অত্যাচার নির্যাতন চলছে। আজ মানবাধিকার কোথায়। তারাও কি বিক্রি হয়ে গেছে।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

এবার হজে অংশ নিতে পারবেন না যারা! করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনের জন্য ‘প্রটোকল’ ঘোষণা করেছে...
25/03/2021

এবার হজে অংশ নিতে পারবেন না যারা!
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনের জন্য ‘প্রটোকল’ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে, করোনার কারণে চলতি বছর হজ শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন।
সুতরাং যাদের বয়স ১৮ বছরে কম এবং ৬০ বছরের বেশি তারা চলতি বছর হজে অংশ নিতে পারবেন না।
প্রটোকল অনুযায়ী হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে।
এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনাভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে।
একইসঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের টানা ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে। নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন সমাপ্ত হবে। এছাড়া হজ যাত্রীদের জন্য আরও কিছু শর্ত রয়েছে প্রটোকলে।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

সিনিয়র-জুনিয়র তর্কে যুবককে ছুরিকাঘাতে হত্যা,কিশোরগঞ্জের অষ্টগ্রামে রিপন মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়...
25/03/2021

সিনিয়র-জুনিয়র তর্কে যুবককে ছুরিকাঘাতে হত্যা,
কিশোরগঞ্জের অষ্টগ্রামে রিপন মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রিপন অষ্টগ্রাম সদর উপজেলার আলমদীঘির পাড় গ্রামের শিশু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৪ আগস্ট) রাত ১০ টার দিকে অষ্টগ্রামের নাথপাড়ায়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে মিঠামইন থেকে বর্ষা ওরফে বাসু (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক বর্ষা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। বর্ষা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকার মহানন্দ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক বর্ষা দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম উপজেলার কুতুব মসজিদ পাড়া এলাকায় মামার বাড়িতে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে নাথপাড়ায় সিনিয়র-জুনিয়র তর্কের জেরে বর্ষা রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতেই বর্ষাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ বৃহস্পতিবার ভোরে মিঠামইন সদর থেকে বর্ষাকে আটক করে পুলিশ।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা জানান, বর্ষা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপনকে হত্যার কথা স্বীকার করেছে। সিনিয়র-জুনিয়র তর্কের জেরে রিপনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে বর্ষা পুলিশকে জানিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

ফেসবুক বন্ধ করল ১৩০ কোটি অ্যাকাউন্ট lভুল তথ্য প্রচার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত ...
24/03/2021

ফেসবুক বন্ধ করল ১৩০ কোটি অ্যাকাউন্ট l
ভুল তথ্য প্রচার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে মোট ১৩০ কোটি ফেক (ভুয়া) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে গুজব বা যে কোনও ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন।
এক ব্লগপোস্টে ফেসবুক জানিয়েছে, তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোভিড-১৯ রোগ এবং ভ্যাকসিন-সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুয়া তথ্য সম্বলিত পোস্টও সরিয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভ্যাকসিন-সম্পর্কিত অসংখ্য ভুয়া তথ্য ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়তে দেখা গেছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

মাইক্রোবাসে করে ছাগল চুরি lপ্রায়ই গবাদি পশু চুরি হয়ে আসছিল এলাকায়। কিন্তু কোনও ক্লু খুঁজে পাচ্ছিল না এলাকাবাসী। অবশেষে ধ...
24/03/2021

মাইক্রোবাসে করে ছাগল চুরি l
প্রায়ই গবাদি পশু চুরি হয়ে আসছিল এলাকায়। কিন্তু কোনও ক্লু খুঁজে পাচ্ছিল না এলাকাবাসী। অবশেষে ধরা পড়ল চুরির অভিনব কৌশল। মাইক্রোবাসে করে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর চক্র।
জানা গেছে, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল পেয়ে মাইক্রোবাসে করে অভিনব কায়দায় ছাগল চোর চক্রের চার সদস্যকে আটক করে দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশ। এসময় মাইক্রোবাসসহ দু’টি চোরাই ছাগল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সাজু মিয়া (৩০), মিলন (৩২), মশিউর (৩২) ও মাকসুদা (২৭)। এরমধ্যে মশিউর ও মাকসুদা স্বামী-স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে দিনাজপুরের কোতোয়ালি উপশহর থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান- তাদের এলাকায় মাঝেমধ্যে গবাদি পশু চুরি হয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে একজন নারীসহ কয়েকজন ব্যক্তি লুকিয়ে কয়েকটি ছাগল একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর সময় এলাকার লোকজন দেখে ফেলে। এরপর এলাকাবাসী সাদা মাইক্রোবাসটিকে ধাওয়া করে।
৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি দিনাজপুরের কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে চোরদের আটক করেন।
দিনাজপুরের কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইদুল ৯৯৯-কে ফোনে জানান, তারা এলাকাবাসীর সহযোগিতায় ধাওয়া করে একটি সাদা মাইক্রোবাস আটক করেছে। মাইক্রোবাস থেকে দু’টি ছাগল উদ্ধার ও চুরির অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

আজ সাকিব আল হাসান এর জন্মদিন l ৩৪ বছরে পদার্পণ করলেন সাকিব l৩৪ বছরে পদার্পণ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আ...
24/03/2021

আজ সাকিব আল হাসান এর জন্মদিন l ৩৪ বছরে পদার্পণ করলেন সাকিব l
৩৪ বছরে পদার্পণ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার।
মাগুরা মাতিয়ে সাকিব বিকেএসপিতে এসে ভর্তি হন ৬ মাসের কোর্স করার জন্য। মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভুক্ত হন খুলনা বিভাগীয় দলে।
২০০৫ সালে অনূর্ধ্ব​-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে (অপর দুটি দেশ ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা) মাত্র ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন তিনি। ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে সাকিব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ৩৫.১৮ গড়ে সংগ্রহ করেন মোট ৫৬৩ রান এবং ২০.১৮ গড়ে নেন মোট ২২টি উইকেট।
এরপর ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। সেই সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাকিবের।
২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। এই ধারাবাহিকতায় টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ঘটনা।
ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে সাকিবের অভিষেক হয়। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন তিনি। ২০০৯ সালেই ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির ইনজুরির কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একইভাবে দায়িত্ব পান তিনি। এরপর তার নেতৃত্বেই ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বাংলাদেশ।
দেশের হয়ে রেকর্ডবুকের কোন পাতায় নেই সাকিব তা খুঁজে পাওয়াই যেন দুষ্কর। বেস্ট বোলিং ফিগার, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট-সব বিভাগেই প্রথম তিন জনের একজন সাকিব। সারা বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ খেলা একমাত্র বাংলাদেশি। তবে সাকিব আলাদা ভাবে আলোচনায় ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে। নিষিদ্ধ হয়েছেন। তবে সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন মাঠের পারফরম্যান্স দিয়ে।
সাকিবের ক্যারিয়ার
টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫৭ টি, ব্যাট করেছেন ১০৬ ইনিংস, রান ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি, উইকেট ২১০ টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার, ক্যাচ ২৪ টি। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দলের ১৩.৯০% ও বল হাতে ২৭.২৪ উইকেট একাই নিয়েছেন সাকিব।
ওডিআই ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯ টি, ইনিংস ১৯৭ টি, রান ৬৪৩৬, গড় ৩৮.০৮, স্ট্রাইক রেট ৮২.৩৪, শতক ৯ টি, অর্ধশতক ৪৮ টি, উইকেট ২৬৬ টি, বোলিং গড় ২৯.৭৩, ইনিংসে ৫ উইকেট ২ বার, ক্যাচ ২৪ টি।
ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে দলের ১৪.৫১% রান ও বল হাতে দলের ১৭.৬২% রান একাই করেছেন সাকিব আল হাসান।
টি-২০ ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬৭, উইকেট ৯২ টি, ইনিংসে ৫ উইকেট ১ বার, ক্যাচ ১৯ টি!
ব্যক্তিগত জীবন
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ২০২১ সালের ১৬ মার্চ (বাংলাদেশ সময়) তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান l

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

সোনার মাস্ক উদ্ধার!তিন হাজার বছর আগেও মাস্ক ব্যবহার করতেন চিনের অধিবাসীরা। বিভিন্ন জাকজমক অনষ্ঠানে তারা সোনার তৈরী মাস্ক...
24/03/2021

সোনার মাস্ক উদ্ধার!
তিন হাজার বছর আগেও মাস্ক ব্যবহার করতেন চিনের অধিবাসীরা। বিভিন্ন জাকজমক অনষ্ঠানে তারা সোনার তৈরী মাস্ক পড়তেন।
সম্প্রতি চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের প্রত্নতাত্ত্বিক স্থান খনন করছিলেন গবেষকেরা। চেংদু'র 'সংক্সিংদুই' নামক স্থানটি খননকাজের সময় সেখান থেকে পাঁচশোর বেশি প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে তিন হাজার বছর আগে সোনার তৈরি একটি মাস্ক অন্যতম।
'সংক্সিংদুই' অঞ্চলটি ৩১৬ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত 'শু' রাজ্যের অন্তর্গত ছিল। পশ্চিম সিচুয়ান উপত্যকায় হান নদীর অববাহিকা জুড়ে বিস্তৃত ছিল এই রাজ্য। শিল্পকর্মের জন্য খ্যাতিও ছিল রাজ্যটির।
চিনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে প্রত্নতত্ত্ববিদদের খুঁজে পাওয়া সোনার মাস্কটি তিন হাজার বছরের পুরোনো। মাস্কটির ৮৪ শতাংশই সোনা। ওজন ২৮০ গ্রাম। প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, 'ওই সময়ে মানুষ বিভিন্ন অনুষ্ঠানে সোনা দিয়ে বানানো এমন মাস্ক পরতেন।'
উল্লেখ্য, গত শতকের বিশের দশকের পর থেকে এখনও পর্যন্ত এ অঞ্চল থেকে ৫০ হাজারেরও বেশি প্রত্ন নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে। ১৯৮৬ সালে এখানে খননকাজ চালিয়ে ব্রোঞ্জের তৈরি মাস্ক খুঁজে পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

সুবর্ণজয়ন্তীতে আসছে ৫০ টাকার তিন ধরনের স্মারক নোট lস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ টাকা মূল্যমানের তিন ধরনের স্মারক নোট চাল...
24/03/2021

সুবর্ণজয়ন্তীতে আসছে ৫০ টাকার তিন ধরনের স্মারক নোট l
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫০ টাকা মূল্যমানের তিন ধরনের স্মারক নোট চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমান রৌপ্য স্মারক মুদ্রা রয়েছে। যা শুধু সংগ্রহের জন্য নেওয়া যাবে। এছাড়া ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোটও বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। যা দিয়ে কেনাবেচাসহ সব ধরনের আর্থিক লেনদেন করা যাবে।
২৮ মার্চ থেকে এসব স্মারক ব্যাংক নোট, স্মারক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিস থেকে বাজারে ছাড়া হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটে বিদ্যমান রং ও নকশা অপরিবর্তিত রেখে নোটের সামনের পৃষ্ঠের ডানদিকে জলছাপ এলাকার কাছে লাল-সবুজ রঙে একটি স্মারক লোগো সংযোজন করা হয়েছে। এই নোট বিনিময়ের কাজে ব্যবহার করা যাবে।
তবে একই সময়ে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যের অন্য যে স্মারক নোট ছাড়বে তা শুধু সংরক্ষণের জন্য। এ স্মারক নোটের সামনের দিকের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে।
এছাড়া ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দিয়ে নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চের ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অঙ্কে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির ওপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪ হাজার টাকা।

. liveTv
Staff reporter--- Xinnat akter Ximi

Address

NJ

Telephone

+12019843754

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24bangla.live Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24bangla.live Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share