09/06/2025
কি থেকে কি যে হয়ে গেলো। ভেবে ছিলাম হয়তো বাচতে পারবো নাহ, অথচ মরিনি, দিব্যি বেহায়ার মতো বেচে আছি। কৃতজ্ঞতা তোমায়,যে স্মৃতি দিয়ে গেছো আমৃত্যু রয়ে যাবে, জানলে অবাক হবে, তোমার দেয়া স্মৃতি ই আমায় বাঁচিয়ে রাখে। এই জীবন থেকে সব শেষ হইয়া গেলোও তোমার দেওয়া স্মৃতি শেষ হইবো না😓