22/01/2025
“জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক বিভিন্ন থানা এলাকায় পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে ৩০৭ (তিনশত সাত) পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার ”
POLICE MEDIA CELL NOAKHALI
[22 JANUARY 2025]
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল -ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ওসি ডিবি নোয়াখালীর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সুধারাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুধারাম থানাধীন ০১নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, খন্দকারপাড়া জনৈক মারুফের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ হিরন(৪৪), পিতা-মৃত রহমত উল্যা, মাতা-কামরুন নাহার, সাং-চন্দ্রপুর, সর্দার বাড়ি, ০২নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে গ্রেফতার ও তার হেফাজত হতে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সন্ধ্যা ১৯.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সোনাইমুড়ী থানাধীন বজরা ইউনিয়নের বজরা সাকিনস্থ খুলু মিয়াগো বাড়ীর টিনশেড ঘরের পশ্চিমে পুকুর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামী ১। সুজন(২১), পিতা-জামাল, মাতা-পান্না বেগম, সাং-বজরা, খলু মিয়ার বাড়ী, ২। ইব্রাহিম(২২), পিতা-মনতাজ, মাতা-মালেকা বানু, সাং-বজরা, উভয়থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীদের ফেলে যাওয়া ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ১৩.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোহাম্মদ আক্তার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেগমগঞ্জ থানাধীন ০৬নং রাজগঞ্জ ইউপি, ০৪নং ওয়ার্ড, দিলীলপুর সাকিনের মোল্লা বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। শরফুদ্দিন প্রঃ রবিন(২২), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-মৃত বিবি কুলসুম প্রঃ পাখি, সাং-দিলীলপুর, ০৬নং রাজগঞ্জ ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার ও তার হেফাজত হতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ১৭.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ মনসুর মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সেনবাগ থানাধীন ০৬নং কাবিলপুর ইউপি, ০৫নং ওয়ার্ড, মহিদিপুর সাকিনস্থ কামাল স্টোর নামক মুদি দোকানে ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। আশরাফুল ইসলাম বাবু(২০), পিতা-হাসান উল্যাহ মানিক, মাতা-নাছিমা আক্তার, সাং-মহিদিপুর, (নজীর লন্ডনির বাড়ি), ০৫নং ওয়ার্ড, ০৬নং কাবিলপুর ইউপি, ২। শাখাওয়াত হোসেন(২৬), পিতা-আইয়ুব উল্যাহ, মাতা-নুর নাহার বেগম, সাং-উত্তর শাহপুর (নকু ব্যাপারী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০৬নং কাবিলপুর ইউপি, উভয়থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ১৭.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।