নোয়াখালীর খবর

  • Home
  • নোয়াখালীর খবর

নোয়াখালীর খবর সঠিক সময়ে সঠিক খবর
(1)

কোম্পানীগঞ্জে মহিলা আ.লীগ সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ আটক।আজ স্বামী-স্ত্রী দুই জনই পারি...
17/02/2025

কোম্পানীগঞ্জে মহিলা আ.লীগ সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ আটক।

আজ স্বামী-স্ত্রী দুই জনই পারিবারিক মামলায় নোয়াখালী বিজ্ঞ আদালতে আত্নসমর্পণ করলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে কারাগারে পাঠান।

জানা যায়, ২০১২ সালে বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডে একটি ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল খায়ের নামে এক ব্যাক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে হাজিরা দিতে গেলে আদালত পারভীন আক্তার মুরাদ ও তার স্বামী আবদুল হাই মুরাদকে জামিন না মঞ্জুর কওে কারাগারে পাঠানো হয়।

কোম্পানীগন্জে যুবলীগ কর্মি তানভীর গ্রেফতার....শনিবার (১৫ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগন্জ থানার পুলিশ বসুরহ...
15/02/2025

কোম্পানীগন্জে যুবলীগ কর্মি
তানভীর গ্রেফতার....

শনিবার (১৫ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগন্জ থানার পুলিশ বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড হাসপাতাল গেট এরিয়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগন্জ থানা
অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ
গ্রেফতার তানভীর হোসেন বসুরহাট পৌরসভা যুবলীগের সক্রিয় কর্মি
এবং বসুরহাট পৌরসভা হাসপাতাল গেটের হামিদ আলী হাজী বাড়ির আবদুস সাত্তার মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৪ই ডিসেম্বর কোম্পানি গঞ্জ,মডেল স্কুলে আগুন দেওয়ার মামলা রয়েছে।

কোম্পানিগন্জ থানা
অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ
জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মসজিদের ভিতর আত্মহত্যা.. নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ১ নং ওয়ার্ডে মসজিদের ভিতর এক যুবকের আত্মহত্যা...
13/02/2025

মসজিদের ভিতর আত্মহত্যা..
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ১ নং ওয়ার্ডে মসজিদের ভিতর এক যুবকের আত্মহত্যা...

13/02/2025

বসুরহাট মডেল মাদ্রাসার শিক্ষকদের কন্ঠে
ইসলামি সংগীত-

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতা।বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌর...
06/02/2025

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতা।

বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাড়িতে এ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মো.নুরুল গনি (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি...
05/02/2025

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে মো.নুরুল গনি (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার থেকে ৭১০ পিস ইয়াবা, ২ রাউন্ড গুলি, মাদক বিক্রয়লব্দ নগদ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

04/02/2025

কোম্পানীগঞ্জ স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন

01/02/2025

দাদু নাকি নাতী বিয়ে করাবে
পাত্রী খুজছে..

নোয়াখালীকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবীতে কোম্পানীগঞ্জে মানববন্ধন অন...
30/01/2025

নোয়াখালীকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবীতে কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত।

সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত-০১,নোয়াখালী জেলা প্রতিনিধি।রাস্তায় বাড়ছে যানবাহন প্রায় ঘটছে দুর...
27/01/2025

সুবর্ণচরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি*হ*ত-০১
,নোয়াখালী জেলা প্রতিনিধি।

রাস্তায় বাড়ছে যানবাহন প্রায় ঘটছে দুর্ঘটনা,
নোয়াখালীর সুবর্ণচর মহা-সড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাবিব (২৩) নামের এক যু্বক নিহত হয়েছেন।

সোমবার(২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার পরিষ্কার রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক র্দুঘটনা ঘটে। নিহত মো: হাবিব সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের চর ওয়াপদা ২নং ওয়ার্ড এর আবুল বাসার বাসু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর-সুবর্ণচর মহা সড়কে সুবর্ণচরগামী ১টি ট্রাক পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছালে চরজববরগামী ১টি মোটরসাইকেল একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাবিব মোটরসাইকেল সহ ট্রাকের ভিতরে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, নিহতের মরাদেহ তার নিজ বাড়িতে আনা হয়েছে, তারা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরায় বসতবাড়ীতে হামলা ভাঙ্গচুরের ঘটনায় ১১ জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার বিকেলে ওই  ইউনিয়নের ৪...
27/01/2025

কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরায় বসতবাড়ীতে হামলা ভাঙ্গচুরের ঘটনায় ১১ জনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার বিকেলে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাফর মিয়ার বাড়িতে হামলা ভাঙ্গচুরের এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথবাহিনী তাদের ঘটনাস্থল থেকে আটক করে।

26/01/2025
“জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক বিভিন্ন থানা এলাকায় পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে ৩০৭ (তিনশত সাত) পিস ইয়াবা ট্যাবলে...
22/01/2025

“জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক বিভিন্ন থানা এলাকায় পৃথক-পৃথক অভিযান পরিচালনা করে ৩০৭ (তিনশত সাত) পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ০৪ জন আসামী গ্রেফতার ”

POLICE MEDIA CELL NOAKHALI
[22 JANUARY 2025]

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল -ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ওসি ডিবি নোয়াখালীর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য্য এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সুধারাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুধারাম থানাধীন ০১নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, খন্দকারপাড়া জনৈক মারুফের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ হিরন(৪৪), পিতা-মৃত রহমত উল্যা, মাতা-কামরুন নাহার, সাং-চন্দ্রপুর, সর্দার বাড়ি, ০২নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে গ্রেফতার ও তার হেফাজত হতে ২৫(পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সন্ধ্যা ১৯.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সোনাইমুড়ী থানাধীন বজরা ইউনিয়নের বজরা সাকিনস্থ খুলু মিয়াগো বাড়ীর টিনশেড ঘরের পশ্চিমে পুকুর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামী ১। সুজন(২১), পিতা-জামাল, মাতা-পান্না বেগম, সাং-বজরা, খলু মিয়ার বাড়ী, ২। ইব্রাহিম(২২), পিতা-মনতাজ, মাতা-মালেকা বানু, সাং-বজরা, উভয়থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীদের ফেলে যাওয়া ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ১৩.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোহাম্মদ আক্তার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেগমগঞ্জ থানাধীন ০৬নং রাজগঞ্জ ইউপি, ০৪নং ওয়ার্ড, দিলীলপুর সাকিনের মোল্লা বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। শরফুদ্দিন প্রঃ রবিন(২২), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-মৃত বিবি কুলসুম প্রঃ পাখি, সাং-দিলীলপুর, ০৬নং রাজগঞ্জ ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার ও তার হেফাজত হতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ১৭.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
পৃথক অভিযানে এসআই(নিঃ) মোঃ মনসুর মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সেনবাগ থানাধীন ০৬নং কাবিলপুর ইউপি, ০৫নং ওয়ার্ড, মহিদিপুর সাকিনস্থ কামাল স্টোর নামক মুদি দোকানে ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। আশরাফুল ইসলাম বাবু(২০), পিতা-হাসান উল্যাহ মানিক, মাতা-নাছিমা আক্তার, সাং-মহিদিপুর, (নজীর লন্ডনির বাড়ি), ০৫নং ওয়ার্ড, ০৬নং কাবিলপুর ইউপি, ২। শাখাওয়াত হোসেন(২৬), পিতা-আইয়ুব উল্যাহ, মাতা-নুর নাহার বেগম, সাং-উত্তর শাহপুর (নকু ব্যাপারী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০৬নং কাবিলপুর ইউপি, উভয়থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার এবং তাদের হেফাজত হতে ৫২(বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট ১৭.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

20/01/2025

নোয়াখালীর খবর

কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে  জিআর পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক দূর্ধর্ষ আন্তঃজেলা  গরু চোরের সর্দার নিজাম উ...
19/01/2025

কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত দীর্ঘদিনের পলাতক দূর্ধর্ষ আন্তঃজেলা গরু চোরের সর্দার নিজাম উদ্দিন প্রঃ গরুচোর নিজাম গ্রেফতার ।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ- আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এর তত্বাবধানে এএসআই(নিঃ) চাঁন বাদশা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দীর্ঘদিনের পলাতক জিআর ৩৭২/১৯, ধারা-৩৯৯/৪০২ পেনালকোড, জিআর ৯৭৬/২৪, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নিজাম উদ্দিন প্রঃ গরুচোর নেজাম(৪৭), পিতা-ওজি উল্যাহ, সাং-চর ফকিরা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডকাতি সহ ২৭(সাতাশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

ওমরাহ যাত্রীদের জন্যও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলকসৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্...
18/01/2025

ওমরাহ যাত্রীদের জন্যও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক
সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

হজযাত্রীদের মত ওমরাহ যাত্রীদের জন্যও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার, যা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন, কিম্বা ভিজিট ভিসায় মক্কা, মদিনা, জেদ্দা ও তাইফে যাবেন, সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে।

সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার অনুমোদিত কোয়াড্রাইভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন অথবা কোয়াড্রাইভ্যালেন্ট কনজুগেটেড ধরনের টিকা নিতে হবে।

এর মধ্যে পলিস্যাকারাইড টিকার কার্যকারিতা ৩ বছর আর কনজুগেটেড টিকার কার্যকারিতা ৫ বছর। এই সময়ের মধ্যে কেউ এই দুই ধরনের টিকা নিয়ে থাকলে তার আর নতুন করে টিকা নিতে হবে না।

দুই বছরের কম বয়সী ভ্রমণকারীর জন্য মেনিনজাইটিসের টিকার বাধ্যবাধকতা থাকবে না।

১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনে যুক্ত ‘সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স’ও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশের ট্র্যাভেল এজেন্সিগুলোতে পাঠিয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে। এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।

“এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেওয়া হয়।”

মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হজের সময় আগেও এ টিকা দিতে হত। এখন ওমরাহর জন্যও লাগবে। হজের সময় বাংলাদেশে সরকার মেনিনজাইটিসের টিকা ইমপোর্ট করে হজযাত্রীদের দিত। প্রাইভেটে এই টিকা পাওয়া যায় না।”

তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হলে টিকা দিতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। নিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা। ওমরাহযাত্রীদের জন্য টিকার কী ব্যবস্থা হবে, সেটা সরকারকে ভেবে দেখতে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। সৌদি সরকার সম্ভবত তাদের হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দেশনাটা দিয়েছে। তবে সে দেশের সরকার বা দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।”

তিনি বলেন, “যারা হজ করতে যান, তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজযাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে। টিকাটি ব্যয়বহুল। এখন যদি ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয়, তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানকে ফোন করলে ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলতে বলেন।

এই টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালীর খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share