Aajker Dinkhan

  • Home
  • Aajker Dinkhan

Aajker Dinkhan news aajker dinkhan

27/08/2025

বাজারে গেলেই পকেট খালি। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। অল্প আয়ের মানুষজনের নাভিশ্বাস উঠেছে। অথচ ভোটের বাজারে তা নিয়ে কোনো আলোচনা নেই। গণ-মাধ্যমেও নেই তার প্রতিফলন। মনে হচ্ছে সবাই যেন বেশ আছে। সত্যিই কি তাই ?

17/08/2025

বিহারে এবার পালাবদলের
পালা ?

28/06/2025

প্রায় 70 দিন হয়ে গেল • পহেলগাঁও হ খুনিরা কোথায় • একেবারে উধাও • দেড়শ কোটির দেশ নির্বাক • আমাদের missile আছে • কিন্তু intelligence নেই • সিঁদুর খেলা হয়ে গেল • এবার ভোটের খেলা • এ খেলা কী যে খেলা •••

28/05/2025

আসানসোল । সুগম পার্ক থেকে ডিএভি মডেল স্কুল। রাস্তার দুপাশে রাশি রাশি প্লাস্টিক। আগুন জ্বালিয়ে ময়লা পোড়ানো হচ্ছে। ওয়ার্ডের কাউন্সিলররা কি চোখে দেখতে পান না ? একটা গোটা এলাকা দিনের পর দিন এত অপরিচ্ছন্ন থাকে কী করে ?

12/05/2025

শান্তি নয় , যুদ্ধ চাই
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই
(তারপর) যুদ্ধের খরচ
তুলতে আপনার ওপরে
ট্যাক্স বসাতে চাই
(মানে) আপনাকে বাঁশ দিতে চাই
(এতে) আপনার ভালো যদি নাও হয়
(তবু) দেশের ভালো হবে

আমরা দেশের ভালো করতে এসেছি
শুধু আপনাকে নিয়ে ভাবলে
(আমাদের) চলবে ?

11/05/2025

কয়েক লক্ষ সেনা ও আধা_সেনা জওয়ান এখন জম্মু ও কাশ্মীরে। এছাড়া ওই রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী তো আছেই । পহেলগাম হত্যাকাণ্ডের মাত্র চারজন অপরাধীকে ধরা যাচ্ছে না !!!!!!!!!

11/05/2025

পহেলগামে পাকিস্তানের যে জঙ্গিরা এসে গুলি করে নিরস্ত্র ২৬ জন পর্যটককে খুন করে গা_ঢাকা দিলো, তারা ধরা পড়বে কবে ?

11/05/2025

কয়েক দিন যুদ্ধ যুদ্ধ খেলা চললো। আরও কয়েকজন মানুষের প্রাণ গেল। দামী দামী কিছু অস্ত্র বিপক্ষের হামলায় নষ্ট হলো। ভারতের কথা বলছি। এর বাইরে কাজের কাজ আর কী হলো ?

07/05/2025

আগে কখনো হয়নি। এই প্রথম হলো। এমন ঘটনা পৃথিবীতে খুব কমই ঘটে। বেশিরভাগ ঘটনাই আগে ঘটে যাওয়া ঘটনার রিপিটেশন। কিন্তু অনেকে এমনও আছেন যারা ভাবেন ইতিহাস শুরু হয়েছে সকাল বেলায় তাদের ঘুম ভাঙার পর থেকে।

03/05/2025

ধর্ম মানে কী ? শুধু মন্দির মসজিদ গির্জা বা গুরুদোয়ারায় যাওয়া ? বুঝে বা না বুঝে কিছু প্রথা আর আচার আচরণ মেনে চলা ? নাকি আত্মশুদ্ধি , সত্যের পথে, ন্যায়ের পথে চলা ? চারিদিকে ধর্মের নামে এত যে হল্লা, প্রকৃত ধার্মিক ক'জন ?

28/04/2025

যারা দিনরাত আপনাকে ধর্মীয় বিষয় নিয়ে উস্কে দিতে চাইছে , তাদের দেখতে পেলেই তাড়া করুন। স্পষ্ট ভাষায় বলুন‌ বাজারে জিনিসপত্রের দাম কমাতে। বলুন বন্ধ কারখানা খোলার ব্যবস্থা করতে। বলুন‌ সব জায়গায় ঘুষের রাজত্ব বন্ধ করতে।

26/04/2025

ইয়ার্কি মারার ও একটা লিমিট আছে। অন্তত থাকা দরকার। কিন্তু কিছু লোকের সেই বোধটাই নেই। তারা এখন বলছে কাশ্মীরে তাড়াহুড়ো (!)করে ভোট না করালে নাকি পহেলগাঁওয়ের ঘটনা ঘটত না। বল মা তারা যাই কোথা!!! উফ !!!

Address

TX

Telephone

+19564279707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aajker Dinkhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share