11/12/2025
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ বেঁচে নেই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এর থেকে মর্মান্তিক বেদনাদায়ক আর কি হতে পারে,,চোখের সামনে একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল শুধু মাত্র আমাদের সমাজের একটু খামখেয়ালি, দায়িত্বজ্ঞানহীনতার কারণে
বলার মত কোন ভাষা পাচ্ছি না,খুব করে প্রার্থনা করছিলাম সাজিদ যেন বেঁচে থাকে, তার আর ফেরা হলো না,
মেনে নিতে খুব কষ্ট হচ্ছে,
একটা কথায় বলতে চাই সাজিদের মত যেন আর কোন মাসুম বাচ্চার প্রাণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতার জন্য অকালে মৃত্যু না হয়🥲🥲
সৃষ্টিকর্তা মাসুম সাজিদকে তার কাছে ভালো রাখুক, সেই সাথে তার পরিবার শোক সহ্য করার শক্তি দান করুক🙏🙏